Fishery seaport job is valuable job.Labrotary assistant job is one vacancy is one post.The post is fixed and salary is included. Educational qualification and experience included.
মেরিন ফিশারিজ একাডেমির নিম্নে বর্ণিত ১টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত ফর্মে আবেদনপত্র গ্রহণ করবে।
ওয়েবসাইট লিংক :
আবেদন শেষের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৪
Fishery seaport labrortary assistant job circular is best job in Bangladesh. The post is one and vacancy is one.post name is labrotary assistant. Grade is 16 and salary scale 9300-22490.Educational qualification and experience is computer.
পদের নাম: ল্যাবরেটরী এ্যাসিসটেন্ট ( Laboratory assistant)
বেতন স্কেল/গ্রেড: ৯৩০০- ২২৪৯০ গ্রেড: ১৬
পদের সংখ্যা: ০১
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জীব বিজ্ঞানসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
কোটা না থাকার কারণে চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ এবং বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবে না।
খ. সকল জেলার এতিমখানার নিবাসীগণ প্রয়োজনীয় যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবে
মেরিন ফিশারিজ একাডেমির ওয়েবসাইট আবেদন ফর্ম সরকারি ওয়েবসাইট www.forms.mygov.bd অথবা মেরিন ফিশারিজ www.mfacademy.gov.bd এর Notice Board লিংক হতে download করে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র আগামী ৩১ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, মৎস্য বন্দর, চট্টগ্রাম-৪০০০ বরাবরে হাতে হাতে/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসযোগে পৌছাতে হবে।
নিয়োগ পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত টাকা) ট্রেজারী চালানের মাধ্যমে “১-৪৪৩২-০০০১-২০৩১” কোডে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা করে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।