Advertisement

39 TH BCS MCQ BANGLA QUESTION AND SOLUTION

The 39 th bcs is not general. The 39 th bcs is health cadar.the all Bangla question here

৩৯ তম বিসিএস বিশেষ প্রিলিমিনারি প্রশ্নের সমাধান বাংলা অংশ। 

39 th bcs preliminary question in solution bangla part. 

১. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত ? 

(ক) উপনেতা 

(খ) উপগ্রহ 

(গ) উপসাগর 

(ঘ) উপভোগ 

উত্তরঃ ঘ) উপভোগ 

২. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে – 

(ক) বৈকুন্ঠের খাতা 

(খ) জামাই বারিক 

(গ) বিবাহ-বিভ্রাট 

(ঘ) হিতে বিপরীত 

উত্তরঃ ক) বৈকুন্ঠের খাতা

৩. ‘বেদান্ত গ্রন্থ‘ ও ‘বেদান্ত সার‘ কার রচনা? 

(ক) রাজা রামমোহন রায় 

(খ) গোলকনাথ শর্মা 

(গ) রামরাম বসু 

(ঘ) মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার 

উত্তরঃ ক) রাজা রামমোহন রায় 

৪. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি‘ কার রচনা? 

(ক) আমজাদ হোসেন 

(খ) শওকত ওসমান 

(গ) হুমায়ুন আহমেদ 

(ঘ) সৈয়দ শামসুল হক 

উত্তরঃ গ) হুমায়ুন আহমেদ 

৫. ‘জীবন থেকে নেয়া‘ চলচ্চিত্রটির পরিচালক কে? 

(ক) আমজাদ হোসেন 

(খ) আলমগীর 

(গ) সুভাষ দত্ত 

(ঘ) জহির রায়হান 

উত্তরঃ ঘ) জহির রায়হান 

৬. ‘খনার বচন‘ এর মূলভাব কি? 

(ক) লৌকিক প্রণয়সঙ্গীত 

(খ) শুদ্ধ জীবনযাপন রীতি 

(গ) সামাজিক মঙ্গলবোধ 

(ঘ) রাষ্ট্র পরিচালনা নীতি 

উত্তরঃ খ) শুদ্ধ জীবনযাপন রীতি 

৭. ‘দুরবস্থা‘ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায় ? 

(ক) দূর + বস্থা 

(খ) দুর + বস্থা 

(গ) দুঃ + অবস্থা 

(ঘ) দুর + অবস্থা 

উত্তরঃ গ) দুঃ + অবস্থা 

৮. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? 

(ক) করছিলাম 

(খ) করেছি 

(গ) করছি 

(ঘ) করব 

উত্তরঃ ঘ) করব 

৯. জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি‘ বলে আখ্যায়িত করেন কে? 

(ক) বিষ্ণু দে 

(খ) বুদ্ধদেব বসু 

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর 

(ঘ) সৈয়দ শামসুল হক 

উত্তরঃ খ) বুদ্ধদেব বসু 

১০. পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ? 

(ক) ২২ জুন, ১৭৫৭ 

(খ) ২৪ জুন, ১৭৫৭ 

(গ) ২৫ জুন, ১৭৫৭ 

(ঘ) ২৩ জুন, ১৭৫৭ 

উত্তরঃ ঘ) ২৩ জুন, ১৭৫৭ 

১১. ‘তাম্বুলিক‘ শব্দের সমার্থক নয় কোনটি ? 

(ক) বারুই 

(খ) পান-ব্যবসায়ী 

(গ) তামসিক 

(ঘ) পর্ণকার 

উত্তরঃ গ) তামসিক 

১২. ‘সরল‘ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? 

(ক) বক্র 

(খ) গরল 

(গ) কুটিল 

(ঘ) জটিল 

উত্তরঃ খ) গরল

 ১৩. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? 

(ক) পদ্মমণি 

(খ) পদ্মরাগ 

(গ) পদ্মাবতী 

(ঘ) পদ্মগোখরা 

উত্তরঃ খ) পদ্মরাগ 

১৪. বিভক্তহীন নাম শব্দকে কী বলে? 

(ক) প্রাতিপদিক 

(খ) নাম-পদ 

(গ) মৌলিক শব্দ 

(ঘ) কৃদন্ত শব্দ 

উত্তরঃ ক) প্রাতিপদিক

 ১৫. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক !’- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ? 

(ক) অনুকার অব্যয় 

(খ) পদান্বয়ী অব্যয় 

(গ) অনন্বয়ী অব্যয় 

(ঘ) অনুসর্গ অব্যয় 

উত্তরঃ গ) অনন্বয়ী অব্যয় 

১৬. কোনটি অপাদান কারক? 

(ক) গৃহনীনে গৃহ দাও 

(খ) জিজ্ঞাসিব জনে জনে 

(গ) ট্রেন স্টেশন ছেড়েছে 

(ঘ) বনে বাঘ আছে 

উত্তরঃ গ) ট্রেন স্টেশন ছেড়েছে 

১৭. ‘বাঁধনহারা‘ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? 

(ক) উপন্যাস 

(খ) ভ্রমণ কাহিনী 

(গ) নাটক 

(ঘ) কবিতা 

উত্তরঃ ক) উপন্যাস 

১৮. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? 

(ক) অজানা 

(খ) কানাকানি 

(গ) দোতলা 

(ঘ) আশীবিষ 

উত্তরঃ খ) কানাকানি

১৯. ‘আগুন‘ এর সমার্থক শব্দ কোনটি? 

(ক) অনল 

(খ) ভাতি 

(গ) অংশ 

(ঘ) জ্যোতি 

উত্তরঃ ক) অনল 

২০. প্রতাপাদিত্য কে ছিলেন? 

(ক) রাজপুত রাজা 

(খ) বাংলার শাসক 

(গ) বাংলার বারো ভুঁইঞাদের একজন 

(ঘ) মোঘল সেনাপতি 

উত্তরঃ গ) বাংলার বারো ভুঁইঞাদের একজন 

২১. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? 

(ক) আউশ 

(খ) আনন 

(গ) আষাঢ় 

(ঘ) আয়না 

উত্তরঃ খ) আনন 

২২. Hand out এর শুদ্ধ বাংলা পরিভাষা কি 

(ক) হস্ত পত্র 

(খ) প্রচার পত্র 

(গ) জ্ঞাপনপত্র 

(ঘ) তথ্য পত্র 

উত্তরঃ গ) জ্ঞাপনপত্র 

২৩. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায় ? 

(ক) বিশেষ্য ও ক্রিয়া 

(খ) ক্রিয়া ও সর্বনাম 

(গ) বিশেষণ ও ক্রিয়া 

(ঘ) বিশেষ্য ও বিশেষণ পদে 

উত্তরঃ ঘ) বিশেষ্য ও বিশেষণ পদে

 39 th bcs preliminary question in solution english part Visit here

39 th bcs preliminary question in solution math part Visit here

39 th bcs preliminary question in solution general knowledge and others part Visit here