Advertisement

40 TH BCS MCQ QUESTION AND SOLUTION BANGLA PART

40 th bcs preliminary mcq question in solution. The question is bangla question. The important question for others job

৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান বাংলা অংশ। 

40 th bcs preliminary question in solution bangla part. 


১. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে? 

(ক) বিভক্তি 

(খ) প্রত্যয় 

(গ) কারক 

(ঘ) অনুসর্গ 

উত্তরঃ গ) কারক। 

২. ‘গীর্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ? 

(ক) ফারসী 

(খ) ওলন্দাজ 

(গ) পাঞ্জাবী 

(ঘ) পর্তুগীজ 

উত্তরঃ ঘ) পর্তুগীজ। 

৩. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? 

(ক) কুটিল-সরল 

(খ) কম-বেশী 

(গ) ঐচ্ছিক-অনাবশ্যিক 

(ঘ) কদাচার-সদাচার 

উত্তরঃ গ) ঐচ্ছিক-অনাবশ্যিক। 

৪. দ্বারা, দিয়া, কর্তৃক– বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?

(ক) তৃতীয়া বিভক্তি 

(খ) প্রথমা বিভক্তি 

(গ) দ্বিতীয়া বিভক্তি

(ঘ) শূন্য বিভক্তি 

উত্তরঃ ক) তৃতীয়া বিভক্তি।

৫. ‘অভিরাম’ শব্দের অর্থ কী? 

(ক) সুন্দর 

(খ) বিরামহীন 

(গ) বালিশ 

(ঘ) চলন 

উত্তরঃ ক) সুন্দর। 

৬. শরতের শিশির– বাগধারা শব্দটির অর্থ কী? 

(ক) সুসময়ের সঞ্চয় 

(খ) শরতের শোভা 

(গ) শরতের শিউলি ফুল 

(ঘ) সুসময়ের বন্ধু 

উত্তরঃ ঘ) সুসময়ের বন্ধু। 

৭.শিব রাত্রির সলতে বাগধারার অর্থ কি

(ক) একমাত্র সঞ্চয় 

(খ) শিবরাত্রির আলো 

(গ) শিবরাত্রির গুরুত্ব 

(ঘ) একমাত্র সন্তান 

উত্তর : ঘ) একমাত্র সন্তান। 

৮.প্রোষিতভর্তকা অর্থ

(ক) যে নারি এর স্বামী বিদেশে অবস্থান করে

(খ) ভৎসনাপ্রাপ্ত তরুণী 

(গ) ভূমিতে প্রোথিত তরুমূল 

(ঘ) যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে 

উত্তরঃ গ) ভূমিতে প্রোথিক তরুমূল। 

৯. বাংলা কৃৎ–প্রত্যয় সাধিত শব্দ কোনটি? 

(ক) খেলনা

(খ) কারক 

(গ) লিখিত

(ঘ) বেদনা 

উত্তরঃ ক) খেলনা। 

১০. ‘Attested’- এর বাংলা পরিভাষা কোনটি? 

(ক) সত্যায়িত

(খ) সত্যায়ন 

(গ) প্রত্যয়িত 

(ঘ) সংলগ্ন/সংলাগ

 উত্তরঃ ক) সত্যায়িত। 

১১. কোনটি শুদ্ধ বানান? 

(ক) প্রজ্বল 

(খ) প্রোজ্জল 

(গ) প্রোজ্বল 

(ঘ) প্রোজ্জ্বল 

উত্তরঃ ঘ) প্রোজ্জ্বল। 

১২. ‘জোছনা’ কোন শ্রেণীর শব্দ? 

(ক) যৌগিক 

(খ) অর্ধ-তৎসম 

(গ) তৎসম 

(ঘ) দেশী 

উত্তরঃ খ) অর্ধ-তৎসম।

১৩. ‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায়–

(ক) জয়ের ইচ্ছা 

(খ) হত্যার ইচ্ছা 

(গ) বেঁচে থাকার ইচ্ছা 

(ঘ) শোনার ইচ্ছা 

উত্তরঃ গ) বেচে থাকার ইচ্ছা। 

১৪. ‘সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি–প্রত্যয় __ 

(ক) সর্বাঙ্গ + ঈন 

(খ) সর্বঙ্গ + ঈন 

(গ) সর্ব + অঙ্গীন 

(ঘ) সর্ব + ঙ্গীন 

উত্তরঃ খ) সর্বঙ্গ + ঈন। 

১৫. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়– 

(ক) বেতসবৃত্তি 

(খ) কুম্ভিলকবৃত্তি 

(গ) পতঙ্গবৃত্তি 

(ঘ) জলৌকাবৃত্তি 

উত্তরঃ খ) কুম্ভিলকবৃত্তি। 

১৬. ‘ঊর্ণনাভ’– শব্দটি দিয়ে বুঝায়– 

(ক) টিকটিকি

 (খ) মাকড়সা 

(গ) তেলেপোকা 

(ঘ) উইপোকা 

উত্তরঃ খ) মাকড়সা। 

১৭. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? 

(ক) খ্রীষ্টধর্ম 

(খ) প্যাগনিজম

(গ) জৈনধর্ম 

(ঘ) বৌদ্ধধর্ম

উত্তরঃ ঘ) বৌদ্ধধর্ম। 

১৮. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? 

(ক) রমনীপাদ 

(খ) কাহ্ণপাদ 

(গ) লুইপাদ 

(ঘ) শান্তিপাদ 

উত্তরঃ ক) রমনীপাদ। 

১৯. উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?

(ক) ইউসুফ জুলেখা

(খ) ময়মনসিংহ গীতিকা 

(গ) পদ্মাবতী 

(ঘ) লাইলী মজনু 

উত্তরঃ গ) পদ্মাবতী। 

২০. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত: 

(ক) ফকির গরীবুল্লাহ 

(খ) নরহরি চক্রবর্তী 

(গ) বৃন্দাবন দাস 

(ঘ) বিপ্রদাস পিপিলাই 

উত্তরঃ গ) বৃন্দাবন দাস। 

২১. বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? 

(ক) সন্ধ্যাভাষা 

(খ) অধিভাষা

 (গ) সংস্কৃত ভাষা 

(ঘ) ব্রজবুলি 

উত্তরঃ ঘ) ব্রজবুলি। 

২২. বাংলা আধুনিক উপন্যাস–এর প্রবর্তক ছিলেন– 

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর 

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) প্যারীচাঁদ মিত্র 

(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

উত্তরঃ গ) প্যারীচাঁদ মিত্র। 

২৩. “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো”– বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? 

(ক) যোগাযোগ 

(খ) নৌকাডুবি 

(গ) চোখের বালি 

(ঘ) শেষের কবিতা 

উত্তরঃ ক) যোগাযোগ। 

২৪. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

(ক) তেইশ নম্বর তৈলচিত্র 

(খ) ইচামতী

(গ) আয়নামতির পালা 

(ঘ) একটি কালো মেয়ের কথা 

উত্তরঃ ঘ) একটি কালো মেয়ের কথা। 

২৫. ‘কালো বরফ’ উপন্যাসটির বিষয়: 

(ক) তেভাগা আন্দোলন 

(খ) ভাষা আন্দোলন 

(গ) দেশভাগ 

(ঘ) মুক্তিযুদ্ধ

উত্তরঃ গ) দেশভাগ। 

২৬. ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? 

(ক) রামানন্দ চট্টোপাধ্যায় 

(খ) কৃষ্ণচন্দ্র মজুমদার 

(গ) শামসুর রাহমান 

(ঘ) সিকান্দার আবু জাফর 

উত্তরঃ খ) কৃষ্ণচন্দ্র মজুমদার। 

২৭. ‘জীবনস্মৃতি’ কার রচনা? 

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(গ) রোকেয়া সাখাওয়াত হোসেন 

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর 

উত্তরঃ ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর। 

২৮. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? 

(ক) প্যারীচাঁদ মিত্র 

(খ) প্রমথ চৌধুরী 

(গ) মাইকেল মধুসূদন দত্ত 

(ঘ) দ্বিজেন্দ্রলাল রায় 

উত্তরঃ গ) মাইকেল মধুসূদন দত্ত। 

২৯. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি”– চরণ দু’টির রচয়িতা কে? 

(ক) মদনমোহন তর্কালঙ্কার 

(খ) চন্ডীচরণ মুনশী 

(গ) কাজী নজরুল ইসলাম 

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ক) মদনমোহন তর্কালঙ্কার। 

৩০. জসীম উদ্দীনের রচনা কোনটি? 

(ক) যাদের দেখেছি 

(খ) পথে-প্রবাসে

(গ) কাল নিরবধি 

(ঘ) ভবিষ্যতের বাঙালী 

উত্তরঃ ক) যাদের দেখেছি। 

৩১. ‘কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না’– উক্তিটি কোন উপন্যাসের? 

(ক) রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ 

(খ) বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’ 

(গ) শরৎচন্দ্রের ‘পথের দাবী’ 

(ঘ) শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’

উত্তরঃ গ) শরৎচন্দ্রের ‘পথের দাবী’। 

৩২. ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?

(ক) এন্টনি ফিরঙ্গি 

(খ) অক্ষয় কুমার দত্ত 

(গ) মাইকেল মধুসুদন দত্ত 

(ঘ) কালীপ্রসন্নসিংহ ঠাকুর 

উত্তরঃ গ) মাইকেল মধুসূদন দত্ত। 

৩৩. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?

(ক) ১৯২২ সন 

(খ) ১৯২৩ সন 

(গ) ১৯১৯ সন

(ঘ) ১৯১৮ সন

উত্তরঃ ১৯২১ সালে ডিসেম্বর মাসে শেষ সপ্তাহে লিখেন।১৯২২ সালে ৬ জানুয়ারি বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। 

৩৪. ‘আগুন পাখি’– উপন্যাসটির রচয়িতা কে?

(ক) রাহাত খান 

(খ) সেলিনা হোসেন 

(গ) ইমদাদুল হক মিলন 

(ঘ) হাসান আজিজুল হক 

উত্তরঃ ঘ) হাসান আজিজুল হক। 

৩৫. ‘একুশে ফেব্রুয়ারী’র বিখ্যাত গানটির সুরকার কে? 

(ক) সুবীর সাহা 

(খ) সুধীন দাস 

(গ) আলতাফ মাহমুদ 

(ঘ) আলতাফ মামুন

 উত্তরঃ ঘ) আলতাফ মামুন। 

৩৬. কোন শব্দগুচ্ছ শুদ্ধ? 

(ক) আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি

(খ) আয়ত্তাধীন, অহোরত্রি, অদ্যপি 

(গ) গড্ডালিকা, চিন্ময়, কল্যান 

(ঘ) গৃহন্ত, গণনা, ইদানিং 

উত্তরঃ ক) আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি। 

৩৭. শুদ্ধ বানান কোনটি? 

(ক) অধ:গতি 

(খ) অধোগতি 

(গ) অধো:গতি 

(ঘ) অধগতি

 উত্তরঃ খ) অধোগতি।

৩৮. দ্যা আইডিয়া অব জাস্টিস’– গ্রন্থের রচয়িতা কে?

(ক) অমর্ত্য সেন 

(খ) মার্থা ন্যুসবাম 

(গ) জোসেফ স্টিগলিটজ 

(ঘ) জন রাউলস 

উত্তরঃ ক) অমর্ত্য সেন। 

৩৯. বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’–মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী? 

(ক) ‘ধ’ 

(খ) ‘প’ 

(গ) ‘ন’ 

(ঘ) ‘ল’ 

উত্তরঃ গ) ‘ন’।

The 40 th bcs preliminary examination held in 2019.The Bangladesh civil service Commission exam is very valuable and honorable job. So employed dream the bcs cadar.employment try heart and soul.bcs helps to previous question and solution. The questions help to idea bcs preparation. 

40 th bcs preliminary question in solution english part Visit here

40 th bcs preliminary question in solution math part Visit here

40 th bcs preliminary question in solution general knowledge and others part  Visit here