Advertisement

Agriculture Department Khamarbari Dhaka Job Circular - 2024

Bangladesh is the country is asia.Many Department gives job circular. The agriculture Department under khamarbari driver job circular. The post is driver job circular post name vancany is 38.educational qualification and experience included

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফার্মগেট ঢাকা ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪।

Bangladesh agriculture Department khamarbari Farmgate Dhaka driver post job circular 2024.

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিয়োগ দিবে। 

এই নিয়োগটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অধিভুক্ত খামারবাড়ি ফার্মগেট ঢাকা নিয়োগ হবে।একটি পদে মোট ৩৮ জন নিয়োগ দিবে। তার মধ্যে ৩৫ টি স্থায়ী নিয়োগ দিবে ও ৩টি অস্থায়ী নিয়োগ দিবে। 

পদের নাম ও পদ সংখ্যা :

১.ড্রাইভার -৩৮

আবেদন শুরুর তারিখ : ০৪.০৩.২০২৪ সকাল ১০.০০

আবেদন শেষের তারিখ : ০৪.০৪.২০২৪ বিকাল ৫.০০

আবেদন লিংক : http://dae.teletalk.com.bd

পদের নাম: ড্রাইভার (driver)

পদের সংখ্যা : ৩৮ (৩৫টি স্থায়ী ও ৩টি অস্থায়ী ) 

বেতন স্কেল : (গ্রেড-  ১৬) ৯৩০০- 22490/- 

স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে অন্যূন অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্সধারি।

পার্বত্য জেলাসমূহ (খাগড়াছড়ি, বান্দরবান ও রাংগামাটি) মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পার্বত্য জেলা (খাগড়াছড়ি, বান্দরবান ও রাংগামাটি) ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।