Bcs is Bangladesh civil service.The 37 th bcs preliminary question and solution is given below. The content has general knowledge, ict and others question given here.
১. পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে বৃটিশ ভারতের গভর্ণর জেনারেল ও ভাইসরয় ছিলেন–
(ক) লর্ড কার্জন
(খ) লর্ড রিপন
(গ) লর্ড মিন্টো
(ঘ) লর্ড হার্ডিঞ্জ
উত্তরঃ ক) লর্ড কার্জন ।
২. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেদিশ পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল–
(ক) ধানের শীষ
(খ) লাঙ্গল
(গ) বাইসাইকেল
(ঘ) নৌকা
উত্তরঃ ঘ) নৌকা ।
৩. ঐতিহাসিক ৬–দফাকে কিসের সাথে তুলনা করা হয় ?
(ক) বিল অব রাইটস
(খ) পিটিশন অব রাইটস
(গ) মুখ্য আইন
(ঘ) ম্যাগনাকার্টা
উত্তরঃ ঘ) ম্যাগনাকার্টা ।
৪. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
(ক) নবাব সিরাজউদ্দৌলা
(খ) ইলিয়াস শাহ
(গ) মুর্শিদ কুলী খান
(ঘ) আলাউদ্দিন হুসেন শাহ
উত্তরঃ গ) মুর্শিদ কুলী খান ।
৫. আলুর একটি জাত–
(ক) রূপালী
(খ) ড্রামহেড
(গ) ডায়মন্ড
(ঘ) ব্রিশাইল
উত্তরঃ গ) ডায়মন্ড ।
৬. বাংলাদেশে সবচেয়ে বেশী উৎপাদিত হয়–
(ক) বোরো ধান
(খ) আউশ ধান
(গ) আমন ধান
(ঘ) ইরি ধান
উত্তরঃ ক) বোরো ধান ।
৭. প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান–
(ক) BARI
(খ) BADC
(গ) BRRI
(ঘ) BINA
উত্তরঃ খ) BADC ।
৮. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী–পুরুষের অনুপাত–
(ক) ১০০ : ১০৬
(খ) ১০০: ১০০.৬
(গ) ১০০:১০০.৩
(ঘ) ১০০:১০০
উত্তরঃ গ) ১০০:১০০.৩ ।
৯. সরকারী হিসেব মতে বাংলাদেশীদের গড় আয়ু–
(ক) ৭০.৮ বছর
(খ) ৬৫.৪ বছর
(গ) ৬৭.৫ বছর
(ঘ) ৭৩.৭ বছর
উত্তরঃ ক) ৭০.৮ বছর ।
১০. যে জেলায় হাজংদের বসবাস নেই–
(ক) শেরপুর
(খ) ময়মনসিংহ
(গ) নেত্রকোণা
(ঘ) সিলেট
উত্তরঃ ঘ) সিলেট ।
১১. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা–
(ক) ৫.৫ জন
(খ) ৫.০ জন
(গ) ৫.৪ জন
(ঘ) ৪.৪ জন
উত্তরঃ ঘ) ৪.৪ জন ।
১২. যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক–
(ক) ঢাকা বিভাগ
(খ) রাজশাহী বিভাগ
(গ) খুলনা বিভাগ
(ঘ) বরিশাল বিভাগ
উত্তরঃ ঘ) বরিশাল বিভাগ ।
১৩. ২০১৫–২০১৬ অর্থ বছরে অর্জিত বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার–
(ক) ৬.৮৫%
(খ) ৭.০৫%
(গ) ৬.৯৭%
(ঘ) ৭.০০%
উত্তরঃ খ) ৭.০৫% ।
১৪. বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে–
(ক) ফিনল্যান্ডে
(খ) সুইডেনে
(গ) নরওয়েতে
(ঘ) ডেনমার্কে
উত্তরঃ ঘ) ডেনমার্কে ।
১৫. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর–
(ক) ডাউকি
(খ) পেট্রাপোল
(গ) কৃষ্ণনগর
(ঘ) মোহাদিপুর
উত্তরঃ খ) পেট্রাপোল ।
১৬. বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা–
(ক) ৬ টি
(খ) ১২ টি
(গ) ৮ টি
(ঘ) ১০ টি
উত্তরঃ গ) ৮ টি ।
১৭. বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানী করে–
(ক) চীন
(খ) ভারত
(গ) যুক্তরাজ্য
(ঘ) থাইল্যান্ড
উত্তরঃ ক) চীন ।
১৮. বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে–
(ক) ব্র্যাক ব্যাংক
(খ) ডাচ-বাংলা ব্যাংক
(গ) এবি ব্যাংক
(ঘ) সোনালী ব্যাংক
উত্তরঃ খ) ডাচ-বাংলা ব্যাংক ।
১৯. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন–
(ক) বাণিজ্য মন্ত্রণালয়
(খ) পরিকল্পনা মন্ত্রণালয়
(গ) অর্থ মন্ত্রণালয়
(ঘ) শিল্প মন্ত্রণালয়
উত্তরঃ ক) বাণিজ্য মন্ত্রণালয় ।
২০. বাংলাদেশে কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় ?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) অষ্টম
(ঘ) সপ্তম
উত্তরঃ ঘ) সপ্তম ।
২১. মাত্র ১ টি সংসদীয় আসন–
(ক) লক্ষ্মীপুর জেলায়
(খ) মেহেরপুর জেলায়
(গ) রাঙ্গামাটি জেলায়
(ঘ) ঝালকাঠী জেলায়
উত্তরঃ গ) রাঙ্গামাটি জেলায় ।
২২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?
(ক) খান আতাউর রহমান
(খ) আলমগীর কবির
(গ) হুমায়ুন আহমেদ
(ঘ) সুভাষ দত্ত
উত্তরঃ খ) আলমগীর কবির ।
২৩. জাতীয় সংসদে ‘কাউন্টিং’ ভোট কি?
(ক) স্পীকারের ভোট
(খ) সংসদ নেতার ভোট
(গ) হুইপের ভোট
(ঘ) রাষ্ট্রপতির ভোট ।
২৪. NILG এর পূর্ণরূপ–
(ক) National Information Legal Guide
(খ) National Identity Licence Guide
(গ) National Institute of Local Government
(ঘ) National Industrial League Group
উত্তরঃ গ) National Institute of Local Government ।
২৫. বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা–
(ক) ২৭
(খ) ২৮
(গ) ২৬
(ঘ) ৩১
উত্তরঃ গ) ২৬ ।
২৬. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে–
(ক) ১৩০
(খ) ১৩৭
(গ) ১৩১
(ঘ) ১৪০
উত্তরঃ খ) ১৩৭ ।
২৭. অবস্থান অনুশারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
(ক) ৫ ভাগে
(খ) ২ ভাগে
(গ) ৪ ভাগে
(ঘ) ৮ ভাগে
উত্তরঃ খ) ২ ভাগে ।
২৮. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি ?
(ক) মালদ্বীপ
(খ) ইন্দোনেশিয়া
(গ) মালয়েশিয়া
(ঘ) সেনেগাল
উত্তরঃ ঘ) সেনেগাল ।
২৯. বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব–
(ক) বীরশেষ্ঠ
(খ) বীর প্রতীক
(গ) বীর বিক্রম
(ঘ) বীর উত্তম
উত্তরঃ গ) বীর বিক্রম ।
৩০. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়–
(ক) ২০০০ সালে
(খ) ১৯৯৯ সালে
(গ) ১৯৯৮ সালে
(ঘ) ২০০১ সালে
উত্তরঃ ক) ২০০০ সালে ।
৩১. ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
(ক) বাংলাদেশ ও ভারত
(খ) ভারত ও নেপাল
(গ) পাকিস্তান ও চীন
(ঘ) ভুটান ও ভারত
উত্তরঃ খ) ভারত ও নেপাল ।
৩২. সলোমন–দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
(ক) প্রশান্ত মহাসাগর
(খ) ভারত মহাসাগর
(গ) আটলান্টিক মহাসাগর
(ঘ) আর্কটিক মহাসাগর
উত্তরঃ ক) প্রশান্ত মহাসাগর ।
৩৩. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
(ক) তুর্কমেন
(খ) তাজিক
(গ) উইঘুর
(ঘ) কাজাখ
উত্তরঃ গ) উইঘুর ।
৩৪. ২০১৬ ভারত Google- কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা বিরত করে?
(ক) Google Earth
(খ) Road Image
(গ) Google Map
(ঘ) Street View
উত্তরঃ ঘ) Street View ।
৩৫. সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
(ক) ২৫%
(খ) ৩৫%
(গ) ৪৫%
(ঘ) ৫৫%
উত্তরঃ ক) ২৫% ।
৩৬. নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
(ক) নাইট্রাস অক্সাইড
(খ) অক্সিজেন
(গ) কার্বন ডাই-অক্সাইড
(ঘ) মিথেন
উত্তরঃ খ) অক্সিজেন ।
৩৭. জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে–
(ক) Green Peace
(খ) COP 21
(গ) IPCC
(ঘ) Sierra Club
উত্তরঃ গ) IPCC ।
৩৮. World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
(ক) World Bank
(খ) IMF
(গ) UNDP
(ঘ) BRICS
উত্তরঃ গ) UNDP ।
৩৯. IMF এর সদর দপ্তর অবস্থিত–
(ক) নিউইয়র্ক
(খ) ওয়াশিংটন ডিসি
(গ) রোম
(ঘ) জেনেভা
উত্তরঃ খ) ওয়াশিংটন ডিসি ।
৪০. বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারী খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
(ক) MIGA
(খ) IBRD
(গ) IFC
(ঘ) ICSID
উত্তরঃ গ) IFC ।
৪১. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
(ক) ইংল্যান্ড
(খ) ইতালি
(গ) ফ্রান্স
(ঘ) রাশিয়া
উত্তরঃ খ) ইতালি ।
৪২. জাতিসংঘের স্থায়ী সদস্য–
(ক) ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন
(খ) জাপান, জার্মানী, ফ্রান্স, বৃটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
(গ) যুক্তরাষ্ট্র, জার্মানী, বৃটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
(ঘ) উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন
উত্তরঃ ক) ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন ।
৪৩. ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ‘Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?
(ক) ২২ নটিক্যাল মাইল
(খ) ৪৪ নটিক্যাল মাইল
(গ) ৩৭০ নট
(ঘ) ২০০ নটিক্যাল মাইল
উত্তরঃ ঘ) ২০০ নটিক্যাল মাইল ।
৪৪. ২০১৬ সালে কার্যকর ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয়–
(ক) ১৪ জুলাই ২০১৫
(খ) ২ এপ্রিল ২০১৫
(গ) ২৪ সেপ্টেম্বর ২০১৪
(ঘ) ১০ ডিসেম্বর ২০১৩
উত্তরঃ ক) ১৪ জুলাই ২০১৫ ।
৪৫. গ্রীন পীস’ যাত্রা শুরু করে–
(ক) ১৯৪৫
(খ) ২০১১
(গ) ২০১৩
(ঘ) ১৯৭১
উত্তরঃ ঘ) ১৯৭১ ।
৪৬. ‘Black Lives Matter’ কী ?
(ক) একটি গ্রন্থের নাম
(খ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
(গ) একটি পানীয়
(ঘ) একটি NGO
উত্তরঃ খ) বর্ণবাদ বিরোধী আন্দোলন ।
৪৭. মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশী দায়ী নিচের কোন দেশটি?
(ক) রাশিয়া
(খ) ইরান
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) জার্মানী
উত্তরঃ গ) যুক্তরাষ্ট্র ।
৪৮. কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
(ক) SALT
(খ) NPT
(গ) CTBT
(ঘ) NATO
উত্তরঃ ঘ) NATO ।
৪৯. BRICS এর সদর দপ্তর কোথায়?
(ক) সাংহাই
(খ) মস্কো
(গ) প্রিটোরিয়া
(ঘ) সদর দপ্তর নেই
উত্তরঃ ঘ) সদর দপ্তর নেই ।
৫০. SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?
(ক) ১৯৭৫
(খ) ১৯৭১
(গ) ১৯৬৯
(ঘ) ১৯৭৮
উত্তরঃ গ) ১৯৬৯ ।
৫১. বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নীচু ভুমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশী ?
(ক) কিশোরগঞ্জ
(খ) হবিগঞ্জ
(গ) গোপালগঞ্জ
(ঘ) মুন্সীগঞ্জ
উত্তরঃ ক) কিশোরগঞ্জ ।
৫২. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি ?
(ক) যমুনা
(খ) পদ্মা
(গ) মেঘনা
(ঘ) কর্ণফুলী
উত্তরঃ গ) মেঘনা ।
৫৩. বাংলাদেশের কোন অঞ্চল বেশী খরা প্রবণ ?
(ক) দক্ষিণ-পূর্ব অঞ্চল
(খ) উত্তর-পশ্চিম অঞ্চল
(গ) উত্তর-পূর্ব অঞ্চল
(ঘ) দক্ষিণ-পশ্চিম অঞ্চল
উত্তরঃ খ) উত্তর-পশ্চিম অঞ্চল ।
৫৪. বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে ?
(ক) উপকূলীয় অঞ্চল
(খ) মধুপুর গড় অঞ্চল
(গ) চলন বিল অঞ্চল
(ঘ) বরেন্দ্র অঞ্চল
উত্তরঃ ঘ) বরেন্দ্র অঞ্চল ।
৫৫. বাংলাদেশে বার্ষিক সর্ব্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয় ?
(ক) টেকনাফ
(খ) কক্সবাজার
(গ) সন্দ্বীপ
(ঘ) সিলেট
উত্তরঃ ঘ) সিলেট ।
৫৬. নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না ?
(ক) অক্ষরেখা
(খ) উচ্চতা
(গ) দ্রাঘিমারেখা
(ঘ) সমুদ্রস্রোত
উত্তরঃ গ) দ্রাঘিমারেখা ।
৫৭. নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ ?
(ক) সড়ক দূর্ঘটনা
(খ) বায়ু দূষণ
(গ) তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
(ঘ) ক্যান্সার
উত্তরঃ খ) বায়ু দূষণ ।
৫৮. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত ?
(ক) নতুন দিল্লী
(খ) ঢাকা
(গ) কলম্বো
(ঘ) কাঠমুন্ডু
উত্তরঃ ক) নতুন দিল্লী ।
৫৯. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় ?
(ক) উদ্ধার পর্যায়ে
(খ) পুনর্বাসন পর্যায়ে
(গ) সতর্কতা পর্যায়ে
(ঘ) প্রভাব পর্যায়ে
উত্তরঃ খ) পুনর্বাসন পর্যায়ে ।
৬০. নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে ?
(ক) ভূমিকম্প
(খ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
(গ) খরা বা বন্যা
(ঘ) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি ( Sea level rise)
উত্তরঃ ঘ) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি ( Sea level rise) ।
৬১. আকাশে রংধনু সৃষ্টির কারণ–
(ক) ধুলিকণা
(খ) বায়ুস্তর
(গ) অতিবেগুনী রশ্মি
(ঘ) বৃষ্টির কণা
উত্তরঃ ঘ) বৃষ্টির কণা ।
৬২. ঈষ্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?
(ক) সাইট্রিক এসিড উৎপাদন
(খ) মদ্য শিল্পে (Wine industry)
(গ) রুটি শিল্পে (Bakery)
(ঘ) এক কোষীয় প্রোটিন (Single-cell-protein) তৈরিতে
উত্তরঃ ক) সাইট্রিক এসিড উৎপাদন ।
৬৩. চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের–
(ক) ছয় ভাগের একভাগ
(খ) দশ ভাগের একভাগ
(গ) তিন ভাগের একভাগ
(ঘ) চার ভাগের একভাগ
উত্তরঃ ক) ছয় ভাগের একভাগ ।
৬৪. মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষাস্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?
(ক) লিম্ফোসাইট (LYMPHOCYTES)
(খ) লাইসোজাইম (LYSOZYME)
(গ) গ্যাসট্রিক জুস (GASTRIC JUICE)
(ঘ) সিলিয়া (CILIA)
উত্তরঃ ক) লিম্ফোসাইট (LYMPHOCYTES) ।
৬৫. নীচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?
(ক) ডি. এন. এ বা আর. এন. এ থাকে
(খ) রাইবোজোম (Ribosome) থাকে
(গ) শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে
(ঘ) স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIZATION)
উত্তরঃ খ) রাইবোজোম (Ribosome) থাকে ।
৬৬. তাপ ইঞ্জিনের কাজ – (Heat Engine)
(ক) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
(খ) যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর
(গ) বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
(ঘ) তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর
উত্তরঃ ক) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর ।
৬৭. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
(ক) ২৮০ m/s
(খ) ০
(গ) ৩৩২ m/s
(ঘ) ১১২০ m/s
উত্তরঃ গ) ৩৩২ m/s ।
৬৮. দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?
(ক) হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDISM)
(খ) কোয়াশিয়রকর (KWASHIORKOR)
(গ) রাতকানা
(ঘ) এনিমিয়া
উত্তরঃ ক) হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDISM) ।
৬৯. গ্রীন হাউস কি?
(ক) সবুজ আলোর আলোকিত ঘর
(খ) সবুজ ভবনের নাম
(গ) সবুজ গাছপালা
(ঘ) কাঁচের তৈরী ঘর
উত্তরঃ ঘ) কাঁচের তৈরী ঘর ।
৭০. কোনটি জারক পদার্থ নয়?
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) ক্লোরিন
(ঘ) ব্রোমিন
উত্তরঃ খ) হাইড্রোজেন ।
৭১. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?
(ক) মেসন
(খ) ফিশন
(গ) ফিউশন
(ঘ) ফিউশন ও মেসন
উত্তরঃ খ) ফিশন ।
৭২. ধরিত্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) আফ্রিকার জোহানেসবার্গে
(খ) ইটালির রোমে
(গ) ব্রাজিলের রিওডিজেনিরোতে
(ঘ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
উত্তরঃ গ) ব্রাজিলের রিওডিজেনিরোতে ।
৭৩. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশী ?
(ক) বিষুব অঞ্চলে
(খ) পাহাড়ের ওপর
(গ) মেরু অঞ্চলে
(ঘ) পৃথিবীর কেন্দ্রে
উত্তরঃ গ) মেরু অঞ্চলে ।
৭৪. প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?
(ক) ৪০-৫০ ভাগ
(খ) ৬০-৭০ ভাগ
(গ) ৮০-৯০ ভাগ
(ঘ) ৩০-২৫ ভাগ
উত্তরঃ গ) ৮০-৯০ ভাগ ।
৭৫. চা পাতায় কোন ভিটামিন থাকে?
(ক) ভিটামিন ‘ই’
(খ) ভিটামিন ‘কে’
(গ) ভিটামিন ‘এ’
(ঘ) ভিটামিন বি কমপ্লেক্স
উত্তরঃ ঘ) ভিটামিন বি কমপ্লেক্স ।
৭৬. কম্পিউটার সি. পি. ইউ (CPU)- এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহনের কাজ করে ?
(ক) কন্ট্রোল ইউনিট (Control unit)
(খ) এ. এল. ইউ (ALU)
(গ) রেজিস্ট্রার সেট (Register set)
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ খ) এ. এল. ইউ (ALU) ।
৭৭. “একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ø হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”– এই উক্তটি কোন সেটের জন্য সত্য ?
(ক) AND
(খ) NOR
(গ) x-OR
(ঘ) OR
উত্তরঃ গ) x-OR ।
৭৮.কোনটি অপারেটিং সিস্টেম নয়–
(ক) DOS
(খ) XENIX
(গ) CP/M
(ঘ) C
উত্তরঃ ঘ) C ।
৭৯. ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব–
(ক) নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
(খ) একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
(গ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ গ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া ।
৮০. IP-V6 এড্রেস কত বিটের ?
(ক) ৩২
(খ) ১২৮
(গ) ১২
(ঘ) ৬
উত্তরঃ খ) ১২৮ ।
৮১. নীচের কোনটি ইনপুট ডিভাইস ?
(ক) COM
(খ) OMR
(গ) Plotter
(ঘ) Monitor
উত্তরঃ খ) OMR ।
৮২. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায় ?
(ক) ৬৫৫৩৬ টি
(খ) ২৫৬ টি
(গ) ৪০৯৬ টি
(ঘ) ৪২৯৪৯৬৭২৯৬ টি
উত্তরঃ ক) ৬৫৫৩৬ টি ।
৮৩. এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক ?
(ক) এটির নির্মাতা গুগল
(খ) এটি লিনাক্স (Linux) কার্ণেল নির্ভর
(গ) এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরী
(ঘ) উপরের সবগুলো সঠিক
উত্তরঃ ঘ) উপরের সবগুলো সঠিক ।
৮৪. আই. ও. এস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে ?
(ক) অ্যাপেল
(খ) গুগল
(গ) মাইক্রোসফট
(ঘ) আই, বি, এম
উত্তরঃ ক) অ্যাপেল ।
৮৫. EDSAC কম্পিউটার– এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো ?
(ক) Mercury Delay lines
(খ) RAM
(গ) ROM
(ঘ) Registors
উত্তরঃ ক) Mercury Delay lines ।
৮৬. ই–কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ১৯৯০ সালে
(খ) ১৯৮৮ সালে
(গ) ১৯৯৮ সালে
(ঘ) ১৯৯৪ সালে
উত্তরঃ ঘ) ১৯৯৪ সালে ।
৮৭. ই–মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP – এর পূর্ণরূপ কি ?
(ক) Simple Message Transmission Protocol
(খ) Simple Mail Transmission Protocol
(গ) Strategic Mail Transfer Protocol
(ঘ) Strategic Mail Transmission Protocol
উত্তরঃ খ) Simple Mail Transmission Protocol ।
৮৮. TCP দ্বারা কোনটি বোঝানো হয়েছে ?
(ক) প্রোগাম
(খ) প্রোগামিং
(গ) প্রোটোকল
(ঘ) ফ্লোচার্ট
উত্তরঃ গ) প্রোটোকল ।
৮৯. Push এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত ?
(ক) Queue
(খ) Union
(গ) Stack
(ঘ) Array
উত্তরঃ গ) Stack ।
৯০. ওয়াই– ফাই (Wi-Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি–
(ক) তামার তার
(খ) অপটিক্যাল ফাইবার
(গ) তারহীন সংযোগ
(ঘ) উপরের সবকটি
উত্তরঃ গ) তারহীন সংযোগ ।
৯১. ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন । বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল । কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন । এখন আপনার মুখ কোনদিকে ?
(ক) পূর্ব
(খ) পশ্চিম
(গ) উত্তর
(ঘ) দক্ষিণ
উত্তরঃ ক) পূর্ব ।
৯২. একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু–ড্রাইভার দিয়ে একই মাপের দু’টি স্ক্রু–কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে ?
(ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে
(খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে
(গ) দু’টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে ।
৯৩. কোন নৌকাকে বেশী গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে–
(ক) সামনে
(খ) ডান পার্শ্বে
(গ) পিছনে
(ঘ) বাম পার্শ্বে
উত্তরঃ গ) পিছনে ।
৯৪. If ‘LOYAL’ is coded as ‘JOWAJ’, then ‘PRONE’ is coded as-
(ক) QRPNF
(খ) NRMND
(গ) NRMNC
(ঘ) ORNMG
উত্তরঃ গ) NRMNC ।
৯৫. একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশী কষ্ট হবে ?
(ক) ঠেলে নেয়া ব্যক্তির
(খ) টেনে নেয়া ব্যক্তির
(গ) দু’জনের সমান কষ্ট হবে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক) ঠেলে নেয়া ব্যক্তির ।
৯৬. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ট গুন কোনটি ?
(ক) দায়িত্বশীলতা
(খ) দক্ষতা
(গ) সরলতা
(ঘ) নৈতিকতা
উত্তরঃ ঘ) নৈতিকতা ।
৯৭. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি ?
(ক) সত্য ও ন্যায়
(খ) স্বার্থকতা
(গ) শঠতা
(ঘ) অসহিষ্ণুতা
উত্তরঃ ক) সত্য ও ন্যায় ।
৯৮. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় ?
(ক) রাজনীতি
(খ) বুদ্ধিজীবী সম্প্রদায়
(গ) সংবাদ মাধ্যম
(ঘ) যুবশক্তি
উত্তরঃ গ) সংবাদ মাধ্যম ।
৯৯. সরকারী সিদ্ধন্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয় ?
(ক) সৃজনশীলতা
(খ) নিরপেক্ষতা
(গ) বিশ্বস্ততা
(ঘ) জবাবদিহিতা
উত্তরঃ ক) সৃজনশীলতা ।
১০০. UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে ?
(ক) ৬ টি
(খ) ৯ টি
(গ) ৮ টি
(ঘ) ৭ টি
উত্তরঃ খ) ৯ টি ।
১০১. কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয় ?
(ক) পুরষ্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
(খ) সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
(গ) আইনের শাসন
(ঘ) অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
উত্তরঃ খ) সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ ।
১০২. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি ?
(ক) যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
(খ) দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা
(গ) নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
(ঘ) উর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করা
উত্তরঃ গ) নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা ।
১০৩. নৈতিক শক্তির প্রথান উপাদান কি ?
(ক) মায়া ও সততা
(খ) উদারতা
(গ) কর্তব্যপরায়ণতা
(ঘ) সততা ও নিষ্ঠা
উত্তরঃ ঘ) সততা ও নিষ্ঠা ।
১০৪. “সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়”– উক্তিটি কার ?
(ক) এরিষ্টটল
(খ) জন স্টুয়ার্ট মিল
(গ) ম্যাককরনী
(ঘ) মেকিয়াভেলি
উত্তরঃ গ) ম্যাককরনী ।
১০৫. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘণিষ্ঠ প্রত্যয় হল –
(ক) সুশাসন
(খ) আইনের শাসন
(গ) রাজনীতি
(ঘ) মানবাধিকার
উত্তরঃ ক) সুশাসন ।
37 th bcs preliminary question in solution bangla part Visit here
37 th bcs preliminary question in solution english part Visit here
37 th bcs preliminary question in solution math part Visit here
The 37 th bcs preliminary exam held in September 2016.The exam marks in two hundred. The 4 answer is wrong. Correct mart is one cut.Bcs is the best job in Bangladesh. Every students dream bcs.others job the competitive but bcs is the more competitive exam. Bcs passed is called bcs cadae.The three steps bcs. These are preliminary, written, viva-vove.Every year arranged the bcs exam.The content has bcs general knowledge, general science, ict,computer etc.