39 th bcs preliminary question in solution. General knowledge and general science, ict,computer, ethics question here.
This content have 39 th bcs preliminary mcq question in solution general knowledge, ict,computer, ethics, general science. The bcs exam attend in doctors bcs the 39 th bcs health cadar only.The exam held in 2018.
৫। সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে ?
(ক) নাইট্রোজেন (Nitrogen)
(খ) হাইড্রোজেন (Hydrogen)
(গ) অক্সিজেন (Oxygen)
(ঘ) ওজোন (Ozone)
উত্তরঃ ক) নাইট্রোজেন (Nitrogen)
৬। মুজিবনগর সরকার কখন গঠিত হয় ?
(ক) ১২ ই এপ্রিল, ১৯৭১
(খ) ১৪ ই এপ্রিল, ১৯৭১
(গ) ১৭ ই এপ্রিল, ১৯৭১
(ঘ) ১০ই এপ্রিল, ১৯৭১
উত্তরঃ ঘ) ১০ই এপ্রিল, ১৯৭১
৮। ২০১৮ সালে অনুষ্ঠিত জি–সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
(ক) ফ্রান্স
(খ) জার্মানি
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) ইতালি
উত্তরঃ খ) জার্মানি
২। জিরোসাম গেম (Zero-sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট ?
(ক) বাস্তব বাদ
(খ) উদারতাবাদ
(গ) মার্ক্সবাদ
(ঘ) গঠনবাদ
উত্তরঃ খ) উদারতাবাদ
১৫। ট্রাম্প–কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(ক) সেনার আয়ল্যান্ড
(খ) সেন্তোষা
(গ) ম্যারিনা বে
(ঘ) ইষ্টানা আইল্যান্ড
উত্তরঃ খ) সেন্তোষা
২২। বাংলাদেশের ২০১৮–১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?
(ক) ১,৭২,০০০ কোটি টাকা
(খ) ১,৭৩,০০০ কোটি টাকা
(গ) ১,৭১,০০০ কোটি টাকা
(ঘ) ১,৭০,০০০ কোটি টাকা
উত্তরঃ খ) ১,৭৩,০০০ কোটি টাকা
২৩। বিখ্যাত ‘ওয়াশিংটন কনসেনসাস‘ (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?
(ক) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
(খ) আন্তর্জাতিক অভিবাসন নীতি
(গ) অস্ত্র নিয়ন্ত্রণ
(ঘ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
উত্তরঃ ক) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
৫। মুক্তযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে ?
(ক) ১১ নং সেক্টর
(খ) ৮ নং সেক্টর
(গ) ১০ নং সেক্টর
(ঘ) ৯ নং সেক্টর
উত্তরঃ গ) ১০ নং সেক্টর
২৭। পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
(ক) ২২ জুন, ১৭৫৭
(খ) ২৪ জুন, ১৭৫৭
(গ) ২৫ জুন, ১৭৫৭
(ঘ) ২৩ জুন, ১৭৫৭
উত্তরঃ ঘ) ২৩ জুন, ১৭৫৭
২৯। যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
(ক) ইইউ
(খ) ভারত
(গ) কানাডা
(ঘ) চীন
উত্তরঃ ক) ইইউ
৩০। আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
(ক) ১৬০০-১৮০০ সাল
(খ) প্রাচীন গ্রীস সময়কাল
(গ) প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
(ঘ) প্রাচীন রোম শাসনকাল
উত্তরঃ ক) ১৬০০-১৮০০ সাল
৩১। সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় ?
(ক) ভিয়েনা
(খ) জেনেভা
(গ) জেদ্দা
(ঘ) বাগদাদ
উত্তরঃ খ) জেনেভা
৩২। জাতিসংঘের ‘Champion of the Earth’ খেতাবপ্রাপ্ত কে?
(ক) হিলারি ক্লীন্টন
(খ) থেরেসা মে
(গ) শেখ হাসিনা
(ঘ) এঞ্জেলা মার্কেল
উত্তরঃ গ) শেখ হাসিনা
৩৩। বাংলাদেশের জিডিপি‘তে কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?
(ক) ১৪.১০ %
(খ) ১৬%
(গ) ১২%
(ঘ) ১৮%
উত্তরঃ ক) ১৪.১০ %
৩৮। ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর রাজনৈতিক জোট হচ্ছে ?
(ক) ইউএমএনও
(খ) পাকাতান- হারাপান
(গ) বারিসান ন্যাশনাল
(ঘ) পাটি পেরিকাতান
উত্তরঃ খ) পাকাতান- হারাপান
৪০। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ?
(ক) ১৯১১ সালে
(খ) ১৯১২ সালে
(গ) ১৯০৯ সালে
(ঘ) ১৯০৮ সালে
উত্তরঃ ক) ১৯১১ সালে
৪৩। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ?
(ক) হোয়াংহো নদীর তীরে
(খ) ইয়াংসিকিয়াং নদীর তীরে
(গ) টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর তীরে
(ঘ) নীলনদের তীরে
উত্তরঃ গ) টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর তীরে
৪৫। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
(ক) জাতীয় সংসদ
(খ) রাষ্ট্রপতি
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) স্পীকার
উত্তরঃ খ) রাষ্ট্রপতি
৪৮। বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী ?
(ক) লিসবন
(খ) প্যারিস
(গ) কনস্টান্টিনোপল
(ঘ) ভিয়েনা
উত্তরঃ গ) কনস্টান্টিনোপল
৫০। ফলকেটিং (Folketing) কোন দেশের আইনসভা?
(ক) বেলজিয়াম
(খ) ডেনমার্ক
(গ) নরওয়ে
(ঘ) ফিনল্যান্ড
উত্তরঃ খ) ডেনমার্ক
৫১। Cozy Bear একটি কি?
(ক) হ্যাকার গ্রুপ
(খ) চুক্তি
(গ) বিনোদনকেন্দ্র
(ঘ) নদী
উত্তরঃ ক) হ্যাকার গ্রুপ
৩। ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
(ক) লিথুয়ানিয়া
(খ) আলবেনিয়া
(গ) মন্টিনিগ্রো
(ঘ) ক্রোয়েশিয়া
উত্তরঃ গ) মন্টিনিগ্রো
৫৪। বাংলাদেশে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
(ক) প্রধানমন্ত্রী
(খ) সচিব
(গ) মন্ত্রী
(ঘ) সবাই
উত্তরঃ ক) প্রধানমন্ত্রী
৫৫। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?
(ক) মিয়ানমার
(খ) মালয়েশিয়া
(গ) ভারত
(ঘ) থাইল্যান্ড
উত্তরঃ ক) মিয়ানমার
৫৬। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
(ক) পূর্ব এশিয়া
(খ) মধ্যপ্রাচ্য
(গ) পূর্ব আফ্রিকা
(ঘ) মধ্য আমেরিকা
উত্তরঃ ঘ) মধ্য আমেরিকা
৫৭। সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই ?
(ক) বাহরাইন
(খ) কুয়েত
(গ) সংযুক্ত আরব আমিরাত
(ঘ) মিশর
উত্তরঃ খ) কুয়েত
৫৯। কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি‘ (Poet of Politics) উপাধি দিয়েছিলেন?
(ক) নিউজউইকস
(খ) টাইম
(গ) দি ইকনমিস্ট
(ঘ) গার্ডিয়ান
উত্তরঃ ক) নিউজউইকস
৬৪। ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?
(ক) ৫১
(খ) ৫০
(গ) ৪৮
(ঘ) ৪৯
উত্তরঃ ক) ৫১
৭২। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
(ক) ৬ টি
(খ) ৭ টি
(গ) ৮ টি
(ঘ) ৫ টি
উত্তরঃ খ) ৭ টি
৮০। ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
(ক) প্লাস্টিক দূষণকে পরাজিত করি
(খ) সবুজ বিশ্ব গড়ে তুলি
(গ) জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি
(ঘ) জলবায়ু উষ্ণতাকে রুখে দেই
উত্তরঃ ক) প্লাস্টিক দূষণকে পরাজিত করি
৮৪। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?
(ক) ৩৫ বছর
(খ) ২০ বছর
(গ) ৩০ বছর
(ঘ) ২৫ বছর
উত্তরঃ ঘ) ২৫ বছর
৮৫। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?
(ক) ১৯৩৪
(খ) ১৯৩১
(গ) ১৯৩৩
(ঘ) ১৯৩২
উত্তরঃ গ) ১৯৩৩
৮৭। লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?
(ক) Lieutenant
(খ) Leaftenant
(গ) Leiftenant
(ঘ) Lieaflenant
উত্তরঃ ক) Lieutenant
৮৮। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
(ক) অনুচ্ছেদ ২৩
(খ) অনুচ্ছেদ ২২
(গ) অনুচ্ছেদ ২১
(ঘ) অনুচ্ছেদ ২৪
উত্তরঃ খ) অনুচ্ছেদ ২২
৮৯। বাংলাদেশের ২০১৮–১৯ অর্থ বছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?
(ক) ৮.০০ শতাংশ
(খ) ৭.২৮ শতাংশ
(গ) ৭.৮০ শতাংশ
(ঘ) ৭.৬৫ শতাংশ
উত্তরঃ গ) ৭.৮০ শতাংশ
৯৭। শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এ্যাওয়ার্ড অর্জ করেছেন?
(ক) এমডিজি এ্যাওয়ার্ড- ২০১০
(খ) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
(গ) জাতিসংঘ শান্তি পুরস্কার
(ঘ) Planet 50-50
উত্তরঃ ক) এমডিজি এ্যাওয়ার্ড- ২০১০
39 th bcs preliminary mcq question in solution bangla part Visit here
39 th bcs preliminary mcq question in solution english part Visit here
39 th bcs preliminary mcq question in solution math part Visit here