42th bcs preliminary exam is special bcs. The doctors only attend the bcs.the post is 42 th bcs special bcs all Bangla question in solution.
১. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
(ক) বাংলা
(খ) সংস্কৃত
(গ) হিন্দি
(ঘ) অষ্ট্রিক
উত্তরঃ ঘ) অষ্ট্রিক।
২.মহাকবি আলাওল রচিত কাব্য–
(ক) চন্দ্রাবতী
(খ) পদ্মাবতী
(গ) মধুমালতী
(ঘ) লাইলী মজনু
উত্তরঃ খ) পদ্মাবতী।
৩. ‘Notification’ – এর বাংলা পরিভাষা কোনটি?
(ক) বিজ্ঞাপন
(খ) বিজ্ঞপ্তি
(গ) বিজ্ঞপ্তি ফলক
(ঘ) প্রজ্ঞাপন
উত্তরঃ ঘ) প্রজ্ঞাপন।
৪. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?
(ক) ধীরে বহে মেঘনা
(খ) কলমিলতা
(গ) আবার তোরা মানুষ হ
(ঘ) হলিয়া
উত্তরঃ ঘ) হলিয়া।
৫. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
(ক) সিংহ চিহ্নিত আসন= সিংহাসন
(খ) মহান যে পুরুষ= মহাপুরুষ
(গ) কুসুমের মতোকোমল= কুসুমকোমল
(ঘ) জায়া ও পতি= দম্পতি
উত্তরঃ ক) সিংহ চিহ্নিত আসন= সিংহাসন।
৬. কোনটি শুদ্ধ নয়?
(ক) যন্ত্রনা
(খ) শূদ্র
(গ) সহযোগিতা
(ঘ) স্বতঃস্ফুর্ত
উত্তরঃ ক) যন্ত্রনা।
৭. ‘যিনি ন্যায়শাস্ত্র জানেন’ এর এককথায় প্রকাশিত রূপ হলো–
(ক) ন্যায়বাগীশ
(খ) নৈয়ায়িক
(গ) ন্যায়পাল
(ঘ) ন্যায়ঋদ্ধ
উত্তরঃ খ) নৈয়ায়িক।
৮. রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
(ক) তমদুন মজলিস
(খ) ভাষা পরিষদ
(গ) মাতৃভাষা পরিষদ
(ঘ) আমরা বাঙালি
উত্তরঃ ক) তমদুন মজলিস।
৯. ‘উলুবনে মুক্তা ছড়ানো‘ প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে–
(ক) প্রবাদ-প্রবচন
(খ) এককথায় প্রকাশ
(গ) ভাবসম্প্রসারণ
(ঘ) বাক্য সংকোচন
উত্তরঃ ক) প্রবাদ-প্রবচন।
১০. ‘কৃষ্টি’ শব্দের সঠিক প্রকৃতি–প্রত্যয়–
(ক) কৃষ + তি
(খ) কৃ + টি
(গ) কৃ + ইষ্টি
(ঘ) কৃষ + ইষ্টি
উত্তরঃ ক) কৃষ + তি।
১১. বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
(ক) পূর্ববঙ্গ
(খ) পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা
(গ) পূর্ববঙ্গও পশ্চিমবঙ্গ
(ঘ) পূর্ববঙ্গও আসাম
উত্তরঃ ঘ) পূর্ববঙ্গও আসাম।
১২. আমার জ্বর জ্বর লাগছে. জ্বর জ্বর শব্দ দুটি অৰিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে–
(ক) দিরুক্ত শব্দ
(খ) সমার্থক শব্দ
(গ) যুগ্মশব্দ
(ঘ) শব্দদ্বিত্ব
উত্তরঃ ক) দিরুক্ত শব্দ।
১৩. মানুষের দেহের যে সব অঙ্গ–প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে–
(ক) বাক প্রত্যঙ্গ
(খ) অধ্বনি
(গ) স্বরতন্ত্রী
(ঘ) নাসিকাতন্ত্র
উত্তরঃ ক) বাক প্রত্যঙ্গ।
১৪. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
(ক) পদাবলী
(খ) গীতগোবিন্দ
(গ) চর্যাপদ
(ঘ) চৈতন্যজীবনী
উত্তরঃ গ) চর্যাপদ।
১৫. ঐহিক এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) ঈদৃশ
(খ) পারত্রিক
(গ) মাঙ্গলিক
(ঘ) অকিস্মিক
উত্তরঃ খ) পারত্রিক।
১৬. অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) উপত্যকা
(খ) ধিত্যকা
(গ) পার্বত্য
(ঘ) সমতল
উত্তরঃ ক) উপত্যকা।
১৭. উদ্বাসন শব্দের অর্থ কী?
(ক) উদ্বাসন শব্দের অর্থ কী?
(খ) বাসভূমির সম্মুখস্থ ভূমি
(গ) অজ্ঞাত বিষয় প্রকাশ করা
(ঘ) বিকাশ
উত্তরঃ খ) বাসভূমির সম্মুখস্থ ভূমি।
১৮. ‘কিত্তনখোলা‘ নাটকটির বিষয়–
(ক) যন্ত্রণাদগ্ধ শহরজীবনকযিশ্য
(খ) যন্ত্রণাদগ্ধ শহরজীবনকযিশ্য
(গ) লোকায়ত জীবন-সংস্কৃতি
(ঘ) দেশবিভাগজনিত জীবন যন্ত্রণা
উত্তরঃ গ) লোকায়ত জীবন-সংস্কৃতি।
১৯. বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?
(ক) গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ
(খ) বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্ম
(গ) শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা
(ঘ) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত
উত্তরঃ ঘ) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
২০. বাক্যের দুটি অংশ থাকে–
(ক) প্রসাদগুণ, মাধুর্যগুণ
(খ) উপমা, অলংকার
(গ) উদ্দেশ্য, বিধেয়
(ঘ) সাধু, চলিত
উত্তরঃ গ) উদ্দেশ্য, বিধেয়।
২১. শুদ্ধ বাক্য নয় কোনটি?
(ক) বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই
(খ) ইশ! যদি পাখির মত পাখা পেতাম
(গ) অকারণে ঋণ করিও না
(ঘ) হয়তো সোহম আসতে পারে
উত্তরঃ গ) অকারণে ঋণ করিও না।
২২. ঢাকা গেইট এর নির্মাতা কে?
(ক) শায়েস্তা খাঁ
(খ) নবাব আবদুল গণি
(গ) লর্ড কার্জন
(ঘ) মীর জুমলা
উত্তরঃ ঘ) মীর জুমলা।
২৩. মুক্তিযুদ্ধভিত্তিক নডেল কোনটি?
(ক) ক্রীতদাসের হাসি
(খ) জীবন ও রাজনৈতিক বাস্তবতা
(গ) কানাপর্ব
(ঘ) প্রদোষে প্রাকৃতজন
উত্তরঃ গ) কানাপর্ব।
২৪. ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
(ক) তৎসম
(খ) তদ্ভব
(গ) ফারসী
(ঘ) তুর্কি
উত্তরঃ ঘ) তুর্কি।
২৫. সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) শেখ ফজলুল করিম
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) মোহাম্মদ নাসির উদ্দিন
উত্তরঃ গ) প্রমথ চৌধুরী।
২৬. বঙ্গালি উপভাষা অঞ্চল কোনটি?
(ক) নদীয়া
(খ) ত্রিপুরা
(গ) পুরুলিয়া
(ঘ) বরিশাল
উত্তরঃ ঘ) বরিশাল।
২৭. সঠিক বানান নয় কোনটি?
(ক) ধরণি
(খ) মুর্খ্য
(গ) গুণ
(ঘ) প্রানী
উত্তরঃ ঘ) প্রানী।
42 th bcs preliminary examination is special bcs.The bcs is health cadar. All bsc/msc doctor attend the exam.the exam only arranged doctors.
42 th bcs preliminary question in solution english Visit here
42 th bcs preliminary question in solution math Visit here
42 th bcs preliminary question in solution general knowledge and others question Visit here