40 th bcs preliminary question and solution. All general knowledge and general science question here.so that computer, ict and ethics question and solution.
১. আলাউদ্দিন হোসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
(ক) ১৪৯৮-১৫১৬ খৃষ্টাব্দ
(খ) ১৪৯৮-১৫১৭ খৃষ্টাব্দ
(গ) ১৪৯৮-১৫১৮ খৃষ্টাব্দ
(ঘ) ১৪৯৮-১৫১৯ খৃষ্টাব্দ
উত্তরঃ ঘ) ১৪৯৮-১৫১৯ খৃষ্টাব্দ ।
২. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
(ক) অশোক মৌর্য
(খ) চন্দ্রগুপ্ত মৌর্য
(গ) সমুদ্র গুপ্ত
(ঘ) এর কোনটিই না
উত্তরঃ খ) চন্দ্রগুপ্ত মৌর্য।
৩. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন–
(ক) পর্তুগীজরা
(খ) ইংরেজরা
(গ) ওলন্দাজরা
(ঘ) ফরাসিরা
উত্তরঃ ক) পর্তুগীজরা।
৪. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?
(ক) যুক্তরাজ্য
(খ) যুক্তরাষ্ট্র
(গ) ফ্রান্স
(ঘ) সোভিয়েত ইউনিয়ন
উত্তরঃ ঘ) সোভিয়েত ইউনিয়ন।
৫. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
(ক) চতুর্থ তফসিল
(খ) ষষ্ঠ তফসিল
(গ) পঞ্চম তফসিল
(ঘ) সপ্তম তফসিল
উত্তরঃ গ) পঞ্চম তফসিল।
৬. ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
(ক) লর্ড ওয়াভেল
(খ) লর্ড কার্জন
(গ) লর্ড মাউন্ট ব্যাটেন
(ঘ) লর্ড লিনলিথগো
উত্তরঃ খ) লর্ড কার্জন।
৭. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
(ক) সিলেটের বনভূমি
(খ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি
(গ) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
(ঘ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
উত্তরঃ ঘ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
৮. বাংলাদেশে সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোন জেলায়?
(ক) রংপুর
(খ) শেরপুর
(গ) ফরিদপুর
(ঘ) জামালপুর
উত্তরঃ গ) ফরিদপুর।
৯. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ–
(ক) ২ কোটি ৪০ লক্ষ একর
(খ) ২ কোটি ৫০ লক্ষ একর
(গ) ২ কোটি ২৫ লক্ষ একর
(ঘ) ২ কোটি ১১ লক্ষ একর (২০১৯)
উত্তরঃ ক) ২ কোটি ৪০ লক্ষ একর।
১০. ‘গারো উপজাতি’ কোন জেলায় বাস করে?
(ক) ময়মনসিংহ
(খ) পার্বত্য চট্টগ্রাম
(গ) সিলেট
(ঘ) টাঙ্গাইল
উত্তরঃ ক) ময়মনসিংহ।
১১. ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP (nominal) কত?
(ক) $ ১,৭৫০ মার্কিন ডলার
(খ) $ ১,৭৫২ মার্কিন ডলার
(গ) $ ১,৭৫১ মার্কিন ডলার
(ঘ) $ ১,৭৫৩ মার্কিন ডলার
উত্তরঃ খ) $ ১,৭৫২ মার্কিন ডলার।
১২. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়–
(ক) ১৯৭২ সালে
(খ) ১৯৭৩ সালে
(গ) ১৯৭৪ সালে
(ঘ) ১৯৭৫ সালে
উত্তরঃ গ) ১৯৭৪ সালে।
১৩. Inclusive Development Index (IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
(ক) দ্বিতীয় স্থান
(খ) প্রথম স্থান
(গ) তৃতীয় স্থান
(ঘ) চতুর্থ স্থান
উত্তরঃ ক) দ্বিতীয় স্থান।
১৪. ২০১৮ সালে বাংরাদেশের মোট রপ্তানি আয় কত?
(ক) $ ৪০ বিলিয়ন মার্কিন ডলার
(খ) $ ৪২ বিলিয়ন মার্কিন ডলার
(গ) $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
(ঘ) $ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার
উত্তরঃ গ) $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার।
১৫. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন–
(ক) যুক্তরাজ্যের
(খ) যুক্তরাষ্ট্রের
(গ) কানাডার
(ঘ) ইউরোপিয়ান ইউনিয়নের
উত্তরঃ খ) যুক্তরাষ্ট্রের।
১৬. ২০১৮ সালে বাংলাদেশের GDP-তে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল?
(ক) ২৯.৬৬%
(খ) ৩০.৬৬%
(গ) ৩২.৬৬%
(ঘ) ৩৩.৬৬%
উত্তরঃ ঘ) ৩৩.৬৬%।
১৭. ২০১৮–১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে–
(ক) সাড়ে ৪ হাজার কোটি টাকা
(খ) সাড়ে ৫ হাজার কোটি টাকা
(গ) সাড়ে ৩ হাজার কোটি টাকা
(ঘ) সাড়ে ৬ হাজার কোটি টাকা
উত্তরঃ ক) সাড়ে ৪ হাজার কোটি টাকা।
১৮. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়–
(ক) ১৯৭৩ সালে
(খ) ১৯৯১ সালে
(গ) ১৯৮৬ সালে
(ঘ) ১৯৯৬ সালে
উত্তরঃ খ) ১৯৯১ সালে।
১৯. সংবিধানের কোন সংশোধনকে ‘first distortion of constitution’ বলে আখ্যায়িত করা হয়?
(ক) ২য় সংশোধন
(খ) ৩য় সংশোধন
(গ) ৫ম সংশোধন
(ঘ) ৪র্থ সংশোধন
উত্তরঃ গ) ৫ম সংশোধন।
২০. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
(ক) চতুর্থ
(খ) পঞ্চম
(গ) ষষ্ঠ
(ঘ) সপ্তম
উত্তরঃ ঘ) সপ্তম।
২১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়–
(ক) ১৭ এপ্রিল, ১৯৭১
(খ) ৭ মার্চ, ১৯৭২
(গ) ২৬ মার্চ, ১৯৭৩
(ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তরঃ ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২।
২২. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সরকারি কর্ম কমিশন’ (PSC) গঠনের উল্লেখ আছে?
(ক) ১৩৪ নং অনুচ্ছেদে
(খ) ১৩৫ নং অনুচ্ছেদে
(গ) ১৩৮ নং অনুচ্ছেদে
(ঘ) ১৩৭ নং অনুচ্ছেদে
উত্তরঃ ঘ) ১৩৭ নং অনুচ্ছেদে।
২৩. আওয়ামী লীগের ৬–দফা পেশ করা হয়েছিল–
(ক) ১৯৬৭ সালে
(খ) ১৯৬৮ সালে
(গ) ১৯৬৬ সালে
(ঘ) ১৯৬৯ সালে
উত্তরঃ গ) ১৯৬৬ সালে।
২৪. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসাম সংখ্যা ছিল কত জন?
(ক) ৩৪ জন
(খ) ৩২ জন
(গ) ৩৫ জন
(ঘ) ৩৬ জন
উত্তরঃ গ) ৩৫ জন।
২৫. আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা?
(ক) অর্থনৈতিক
(খ) মানবাধিকার
(গ) ধর্মীয়
(ঘ) খেলাধুলা
উত্তরঃ খ) মানবাধিকার।
২৬. Almond ও powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন–
(ক) ৩ ভাগে
(খ) ৪ ভাগে
(গ) ৫ ভাগে
(ঘ) ৬ ভাগে
উত্তরঃ ক) ৩ ভাগে।
২৭. বাংলাদেশ জাতিসংঘের –
(ক) ১৩৬ তম সদস্য
(খ) ১২৬ তম সদস্য
(গ) ১৪৬ তম সদস্য
(ঘ) ১১৬ তম সদস্য
উত্তরঃ ক) ১৩৬ তম সদস্য।
২৮. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়–
(ক) ৭ ফেব্রুয়ারি, ১৯৭৩
(খ) ৭ জানুয়ারি, ১৯৭৩
(গ) ৭ মার্চ, ১৯৭৩
(ঘ) ৭ এপ্রিল, ১৯৭৩
উত্তরঃ গ) ৭ মার্চ, ১৯৭৩।
২৯. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়–
(ক) ১৩ হাজার ১২৫ টি
(খ) ১৩ হাজার ১৩০ টি
(গ) ১৩ হাজার ১৪৬ টি
(ঘ) ১৩ হাজার ১৩৬ টি
উত্তরঃ ঘ) ১৩ হাজার ১৩৬ টি।
৩০. Let there be Light’- বিখ্যাত ছবিটি পরিচালনা করেন–
(ক) আমজাদ হোসেন
(খ) জহির রায়হান
(গ) খান আতাউর রহমান
(ঘ) শেখ নিয়ামত আলী
উত্তরঃ খ) জহির রায়হান।
৩১. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
(ক) কিউবা
(খ) ফ্লোরিডা
(গ) হাইতি
(ঘ) জ্যামাইকা
উত্তরঃ ক) কিউবা।
৩২. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development)-তে কয়টি লক্ষ্য (Goal) রয়েছে?
(ক) ১৫
(খ) ২১
(গ) ২৭
(ঘ) ১৭
উত্তরঃ ঘ) ১৭।
৩৩. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
(ক) ১৯৫৬
(খ) ১৯৪৫
(গ) ১৯৪৮
(ঘ) ২০০০
উত্তরঃ ঘ) ২০০০।
৩৪. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
(ক) বেলারুশ
(খ) তাজাকিস্তান
(গ) আজারবাইজান
(ঘ) পর্তুগাল
উত্তরঃ ক) বেলারুশ।
৩৫. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?
(ক) ফেব্রুয়ারি, ২০১৯
(খ) সেপ্টেম্বর, ২০১৮
(গ) মার্চ, ২০১৯
(ঘ) ডিসেম্বর, ২০১৮
উত্তরঃ গ) মার্চ, ২০১৯।
৩৬. V20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
(ক) কৃষি উন্নয়ন
(খ) দারিদ্র বিমোচন
(গ) বিনিয়োগ সম্পর্কিত
(ঘ) জলবায়ু পরিবর্তন
উত্তরঃ ঘ) জলবায়ু পরিবর্তন।
৩৭. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
(ক) ১৯৭৯ সালে
(খ) ১৯৮২ সালে
(গ) ১৯৮৩ সালে
(ঘ) ১৯৯৮ সালে
উত্তরঃ খ) ১৯৮২ সালে।
৩৮. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) প্যারিস, ফ্রান্স
(খ) রোম, ইতালি
(গ) কাটোউইস, পোল্যান্ড
(ঘ) বেইজিং, চীন
উত্তরঃ গ) কাটোউইস, পোল্যান্ড।
৩৯. Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত?
(ক) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
(খ) চীন, রাশিয়া
(গ) জাপান, থাইল্যান্ড
(ঘ) তাইওয়ান, হংকং
উত্তরঃ ক) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া।
৪০. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে–
(ক) BRICS Development Bank (BDB)
(খ) Economic Development Bank (EDB)
(গ) New Development Bank (NDB)
(ঘ) International Commercial Bank (ICB)
উত্তরঃ গ) New Development Bank (NDB)।
৪১. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
(ক) ইথিওপিয়া
(খ) লাইবেরিয়া
(গ) জাম্বিয়া
(ঘ) জীবুতি
উত্তরঃ ঘ) জীবুতি।
৪২. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে
(ক) এবোটাবাদ
(খ)বালাকোট
(গ) কোয়েটা
(ঘ) গিলগিট
উত্তরঃ খ) বালাকোট।
৪৩. নিচের কোন দেশে ২০২২ সালের G-২০ বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
(ক) ইতালী
(খ) যুক্তরাষ্ট্র
(গ) ভারত
(ঘ) ব্রাজিল
উত্তরঃ গ) ভারত।
৪৪. শ্রীলঙ্কার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
(ক) ত্রিস্কোমালী
(খ) হাম্বানটোটা
(গ) গল বন্দর
(ঘ) পোর্ট অব কলম্বো
উত্তরঃ খ) হাম্বানটোটা।
৪৫. নীচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
(ক) CICA
(খ) BIMSTEC
(গ) IORA
(ঘ) SAARC
উত্তরঃ খ) BIMSTEC।
৪৬. নীচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই।
(ক) NATO
(খ) EU
(গ) ASEAN
(ঘ) NAM
উত্তরঃ ঘ) NAM।
৪৭. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কি বুঝায়?
(ক) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
(খ) পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
(গ) পাঁচটি জাতিসংঘ সংস্থা
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ ক) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র।
৪৮. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
(ক) ফিনল্যান্ড
(খ) অস্ট্রিয়া
(গ) পোল্যান্ড
(ঘ) সুইডেন
উত্তরঃ খ) অস্ট্রিয়া।
৪৯. OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
(ক) ৭ম শীর্ষ সম্মেলন
(খ) ৫ম শীর্ষ সম্মেলন
(গ) ২য় শীর্ষ সম্মেলন
(ঘ) ৪র্থ শীর্ষ সম্মেলন
উত্তরঃ গ) ২য় শীর্ষ সম্মেলন।
৫০. নিম্নের কোনটি পাললিক শিলা?
(ক) মার্বেল
(খ) গ্রানাইট
(গ) নিস
(ঘ) কয়লা
উত্তরঃ ঘ) কয়লা।
৫১. নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?
(ক) ১ : ১০০,০০০
(খ) ১ : ১০,০০০
(গ) ১ : ১০০০,০০০
(ঘ) ১ : ২৫০০,০০০
উত্তরঃ ক) ১ : ১০০,০০০।
৫২. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়–
(ক) আইসোহাইট
(খ) আইসোথার্ম
(গ) আইসোবার
(ঘ) আইসোহেলাইন
উত্তরঃ ক) আইসোহাইট।
৫৩. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরণের বনভূমি?
(ক) ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাতীয়
(খ) পত্র পতনশীল জাতীয়
(গ) ম্যানগ্রোভ জাতীয়
(ঘ) ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়
উত্তরঃ ঘ) ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়।
৫৪. বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১–২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশী এলাকা প্লাবিত হয়?
(ক) ১৯৭৪
(খ) ২০০৭
(গ) ১৯৮৮
(ঘ) ১৯৯৮
উত্তরঃ ঘ) ১৯৯৮।
৫৫. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) কলম্বো
(খ) নয়া দিল্লি
(গ) ঢাকা
(ঘ) কাঠমুন্ডু
উত্তরঃ খ) নয়া দিল্লি।
৫৬. নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়?
(ক) হিজল
(খ) করচ
(গ) ডুমুর
(ঘ) গজারী
উত্তরঃ গ) ডুমুর।
৫৭. নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?
(ক) বায়ু দূষণ
(খ) দুর্ভিক্ষ
(গ) কালবৈশাখী (Norwester)
(ঘ) মহামারী
উত্তরঃ গ) কালবৈশাখী (Norwester)।
৫৮. বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশী কর্মসংস্থান হয়?
(ক) কৃষি খাত
(খ) নির্মাণ খাত
(গ) সেবা খাত
(ঘ) শিল্প কারখানা খাত
উত্তরঃ ক) কৃষি খাত।
৫৯. বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলীত হয় তার নাম–
(ক) জলোচ্ছ্বাসজনিত বন্যা
(খ) নদীজ বন্যা
(গ) আকস্মিক বন্যা
(ঘ) বৃষ্টিজনিত বন্যা
উত্তরঃ ক) জলোচ্ছ্বাসজনিত বন্যা।
৬০. মৌলের নিউট্রন সংখ্যা কত?
(ক) 18
(খ) 17
(গ) 35
(ঘ) 70
উত্তরঃ ক) 18।
৬১. কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?
(ক) ঘনীভবন
(খ) বাষ্পীভবন
(গ) গলনাংক
(ঘ) স্ফুটনাংক
উত্তরঃ গ) গলনাংক।
৬২. অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?
(ক) জারণ
(খ) বিজারণ
(গ) প্রশমন
(ঘ) পানি যোজন
উত্তরঃ ক) জারণ।
৬৩. একটি বাল্বে “60W-220V” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
(ক) 16.36
(খ) 160
(গ) 280
(ঘ) 806.67
উত্তরঃ ঘ) 806.67।
৬৪. নবায়নযোগ্য জ্বালানীর উৎস–
(ক) তেল
(খ) গ্যাস
(গ) বায়োগ্যাস
(ঘ) কয়লা
উত্তরঃ গ) বায়োগ্যাস।
৬৫. কার্বোহাইড্রেডে C, H এবং O-এর অনুপাত কত?
(ক) ১ : ১ : ২
(খ) ১ : ২ : ১
(গ) ১ : ৩ : ১
(ঘ) ১ : ৩ : ২
উত্তরঃ খ) ১ : ২ : ১।
৬৬. AC কে DC করার যন্ত্র–
(ক) রেকটিফায়ার
(খ) অ্যামপ্লিফায়ার
(গ) ট্রানজিস্টর
(ঘ) ডায়োড
উত্তরঃ ক) রেকটিফায়ার।
৬৭. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে–
(ক) অ্যামপ্লিফায়ার
(খ) লাউড স্পিকার
(গ) জেনারেটর
(ঘ) মাল্টিমিটার
উত্তরঃ খ) লাউড স্পিকার।
৬৮. বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?
(ক) মাইকোমিটার
(খ) ব্যারোমিটার
(গ) হাইগ্রোমিটার
(ঘ) গ্রাভিমিটার
উত্তরঃ গ) হাইগ্রোমিটার।
৬৯. কোথায় সাঁতার কাটা সহজ?
(ক) সাগরে
(খ) পুকুরে
(গ) খালে
(ঘ) নদীতে
উত্তরঃ ক) সাগরে।
৭০. ডিমে কোন ভিটামিন নেই?
(ক) ভিটামিন-এ
(খ) ভিটামিন-বি
(গ) ভিটামিন-ডি
(ঘ) ভিটামিন-সি
উত্তরঃ ঘ) ভিটামিন-সি।
৭১. কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?
(ক) ক্লোরোপ্লাষ্ট
(খ) ক্রোমোটোপ্লাষ্ট
(গ) লিউকোপ্লাষ্ট
(ঘ) ক্রোমোপ্লাষ্ট
উত্তরঃ ঘ) ক্রোমোপ্লাষ্ট।
৭২. সোডিয়াম এসিটেটের সংকেত–
(ক) CH2COONa
(খ) CHCOONa
(গ) CH3COONa
(ঘ) (CH3COO) 2Na
উত্তরঃ গ) CH3COONa।
৭৩. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি?
(ক) আইসোটোন
(খ) আইসোবার
(গ) আইসোটোপ
(ঘ) আইসোমার
উত্তরঃ গ) আইসোটোপ।
৭৪. খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে–
(ক) অক্সিজেন
(খ) কার্বন ডাই-অক্সাইড
(গ) নাইট্রোজেন
(ঘ) জলীয় বাষ্প
উত্তরঃ খ) কার্বন ডাই-অক্সাইড।
৭৫. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নীচের কোনটি ব্যবহৃত হয়?
(ক) OMR
(খ) MICR
(গ) OCR
(ঘ) Scanner
উত্তরঃ খ) MICR।
৭৬. নীচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে?
(ক) Compiler
(খ) Interpreter
(গ) Emulator
(ঘ) Simulator
উত্তরঃ ক) Compiler।
৭৭. নীচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
(ক) Mouse
(খ) Microphone
(গ) Touch Screen
(ঘ) Printer
উত্তরঃ গ) Touch Screen
৭৮. নীচের কোনটি Octal number নয়?
(ক) 77
(খ) 15
(গ) 101
(ঘ) 19
উত্তরঃ ঘ) 19।
৭৯. একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নীচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
(ক) Tuples
(খ) Tables
(গ) Attributes
(ঘ) Rows
উত্তরঃ খ) Tables
৮০. Bluetooth কিসের উদাহরণ?
(ক) Personal Area Network
(খ) Local Area Network
(গ) Virtual Private Network
(ঘ) কোনটি নয়
উত্তরঃ ক) Personal Area Network
৮১. মোবাইল ফোনে কোন Mode-এ যোগাযোগ হয়
(ক) Simplex
(খ) Half-duplex
(গ) Full-duplex
(ঘ) কোনটি নয়
উত্তরঃ গ) Full-duplex ১
৮২. Time-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?
(ক) First come first serve
(খ) Shortest job first
(গ) Round-robin
(ঘ) Last come first serve
উত্তরঃ গ) Round-robin
৮৩. নীচের কোনটি ৫২(১৬) এর বাইনারী রূপ?
(ক) 0101 0010(2)
(খ) 0111 0011(2)
(গ) 0000 1100(2)
(ঘ) 1111 0000(2)
উত্তরঃ ক) 0101 0010(2)
৮৪. প্রথম Web browser কোনটি?
(ক) World wide web
(খ) Netscape Navigator
(গ) Internet Explorer
(ঘ) Safari
উত্তরঃ ক) World wide web
৮৫. Social Networking Site-এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়?
(ক) Image/video
(খ) Audio
(গ) Text
(ঘ) উপরের সবগুলো
উত্তরঃ ঘ) উপরের সবগুলো।
৮৬. Firewall কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?
(ক) Fire attacks
(খ) Unauthorized access
(গ) Virus attacks
(ঘ) Data-driven attacks
উত্তরঃ খ) Unauthorized access
৮৭. TV remote এর Carrier frequency-র range কত?
(ক) < 100 MHZ
(খ) < 1 GHZ
(গ) < 2 GHZ
(ঘ) Infra-red range-এর
উত্তরঃ ঘ) Infra-red range-এর।
৮৮. CPU কোন address generate করে?
(ক) Logical address
(খ) Physical address
(গ) Both physical and logical addresses
(ঘ) উপরের কোনটি নয়
উত্তরঃ ক) Logical address
৮৯. H. 323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
(ক) File transfer
(খ) Data Security
(গ) VoIP
(ঘ) File download
উত্তরঃ গ) VoIP
৯০. যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
(ক) TREE
(খ) TERE
(গ) TEER
(ঘ) FREE
উত্তরঃ ক) TREE
৯১. রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে–
(ক) ঠেলে নিয়ে যাওয়া হয়
(খ) টেনে নিয়ে যাওয়া হয়
(গ) তুলে নিয়ে যাওয়া হয়
(ঘ) সমান সহজ হয়
উত্তরঃ খ) টেনে নিয়ে যাওয়া হয়।
৯২. ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?
(ক) ১২০
(খ) ১৪০
(গ) ১৬০
(ঘ) ৮০
উত্তরঃ খ) ১৪০।
৯৩. একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূবে?
(ক) ১৭
(খ) ২৮
(গ) ২০
(ঘ) ২১
উত্তরঃ গ) ২০।
৯৪. ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় দিনের সময় কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?
(ক) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
(খ) পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
(গ) এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
(ঘ) অন্য কোন কারণ আছে
উত্তরঃ ক) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে।
৯৫. বাংলাদেশে ‘নব–নৈতিকতা’র প্রবর্তক হলেন–
(ক) মোহাম্মদ বরকতুল্লা
(খ) জি.সি. দেব
(গ) আবদুল মতীন
(ঘ) আরজ আলী মাতুব্বর
উত্তরঃ ঘ) আরজ আলী মাতুব্বর।
৯৬. ‘আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি’। এটি–
(ক) রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
(খ) আইনের শাসন
(গ) আইনের অধ্যাদেশ
(ঘ) নৈতিক অনুশাসন
উত্তরঃ ঘ) নৈতিক অনুশাসন।
৯৭. সভ্য সমাজের মানদন্ড হলো–
(ক) গণতন্ত্র
(খ) বিচার ব্যবস্থা
(গ) আইনের শাসন
(ঘ) সংবিধান
উত্তরঃ গ) আইনের শাসন ১।
৯৮. ‘বিপরীত বৈষম্য’– এর নীতিটি প্রয়োগ করা হয়–
(ক) নারীদের ক্ষেত্রে
(খ) প্রতিবন্ধীদের ক্ষেত্রে
(গ) সংখ্যালঘুদের ক্ষেত্রে
(ঘ) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে।
উত্তরঃ গ) সংখ্যালঘুদের ক্ষেত্রে
৯৯. মূল্যবোধ হলো–
(ক) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
(খ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড
(গ) সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
(ঘ) মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর ঠিক নির্দেশনা
উত্তরঃ খ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড।
১০০. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো–
(ক) দারিদ্র বিমোচন
(খ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন
(গ) মৌলিক অধিকার রক্ষা
(ঘ) নারীদের উন্নয়ন ও সুরক্ষা
উত্তরঃ খ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন।
১০১. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো–
(ক) সরকার পরিচালনায় সাহায্য করা
(খ) নিজের অধিকার ভোগ করা
(গ) সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
(ঘ) নিয়মিত কর প্রদান করা
উত্তরঃ ক) সরকার পরিচালনায় সাহায্য করা।
১০২. মূল্যবোধের চালিকা শক্তি হলো–
(ক) উন্নয়ন
(খ) গণতন্ত্র
(গ) সংস্কৃতি
(ঘ) সুশাসন
উত্তরঃ গ) সংস্কৃতি।
১০৩. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে–
(ক) দুর্নীতি দূর হয়
(খ) আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
(গ) বিনিয়োগ বৃদ্ধি পায়
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ গ) বিনিয়োগ বৃদ্ধি পায়।
১০৪. তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার ?
(ক) রাজনৈতিক
(খ) মৌলিক
(গ) অর্থনৈতিক
(ঘ) সামাজিক
উত্তরঃ খ) মৌলিক।
40 th bcs preliminary examination held in may 3, 2019.This included general knowledge, Bangladesh and global, ict,computer related qu,ethics related question, general science related question. This Bangla english and math exception.
40 th bcs preliminary question in solution bangla part Visit here
40 th bcs preliminary question in solution english part Visit here
40 th bcs preliminary question in solution math part Visit here