The 37 th bcs preliminary held in September 2016.The exan marks is teo hundred. The questions have two hundred. The 37 th bcs preliminary question bangla part given here
১. কোনটি বাগধারা বোঝায় ?
(ক) চৈত্র সংক্রান্তি
(খ) পৌষ সংক্রান্তি
(গ) শিব-সংক্রান্তি
(ঘ) শিরে সংক্রান্তি
উত্তরঃ ঘ) শিরে সংক্রান্তি ।
২. কোনটি মৌলিক শব্দ ?
(ক) মানব
(খ) গোলাপ
(গ) একান্ক
(ঘ) ধাতব
উত্তরঃ খ) গোলাপ ।
৩. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্র লেখা ?
(ক) বঙ্গভাষা ও সাহিত্য
(খ) বাংলা সাহিত্যের কথা
(গ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
(ঘ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
উত্তরঃ খ) বাংলা সাহিত্যের কথা ।
৪. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম প্রত্রিকার সম্পাদকের নাম কী ?
(ক) মুনীর চৌধুরী
(খ) শামসুর রহমান
(গ) হাসান হাফিজুর রহমান
(ঘ) গাজীউল হক
উত্তরঃ গ) হাসান হাফিজুর রহমান ।
৫. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ ?
(ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
(খ) ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃব্ষসা
(গ) অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
(ঘ) রানি, বিকিরণ, দুরতিক্রম্য
উত্তরঃ ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব ।
৬. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটারে’র প্রবর্তক কে?
(ক) মমতাজ উদদীন আহমদ
(খ) আব্দুল্লাহ আল মামুন
(গ) রামেন্দু মজুমদার
(ঘ) সেলিম আল দীন
উত্তরঃ ঘ) সেলিম আল দীন ।
৭. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী ?
(ক) একযোগে
(খ) সমান ব্যবহারে
(গ) সম ভাবনায়
(ঘ) একাগ্রতায়
উত্তরঃ ক) একযোগে ।
৮. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে ?
(ক) ভাবরস
(খ) প্রেমরস
(গ) মধুর রস
(ঘ) লীলারস
উত্তরঃ গ) মধুর রস ।
৯. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী ?
(ক) Buddhist Mystic Songs
(খ) চর্যাগীতিকা
(গ) চর্যাগীতিকোষ
(ঘ) হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তরঃ ক) Buddhist Mystic Songs ।
১০. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে ?
(ক) চন্দ্রকুমার দে
(খ) হরপ্রসাদ শাস্ত্রী
(গ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
(ঘ) দীনেশচন্দ্র সেন
উত্তরঃ ক) চন্দ্রকুমার দে ।
১১. ‘চর্যাচর্যবিনিশ্চয়’– এর অর্থ কী ?
(ক) কোনটি আচরনীয়, আর কোনটি নয়
(খ) কোনটি চর্যাগান, আর কোনটি নয়
(গ) কোনটি চরাচরের, আর কোনটি নয়
(ঘ) কোনটি আচার্যের, আর কোনটি নয়
উত্তরঃ ক) কোনটি আচরনীয়, আর কোনটি নয় ,
১২. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা ?
(ক) শৈবধর্ম
(খ) বৌদ্ধ সহজযান
(গ) নাথধর্ম
(ঘ) কোনটি নয়
উত্তরঃ গ) নাথধর্ম ,
১৩. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত–
(ক) রামনিধি গুপ্ত
(খ) দাশরথি রায়
(গ) রামপ্রসাদ সেন
(ঘ) এ্যান্টনি ফিরিঙ্গি
উত্তরঃ গ) রামপ্রসাদ সেন ।
১৪. ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে ?
(ক) হেলাল হাফিজ
(খ) আসাদ চৌধুরী
(গ) রফিক আজাদ
(ঘ) হুমায়ুন আজাদ
উত্তরঃ ঘ) হুমায়ুন আজাদ ।
১৫. ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ ?
(ক) প্রথা
(খ) আইন
(গ) শুল্ক
(ঘ) রাজস্বনীতি
উত্তরঃ ক) প্রথা ।
১৬. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন ?
(ক) ব্রাহ্মনযুগে নব মুসলিম ছিলেন বলে
(খ) প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
(গ) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
(ঘ) ইসলামের গুণকীর্তন করেছিলেন
উত্তরঃ গ) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে ।
১৭. “প্রদীপ নিবিয়া গেল” !- এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের ?
(ক) বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’
(খ) বঙ্কিমচন্দ্রের ‘কপালকুন্ডলা’
(গ) রবীন্দ্রনাথের ‘যোগাযোগ
(ঘ) রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
উত্তরঃ খ) বঙ্কিমচন্দ্রের ‘কপালকুন্ডলা’ ।
১৮. “মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে ।“– কার উক্তি ?
(ক) কাজী নজরুল ইসলামের
(খ) ইসমাইল হোসেন সিরাজীর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের
(ঘ) মীর মশাররফ হোসেনের
উত্তরঃ ঘ) মীর মশাররফ হোসেনের ।
১৯. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি ?
(ক) প্রথম ও দ্বিতীয় বর্ণ
(খ) তৃতীয় বর্ণ
(গ) দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
(ঘ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
উত্তরঃ ঘ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ ।
২০. ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত ?
(ক) বিদেশি উপসর্গযোগে
(খ) দেশি উপসর্গযোগে
(গ) সংস্কৃত উপসর্গযোগে
(ঘ) কোনটি নয়
উত্তরঃ খ) দেশি উপসর্গযোগে ।
২১. মুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে ?
(ক) মাত্রাবৃত্ত
(খ) অক্ষরবৃত্ত
(গ) মুক্তক
(ঘ) স্বরবৃত্ত
উত্তরঃ ঘ) স্বরবৃত্ত ।
২২. নিচের কোনটি অশুদ্ধ ?
(ক) দোষী-নির্দোষী
(খ) অহিংস-সহিংস
(গ) প্রসন্ন-বিষণ্ন
(ঘ) নিষ্পাপ-পাপিনী
উত্তরঃ ক) দোষী-নির্দোষী ।
২৩. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী ?
(ক) দীনেশ রঞ্জন দাশ
(খ) বুদ্ধদেব বসু
(গ) সজনীকান্ত দাস
(ঘ) প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ ক) দীনেশ রঞ্জন দাশ ।
২৪. “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি” ।– রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
(ক) অপনোদন অর্থে
(খ) পূজা অর্থে
(গ) বিলানো অর্থে
(ঘ) উপহার অর্থে
উত্তরঃ খ) পূজা অর্থে ।
২৫.“ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম” ।– কে বলেছেন ?
(ক) কাজী আব্দুল ওদুদ
(খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) মোহাহের হোসেন চৌধুরী
উত্তরঃ ঘ) মোহাহের হোসেন চৌধুরী ।
২৬। কোন বাক্যটি শুদ্ধ ?
(ক) আপনি স্বপরিবারে আমন্ত্রিত
(খ) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
(গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ
(ঘ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না ।
উত্তরঃ খ) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম ।
২৭. Ode কী ?
(ক) শোককবিতা
(খ) কোরাসগান
(গ) খন্ড কবিতা
(ঘ) পত্রকাব্য
উত্তরঃ খ) কোরাসগান ।
২৮. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী ?
(ক) বাংলা ধ্বনিবিজ্ঞান
(খ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
(গ) ধ্বনিবিজ্ঞানের কথা
(ঘ) আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
উত্তরঃ খ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব ।
২৯. ‘জলে–স্থলে’ কী সমাস ?
(ক) অলুক দ্বন্দ্ব
(খ) সমার্থক দ্বন্দ্ব
(গ) বিপরীতার্থক দ্বন্দ্ব
(ঘ) একশেষ দ্বন্দ্ব
উত্তরঃ ক) অলুক দ্বন্দ্ব ।
৩০. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি ?
(ক) তালব্য স্বরধ্বনি
(খ) মিলিত স্বরধ্বনি
(গ) যৌগিক স্বরধ্বনি
(ঘ) কোনটি নয়
উত্তরঃ গ) যৌগিক স্বরধ্বনি ।
৩১. “বিস্ময়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি ?
(ক) বিস্ময়কে আপন্ন
(খ) বিস্ময়ে আপন্ন
(গ) বিস্ময় দ্বারা আপন্ন
(ঘ) বিস্ময়ে যে আপন্ন
উত্তরঃ ক) বিস্ময়কে আপন্ন ।
৩২. কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল–
(ক) পলাশীর যু্দ্ধ
(খ) ছিয়াত্তরের মন্বন্তর
(গ) ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
(ঘ) তৃতীয় পানিপথের যুদ্ধ
উত্তরঃ ঘ) তৃতীয় পানিপথের যুদ্ধ ।
৩৩. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি ?
(ক) রহু চন্ডালের হাড়
(খ) কৈবর্ত খন্ড
(গ) অলীক মানুষ
(ঘ) ফুল বউ
উত্তরঃ গ) অলীক মানুষ ।
৩৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলী’ কাব্য প্রকাশিত হয় কত সনে ?
(ক) ১৯১১
(খ) ১৯১২
(গ) ১৯১০
(ঘ) ১৯১৩
উত্তরঃ গ) ১৯১০ ।
৩৫. “আসাদের শার্ট” কবিতার লেখক কে ?
(ক) আল মাহমুদ
(খ) আব্দুল মান্নান সৈয়দ
(গ) শামসুর রাহমান
(ঘ) অমিয় চক্রবর্তী
উত্তরঃ গ) শামসুর রাহমান ।
বিসিএস বা যে কোন চাকরি তে বাংলা খবই গুরুত্বপূর্ণ। বাংলা বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে পড়তে হয়। চর্যাপদ ও খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদ সম্পর্কে কয়েকটি তথ্য নিচে দেয়া হলো
১ বাংলা সাহিত্যের আদি নিদর্শন ---চর্যাপদ
২.চর্যাপদের প্রকৃত নাম--- চর্যাচর্যবিনিশ্চয়।
৩.চর্যাপদ মূলত ---বোদ্ধ ধর্ম।
৪.পাল রাজাদের আমলে চর্যাপদ আবিস্কার হয়।
৫.মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিস্কার করে।
৬.চর্যাপদ ১৯০৭ সালে আবিষ্কাকৃত হয়।
৭.চর্যাপদ মোট পদ সংখ্যা ৫১ টি।
৮.চর্যাপদ এর আদি কবি লুইপা।
৯.চর্যাপদ এর কবি সংখ্যা ২৩ জন।
১০.চর্যাপদ এর সর্বাধিক পদ রচয়িতা কাহ্নপা (১৩ টি)
১১.চর্যাপদ এর ইংরেজি অনূদিত গ্রন্থের নাম
Mystic poetry of Bangladesh.