Bangladesh civil service Commission exam held in march 19,2021.The content have all 41 bcs preliminary Bangla questions in solution.
১. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষ প্রশ্ন’
(খ) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
(গ) কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’
উত্তরঃ খ) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’।
২. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
(ক) গঙ্গা
(খ) পুতুলনাচের ইতিকথা
(গ)হাসুলী বাকের উপকথা
(ঘ) গৃহদাহ
উত্তরঃ ক) গঙ্গা।
৩. ডিঙি টেনে বের করতে হবে।‘- কোন ধরনের বাক্যের উদাহরণ?
(ক) কর্মবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) যৌগিক
(ঘ) কর্মকর্তৃবাচ্য
উত্তরঃ খ) কর্মবাচ্য।
৪. বাংলা সাহিত্যে ‘কালকূট‘ নামে পরিচিত কোন লেখক–
(ক) সমরেশ মজুমদার
(খ) শওকত ওসমান
(গ) সমরেশ বসু
(ঘ) আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ গ) শওকত ওসমান।
৫. পরানের গহীন ভিতর‘ কাব্যের কবি কে?
(ক) অসীম সাহা
(খ) অরুণ বসু
(গ) আবু জাফর ওবায়দুল্লাহ
(ঘ) সৈয়দ শামসুল হক
উত্তরঃ ঘ) সৈয়দ শামসুল হক।
৬. এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো…… এ বাক্য কোন ধরনের?
(ক) অনুজ্ঞাবাচক
(খ) নির্দেশাত্মক
(গ) বিস্ময়বোধক
(ঘ) প্রশ্নবোধক
উত্তরঃ খ) নির্দেশাত্মক।
৭. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
(ক) হুলিয়া
(খ) হুলিয়া
(গ) হুলিয়া
(ঘ) হুলিয়া
উত্তরঃ ঘ) হুলিয়া।
৮. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই–
(ক) রসতত্ত্ব
(খ) রসতত্ত্ব
(গ) রসতত্ত্ব
(ঘ) ক্রিয়ার কাল
উত্তরঃ ক) রসতত্ত্ব।
৯. কোন বানানটি শুদ্ধ?
(ক) মনোকষ্ট
(খ) মনঃকষ্ট
(গ) মনঃকষ্ট
(ঘ) মনকস্ট
উত্তরঃ খ) মনঃকষ্ট।
১০. প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?
(ক) কৃৎ প্রত্যয়
(খ) তদ্ধিত প্রত্যয়
(গ) বাংলা কৃৎ প্রত্যয়
(ঘ) বাংলা কৃৎ প্রত্যয়
উত্তরঃ খ) তদ্ধিত প্রত্যয়।
১১. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলেক–
(ক) রেফ
(খ) হসন্ত
(গ) কার
(ঘ) ফলা
উত্তরঃ ঘ) ফলা।
১২. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
(ক) দাশরথি
(খ) দাশরথি রায়রামনিধি গুপ্ত
(গ) ফকির গরীবুল্লাহ
(ঘ) রামরাম বসু
উত্তরঃ ক) দাশরথি।
১৩. চারণকবি হিসেবে বিখ্যাত কে?
(ক) আলাওল
(খ) চন্দ্রাবতী
(গ) মুকুন্দদাস
(ঘ) মুক্তারাম চক্রবর্তী
উত্তরঃ গ) মুকুন্দদাস।
১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়‘ গল্পের একটি বিখ্যাত চরিত্র–
(ক) বিনোদিনী
(খ) হৈমন্তী
(গ) আশালতা
(ঘ) চারুলতা
উত্তরঃ ঘ) চারুলতা।
১৫. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
(ক) শশব্যস্ত
(খ) শশব্যস্ত
(গ) শশব্যস্ত
(ঘ) হুব্রীহি
উত্তরঃ ক) শশব্যস্ত।
১৬. অপিনিহিতির উদাহরণ কোনটি?
(ক) জন্ম > জম্ম
(খ) আজি > আইজ
(গ) ডেক্স > ডেস্ক
(ঘ) অলাবু > লাবু > লাউ
উত্তরঃ খ) আজি > আইজ।
১৭. ‘কুসীদজীবী‘ বলতে কাদের বুঝায়?
(ক) চারণকবি
(খ) সাপুড়ে
(গ) সুদখোর
(ঘ) ককৃষিজীবী
উত্তরঃ গ) সুদখোর।
১৮. অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
(ক) অকাজ
(খ) আবছায়া
(গ) আলুনি
(ঘ) নিখুঁত
উত্তরঃ গ) আলুনি।
১৯. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
(ক) রামচন্দ্র বিদ্যাবাগীশ
(খ) রাজশেখর বসু
(গ) হরিচরণ দে
(ঘ) অশোক মুখোপাধ্যায়
উত্তরঃ ক) রামচন্দ্র বিদ্যাবাগীশ।
২০. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
(ক) শওকত আলী
(খ) সেলিনা হোসেন
(গ) আখতারুজ্জামান ইলিয়াস
(ঘ) সৈয়দ শামসুল হক
উত্তরঃ ঘ) সৈয়দ শামসুল হক।
২১. ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে‘ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) সৈয়দ আলী আহসান
(খ) সৈয়দ আলী আহসান
(গ) সৈয়দ আলী আহসান
(ঘ) নির্মলেন্দু গুণ
উত্তরঃ গ) সৈয়দ আলী আহসান।
২২. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
(ক) স্যার এ. এফ. রহমান
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) সৈয়দ সাজ্জাদ হোসায়েন
(ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
উত্তরঃ ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
২৩. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
(ক)ছেড়াতার
(খ) চাকা
(গ) বাকী ইতিহাস
(ঘ) কী চাহ হে শঙ্খচিল
উত্তরঃ ঘ) কী চাহ হে শঙ্খচিল।
২৪. তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
(ক) অক্টোপাস
(খ) কালো বরফ
(গ) ক্রীতদাসের হাসি
(ঘ) ক্রীতদাসের হাসি
উত্তরঃ ঘ) ক্রীতদাসের হাসি।
২৫. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
(ক) বিষের বাঁশি
(খ) যুগবাণী
(গ) ভাঙার গান
(ঘ) প্রলয় শিখা
উত্তরঃ খ) যুগবাণী।
২৬. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
(ক) চৈতালী ঘূর্ণি
(খ) রক্তের অক্ষর
(গ) বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
(ঘ) ১৯৭১
উত্তরঃ ঘ) ১৯৭১।
২৭. ‘সোমত্ত‘ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
(ক) সোপান
(খ) সমর্থ
(গ) সোল্লাস
(ঘ) সওয়ার
উত্তরঃ খ) সমর্থ।
২৮. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?
(ক) যৌগিক ধ্বনি
(খ) অক্ষর
(গ) বর্ণ
(ঘ) মৌলিক স্বরধ্বনি
উত্তরঃ খ) অক্ষর।
২৯. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
(ক) ডব্লিউ বি ইয়েটস
(খ) ক্লিনটন বি সিলিগ
(গ) ক্লিনটন বি সিলিগ
(ঘ) অমিতাভ ঘোষ
উত্তরঃ খ) ক্লিনটন বি সিলিগ।
৩০. ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন …… এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবেঃ
(ক) বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
(খ) বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘয় হোক
(গ) বাবা ছেলেকে বললেন ‘তুমি দীর্ঘজীবী হও’
(ঘ) বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি
উত্তরঃ গ) বাবা ছেলেকে বললেন ‘তুমি দীর্ঘজীবী হও’।
৩১. ‘গ্রামবার্তা প্রকাশিকা‘ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
(ক) ঢাকার পল্টন
(খ) নওগাঁর পতিসর
(গ) কুষ্টিয়ার কুমারখালী
(ঘ) ময়মনসিংহের ত্রিশাল
উত্তরঃ গ) কুষ্টিয়ার কুমারখালী।
৩২. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
(ক) শ্রীচৈতন্যদেব
(খ) কাহ্নপা
(গ) বিদ্যাপতি
(ঘ) রামকৃষ্ণ পরমহংসদেব
উত্তরঃ ক) শ্রীচৈতন্যদেব।
৩৩. চর্যাপদের টীকাকারের নাম কী?
(ক) মীননাথ
(খ) প্রবোভবচন্দ্র বাগচী
(গ) হরপ্রসাদ শাস্ত্রী
(ঘ) মুনিদত্ত
উত্তরঃ ঘ) মুনিদত্ত।
৩৪. কোন বানানটি শুদ্ধ?
(ক) পুরষ্কার
(খ) পুরষ্কার
(গ) সময়পোযোগী
(ঘ) স্বত্ব
উত্তরঃ ঘ) স্বত্ব।
৩৫. ঊনসত্তরের গণ–অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
(ক) ভূমিপুত্র
(খ) মাটির জাহাজ
(গ) কাঁটাতারে প্রজাপতি
(ঘ) চিলেকোঠায় সেপাই
উত্তরঃ ঘ) চিলেকোঠায় সেপাই।
41 th preliminary bcs mcq examination held in march 19,2021.The exam is most valuable exam in Bangladesh. Bangladesh every year published circular bcs and exam held in every year.
41 th bcs preliminary question in solution english part Visit here
41 th bcs preliminary question in solution math part Visit here
41 th bcs preliminary question in solution general knowledge, general science, ict,computer, ethics, communication, mentality assessment Visit here