বাংলাদেশ রেলওয়ে ৪ টি পদে ৪৯৩ জন নিয়োগ দিবে। চাকরি টি খুবই গুরুত্বপূর্ণ চাকরি। বেকার এর কর্মসংস্থান সৃষ্টির অন্যতম মাধ্যম হল একটি সম্মানীয় চাকরি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে অধিভুক্ত রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিয়োগ দিবে।
বাংলাদেশ রেলওয়ে চাকরি টা খুবই গুরুত্বপূর্ণ চাকরি। চাকরি প্রার্থী দের জন্য অনেক মূল্যবান চাকরি।কারণ বর্তমান সময়ে সরকারি চাকরি মানে সোনার হরিণ। বাংলাদেশ রেলওয়ে ৪ টি পদে ৪৯৩ জন নিয়োগ দিবে।
পদের নাম ও পদ সংখ্যা :
১.ফিল্ড কানুনগো-০৬
২.গার্ড গ্রেড-২-১১৪
৩.আমিন-২২
৪.পয়েন্টসম্যান-৩৫১
আবেদন শুরুর তারিখ ও সময় : ১৮/০৩/২০২৪ সকাল ০৯.০০ টা।
আবেদন লিংক :
১.ফিল্ড কানুনগো, ২.গার্ড,৩.আমিন এই তিনটি পদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে।
পদের নাম: ফিল্ড কানুনগো (field kanungo)
বেতন স্কেল: (গ্রেড-১৩) টাকা ১১,০০০-২৬,৫৯০/-
পদের সংখ্যা: ৬ টি
কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচ. এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে।
পদের নাম: গার্ড গ্রেড-২(guard)
বেতন স্কেল: (গ্রেড-১৪) টাকা ১০,২০০-২৪,৬৮০/-
পদের সংখ্যা: ১১৪ টি
ক। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
খ। শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে।
পদের নাম: আমিন(ameen)
বেতন স্কেল: (গ্রেড-১৬) টাকা ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যা: ২২ টি
কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞানে এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে।
সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
পদের নাম: পয়েন্টসম্যান(pointsman)
বেতন স্কেল: (গ্রেড-১৮) টাকা ৮,৮০০-২১,৩১০/-
পদের সংখ্যা: ৩৫১ টি
কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যূন এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সুঠাম দেহের অধিকারী হতে হবে।
পাবনা, লালমনিরহাট, নীলফামারী, এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন; তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।