Advertisement

BIMAN BANGLADESH AIRLINES LIMITED ALL POST JOB CIRCULAR 2023

Biman Bangladesh Airlines limited job circular 4post.The content is post name and vacancy. The total post is four and vacancy is 231.All post name salary and educational qualification experience included.

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩.

Biman Bangladesh Airlines limited job circular all post 2023.

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ নিম্নে উল্লিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিবে। 

Biman Bangladesh Airlines limited 4 post job circular and vacancy is 231.The Airlines limited job circular is four post.The post is valuable and salary is high class.so biman Bangladesh Airlines job is demandable and honorable job is employment. The post name and vacancy is included :

1.Medical officer - 01

2.Ground service assistant -100

3.Commercial assistant -100

4.Accounts assistant -30

আবেদন লিংক :

http://bbal.teletalk.com.bd

আবেদন শুরুর তারিখ : ১৪-১২-২০২৩ খ্রিঃ, সকাল ১০:০০টা।

আবেদন শেষের তারিখ : ১২-০১-২০২৪ খ্রিঃ, বিকাল ০৫:০০টা।

পদের নাম:  মেডিকেল অফিসার (Medical officer)

বেতন স্কেল: ২৬,৫০০/----৫৭,৯৫০/-  (বেতন বিভাগ-৬ষ্ঠ প্রশাসন)

পদ সংখ্যা:  ০১ টি

বয়স:  ৩৫ বছর

১) বাংলাদেশ মেডিকেল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক স্বীকৃত এমবিবিএস ডিগ্রি (ইন্টার্নশিপ সম্পন্ন থাকতে হবে)।

২) এমবিবিএস ডিগ্রি পরবর্তী ডাক্তার হিসেবে কোনো হাসপাতাল/ক্লিনিকে ৩ বছরের চাকুরির অভিজ্ঞতা।

৩) এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৪.৫ (৫ এর মধ্যে) থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ থাকতে হবে।

৪) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

৫) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয় ।

পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (Ground service assistant) 

বেতন স্কেল:  ১২,৫০০/---৩০,২৩০/- (বেতন বিভাগ-৩ (২) প্রশাসন) 

পদ সংখ্যা: ১০০ টি

বয়স: ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। 

১) স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে । 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।

২) কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। ক) মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। খ) ইংরেজি বলায় পারদর্শী হতে হবে।

৩) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোনো ডগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

৪) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয় ।

নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র: 30.38.0000.073.29.000.2৩/৯৪ তারিখ: ১৭-০৪-২০২৩ খ্রিঃ এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তরা হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে যাদের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল (রোল নং ১৮০২৭৩৬০ থেকে ১৮০৩০৮৫৯ পর্যন্ত) সে সকল প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তারা পূর্বের আবেদনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পদের নাম:  কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট (Commercial assistant) 

বেতন স্কেল:  ১২,৫০০/---৩০,২৩০/- (বেতন বিভাগ-৩ (২) প্রশাসন) 

পদ সংখ্যা: ১০০টি

বয়স: ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। 

১) স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।

২) কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।

ক) মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে।

খ) ইংরেজি বলায় পারদর্শী হতে হবে।

৩) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

৪) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয় ।

পদের নাম: একাউন্টস অ্যাসিস্ট্যান্ট (Accounts assistant) 

বেতন স্কেল:  ১২,৫০০/---৩০,২৩০/- (বেতন বিভাগ-৩(২) প্রশাসন)

পদ সংখ্যা: ৩০টি

 বয়স: ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

১) বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম 'ডি' থাকতে হবে ।

২) কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।

৩) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড / বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

৪) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।