Advertisement

38 TH BCS MCQ GENERAL KNOWLEDGE AND OTHERS PART QUESTION AND SOLUTION

Bcs is very competitive exam.students dream bcs occupation. The 38 th bcs general knowledge, global knowledge, ict,computer, ethics,general science included here.

৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান সাধারণ জ্ঞান ও অন্যান্য অংশ।

38 th bcs preliminary question in solution general knowledge and others part. 

১. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা – 

(ক) রাজশাহী 

(খ) দিনাজপুর 

(গ) খুলনা 

(ঘ) চট্টগ্রাম 

উত্তরঃ ঘ) চট্টগ্রাম। 

২. নিম্নের মোঘল সম্রাটদের মাঝে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন ? 

(ক) আকবর 

(খ) বাবর 

(গ) শাহজাহান 

(ঘ) হুমায়ুন 

উত্তরঃ খ) বাবর। 

৩. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের – 

(ক) ফেব্রুয়ারিতে 

(খ) মে মাসে 

(গ) জুলাই মাস 

(ঘ) আগস্টে 

উত্তরঃ ক) ফেব্রুয়ারিতে। 

৪. মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন ? 

(ক) ক্যাপ্টেন এম মনসুর আলী 

(খ) তাজ উদ্দীন আহমেদ 

(গ) খন্দকার মোশতাক আহমেদ 

(ঘ) এ এইচ এম কামরুজ্জামান 

উত্তরঃ ঘ) এ এইচ এম কামরুজ্জামান। 

৫. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল – 

(ক) দ্বিজাতি তত্ত্ব 

(খ) অসাম্প্রদায়িকতা 

(গ) বাঙালী জাতীয়তাবাদ 

(ঘ) সামাজিক চেতনা 

উত্তরঃ গ) বাঙালী জাতীয়তাবাদ। 

৬. ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না – 

(ক) মাওলানা ভাসানী 

(খ) নবাব স্যার সলিমুল্লাহ 

(গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী 

(ঘ) শেরে বাংলা এ কে ফজলুল হক 

উত্তরঃ ঘ) শেরে বাংলা এ কে ফজলুল হক। 

৭. জুম চাষ হয় – 

(ক) বরিশালে 

(খ) ময়মনসিংহে 

(গ) দিনাজপুরে 

(ঘ) খাগড়াছড়িতে 

উত্তরঃ গ) দিনাজপুরে। 

৮. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক – 

(ক) বান্দরবন জেলায় 

(খ) খাগড়াছড়ি জেলায় 

(গ) রাঙামাটি জেলায় 

(ঘ) সিলেট জেলায় 

উত্তরঃ ক) বান্দরবন জেলায়। 

৯. বাংলাদেশে প্রথম আদমশুমারী কত সালে অনুষ্ঠিত হয় ? 

(ক) ১৯৭৪ 

(খ) ১৯৭৯ 

(গ) ১৯৮২ 

(ঘ) ১৯৯৮ 

উত্তরঃ ক) ১৯৭৪। 

১০. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান – 

(ক) ক্রমহ্রাসমান 

(খ) নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে 

(গ) অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে 

(ঘ) অপরিবর্তিত থাকছে 

উত্তরঃ ক) ক্রমহ্রাসমান। 

১১. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক– 

(ক) সোনালী ব্যাংক 

(খ) বাংলাদেশ কৃষি ব্যাংক 

(গ) অগ্রণী ব্যাংক 

(ঘ) রূপালী ব্যাংক 

উত্তরঃ খ) বাংলাদেশ কৃষি ব্যাংক। 

১২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে – 

(ক) ধারা ২৬ 

(খ) ধারা ২৮ 

(গ) ধারা ২৭ 

(ঘ) ধারা ১১ 

উত্তরঃ গ) ধারা ২৭। 

১৩. বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৭ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে)- 

(ক) ২৯ জন 

(খ) ৩১ জন 

(গ) ৩০ জন 

(ঘ) ২১ জন 

উত্তরঃ ক) ২৯ জন। 

১৪. ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষমাত্রা: 

(ক) ৭,০০% 

(খ) ৭,১২% 

(গ) ৭.৩০% 

(ঘ) ৭.৪০% 

উত্তরঃ ঘ) ৭.৪০%।

১৫. ২০১৫–১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল – 

(ক) ৬.০% 

(খ) ৬.৪১% 

(গ) ৫.৯২% 

(ঘ) ৬.৪৩% 

উত্তরঃ গ) ৫.৯২%। 

১৬. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় – 

(ক) কয়লা 

(খ) প্রাকৃতিক গ্যাস 

(গ) ফার্নেস অয়েল 

(ঘ) ডিজেল 

উত্তরঃ খ) প্রাকৃতিক গ্যাস। 

১৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল – 

(ক) ৫ বছর 

(খ) ৩ বছর 

(গ) ৪ বছর 

(ঘ) ৬ বছর 

উত্তরঃ ক) ৫ বছর। 

১৮. দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে– 

(ক) সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন 

(খ) কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না 

(গ) আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন 

(ঘ) নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন 

উত্তরঃ খ) কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না। 

১৯. কোনটি স্থানীয় সরকার নয় ? 

(ক) পেীরসভা 

(খ) সিটি কর্পোরেশন 

(গ) পল্লী বিদ্যুৎ 

(ঘ) উপজেলা পরিষদ 

উত্তরঃ গ) পল্লী বিদ্যুৎ। 

২০. আইন প্রণয়নের ক্ষমতা – 

(ক) জাতীয় সংসদের 

(খ) আইন মন্ত্রণালয়ের 

(গ) রাষ্ট্রপতির 

(ঘ) স্পীকারের 

উত্তরঃ ক) জাতীয় সংসদের। 

২১. সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার না কর্পোরেট গ্রূপে থাকে না কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে– 

(ক) রাজনৈতিক দল 

(খ) বিচার বিভাগ 

(গ) প্রশাসন বিভাগ 

(ঘ) সুশীল সমাজ 

উত্তরঃ ঘ) সুশীল সমাজ। 

২২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স – 

(ক) ২৫ বছর 

(খ) ৪০ বছর 

(গ) ৪৫ বছর 

(ঘ) ৩৫ বছর 

উত্তরঃ ঘ) ৩৫ বছর। 

২৩. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক‘টি খাতে ভাগ করা হয়? 

(ক) ১২ 

(খ) ১৩ 

(গ) ১৪ 

(ঘ) ১৫ 

উত্তরঃ ঘ) ১৫। 

২৪. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডবল সেন্ঞ্চুরী করেন – 

(ক) তামিম 

(খ) সাব্বির 

(গ) মুশফিক 

(ঘ) লিটন দাস 

উত্তরঃ গ) মুশফিক। 

২৫. নিচের কোনটি নাগরিকের দায়িত্ব ? 

(ক) রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া 

(খ) রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা 

(গ) দক্ষ জনশক্তি তৈরী করা 

(ঘ) শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া 

উত্তরঃ খ) রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা। 

২৬. মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে ? 

(ক) ২ টি 

(খ) ৩ টি 

(গ) ৪ টি 

(ঘ) ৫ টি 

উত্তরঃ খ) ৩ টি। 

২৭. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়? 

(ক) ১৯৯৭ 

(খ) ১৯৯৩

(গ) ২০০১ 

(ঘ) ১৯৯৯ 

উত্তরঃ ক) ১৯৯৭। 

২৮. বাংলাদেশের তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী ? 

(ক) বিকন অন্বেষা 

(খ) নোয়া ১৮ 

(গ) ব্র্যাক অন্বেষা 

(ঘ) নোয়া ১৯ 

উত্তরঃ গ) ব্র্যাক অন্বেষা। 

২৯. বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিস্পত্তি হয় ? 

(ক) Permanent Court of Arbitration 

(খ) International Court of Justice 

(গ) Permanent Court of Justice 

(ঘ) International Tribunal for the Law of the Sea 

উত্তরঃ ঘ) International Tribunal for the Law of the Sea। 

৩০. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমান অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে ? 

(ক) ভারত থেকে 

(খ) চীন থেকে 

(গ) সিঙ্গাপুর থেকে 

(ঘ) জাপান থেকে 

উত্তরঃ খ) চীন থেকে।

৩১. ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে – 

(ক) কাতার 

(খ) সিউল 

(গ) দুবাই 

(ঘ) বার্লিন 

উত্তরঃ ক) কাতার। 

৩২. ইসলামী সহযোগিতা সংস্থা (ও আই সি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে 

(ক) ৪ টি 

(খ) ৫ টি 

(গ) ২ টি 

(ঘ) ৩ টি 

উত্তরঃ ঘ) ৩ টি। 

৩৩. নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে ? 

(ক) নয়া উদারতাবান 

(খ) গঠনবাদ 

(গ) বাস্তববাদ 

(ঘ) সবগুলো 

উত্তরঃ ঘ) সবগুলো। 

৩৪. সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ (এস, ডি, আই) এর জনপ্রিয় নাম ছিল 

(ক) তারকা যুদ্ধ 

(খ) শয়তানের সম্রাজ্যে আক্রমণ 

(গ) থাড 

(ঘ) ম্যাড 

উত্তরঃ ক) তারকা যুদ্ধ। 

৩৫. ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ–২১ এ কতটি জাতি অংশ নেয় – 

(ক) ১৯৬ 

(খ) ১৬৮ 

(গ) ১৯৩ 

(ঘ) ১৯৯ 

উত্তরঃ ক) ১৯৬। 

৩৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়? 

(ক) ১৯৬২ সনে 

(খ) ১৯৮৬ সনে 

(গ) ১৯৭৮ সনে 

(ঘ) ১৯৮২ সনে 

উত্তরঃ ঘ) ১৯৮২ সনে। 

৩৭. গুয়াম এর গভর্ণরের নাম হচ্ছে 

(ক) রম ব্লুম 

(খ) এডি ক্যালভো 

(গ) ডোলান্ড ডাক 

(ঘ) গ্লেন বেক 

উত্তরঃ গ) ডোলান্ড ডাক। 

৩৮. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন? 

(ক) কার্ল মার্ক্স্ 

(খ) ফ্রেডরিক এঙ্গেলস 

(গ) ভি, আই, লেনিন 

(ঘ) মাও সেতুং 

উত্তরঃ ক) কার্ল মার্ক্স্। 

৩৯. দুই বা ততোধিক প্রতিদ্বন্দী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়? 

(ক) বাফার রাষ্ট্র 

(খ) স্থলবেষ্টিত রাষ্ট্র 

(গ) নিরপেক্ষ রাষ্ট্র 

(ঘ) জিরো সাম রাষ্ট্র 

উত্তরঃ ক) বাফার রাষ্ট্র। 

৪০. পিং পং এর অর্থ হচ্ছেঃ 

(ক) ভলিবল 

(খ) বাস্কেট বল 

(গ) টেবিল টেনিস 

(ঘ) লন টেনিস 

উত্তরঃ গ) টেবিল টেনিস। 

৪১. বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছেঃ 

(ক) আসিয়ান 

(খ) ভারত 

(গ) জাপান 

(ঘ) চীন 

উত্তরঃ ঘ) চীন। 

৪২. কোনটি জাতিসংঘের সহযোগী নয় ? 

(ক) আই. এল. ও 

(খ) ASEAN (আশিয়ান) 

(গ) হু (WHO) 

(ঘ) উপরের সবকটি 

উত্তরঃ খ) ASEAN (আশিয়ান)। 

৪৩. সার্কের সদর দপ্তর কোথায়? 

(ক) কলম্বো 

(খ) ঢাকা 

(গ) কাঠমুন্ডু 

(ঘ) নয়া দিল্লি 

উত্তরঃ গ) কাঠমুন্ডু। 

৪৪. ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেনজুবিলি হিসেবে পালিত হয়েছে? 

(ক) UNO 

(খ) ASEAN 

(গ) NAM 

(ঘ) GATT 

উত্তরঃ ক) UNO। 

৪৫. নিম্নের কোন কার্যক্রমের সাথে এমনেস্টি ইন্টারন্যাশনাল জড়িত– 

(ক) পরিবেশ সংরক্ষণ 

(খ) মানবাধিকার সংরক্ষণ 

(গ) প্রাণীদের প্রতি নিষ্ঠূরতা রোধ 

(ঘ) ঐতিহসিক স্থাপনা সংরক্ষণ 

উত্তরঃ খ) মানবাধিকার সংরক্ষণ। 

৪৬. UNHCR এর সদর দপ্তর কোথায়? 

(ক) রোম 

(খ) জেনেভা 

(গ) নিউইয়র্ক 

(ঘ) লন্ডন 

উত্তরঃ খ) জেনেভা। 

৪৭ ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? 

(ক) ভারতীয় জনতা পাটি 

(খ) কমিউনিস্ট পার্টি 

(গ) বহুজন সমাজ পার্টি 

(ঘ) ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 

উত্তরঃ ঘ) ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 

৪৮. ‘Imperialism, the Highest Stage of Capitalism’ বইটি কার লেখা 

(ক) ভি.আই.লেনিন 

(খ) টমাস হবসন 

(গ) কার্ল মার্ক্স্ 

(ঘ) এন্টিনিও গ্রামসি 

উত্তরঃ ক) ভি.আই.লেনিন। 

৪৯. প্রাকৃতিক আইনের উদ্ধব হয়? 

(ক) ম্যাগনা কার্টা থেকে 

(খ) থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে 

(গ) গ্রীক, খৃষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে 

(ঘ) কনফুসিয়ানিজম থেকে 

উত্তরঃ খ) থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে। 

৫০. ক্রমহাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? 

(ক) কোরোফ্লোরো কার্বন চুক্তি 

(খ) IPCC চুক্তি 

(গ) মন্ট্রিল প্রটোকল 

(ঘ) কোনটিই নয় 

উত্তরঃ গ) মন্ট্রিল প্রটোকল। 

৫১. ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়? 

(ক) সাম্প্রতিককালে 

(খ) কোয়াটারনারী যুগে 

(গ) প্লাইস্টোসিন যুগে 

(ঘ) টারশিয়ী যুগে 

উত্তরঃ ঘ) টারশিয়ী যুগে। 

৫২. বাংলাদেশের এফ, সি, ডি, আই প্রকল্পের উদ্দেশ্য– 

(ক) বন্যা নিয়ন্ত্রণ 

(খ) পানি নিষ্কাশন 

(গ) পানি সেচ 

(ঘ) উপরের তিনটি (ক, খ ও গ) 

উত্তরঃ ঘ) উপরের তিনটি (ক, খ ও গ)। 

৫৩. বাংলাদেশের জলবায়ু কী ধরনের? 

(ক) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু 

(খ) ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু 

(গ) উপক্রান্তীয় জলবায়ু 

(ঘ) আর্দ্র ক্রান্তীয় জলবায়ু 

উত্তরঃ ক) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। 

৫৪. নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে 

(ক) চাঁদপুর 

(খ) পিরোজপুর 

(গ) মাদারীপুর 

(ঘ) গাজীপুর 

উত্তরঃ ঘ) গাজীপুর। 

৫৫. আফ্রিকার সাব–সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? 

(ক) সাভানা 

(খ) তুন্দ্রা 

(গ) সাহেল 

(ঘ) প্রেইরি 

উত্তরঃ গ) সাহেল। 

৫৬. কোনটি জলবায়ুর উপাদান নয়? 

(ক) আর্দ্রতা 

(খ) সমুদ্রস্রোত 

(গ) উষ্ণতা 

(ঘ) বায়ুপ্রবাহ 

উত্তরঃ খ) সমুদ্রস্রোত। 

৫৭. নিচের কোন ভৌগোলিক এলাকাটি ‘রামসার সাইট‘ হিসেবে স্বীকৃত? 

(ক) কাপ্তাই হ্রদ 

(খ) রামসাগর 

(গ) বগা লেইক 

(ঘ) টাঙ্গুয়ার হাওড় 

উত্তরঃ খ) রামসাগর। 

৫৮. ‘পলল পাখা‘ জাতীয় ভূমিরূপ গড়ে উঠ 

(ক) নদীর নিম্ন অববাহিকায় 

(খ) নদীর উৎপত্তিস্থলে 

(গ) পাহাড়ের পাদদেশে 

(ঘ) নদী মোহনায় 

উত্তরঃ ঘ) নদী মোহনায়। 

৫৯. ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫–৩০‘ হচ্ছে একটি– 

(ক) দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল 

(খ) জাপানের উন্নয়ন কৌশল 

(গ) সুনামী দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল 

(ঘ) ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল 

উত্তরঃ গ) সুনামী দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল। 

৬০. কোনটি জলজ আবহাওয়াজনিত (hydro-meteorological) দুর্যোগ নয় ? 

(ক) ভূমিকম্প 

(খ) ভূমিধস 

(গ) নদী ভাঙ্গন 

(ঘ) ঘূর্ণিঝড় 

উত্তরঃ ক) ভূমিকম্প। 

৬১. কোন গ্যাসটি ‘ড্রাই আইস‘ তৈরিতে ব্যবহার করা হয়? 

(ক) অক্সিজেন 

(খ) কার্বন ডাই-অক্সাইড 

(গ) সালফার ডাই-অক্সাইড 

(ঘ) নাইট্রোজেন ডাই-অক্সাইড 

উত্তরঃ খ) কার্বন ডাই-অক্সাইড। 

৬২. বর্তমানে পরিবেশ–বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়? 

(ক) টাইক্লোরো ট্রাইফ্লুরো ইথেন 

(খ) ডাইক্লোরো ডাইফুরো্ ইথেন 

(গ) টেট্রাফ্লুরো ইথেন 

(ঘ) আর্গন 

উত্তরঃ গ) টেট্রাফ্লুরো ইথেন। 

৬৩. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো– 

(ক) গামা রেস (Gama rays) 

(খ) আলফা রেস (Alpha rays) 

(গ) বিটা রেস (Beta rays) 

(ঘ) এক্স রেস (X-rays) 

উত্তরঃ ক) গামা রেস (Gama rays)। 

৬৪. ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত? 

(ক) প্লাসটিড 

(খ) মাইটোকন্ড্রিয়া 

(গ) নিউক্লিওলাস 

(ঘ) ক্রোমাটিন বস্তু 

উত্তরঃ ঘ) ক্রোমাটিন বস্তু। 

৬৫. মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়? 

(ক) এপিলেপসি 

(খ) প্যারালাইসিস 

(গ) পারকিনসন 

(ঘ) থ্রমবোসিন 

উত্তরঃ গ) পারকিনসন। 

৬৬. নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? 

(ক) খেজুর পাম 

(খ) নিপা পাম 

(গ) সাত পাম 

(ঘ) তাল পাম 

উত্তরঃ খ) নিপা পাম। 

৬৭. বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? 

(ক) ট্রপোমণ্ডল (Troposphere) 

(খ) স্ট্রাটোমন্ডল (Stratosphere) 

(গ) মেসোমণ্ডল (Mesosphere) 

(ঘ) তাপমন্ডল (Troposphere) 

উত্তরঃ ক) ট্রপোমণ্ডল (Troposphere)। 

৬৮. পৃথিবীর বারিমন্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভ ধারণ করে? 

(ক) ২.০৫% 

(খ) ০,৬৮% 

(গ) ০.০১% 

(ঘ) ০.০০১% 

উত্তরঃ খ) ০,৬৮%। 

৬৯. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় 

(ক) পিসিকালচার 

(খ) মেরিকালচার 

(গ) এপিকালচার 

(ঘ) সেরিকালচার 

উত্তরঃ গ) এপিকালচার। 

৭০. মা এর রক্তে হেপাটাইটিস–বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত? 

(ক) জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও HBIG শট দিতে হবে 

(খ) ৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে 

(গ) ৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে 

(ঘ) জন্মের ১ মাস পর কেবলমাত্র (HBIG) শট দিতে হবে 

উত্তরঃ ক) জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও HBIG শট দিতে হবে। 

৭১. ডেঙ্গু রোগ ছড়ায় – 

(ক) House flies. 

(খ) Anophilies মশা 

(গ) ইদুর ও কাঠবেড়ালী 

(ঘ) Aedes aegypti মশা 

উত্তরঃ ঘ) Aedes aegypti মশা। 

৭২. বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়– 

(ক) স্ট্রাটোস্ফিয়ার 

(খ) ট্রপোস্ফিয়ার 

(গ) ওজোনস্তর 

(ঘ) আয়োনোস্ফিয়ার 

উত্তরঃ ঘ) আয়োনোস্ফিয়ার। 

৭৩. স্টিফেন হকিং একজন– 

(ক) কবি 

(খ) রসায়নবিদ 

(গ) পদার্থবিদ 

(ঘ) দার্শনিক 

উত্তরঃ গ) পদার্থবিদ। 

৭৪. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

(ক) ইথেন 

(খ) হাইড্রোজেন 

(গ) মিথেন 

(ঘ) অক্সিজেন 

উত্তরঃ গ) মিথেন। 

৭৫. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস 

(ক) তেল 

(খ) সমুদ্রের ঢেউ 

(গ) গ্যাস 

(ঘ) কলা 

উত্তরঃ খ) সমুদ্রের ঢেউ। 

৭৬. 10101111 এর 1 ‘s complement কোনটি ? 

(ক) 1111 1111 

(খ) 0101 0000 

(গ) 0000 0000 

(ঘ) 1100 0011 

উত্তরঃ খ) 0101 0000। 

৭৭. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? 

(ক) অপটিকাল ফাইবার 

(খ) তামার তার 

(গ) কো-এক্সিয়াল ক্যাবল 

(ঘ) ওয়্যারলেস মিডিয়া 

উত্তরঃ ক) অপটিকাল ফাইবার। 

৭৮. ই–মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি? 

(ক) POP9 

(খ) HTML 

(গ) POP3 

(ঘ) SMTP 

উত্তরঃ গ) POP3। 

৭৯. কোনটি সঠিক নয়? 

(ক) A+0= A 

(খ) A.1 = A 

(গ) A+A = 1 

(ঘ) A.A’ = 1 

উত্তরঃ ঘ)  A.A’ = 1। 

৮০. এক word কত বিট বিশিষ্ট হয় ? 

(ক) 4 

(খ) 16 

(গ) 8 

(ঘ) 2 

উত্তরঃ খ) 16। 

৮১. কোন ধরণের bus ব্যবহৃত হয় না? 

(ক) input-read bus 

(খ) address bus 

(গ) data bus 

(ঘ) control bus 

উত্তরঃ ক) input-read bus। 

৮২. ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি? 

(ক) malware 

(খ) virus 

(গ) lip – lop 

(ঘ) Firmware 

উত্তরঃ ঘ) Firmware। 

৮৩. একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট ০ থাকে । এই গেটটি– 

(ক) AND 

(খ) OR 

(গ) NAND 

(ঘ) XOR 

উত্তরঃ গ) NAND। 

৮৪. কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? 

(ক) MS DOS 

(খ) Windows XP 

(গ) Windows 98 

(ঘ) Windows 7 

উত্তরঃ ক) MS DOS। 

৮৫. ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয় 

(ক) ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে 

(খ) ভাইরাস ধ্বংসের জন্য 

(গ) খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে 

(ঘ) ডিস্ক ফরমেট কতে 

উত্তরঃ ক) ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে। 

৮৬. কোন সাইটটিতে কেনা–বেচারজন্য নয় ? 

(ক) ekhanei.com 

(খ) olx.com 

(গ) amazon.com 

(ঘ) google.com 

উত্তরঃ ঘ) google.com। 

৮৭. কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেল এর স্তর কয়টি? 

(ক) 5 

(খ) 7 

(গ) 8 

(ঘ) 9 

উত্তরঃ খ) 7। 

৮৮. নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় ? 

(ক) Novel network 

(খ) Net BEUI 

(গ) TCP/IP 

(ঘ) Linux 

উত্তরঃ গ) TCP/IP। 

৮৯. কোন চিহ্নটি ই–মেইল ঠিকানায় অবশ্যই থাকবে? 

(ক) @ 

(খ) # 

(গ) & 

(ঘ) $ 

উত্তরঃ ক) @। 

৯০. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?

 (ক) ফেসবুক 

(খ) টুইটার 

(গ) উইকিপিডিয়া 

(ঘ) লিংকড ইন 

উত্তরঃ গ) উইকিপিডিয়া। 

৯১. UNFARE শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি হবে 

(ক) ЯЯАЧИU 

(খ) AЯƎUИᖷ 

(গ) ƎЯAᖷИU 

(ঘ) ƎUИᖷAЯ 

উত্তরঃ গ) ƎЯAᖷИU।

৯২. নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন 

(ক) টিন

(খ) তামা 

(গ) পিতল 

(ঘ) লোহা 

উত্তরঃ গ) পিতল। 

৯৩. প্রশ্নবোধক স্থানে কি বসবে? JD-KF-?-PM-TR 

(ক) NJ

 (খ) MI 

(গ) NI 

(ঘ) OJ 

উত্তরঃ খ) MI। 

৯৪. গোল্ডেন মিন (Golden Mean) হলো 

(ক) সমস্ত সম্ভাব্য কর্মের গড় 

(খ) ত্রিভূজের দুটি বাহন ভূ-কেন্দ্রিক সম্পর্ক 

(গ) একটি প্রাচীন দার্শনিক ধারার নাম 

(ঘ) দুটি চরম পন্থায় মধ্যবর্তী অবস্থা 

উত্তরঃ ঘ) দুটি চরম পন্থায় মধ্যবর্তী অবস্থা। 

৯৫. কোন বছর ইউ এন ভি পি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে? 

(ক) ১৯৯৫ 

(খ) ১৯৯৯ 

(গ) ১৯৯৮ 

(ঘ) ১৯৯৭ 

উত্তরঃ ঘ) ১৯৯৭। 

৯৬. শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ – 

(ক) সূত্র 

(খ) সর্বজনীন 

(গ) কিছুই না 

(ঘ) কোন কিছু 

উত্তরঃ গ) কিছুই না। 

৯৭. ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে– 

(ক) কর্তব্যবোধ থেকে 

(খ) আইনের শিক্ষা থেকে 

(গ) মূল্যবোধের শিক্ষা থেকে 

(ঘ) সুশাসনের শিক্ষা থেকে 

উত্তরঃ গ) মূল্যবোধের শিক্ষা থেকে। 

৯৮. সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে ? 

(ক) অংশগ্রহণ 

(খ) স্বচ্ছতা 

(গ) জবাবদিহিতা 

(ঘ) সাম্য ও সমতা 

উত্তরঃ খ) স্বচ্ছতা। 

৯৯. নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে ? 

(ক) শাসন প্রক্রিয়া ও মানব উন্নয়ন 

(খ) শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন 

(গ) শাসন প্রক্রিয়া ও সুশাসন 

(ঘ) শাসন প্রক্রিয়া এবং নৈতিক শাসন প্রক্রিয়া 

উত্তরঃ খ) শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন। 

১০০. নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? 

(ক) নৈতিক শাসন 

(খ) অংশগ্রহণ 

(গ) স্বচ্ছতা 

(ঘ) জবাবদিহিতা 

উত্তরঃ ক) নৈতিক শাসন। 

১০১. নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? 

(ক) প্রতীক 

(খ) ভাষা 

(গ) আইন 

(ঘ) মূল্যবোধ 

উত্তরঃ গ) আইন। 

১০২. জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন? 

(ক) মার্কিন যুক্তরাষ্ট্র 

(খ) ফ্রান্স 

(গ) জার্মান 

(ঘ) যুক্তরাজ্য 

উত্তরঃ ঘ) যুক্তরাজ্য। 

১০৩. মূল্যবোধ পরীক্ষা করে – 

(ক) ভাল ও মন্দ 

(খ) ন্যায় ও অন্যায় 

(গ) নৈতিকতা ও অনৈতিকতা 

(ঘ) উপরের সবগুলো 

উত্তরঃ ঘ) উপরের সবগুলো


৩৮ তম বিসিএস প্রশ্নের সমাধান বাংলা অংশ click here

৩৮ তম বিসিএস প্রশ্নের সমাধান ইংরেজি অংশ click here

৩৮ তম বিসিএস প্রশ্নের সমাধান গণিত অংশ click here

বর্তমান সময় এ চাকরি পাওয়া অনেক কঠিন। যে কোন চাকরি এর জন্য প্রচুর প্রতিযোগিতা করতে হয়।লক্ষ লক্ষ বেকার এর স্বপ্ন একটি সরকারি চাকরি। আর বিসিএস তো সোণার হরিণ। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে পড়াশোনা এর পাশাপাশি প্রচুর ধৈর্য ধরতে হয়।বিসিএস অনেক সময়ের ব্যাপার। এজন্য বলা হয় বিসিএস কে সোণার হরিণ। অন্যান্য চাকরি চেয়ে বিসিএস সর্বোচ্চ সম্মানজনক চাকরি।