42th bcs preliminary exam is special bcs. The doctors only attend the bcs.the post is 42 th bcs special bcs all general knowledge, general science, ICT, ethics, computer and telecommunication question in solution.
১. যদি ICE : COLDNESS হয়, তবে EARTH: ?
(ক) weight
(খ) jungle
(গ) sea
(ঘ) Gravity
উত্তরঃ ঘ) Gravity
২. নওগাঁ জেলার পাহাপুরে অবস্থিত ‘সোমপুর বিহার‘ এর প্রতিষ্ঠাতা কে?
(ক) গোপাল
(খ) ধর্মপাল
(গ) মহীপাল
(ঘ) বিগ্রহপাল
উত্তরঃ গ) মহীপাল।
৩. IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী–
(ক) পানি সম্পদ রক্ষা কথা
(খ) সমাস গমন করা
(গ) প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
(ঘ) পরিবেশ দূষণ রোধ করা
উত্তরঃ খ) সমাস গমন করা।
৪. কোন চুক্তির মাধ্যমে ছটকাপের “Thirty years’ war” এর সমাপ্তি ঘটে?
(ক) ভারসাই চুক্তি, ১৯১৯
(খ) ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
(গ) প্যারিস চুক্তি, ১৭৮৩
(ঘ) লুজান চুক্তি, ১৯২৩
উত্তরঃ খ) ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮।
৫. মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়–
(ক) ২ মার্চ ২০২০
(খ) ২৫ জানুয়ারি ২০২০
(গ) ৩০ এপ্রিল ২০২০
(ঘ) ২৯ ফেব্রুয়ারি ২০২০
উত্তরঃ ঘ) ২৯ ফেব্রুয়ারি ২০২০।
৬. বঙ্গালি উপভাষা অঞ্চল কোনটি?
(ক) নদীয়া
(খ) ত্রিপুরা
(গ) পুরুলিয়া
(ঘ) বরিশাল
উত্তরঃ ঘ) বরিশাল।
৭. “D8 Organization for Economic Cooperation” বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
(ক) অবুজা
(খ) ঢাকা
(গ) তেহরনি
(ঘ) ইস্তাম্বুল
উত্তরঃ খ) ঢাকা।
৮. বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
(ক) ১৩৬
(খ) ১৩৭
(গ) ১৩৮
(ঘ) ১৪০
উত্তরঃ খ) ১৩৭।
৯. ১৯৪৮–১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস‘ হিসেবে কোন দিনটি পালন করা হতো?
(ক) ২৫ শে জানুয়ারি
(খ) ১১ ই ফেব্রুয়ারি
(গ) ১১ ই মার্চ
(ঘ) ২৫ শে এঞ্জিল
উত্তরঃ গ) ১১ ই মার্চ।
১০. বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
(ক) কৃষি ও বনজ
(খ) মৎস্য
(গ) শিল্প
(ঘ) স্বাস্থ্য ও সামাজিক সেবা
উত্তরঃ গ) শিল্প।
১১. ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল–
(ক) জয় বাংলা
(খ) বাংলাদেশ
(গ) স্বাধীনতা
(ঘ) মুক্তির ডাক
উত্তরঃ ক) জয় বাংলা।
১২. ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
(ক) ২১ এপ্রিল
(খ) ২ অক্টোবর
(গ) ২৬ জানুয়ারি
(ঘ) ১০ মে
উত্তরঃ ক) ২১ এপ্রিল।
১৩. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?
(ক) ২ ফেব্রুয়ারি
(খ) ৮ ফেব্রুয়ারি
(গ) ৮ মার্চ
(ঘ) ৭ এপ্রিল
উত্তরঃ ক) ২ ফেব্রুয়ারি।
১৪. ১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) চট্টগ্রাম
(খ) কলকাতা
(গ) লন্ডন
(ঘ) নিউইয়র্ক
উত্তরঃ ঘ) নিউইয়র্ক।
১৫. ঢাকা গেইট এর নির্মাতা কে?
(ক) শায়েস্তা খাঁ
(খ) নবাব আবদুল গণি
(গ) লর্ড কার্জন
(ঘ) মীর জুমলা
উত্তরঃ ঘ) মীর জুমলা।
১৬. মুক্তিযুদ্ধভিত্তিক নডেল কোনটি?
(ক) ক্রীতদাসের হাসি
(খ) জীবন ও রাজনৈতিক বাস্তবতা
(গ) কানাপর্ব
(ঘ) প্রদোষে প্রাকৃতজন
উত্তরঃ গ) কানাপর্ব।
১৭. Sustainable Development Goals (SDG) কয়টি?
(ক) ১৩ টি
(খ) ১৫ টি
(গ) ১৭ টি
(ঘ) ৩১ টি
উত্তরঃ গ) ১৭ টি।
১৮. কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে?
(ক) ২০ আগস্ট ২০২০
(খ) ১৯ সেপ্টেম্বর ২০২০
(গ) ১৮ অক্টোবর ২০২০
(ঘ) ১৫ জুলাই ২০২০
উত্তরঃ খ) ১৯ সেপ্টেম্বর ২০২০।
১৯. Global Vaccine Summit অনুষ্ঠিত হয়–
(ক) ৫ মে ২০২০
(খ) ৪ জুন ২০২০
(গ) ৬ জুলাই ২০২০
(ঘ) ৮ আগস্ট ২০২০
উত্তরঃ খ) ৪ জুন ২০২০।
২০. WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
(ক) জেনেভা
(খ) রোম
(গ) নিউইয়র্ক
(ঘ) ওয়াশিংটন ডিসি
উত্তরঃ ক) জেনেভা।
২১. বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
(ক) ১৯৭২, কায়রো
(খ) ১৯৭৪, নয়া দিল্লী
(গ) ১৯৭৫, বেলগ্রেড
(ঘ) ১৯৭৩, আলজিয়ার্স
উত্তরঃ ঘ) ১৯৭৩, আলজিয়ার্স।
২২. বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?
(ক) গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ
(খ) বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্ম
(গ) শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা
(ঘ) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত
উত্তরঃ ঘ) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
২৩. ডিসেম্বর ২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ–ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?
(ক) ৩টি
(খ) ৫ টি
(গ) ৭ টি
(ঘ) ৯ টি
উত্তরঃ গ) ৭ টি।
২৪. কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয়?
(ক) ২০০০ সালে
(খ) ২০০১ সালে
(গ) ২০০৩ সালে
(ঘ) ২০০৫ সালে
উত্তরঃ ক) ২০০০ সালে।
২৫. কোনটি “Bretton Woods Institutions” এর অন্তর্ভুক্ত?
(ক) IDB
(খ) IMF
(গ) WTO
(ঘ) ADB
উত্তরঃ খ) IMF।
২৬. সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
(ক) আর্টসাখ প্রজাতন্ত্র
(খ) নীগর্নো-কারাবাখ
(গ) ইয়েরেভান
(ঘ) নাকাৰ্চভন ছিটমহল
উত্তরঃ খ) নীগর্নো-কারাবাখ।
২৭. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
(ক) বাংলা
(খ) সংস্কৃত
(গ) হিন্দি
(ঘ) অষ্ট্রিক
উত্তরঃ ঘ) অষ্ট্রিক।
২৮. বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?
(ক) হাতিয়া প্রণালী
(খ) জাফোর্ড পয়েন্ট
(গ) সাঙু ভ্যালি
(ঘ) মাতারবাড়ি
উত্তরঃ গ) সাঙু ভ্যালি।
২৯. ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
(ক) উনবিংশ শতাব্দীতে
(খ) অষ্টাদশ শতাব্দীতে
(গ) ষোড়শ শতাব্দীতে
(ঘ) চতুর্দশ শতাব্দীতে
উত্তরঃ ক) উনবিংশ শতাব্দীতে।
৩০. গ্রীন হাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি “The Kyoto Protocol” জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?
(ক) ১৯৯৭
(খ) ১৯৯৯
(গ) ২০০৩
(ঘ) ২০০৫
উত্তরঃ ক) ১৯৯৭।
৩১. সাবাস বাংলাদেশ‘ ভাস্কর্যটির স্থপতি কে?
(ক) হামিদুজ্জামান খান
(খ) রবিউল হুসাইন
(গ) আব্দুর রাজ্জাক
(ঘ) নিতুন কুণ্ডু
উত্তরঃ ঘ) নিতুন কুণ্ডু।
৩২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী‘ প্রথম প্রকাশিত হয় কত সালে?
(ক) ২০১০
(খ) ২০১১
(গ) ২০১২
(ঘ) ২০১৫
উত্তরঃ গ) ২০১২।
৩৩. কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
(ক) কার্তিক- ফাল্গুন
(খ) চৈত্র- বৈশাখ
(গ) ভাদ্র- অগ্রহায়ণ
(ঘ) শ্রাবণ- আশ্বিন
উত্তরঃ ক) কার্তিক- ফাল্গুন।
৩৪. বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল?
(ক) মার্শাল আইল্যান্ড
(খ) মালদ্বীপ
(গ) গ্রানাডা
(ঘ) বাহামা
উত্তরঃ খ) মালদ্বীপ।
৩৫. কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
(ক) ১৯৯৫ সালে ডেনমার্কে
(খ) ১৯৯৫ সালে ডেনমার্কে
(গ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
(ঘ) ১৯৯৬ সালে হাঙ্গেরিতে
উত্তরঃ গ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে।
৩৬. কোনটি যমুনার উপনদী?
(ক) তিস্তা
(খ) ধলেশ্বরী
(গ) খোয়াই
(ঘ) বংশী
উত্তরঃ ক) তিস্তা।
৩৭. কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
(ক) সৌদিআরব
(খ) কুয়েত
(গ) সংযুক্ত আরব আমিরাত
(ঘ) ওমান
উত্তরঃ গ) সংযুক্ত আরব আমিরাত।
৩৮. ‘যিনি ন্যায়শাস্ত্র জানেন’ এর এককথায় প্রকাশিত রূপ হলো–
(ক) ন্যায়বাগীশ
(খ) নৈয়ায়িক
(গ) ন্যায়পাল
(ঘ) ন্যায়ঋদ্ধ
উত্তরঃ খ) নৈয়ায়িক।
৩৯. বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান–
(ক) BARI
(খ) BRRI
(গ) BADC
(ঘ) BINA
উত্তরঃ গ) BADC
৪০. রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
(ক) তমদুন মজলিস
(খ) ভাষা পরিষদ
(গ) মাতৃভাষা পরিষদ
(ঘ) আমরা বাঙালি
উত্তরঃ ক) তমদুন মজলিস।
৪১. বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
(ক) পূর্ববঙ্গ
(খ) পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা
(গ) পূর্ববঙ্গও পশ্চিমবঙ্গ
(ঘ) পূর্ববঙ্গও আসাম
উত্তরঃ ঘ) পূর্ববঙ্গও আসাম।
৪২. মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৯৬
(খ) ১৯৯৮
(গ) ২০০০
(ঘ) ২০০৮
উত্তরঃ ক) ১৯৯৬।
৪৩. আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?
(ক) যুক্তরাজ্য
(খ) যুক্তরাষ্ট্র
(গ) চীন
(ঘ) ভারত
উত্তরঃ গ) চীন।
৪৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়?
(ক) ১১ নভেম্বর
(খ) ১২ অক্টোবর
(গ) ১৬ ডিসেম্বর
(ঘ) ৩ মার্চ
উত্তরঃ খ) ১২ অক্টোবর।
42 th preliminary bcs question in solution bangla part Visit here
42 th bcs preliminary question in solution english part Visit here
42 th bcs preliminary question in solution math part Visit here
42 th bcs preliminary special examination health cadar arranged Bangladesh civil service Commission in 26 February 2021.the part is 42th bcs general knowledge, general science, Bangladesh and global knowledge, ict,computer and telecommunication, ethis,mental efficiency.