Shylhet osmani medical College job circular. The post name, salary vacancy,educational qualification and experience included. Driver is one post office sohayok post is 34.
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেটস্থ রাজস্ব খাতে স্থায়ী পদে নিম্নোক্ত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিয়োগ দিবে।
Sylhet mag osmani medical College fixed post.The post is very demandable and valuable job.The circular is 35 post. Driver post is one and office sohayok post is 34.
The post name and vacancy is:
1.Driver-01
2.office sohayok -34
আবেদন লিংক :
আবেদন শুরুর তারিখ :১৭/১২/২০২৩ খ্রি: সকাল ১০.০০
আবেদন শেষের তারিখ : ১৫/০১/২০২৪ খ্রি: ১২.৫৯
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৫( ৯৭০০-২৩৪৯০/-)
পদের সংখ্যা: ০১ টি
ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) ভারী যানবাহন চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
গ) গাড়ী চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন।
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ ( ৮২৫০-২০০১০/- )
পদের সংখ্যা: ৩৪ টি
কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও কুমিল্লা জেলার প্রার্থীগণ ব্যতীত অন্যান্য জেলার বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় বাংলাদেশের সকল জেলার প্রকৃত স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।