Advertisement

41 TH BCS MCQ GENERAL KNOWLEDGE AND OTHERS QUESTION AND SOLUTION

41 th bcs preliminary question in solution general knowledge, general science, ict,computer, ethis,mentally assessment, etc.

৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সাধারণ জ্ঞান ও অন্যান্য অংশ। 

41 th bcs preliminary question in solution general knowledge and others part. 

The content have 41 th bcs general knowledge -Bangladesh and global knowledge, General science, computer, ict,ethics, mentally, etc. 

১. সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? 

(ক) অনুচ্ছেদ ২২ 

(খ) অনুচ্ছেদ ২৩ 

(গ) অনুচ্ছেদ ২৪ 

(ঘ) অনুচ্ছেদ 

উত্তরঃ ঘ) অনুচ্ছেদ। 

২. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? 

(ক) দক্ষিণ তালপট্টি 

(খ) সেন্টমার্টিন 

(গ) নিঝুম দ্বীপ 

(ঘ) ভোলা 

উত্তরঃ খ) সেন্টমার্টিন। 

৩. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 

(ক) ৩টি 

(খ) ৪টি 

(গ) ৫টি 

(ঘ) ৬টি 

উত্তরঃ গ) ৫টি। 

৪. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? 

(ক) সিপাহী মোস্তফা কামাল 

(খ) ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ 

(গ) ল্যান্স নায়েক মোহাম্মদ শেখ 

(ঘ) সিপাহী হামিদুর রহমন 

উত্তরঃ ঘ) সিপাহী হামিদুর রহমন। 

৫. কে বীরশ্রেষ্ঠ নন? 

(ক) হামিদুর রহমান 

(খ) মোস্তফা কামাল 

(গ) মুন্সী আব্দুর রহিম 

(ঘ) নূর মোহাম্মদ শেখ 

উত্তরঃ গ) মুন্সী আব্দুর রহিম। 

৬. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? 

(ক) ৭ মার্চ ১৯৭৩ 

(খ) ১৭ মার্চ ১৯৭৩ 

(গ) ২৭ মার্চ ১৯৭৩ 

(ঘ) ৭ মার্চ ১৯৭৪ 

উত্তরঃ ক) ৭ মার্চ ১৯৭৩। 

৭. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? 

(ক) রাঙ্গামাটি 

(খ) খাগড়াছড়ি 

(গ) বান্দরবান 

(ঘ) সিলেট 

উত্তরঃ গ) বান্দরবান। 

৮. লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? 

(ক) ২০-২১ ফেব্রুয়ারিচ ১৯৭৪ 

(খ) ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ 

(গ) ২৫-২৬ ফেব্রুয়ারি ১৯৭৪ 

(ঘ) ২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪ 

উত্তরঃ ঘ) ২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪। 

৯. বঙ্গবন্ধুকে কখন ‘জুলিও কুরী‘ শান্তি পুরস্কার প্রদান করা হয়? 

(ক) ২০ মে ১৯৭২ 

(খ) ২১ মে ১৯৭২ 

(গ) ২২ মে ১৯৭২ 

(ঘ) ২৩ মে ১৯৭২ 

উত্তরঃ ঘ) ২৩ মে ১৯৭২। 

১০. ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না– 

(ক) শাসনতান্ত্রিক কাঠামো 

(খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা 

(গ) স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা 

(ঘ) বিচার ব্যবস্থা 

উত্তরঃ ঘ) বিচার ব্যবস্থা। 

১১. ‘মাৎস্যন্যায়‘ বাংলার কোন সময়কাল নির্দেশ করে? 

(ক) ৫ম-৬ষ্ঠ শতক 

(খ) ৬ষ্ঠ-৭ম শতক 

(গ) ৭ম-৮ম শতক 

(ঘ) ৮ম-৯ম শতক 

উত্তরঃ গ) ৭ম-৮ম শতক। 

১২. বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? 

(ক) শামসুদ্দীন ইলিয়াস শাহ 

(খ) নাসিরুদ্দীন মাহমুদ শাহ 

(গ) আলাউদ্দিন হোসেন শাহ 

(ঘ) গিয়াসউদ্দিন আজম শাহ 

উত্তরঃ গ) আলাউদ্দিন হোসেন শাহ। 

১৩. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? 

(ক) নওয়াব আব্দুল লতিফ 

(খ) স্যার সৈয়দ আহমেদ 

(গ) নওয়াব স্যার সলিমুল্লাহ 

(ঘ) খাজা নাজিমুদ্দিন 

উত্তরঃ গ) নওয়াব স্যার সলিমুল্লাহ। 

১৪. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

(ক) খাজা নাজিম উদ্দীন 

(খ) নুরুল আমিন 

(গ) লিয়াকত আলী খান 

(ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ 

উত্তরঃ ক) খাজা নাজিম উদ্দীন। 

১৫. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? 

(ক) খাগড়াছড়ি জেলায় 

(খ) রাঙ্গামাটি জেলায় 

(গ) বান্দরবান জেলায় 

(ঘ) কক্সবাজার জেলায় 

উত্তরঃ ক) খাগড়াছড়ি জেলায়। 

১৬. বাংলায় সেন বংশের (১০৭০–১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন? 

(ক) হেমন্ত সেন 

(খ) বল্লাল সেন 

(গ) লক্ষণ সেন 

(ঘ) কেশব সেন 

উত্তরঃ গ) লক্ষণ সেন। 

১৭. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? 

(ক) পুন্ড্র 

(খ) তাম্রলিপ্তি 

(গ) গৌড় 

(ঘ) হরিকেল 

উত্তরঃ ক) পুন্ড্র। 

১৮. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় 

(ক) রোজ গার্ডেনে 

(খ) সিরাজগঞ্জে 

(গ) সন্তোষে 

(ঘ) সুনামগঞ্জে 

উত্তরঃ গ) সন্তোষে। 

১৯. মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রােডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? 

(ক) এপ্রিল ১০, ১৯৭১ 

(খ) এপ্রিল ১১, ১৯৭১ 

(গ) এপ্রিল ১২, ১৯৭১ 

(ঘ) এপ্রিল ১৩, ১৯৭১ 

উত্তরঃ গ) এপ্রিল ১২, ১৯৭১। 

২০. কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? 

(ক) অনুচ্ছেদ ৭ 

(খ) অনুচ্ছেদ ৭(ক) 

(গ) অনুচ্ছেদ ৭(খ) 

(ঘ) অনুচ্ছেদ ৮ 

উত্তরঃ গ) অনুচ্ছেদ ৭(খ)। 

২১. বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মূল বিষয় কী ছিল? 

(ক) বহুদলীয় ব্যবস্থা 

(খ) বাকশাল প্রতিষ্ঠা 

(গ) তত্তাবধায়ক সরকার

(ঘ) সংসদে মহিলা আসন 

উত্তরঃ গ) তত্তাবধায়ক সরকার। 

২২. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? 

(ক) ৪র্থ তফসিল 

(খ) ৫ম তফসিল 

(গ) ৬ষ্ঠ তফসিল 

(ঘ) ৭ম তফসিল 

উত্তরঃ ক) ৪র্থ তফসিল। 

২৩. কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশি’ নেত্রকোনায়? 

(ক) সাঁওতাল 

(খ) গারো 

(গ) খাসিয়া 

(ঘ) মুরং 

উত্তরঃ খ) গারো। 

২৪. বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়? 

(ক) IDA credit-এর মাধ্যমে 

(খ) IMF-এর bailout package-এর মাধ্যমে 

(গ) প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে 

(ঘ) বিশ্ব ব্যাংকের budgetary support-এর মাধ্যমে 

উত্তরঃ খ) IMF-এর bailout package-এর মাধ্যমে। 

২৫. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? 

(ক) অশোক 

(খ) শশাঙ্ক 

(গ) মেগদা 

(ঘ) ধর্মপাল 

উত্তরঃ খ) শশাঙ্ক। 

২৬. বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? 

(ক) লর্ড কার্জন 

(খ) রাজা পঞ্চম জর্জ 

(গ) লর্ড মাউন্ট ব্যাটেন 

(ঘ) লর্ড ওয়াভেল 

উত্তরঃ খ) রাজা পঞ্চম জর্জ। 

২৭. ঢাকা শহরের গোড়াপত্তন হয় 

(ক) ব্রিটিশ আমলে 

(খ) সুলতানি আমলে 

(গ) মুঘল আমলে 

(ঘ) স্বাধীন নবাবী আমলে 

উত্তরঃ গ) মুঘল আমলে। 

২৮. স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন? 

(ক) জাবেদ করিম 

(খ) ফজলুল করিম 

(গ) জাওয়াদুল করিম 

(ঘ)  মঞ্জুল করিম 

উত্তরঃ ক) জাবেদ করিম। 

২৯. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? 

(ক) ফেব্রুয়ারি ২০, ১৯৭৪ 

(খ) ফেব্রুয়ারি ২১, ১৯৭৪ 

(গ) ফেব্রুয়ারি ২২, ১৯৭৪ 

(ঘ) ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪ 

উত্তরঃ গ) ফেব্রুয়ারি ২২, ১৯৭৪। 

৩০. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? 

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

(খ) মোহাম্মদউল্লাহ 

(গ) তাজউদ্দীন আহমদ 

(ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী 

উত্তরঃ ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

৩১. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? 

(ক) সুইডেন 

(খ) মার্কিন যুক্তরাষ্ট্র 

(গ) যুক্তরাজ্য 

(ঘ) জার্মানি 

উত্তরঃ ঘ) জার্মানি। 

৩২. সামরিক ভাষায় ‘WMD’ অর্থ কী? 

(ক) Weapons of Mass Destruction 

(খ) Worldwide Mass Destruction 

(গ) Weapons of Missile Defense 

(ঘ) Weapons for Massive Destruction 

উত্তরঃ ক) Weapons of Mass Destruction 

৩৩. ২০২০ সালে প্রকাশিত ‘আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী? 

(ক) ডেনমার্ক 

(খ) নরওয়ে 

(গ) জার্মানি 

(ঘ) সিঙ্গাপুর 

উত্তরঃ ক) ডেনমার্ক। 

৩৪. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগে প্রকাশ করে? 

(ক) WTO 

(খ) MIGA 

(গ) World Bank 

(ঘ) UNCTAD 

উত্তরঃ ঘ) UNCTAD 

৩৫. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রােহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? 

(ক) নাইজেরিয়া 

(খ) গাম্বিয়া 

(গ) বাংলাদেশ 

(ঘ) আলজেরিয়া 

উত্তরঃ খ) গাম্বিয়া। 

৩৬. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? 

(ক) রুয়ান্ডা 

(খ) সিয়েরালিয়ন 

(গ) সুদান 

(ঘ) লাইবেরিয়া 

উত্তরঃ খ) সিয়েরালিয়ন। 

৩৭. জাতিসংঘ নামকরণ করেন 

(ক) রুজভেল্ট 

(খ) স্টালিন 

(গ) চার্চিল 

(ঘ) দ্যা গল 

উত্তরঃ ক) রুজভেল্ট। 

৩৮. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? 

(ক) সৌদি আরব 

(খ) মালয়েশিয়া 

(গ) পাকিস্তান 

(ঘ) তুরষ্ক 

উত্তরঃ ঘ) তুরষ্ক। 

৩৯. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 

(ক) ১৯৪৫ সালে 

(খ) ১৯৪৯ সালে 

(গ) ১৯৪৮ সালে 

(ঘ) ১৯৫১ সালে 

উত্তরঃ খ) ১৯৪৯ সালে। 

৪০. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? 

(ক) অ্যানোরেট ক্রাম্প 

(খ) লিনা হেডরিচ 

(গ) অ্যাঞ্জেলা মারকেল 

(ঘ) পেট্রা কেলি 

উত্তরঃ গ) অ্যাঞ্জেলা মারকেল। 

৪১. আন্তর্জাতিক বিচার আদালত রহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? 

(ক) ৩টি 

(খ) ২ টি 

(গ) ৫টি 

(ঘ) ৪টি 

উত্তরঃ ঘ) ৪টি। 

৪২. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়? 

(ক) ক্যামেরুন এবং ইথিওপিয়া 

(খ) পেরু এবং ভেনেজুয়েলা 

(গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া 

(ঘ) মালি এবং সেনেগাল 

উত্তরঃ গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া। 

৪৩. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরজমান ছিল? 

(ক) দক্ষিণ আমেরিকা 

(খ) আফ্রিকা 

(গ) মধ্যপ্রাচ্য 

(ঘ) ইউরোপ 

উত্তরঃ ক) দক্ষিণ আমেরিকা। 

৪৪. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? 

(ক) কিউবা 

(খ) ভিয়েতনাম 

(গ) উজবেকিস্তান 

(ঘ) সোমালিয়া 

উত্তরঃ গ) উজবেকিস্তান। 

৪৫. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? 

(ক) রাশিয়া 

(খ) ডেনমার্ক 

(গ) সুইডেন 

(ঘ) ইংল্যান্ড 

উত্তরঃ ক) রাশিয়া। 

৪৬. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? 

(ক) জিব্রাল্টার প্রণালী 

(খ) বসফরাস প্রণালী 

(গ) বাবেল মান্দেব প্রণালী 

(ঘ) বেরিং প্রণালী 

উত্তরঃ গ) বাবেল মান্দেব প্রণালী। 

৪৭. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? 

(ক) ১৯১২ সালে 

(খ) ১৯১৩ সালে 

(গ) ১৯১৪ সালে 

(ঘ) ১৯১৫ সালে 

উত্তরঃ ক) ১৯১২ সালে। 

৪৮. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? 

(ক) ১৯৪৪ সালে 

(খ) ১৯৪৫ সালে 

(গ) ১৯৪৮ সালে 

(ঘ) ১৯৪৯ সালে 

উত্তরঃ খ) ১৯৪৫ সালে। 

৪৯. জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে ‘Pandemic’ ঘোষণা করেছে? 

(ক) ECOSOC

(খ) FAO 

(গ) WHO 

(ঘ) HRC 

উত্তরঃ গ) WHO 

৫০. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? 

(ক) ২৫০০ 

(খ) ১৯৯১ 

(গ) ১৯৫০ 

(ঘ) ১৮৯০ 

উত্তরঃ খ) ১৯৯১। 

৫১. মার্বেল কোন ধরনের শিলা? 

(ক) রূপান্তরিত শিলা 

(খ) আগ্নেয় শিলা 

(গ) পাললিক শিলা 

(ঘ) মিশ্র শিলা 

উত্তরঃ ক) রূপান্তরিত শিলা। 

৫২. মধ্যম উচ্চতার মেঘ কোনটি? 

(ক) সিরাস 

(খ) নিম্বাস 

(গ) কিউলাস 

(ঘ) স্ট্রেটাস 

উত্তরঃ গ) কিউলাস। 

৫৩. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো– 

(ক) আপদ ঝুঁকি হ্রাস 

(খ) জলবায়ু পরিবর্তন হ্রাস 

(গ) জনসংখ্যা বৃদ্ধি হ্রাস 

(ঘ) সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা 

উত্তরঃ খ) জলবায়ু পরিবর্তন হ্রাস। 

৫৪. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? 

(ক) মেঘনা মোহনায় 

(খ) সুন্দরবনের দক্ষিণে 

(গ) পা এবং যমুনার সংযোগস্থলে 

(ঘ) টেকনাফের দক্ষিণে 

উত্তরঃ খ) সুন্দরবনের দক্ষিণে। 

৫৫. বেঙ্গল ফ্যান–ভূমিরূপটি কোথায় অবস্থিত? 

(ক) মধুপুর গড়ে 

(খ) বঙ্গোপসাগরে 

(গ) হাওর অঞ্চলে 

(ঘ) টারশিয়ারি পাহাড়ে 

উত্তরঃ খ) বঙ্গোপসাগরে। 

৫৬. UDMC-এর পূর্ণরূপ হলোঃ 

(ক) United Disaster Management Centre 

(খ) Union Disaster Management Committee 

(গ) Union Disaster Management Centre 

(ঘ) None of the above 

উত্তরঃ খ) Union Disaster Management Committee 

৫৭. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম– 

(ক) আইসোপ্লিথ 

(খ) আইসোহাইট 

(গ) আইসোহ্যালাইন 

(ঘ) আইসোথার্ম 

উত্তরঃ খ) আইসোহাইট। 

৫৮. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? 

(ক) ময়নামতি 

(খ) পুণ্ড্রবর্ধন 

(গ) পাহাড়পুর 

(ঘ) সোনারগাঁ 

উত্তরঃ খ) পুণ্ড্রবর্ধন। 

৫৯. নিচের কোনটি সত্য নয়? 

(ক) ইরাবতী মায়ানমারের একটি নদী 

(খ) গোবী মরুভূমি ভারতে অবস্থিত 

(গ) থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত 

(ঘ) সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত 

উত্তরঃ খ) গোবী মরুভূমি ভারতে অবস্থিত। 

৬০. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? 

(ক) জানুয়ারি 

(খ) ফেব্রুয়ারি 

(গ) ডিসেম্বর 

(ঘ) মে 

উত্তরঃ ক) জানুয়ারি। 

৬১. গ্রফিন (graphene) কার বহুরূপী? 

(ক) কার্বন 

(খ) কার্বন ও অক্সিজেন 

(গ) কার্বন ও হাইড্রোজেন 

(ঘ) কার্বন ও নাইট্রোজেন 

উত্তরঃ ক) কার্বন। 

৬২. আইনস্টাইন নোবেল পুরস্কার পান 

(ক) আপেক্ষিক তত্ত্বের উপর 

(খ) মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য 

(গ) কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য 

(ঘ) আলোকে তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য 

উত্তরঃ ঘ) আলোকে তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য। 

৬৩. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? 

(ক) পুকুরের পানিতে 

(খ) লেকের পানিতে 

(গ) নদীর পানিতে 

(ঘ) সাগরের পানিতে 

উত্তরঃ ঘ) সাগরের পানিতে। 

৬৪. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালীক– 

(ক) ভেইন 

(খ) আর্টারি 

(গ) ক্যাপিলারি 

(ঘ) নার্ভ 

উত্তরঃ খ) আর্টারি। 

৬৫. প্রোটিন তৈরি হয়– 

(ক) ফ্যাটি অ্যাসিড দিয়ে 

(খ) নিউক্লিক অ্যাসিড দিয়ে 

(গ) অ্যামিনো অ্যাসিড দিয়ে 

(ঘ) উপরের কোনোটিই নয় 

উত্তরঃ গ) অ্যামিনো অ্যাসিড দিয়ে। 

৬৬. কোনটি পানিতে দ্রবীভূত হয় না? 

(ক) গ্লিসারিন 

(খ) ফিটকিরি 

(গ) সোডিয়াম ক্লোরাইড 

(ঘ) ক্যালসিয়াম কার্বোনেট 

উত্তরঃ ঘ) ক্যালসিয়াম কার্বোনেট। 

৬৭. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন? 

(ক) ৭ দিন 

(খ) ৩০ দিন 

(গ) ১৮০ দিন 

(ঘ) উপরের কোনোটিই নয় 

উত্তরঃ ঘ) উপরের কোনোটিই নয়। 

৬৮. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? 

(ক) COD> BOD 

(খ) COD< BOD 

(গ) COD = BOD 

(ঘ) উপরের কোনোটিই নয় 

উত্তরঃ ঘ) উপরের কোনোটিই নয়। 

৬৯. পাথফাইন্ডার–এর মঙ্গলে অবতরণ সাল 

(ক) ১৯৯০ 

(খ) ১৯৯৫ 

(গ) ১৯৯৭ 

(ঘ) ২০০০ 

উত্তরঃ গ) ১৯৯৭। 

৭০. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? 

(ক) স্ট্রাটোমণ্ডল 

(খ) ট্রপোমন্ডল 

(গ) মেসোমণ্ডল 

(ঘ) তাপমণ্ডল 

উত্তরঃ ক) স্ট্রাটোমণ্ডল। 

৭১. কাঁদুনে গ্যাসের অপর নাম কী? 

(ক) ক্লোরোপিক্রিন 

(খ) মিথেন 

(গ) নাইট্রোজেন 

(ঘ) ইথেন 

উত্তরঃ ক) ক্লোরোপিক্রিন। 

৭২. আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাণ করা হয়? 

(ক) দূরত্ব 

(খ) সময় 

(গ) ভর 

(ঘ) ওজন 

উত্তরঃ ক) দূরত্ব। 

৭৩. সূর্যের নিকটতম নক্ষত্রের নামক– 

(ক) ভেগা 

(খ) প্রক্সিমা সেন্টাউরি 

(গ) আলফা সেন্টাউরি 

(ঘ) আলফা সেন্টাউরি 

উত্তরঃ খ) প্রক্সিমা সেন্টাউরি। 

৭৪. ১০০ ওয়াট–এর একটি বৈদ্যুতিক বা ১ ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়? 

(ক) ১০০ জুল 

(খ) ৬০ জুল 

(গ) ৬০০০ জুল 

(ঘ) ৩৬০০০০ জুল 

উত্তরঃ ঘ) ৩৬০০০০ জুল। 

৭৫. ইলেকটিক বাল্ব–এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি– 

(ক) আয়রন 

(খ) কার্বন 

(গ) টাংস্টেন 

(ঘ) লেড 

উত্তরঃ গ) টাংস্টেন। 

৭৬. Apache এক ধরনের– 

(ক) Database Management System (DBMS) 

(খ) Web Server 

(গ) Web Browser 

(ঘ) Protocol 

উত্তরঃ ক) Database Management System (DBMS) 

৭৭. কোন নেটওয়ার্ক টপোলোজিতে হাব(Hub) ব্যাবহার করা হয়? 

(ক) বাস টপোলোজি 

(খ) রিং টপোলোজি 

(গ) স্টার টপোলোজি 

(ঘ) ট্রি টপোলোজি 

উত্তরঃ গ) স্টার টপোলোজি। 

৭৮. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে 

(ক) compiler 

(খ) loader 

(গ) operating system 

(ঘ) bootstrap 

উত্তরঃ গ) operating system 

৭৯. মাইক্রোসফট IIS হচ্ছে একটি 

(ক) ইমেইল সার্ভার 

(খ) ওয়েব সার্ভার 

(গ) ডাটাবেইস সার্ভার 

(ঘ) ফাইল সার্ভার 

উত্তরঃ খ) ওয়েব সার্ভার। 

৮০. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? 

(ক) ১০-৩০ মিটার 

(খ) ১০-৫০ মিটার 

(গ) ১০-১০০ মিটার 

(ঘ) ১০-৩০০ মিটার 

উত্তরঃ গ) ১০-১০০ মিটার। 

৮১. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নামক– 

(ক) Array 

(খ) Linked list 

(গ) Stack

(ঘ) Queue 

উত্তরঃ ঘ) Queue 

৮২. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়? 

(ক) Oracle 

(খ) McAfee 

(গ)  Norton 

(ঘ) Kaspersky 

উত্তরঃ ক) Oracle 

৮৩. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলেক– 

(ক) Machine language 

(খ) C 

(গ) Java 

(ঘ) Python

উত্তরঃ ক) Machine language 

৮৪. API মানে 

(ক) Advanced Processing Information 

(খ) Application Processing Information 

(গ) Application Programming Interface 

(ঘ) Application Processing Interface 

উত্তরঃ গ) Application Programming Interface 

৮৫.  যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম

(ক) AND গেইট 

(খ) OR গেইট 

(গ) NAND গেইট 

(ঘ) উপরের কোনোটিই নয় 

উত্তরঃ গ) NAND গেইট। 

৮৬. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? 

(ক) Wi-Fi 

(খ) Bluetooth 

(গ) Wi-Max 

(ঘ) Cellular network 

উত্তরঃ খ) Bluetooth 

৮৭. নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট? 

(ক) ১১১ 

(খ) ১০১ 

(গ) ০১১ 

(ঘ) ০০১ 

উত্তরঃ গ) ০১১। 

৮৮. RFID বলতে বুঝায় 

(ক) Random Frequency Identification 

(খ) Random Frequency Information 

(গ) Radio Frequency Information 

(ঘ) Radio Frequency Identification 

উত্তরঃ ঘ) Radio Frequency Identification 

৮৯. ঘড়ি : কাটা :: থার্মমিটার   

(ক) ফারেনহাইট 

(খ) তাপমাত্রা 

(গ) চিকিত্সা 

(ঘ) পারদ 

উত্তরঃ ঘ) পারদ। 

৯০. তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ____ সাহেবের কথা। 

(ক) আইয়ুব খান 

(খ) ইয়াহিয়া খান 

(গ) ভুট্টো 

(ঘ) কিসিঞ্জার 

উত্তরঃ গ) ভুট্টো। 

৯১. “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।” কে এই উক্তি করেন? 

(ক) মিশেল ক্যামভেসাস 

(খ) জন স্মিথ 

(গ) এইচ.ডি.স্টেইন 

(ঘ) এম. ডব্লিউ, পামফ্রে 

উত্তরঃ ক) মিশেল ক্যামভেসাস। 

৯২. ‘Political Ideals’ গ্রন্থের লেখক কে? 

(ক) মেকিয়াভেলি 

(খ) রাসেল 

(গ) প্লেটো 

(ঘ) এরিস্টটল 

উত্তরঃ খ) রাসেল। 

৯৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে। 

(ক) অনুচ্ছেদ ১৩ 

(খ) অনুচ্ছেদ ১৩ 

(গ) অনুচ্ছেদ ১৩ 

(ঘ) অনুচ্ছেদ ২৫ 

উত্তরঃ খ) অনুচ্ছেদ ১৩। 

৯৪. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো 

(ক) বিভিন্নতা 

(খ) পরিবর্তনশীলতা 

(গ) আপেক্ষিকতা 

(ঘ) আপেক্ষিকতা 

উত্তরঃ ঘ) আপেক্ষিকতা। 

৯৫. প্লেটো ‘সদগুণ‘ বলতে বুঝিয়েছেনক– 

(ক) প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায় 

(খ) প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায় 

(গ) সুখ, ভালো ও প্রেম 

(ঘ) প্রভা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়। 

উত্তরঃ ক) প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায় 

৯৬. মূল্যবোধ দৃঢ় হয় 

(ক) শিক্ষার মাধ্যমে 

(খ) সুশাসনের মাধ্যমে 

(গ) ধর্মের মাধ্যমে 

(ঘ) গণতন্ত্র চর্চার মাধ্যমে 

উত্তরঃ ক) শিক্ষার মাধ্যমে। 

৯৭. কোন মূল্যবোধে রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? 

(ক) সামাজিক মূল্যবোধে 

(খ) ইতিবাচক মূল্যবোধে 

(গ) গণতান্ত্রিক মূল্যবোধে 

(ঘ) নৈতিকতা মূল্যবোধে 

উত্তরঃ গ) গণতান্ত্রিক মূল্যবোধে। 

৯৮. কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? 

(ক) হ্যারল্ড উইলসন 

(খ) এডওয়ার্ড ওসবর্ন উইলসন 

(গ) জন স্টুয়ার্ট মিল 

(ঘ) ইমানুয়েল কান্ট 

উত্তরঃ ঘ) ইমানুয়েল কান্ট। 

৯৯. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো 

(ক) সুশাসন 

(খ) রাষ্ট্র 

(গ) নৈতিকতা 

(ঘ) সমাজ

উত্তরঃ ঘ) সমাজ। 

১০০. ‘সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল‘-এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? 

(ক) জাতিসংঘ 

(খ) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি 

(গ) বিশ্বব্যাংক 

(ঘ) এশিয়া উন্নয়ন ব্যাংক 

উত্তরঃ গ) বিশ্বব্যাংক। 

১০১. রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন? 

(ক) পূর্ব 

(খ) পশ্চিম 

(গ) উত্তর 

(ঘ) দক্ষিণ 

উত্তরঃ ঘ) দক্ষিণ।

The 41 th bcs preliminary examination held in march 19,2021.The exam is Very competitive exam. Every year Bangladesh public service Commission circular the bcs.Bangladesh public service Commission every year arranged Bangladesh civil service examination. 


41 th bcs preliminary question in solution bangla part Visit here

41 th bcs preliminary question in solution english part Visit here

41 th bcs preliminary question in solution math part Visit here