The bcs is Bangladesh civil service. Every students dream bcs.bcs is the best and honourable job.bcs officer is the 1st class gezeted officer.The 38 th bcs preliminary Bangla questions given here.
১. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
(ক) শূণ্য
(খ) ত্রিভুজ
(গ) পূণ্য
(ঘ) ভূবন
উত্তরঃ খ) ত্রিভুজ ।
২. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
(ক) জবাবদিহি
(খ) মিথস্ক্রিয়া
(গ) গৌরবিত
(ঘ) একত্রিত
উত্তরঃ ঘ) একত্রিত ।
৩. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
(ক) ৮টি
(খ) ৬টি
(গ) ৭টি
(ঘ) ১১টি
উত্তরঃ গ) ৭টি ।
৪. ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
(ক) তুর্কি
(খ) সংস্কৃত
(গ) হিন্দি
(ঘ) অহমিয়া
উত্তরঃ ক) তুর্কি ।
৫. ‘Null and Void’- এর বাংলা পরিভাষা কোনটি ?
(ক) পালাবদল
(খ) বাতিল
(গ) মামুলি
(ঘ) নিরপেক্ষ
উত্তরঃ খ) বাতিল ।
৬. কোনটি শুদ্ধ বা ন ?
(ক) স্বায়ত্ত্বশাসন
(খ) স্বায়ত্তশাসন
(গ) সায়ত্ত্বশাসন
(ঘ) স্বায়ত্বশাসন
উত্তরঃ ক) স্বায়ত্ত্বশাসন ।
৭. ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ ?
(ক) অর্ধ-তৎসম
(খ) তৎসম
(গ) দেশি
(ঘ) বিদেশি
উত্তরঃ ক) অর্ধ-তৎসম ।
৮. ‘শ্রদ্ধা’ শব্দের সঠিক প্রকৃতি–প্রত্যয় কোনটি ?
(ক) শ্র+∙ধা+ আ
(খ) শ্রৎ+ ∙ধা+আ
(গ) শ্রৎ+∙ধা+অ+আ
(ঘ) শ্রু+∙ধা+আ
উত্তরঃ গ) শ্রৎ+∙ধা+অ+আ ।
৯. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ?
(ক) বহুব্রীহি
(খ) কর্মধারয়
(গ) অব্যয়ীভাব
(ঘ) তৎপুরুষ
উত্তরঃ ঘ) তৎপুরুষ ।
১০. ‘সূর্য’ শব্দের সমার্থ শব্দ কোনটি ?
(ক) অর্ণব
(খ) অর্ক
(গ) প্রসূন
(ঘ) পল্লব
উত্তরঃ খ) অর্ক ।
১১. ‘হ্ম’ যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে ?
(ক) ক্+ষ
(খ) ষ্+ম
(গ) হ্+ম
(ঘ) ম্+হ
উত্তরঃ গ) হ্+ম ।
১২. ‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি ?
(ক) সদ্যঃ+ জাত
(খ) সৎ+জাত
(গ) সদ্যো+ জাত
(ঘ) সদ্য+ জাত
উত্তরঃ ক) সদ্যঃ+ জাত ।
১৩. ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) ত্যক্ত
(খ) গূঢ়
(গ) দূঢ়
(ঘ) গ্রাহ্য
উত্তরঃ খ) গূঢ় ।
১৪. বাংলা কৃত–প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
(ক) চামার
(খ) মোড়ক
(গ) ধারালো
(ঘ) পোষ্টাই
উত্তরঃ খ) মোড়ক ।
১৫. কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
(ক) আকাঙ্ক্ষা
(খ) যোগ্যতা
(গ) আসত্তি
(ঘ) আসক্তি
উত্তরঃ ঘ) আসক্তি ।
১৬. গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য মূলত–
(ক) নাটগীতি
(খ) ধামালি
(গ) প্রেমগীতি
(ঘ) পদাবলি
উত্তরঃ ক) নাটগীতি ।
১৭. ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত ?
(ক) পদাবলি
(খ) চর্যাপদ
(গ) মঙ্গলকাব্য
(ঘ) রোমান্সকাব্য
উত্তরঃ খ) চর্যাপদ ।
১৮. দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?
(ক) ফরিদপুর
(খ) সিলেট
(গ) চট্টগ্রাম
(ঘ) কৃষ্ণনগর
উত্তরঃ গ) চট্টগ্রাম ।
১৯. ‘চন্দ্রাবতী’ কী?
(ক) নাটক
(খ) পালাগান
(গ) পদাবলী
(ঘ) কাব্য
উত্তরঃ ঘ) কাব্য ।
২০. ‘বিদ্যাপতি’ কোন রাজসভার কবি ছিলেন?
(ক) রোসাঙ্গ
(খ) মিথিলা
(গ) কৃষ্ণনগর
(ঘ) বিক্রমপুর
উত্তরঃ খ) মিথিলা ।
২১. কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
(ক) আত্মচরিত
(খ) আত্মকথা
(গ) আত্মজিজ্ঞাসা
(ঘ) আমার কথা
উত্তরঃ ক) আত্মচরিত ।
২২. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচুর’ কোন ধরনের রচনা?
(ক) আত্মজীবনী
(খ) উপন্যাস
(গ) নাটক
(ঘ) প্রবন্ধ
উত্তরঃ ঘ) প্রবন্ধ ।
২৩. কোনটি জসীমউদ্দীনের রচনা?
(ক) গাজী মিয়াঁর বস্তানী
(খ) ভাওয়াল গড়ের উপাখ্যান
(গ) ঠাকুরবাড়ির আঙিনা
(ঘ) হাঁসুলী বাঁকের উপকথা
উত্তরঃ গ) ঠাকুরবাড়ির আঙিনা ।
২৪. ‘আমার ঘরের চাবি পরের হাতে’– গানটির রচয়িতা কে?
(ক) লালন শাহ্
(খ) হাসন রাজা
(গ) পাগলা কানাই
(ঘ) রাধারমণ দত্ত
উত্তরঃ ক) লালন শাহ্ ।
২৫. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
(ক) নেকড়ে অরণ্য
(খ) বন্দী শিবির থেকে
(গ) নিষিদ্ধ লোবান
(ঘ) প্রিয়যোদ্ধা প্রিয়তম
উত্তরঃ খ) বন্দী শিবির থেকে ।
২৬. কাজী নজরুল ইসলামের ‘অগ্নি–বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
(ক) আগমনী
(খ) কোরবানী
(গ) প্রলয়োল্লাস
(ঘ) বিদ্রোহী
উত্তরঃ গ) প্রলয়োল্লাস ।
২৭. দীনবন্ধু মিত্রের ‘নীল–দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
(ক) ঢাকা
(খ) কলকাতা
(গ) লন্ডন
(ঘ) মুর্শিদাবাদ
উত্তরঃ ক) ঢাকা ।
২৮. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
(ক) শেষপ্রশ্ন
(খ) শেষকথা
(গ) শেষদিন
(ঘ) শেষলেখা
উত্তরঃ ঘ) শেষলেখা ।
২৯. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?
(ক) কাজী আবদুল ওদুদ
(খ) আবুল ফজল
(গ) হুমায়ুন কবির
(ঘ) রশীদ করিম
উত্তরঃ গ) হুমায়ুন কবির ।
৩০. ‘বীরবল’ কোন লেখেকর ছদ্মনাম ?
(ক) প্রমথ চৌধুরী
(খ) আবু ইসহাক
(গ) প্রমথনাথ বিথী
(ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তরঃ ক) প্রমথ চৌধুরী ।
৩১. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ একটি –
(ক) উপন্যাস
(খ) ছোটগল্প
(গ) প্রবন্ধ
(ঘ) অনুবাদ নাটক
উত্তরঃ ঘ) অনুবাদ নাটক ।
৩২. ‘চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে ?
(ক) বুদ্ধদেব বসু
(খ) মীর মশাররফ হোসেন
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) সৈয়দ শামসুল হক
উত্তরঃ গ) রবীন্দ্রনাথ ঠাকুর ।
৩৩. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
(ক) সঞ্জয় ভট্টাচার্য
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) শাহাদাৎ হোসেন
(ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ক) সঞ্জয় ভট্টাচার্য ।
৩৪. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন ?
(ক) রামরাম বসু
(খ) হরপ্রসাদ শাস্ত্রী
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তরঃ ক) রামরাম বসু ।
৩৫. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয় ?
(ক) ১৮৬০
(খ) ১৮৬৫
(গ) ১৮৫৯
(ঘ) ১৮৬১
উত্তরঃ ঘ) ১৮৬১ ।
৩৬. অম্বর এর প্রতিশব্দ?
(ক) পৃথিবী
(খ) জল
(গ) সমুদ্র
(ঘ) আকাশ
উত্তরঃ ঘ) আকাশ ।
৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের ইংরেজি অংশ visit here
৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ডিসেম্বর মাসে। বিসিএস বাংলাদেশের সর্বোচ্চ সম্মানজনক পেশা। বিসিএস ক্যাডার হতে হলে প্রচুর অধ্যবসায় এবং ত্যাগ করতে হয়। বাংলাদেশের অন্যান্য চাকরির চেয়ে হাজার গুণ বেশি কষ্ট ও ত্যাগ করতে হয়। এজন্য বিসিএস কে সোনার হরিণ বলে।প্রিলিমিনারি পাশ করলে প্রতিযোগিতা শেষ হয়ে যায় না।এরপর লিখিত ও ভাইভা পরীক্ষা আরও বেশি প্রতিযোগিতামূলক।প্রতি বছরই বিসিএস নিয়োগ হয়। বিসিএস পরীক্ষার মাধ্যমে ২৬ টি পদে নিয়োগ দেয়।