Advertisement

43 TH BCS MCQ BANGLA QUESTION AND SOLUTION

43th bcs preliminary exam held in 2021.all general students attend the bcs.43th bcs all Bangla question in solution in here.

৪৩ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের বাংলা অংশের সমাধান। 

43th bcs preliminary question in solution bangla part. 


১. ‘রেহেনা মরিয়ম নুর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন– 

(ক) জেরেমি চুয়া 

(খ) আবদুল্লাহ মোহাম্মদ সাদ 

(গ) রাজীব মহাজন 

(ঘ) আজমেরী হক বাঁধন 

উত্তরঃ খ) আবদুল্লাহ মোহাম্মদ সাদ। 

২. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? 

(ক) করণ কারক 

(খ) সম্প্রদান কারক 

(গ) অপাদান কারক 

(ঘ) অধিকরণ কারক 

উত্তরঃ খ) সম্প্রদান কারক। 

৩. কেমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? 

(ক) হিত্তিক ও তুখারিক 

(খ) তামিল ও দ্রাবিড় 

(গ) আর্য ও অনার্য 

(ঘ) মাগধী ও গৌড়ী 

উত্তরঃ ক) হিত্তিক ও তুখারিক। 

৪. ‘রুখের তেম্ভলি কুমীরে খাই’–এর অর্থ কী? 

(ক) তেজি কুমিরকে রুখে দিই 

(খ) বৃক্ষের শাখায় পাকা তেঁতুল 

(গ) গাছের তেঁতুল কুমিরে খায় 

(ঘ) ভুল থেকে শিক্ষা নিতে হবে 

উত্তরঃ গ) গাছের তেঁতুল কুমিরে খায়। 

৫. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়? 

(ক) ১৮৬০ 

(খ) ১৮৬১ 

(গ) ১৮৬৫ 

(ঘ) ১৮৬৬ 

উত্তরঃ গ) ১৮৬৫। 

৬. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী? 

(ক) বেগম রোকেয়া 

(খ) কাদম্বরী দেবী 

(গ) স্বর্ণকুমারী দেবী 

(ঘ) নূরুন্নাহার ফয়জুন্নেসা 

উত্তরঃ গ) স্বর্ণকুমারী দেবী। 

৭. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন? 

(ক) মওলানা ভাসানী 

(খ) আবুল ফজল 

(গ) শহীদুল্লা কায়সার 

(ঘ) শেখ মুজিবুর রহমান 

উত্তরঃ ঘ) শেখ মুজিবুর রহমান। 

৮. মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকব্যের নাম কী? 

(ক) ‘মনসামঙ্গল’ 

(খ) ‘মনসাবিজয়’ 

(গ) ‘পদ্মপুরাণ’ 

(ঘ) ‘পদ্মাবতী’ 

উত্তরঃ গ) ‘পদ্মপুরাণ’। 

৯. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? 

(ক) সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ 

(খ) কোরেশী মাগন ঠাকুর 

(গ) সুলতান বরবক শাহ 

(ঘ) জমিদার নিজাম শাহ 

উত্তরঃ ঘ) জমিদার নিজাম শাহ। 

১০. কোনটি নামধাতুর উদাহরণ? 

(ক) চল্ 

(খ) কর 

(গ) বেতা 

(ঘ) পড় 

উত্তরঃ গ) বেতা। 

১১. ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারায় ‘গড়ল’ শব্দের অর্থ কী? 

(ক) স্রোত 

(খ) ভেড়া 

(গ) একত্র 

(ঘ) ভাসা 

উত্তরঃ খ) ভেড়া। 

১২. ‘তাতে সমাজজীবন চলে না।’–এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? 

(ক) তাতে সমাজজীবন চলে 

(খ) তাতে না সমজাজীবন চলে 

(গ) তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে 

(ঘ) তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে 

উত্তরঃ গ) তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে। 

১৩. “তোমারেই যেন ভালোবাসিয়াছি শর রূপে শতবার/জনমে জনমে যুগে যুগে অনিবার।”–রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? 

(ক) ‘অনন্ত প্রেম’ 

(খ) ‘উপহার’ 

(গ) ‘ব্যক্ত প্রেম’ 

(ঘ) ‘শেষ উপহার’ 

উত্তরঃ ক) ‘অনন্ত প্রেম’। 

১৪. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী? 

(ক) পণ্ডিত 

(খ) বিদ্যাসাগর 

(গ) শস্ত্রজ্ঞ 

(ঘ) মহামহোপাধ্যায় 

উত্তরঃ  ঘ) মহামহোপাধ্যায়। 

১৫. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? 

(ক) ‘তেইশ নম্বর তৈলচিত্র’ 

(খ) ‘ক্ষুধা ও আশা’ 

(গ) ‘কর্ণফুলি’ 

(ঘ) ‘ধানকণ্যা’ 

উত্তরঃ গ) ‘কর্ণফুলি’। 

১৬. ‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম? 

(ক) অরুণ মিত্র 

(খ) সমরেশ বসু 

(গ) সুনীল গঙ্গোপাধ্যায় 

(ঘ) সমরেশ মজুমদার 

উত্তরঃ গ) সুনীল গঙ্গোপাধ্যায়। 

১৭. বাগযন্ত্রের অংশ কোনটি? 

(ক) স্বরযন্ত্র 

(খ) ফুসফুস 

(গ) দাঁত 

(ঘ) উপরের সবকটি 

উত্তরঃ ঘ) উপরের সবকটি। 

১৮. ‘চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়? 

(ক) বাংলাদেশ 

(খ) নেপাল 

(গ) উড়িষ্যা 

(ঘ) ভুটান 

উত্তরঃ খ) নেপাল। 

১৯. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? 

(ক) ‘কাঁদো নদী কাঁদো’ 

(খ) ‘নেকড়ে অরণ্য’ 

(গ) ‘রাঙা প্রভাত’ 

(ঘ) ‘প্রদোষে প্রাকৃতজন’ 

উত্তরঃ খ) ‘নেকড়ে অরণ্য’। 

২০. বড় > বড্ড–এটি কোন ধরনের পরিবর্তন? 

(ক) বিষমীভবন 

(খ) সমীভবন 

(গ) ব্যঞ্জনদ্বিত্ব 

(ঘ) ব্যঞ্জন-বিকৃতি 

উত্তরঃ গ) ব্যঞ্জনদ্বিত্ব। 

২১. ‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কী? 

(ক) রামায়ণের সাত পর্ব 

(খ) রামায়ণে বর্ণিত বৃক্ষ 

(গ) রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র 

(ঘ) বৃহৎ বিষয় 

উত্তরঃ ঘ) বৃহৎ বিষয়। 

২২. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা? 

(ক) এস. ওয়াজেদ আলী 

(খ) আবুল হাসেম 

(গ) আবুল মনসুর আহমদ 

(ঘ) আবুল হুসেন 

উত্তরঃ গ) আবুল মনসুর আহমদ। 

২৩. “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের মায়ের দামাল ছেলে”–কে এই দামাল ছেলে? 

(ক) কাজী নজরুল ইসলাম 

(খ) কামাল পাশা 

(গ) চিত্তরঞ্জন দাস 

(ঘ) সুভাষ বসু 

উত্তরঃ খ) কামাল পাশা। 

২৪. ‘Attested’ শব্দের বাংলা পরিভাষা কী? 

(ক) প্রত্যায়িত 

(খ) সত্যায়িত 

(গ) প্রত্যয়িত 

(ঘ) সত্যয়িত 

উত্তরঃ খ) সত্যায়িত। 

২৫. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’–এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে? 

(ক) অসহায়ত্ব 

(খ) বিরক্তি 

(গ) কালের বিস্তার 

(ঘ) পৌনঃপুনিকতা 

উত্তরঃ খ) বিরক্তি। 

২৬. ‘মুখ ঢেকে যায়’ বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে? 

(ক) রফিক আজাদ 

(খ) শঙ্খ ঘোষ 

(গ) রফিক আজাদ 

(ঘ) শামসুর রাহমান 

উত্তরঃ খ) শঙ্খ ঘোষ। 

২৭. ‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ? 

(ক) পর্তুগিজ 

(খ) ফরাসি 

(গ) আরবি 

(ঘ) ফারসি 

উত্তরঃ ঘ) ফারসি। 

২৮. নিম্নবর্ণিত স্বরধ্বনি কোনটি? 

(ক) আ 

(খ) ই 

(গ) ঈ 

(ঘ) অ্যা 

উত্তরঃ ক) আ। 

২৯. ‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী? 

(ক) জীবননাশের ইচ্ছা 

(খ) বেঁচে থাকার ইচ্ছা 

(গ) জীবকে জানার ইচ্ছা 

(ঘ) জীবন-জীবিকার পথ 

উত্তরঃ খ) বেঁচে থাকার ইচ্ছা। 

৩০. ভুল বানান কোনটি? 

(ক) ভূবন 

(খ) অন্তঃসার 

(গ) মুহুর্ত 

(ঘ) অদ্ভুত 

উত্তরঃ ক) ভূবন। 

৩১. ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’–এটি কোন ধরনের বাক্য? 

(ক) সরল বাক্য 

(খ) জটিল বাক্য 

(গ) যৌগিক বাক্য 

(ঘ) খণ্ড বাক্য 

উত্তরঃ খ) জটিল বাক্য। 

৩২. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস? 

(ক) কর্মধারয় 

(খ) বহুব্রীহি 

(গ) অব্যয়ীভাব 

(ঘ) তৎপুরুষ 

উত্তরঃ ক) কর্মধারয়। 

৩৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? 

(ক) চৌবেরিয়া গ্রাম, নদীয়া 

(খ) কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা 

(গ) বীরসিংহ গ্রাম, মেদিনীপুর 

(ঘ) দেবানন্দপুর গ্রাম, হুগলি 

উত্তরঃ গ) বীরসিংহ গ্রাম, মেদিনীপুর। 

৩৪. ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়– 

(ক) ১৯ ফেব্রুয়ারি ১৯২৬ 

(খ) ১৯ জানুয়ারি ১৯২৬ 

(গ) ১৯ মার্চ ১৯২৬ 

(ঘ) ২৬ মার্চ ১৯২৭ 

উত্তরঃ খ) ১৯ জানুয়ারি ১৯২৬। 

৩৫. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী? 

(ক) ‘শনিবারের চিঠি’ 

(খ) ‘রবিবারের ডাক’ 

(গ) ‘বিজলি’ 

(ঘ) ‘বঙ্গদর্শন’ 

উত্তরঃ ক) ‘শনিবারের চিঠি’। 

৩৬. ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’–কে রচনা করেন এই কাব্য? 

(ক) সুধীন্দ্রনাথ দত্ত 

(খ) প্রেমেন্দ্র মিত্র 

(গ) সমর সেন 

(ঘ) জীবনানন্দ দাশ 

উত্তরঃ ঘ) জীবনানন্দ দাশ। 

 The 43th bcs preliminary examination held in 2021.Bcs is the best job in Bangladesh. So graduate and post graduate students achieved the bcs.

43th bcs preliminary English question in solution  Visit here

43th bcs preliminary question in solution math part Visit here

43th bcs preliminary question in solution general knowledge, computer and technology, ict,ethis,general science part Visit here