Payra port authority (ppa)all post job circular. The vacancy is seven and post is six,the salary grade and educational qualification, experience post name include.
পায়রা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতে অস্থায়ীভাবে মোট ৬টি পদে ৭জন নিয়োগ দিবে।
আবেদন লিংক :
আবেদন শুরুর তারিখ :১৭/১২/২০২৩
আবেদন শেষের তারিখ :৩০/১২/২০২৩
পায়রা বন্দর কর্তৃপক্ষ কলাপাড়া পটুয়াখালী যে সকল পদে নিয়োগ দিবে
১.সহকারী পরিচালক -১
২.উপসহকারী পরিচালক -১
৩.নিরাপত্তা কর্মকর্তা -১
৪.ট্রাফিক ইন্সপেক্টর -১
৫.ল্যান্ডসার্ভেয়ার -২
৬.অফিস সহায়ক -১
payra port authority kolapara Patuakhali 6 post job circular vacancy is 7.The job is very valuable job.the age is 30.the post name is security officer and Traffic inspector age is 40.The post is payra port authority (ppa)all category job and salary,educational qualification and experience.
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- (৯ম গ্রেড)
পদের সংখ্যা: ০১
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিসহ এল.এল.বি. ডিগ্রি; অথবা
(খ) এল.এল.এম. ডিগ্রি । তবে সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত/বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/- (১০ম গ্রেড)
পদের সংখ্যা: ০১
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা- ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০/- ( ১১তম গ্রেড)
পদের সংখ্যা: ০১
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্নেবর্ণিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হইতে হইবে : ⇒
প্রার্থীদের জন্য:
১. উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি । ২. বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি ।
⇒ প্রার্থীর ক্ষেত্রে অন্যান্য শারীরিক/ডাক্তারী যোগ্যতা : ১. দৃষ্টিশক্তি ৬×৬ হতে হবে। বর্ণান্ধ (Colour Blind) হতে পারবে না; ২. রক্তচাপ স্বাভাবিক; ৩. দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস 'বি' নিগেটিভ (HBsAg 'Negative') হতে হবে: ওজন: উচ্চতা, বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারী সংস্থা/সামরিক/আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী অনুসৃত হবে; এবং
(গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/- (১৩তম গ্রেড)
পদের সংখ্যা: ০১
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা; এবং
(গ) ইংরেজি ও বাংলা টাইপিং এ অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হইবে ।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
পদের সংখ্যা: ০২
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা-ইন-সার্ভে টেকনোলজি ডিগ্রি ।
পদের নাম: অফিস সহায়ক (Office sohayok)
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
পদের সংখ্যা: ০১
(ক) অষ্টম শ্রেণি পাশ বা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।