Civil sergeoun office Jamalpur job circular The post is 7 and vacancy is 55.The job r post name and salary grade educational qualification included
স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিভিল সার্জনের কার্যালয়, জামলপুর ও তাঁর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহের স্থায়ী রাজস্ব খাতে ১১-১৭ গ্রেডভুক্ত নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে জামালপুর জেলার স্থায়ী নাগরিক- দের নিয়োগ দিবে।
আবেদন লিংক :
http://csjamalpur.teletalk.com.bd
আবেদন শুরুর তারিখ : ১৪/১২/২০২৩ সকাল ১০.০০
আবেদন শেষের তারিখ : ০৩/০১/২০২৪ বিকাল ৫.০০
civil sergeoun job circular is jamalpur.The circular is valuable and most demandable job is employment. The job salary is remarkable. The job is fixed and salary is fixed.The circular is 7 post and vacancy is 55.The post name and vacancy is included.
1.Statistics -04
2.Cold chain Technition -01
3.kittottiyo Technition -02
4.Office sohokari cum computer mudrakkhorik -04
5.Health assistance -37
6.Driver-04
7.Lab attended -03
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) (১০২০০-২৩৫০০/-)
পদের সংখ্যা: ০৪
ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গনিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী;
খ) কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) (৯৭০০-২৩৪৯০/-)
পদের সংখ্যা: ০১
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ারকন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) (৯৭০০-২৩৪৯০/-)
পদের সংখ্যা: ০২
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-)
পদের সংখ্যা: ০৪
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে:
গ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-)
পদের সংখ্যা: ৩৭
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০/-)
পদের সংখ্যা: ০৪
ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা/ভারী যানবাহন চালানোর হালনাগাত বৈধ লাইসেন্স থাকতে হবে।
গ) ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৯) (৮৫০০-২০৫৭০/-)
পদের সংখ্যা: ০৩
কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।