Bcs is the best job in Bangladesh. 43th bcs general knowledge, general science, ict,computer and technology related all question and solution given here.
১. প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’ বলতে কী বোঝায়?
(ক) ক্যাবিনেট
(খ) বিরোধী দল
(গ) সুশীল সমাজ
(ঘ) লোকপ্রশাসন বিভাগ
উত্তরঃ খ) বিরোধী দল।
২. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
(ক) আনিসুল হক
(খ) সাঈদ খোকন
(গ) সাদেক হোসেন খোকা
(ঘ) মোহাম্মদ হানিফ
উত্তরঃ ঘ) মোহাম্মদ হানিফ।
৩. বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
(ক) হাশেম খান
(খ) এ.কে.এম আব্দুর রউফ
(গ) আবুল বারক আলভী
(ঘ) সমরজিং রায় চৌধুরী
উত্তরঃ খ) এ.কে.এম আব্দুর রউফ।
৪. বাংলায় প্রাচীন জনপদ কোনটি?
(ক) পুন্ড্র
(খ) তাম্রলিপ্ত
(গ) গৌড়
(ঘ) হরিকেল
উত্তরঃ ক) পুন্ড্র
৫. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী–পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
(ক) ২৯(২)
(খ) ২৮(২)
(গ) ৩৯(১)
(ঘ) ৩৯(২)
উত্তরঃ খ) ২৮(২)।
৬. কোভিড–১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
(ক) বেক্সিমকো
(খ) স্কয়ার
(গ) ইনসেপ্টা
(ঘ) একমি
উত্তরঃ গ) ইনসেপ্টা।
৭. বাংলাদেশ কত সালে OIC-এর সদস্যপদ লাভ করে?
(ক) ১৯৭৩
(খ) ১৯৭৪
(গ) ১৯৭৫
(ঘ) ১৯৭৬
উত্তরঃ খ) ১৯৭৪।
৮. বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
(ক) ১৮
(খ) ১৯
(গ) ২০
(ঘ) ২১
উত্তরঃ ক) ১৮।
৯. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন
(ক) আইনমন্ত্রী
(খ) আইন সচিব
(গ) অ্যাটর্নি জেনারেল
(ঘ) প্রধান বিচারপতি
উত্তরঃ গ) অ্যাটর্নি জেনারেল।
১০. ‘নির্বাণ’ ধারণটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
(ক) হিন্দুধর্ম
(খ) বৌদ্ধধর্ম
(গ) খ্রিষ্টধর্ম
(ঘ) ইহুদীধর্ম
উত্তরঃ খ) বৌদ্ধধর্ম।
১১. একনেক (ECNEC) –এর প্রধান কে?
(ক) প্রধানমন্ত্রী
(খ) অর্থমন্ত্রী
(গ) বাণিজ্যমন্ত্রী
(ঘ) পরিকল্পনা মন্ত্রী
উত্তরঃ ক) প্রধানমন্ত্রী।
১২. ‘বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
(ক) ধান
(খ) গম
(গ) পাট
(ঘ) টমেটো
উত্তরঃ খ) গম।
১৩. তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
(ক) ২০০২
(খ) ২০০৬
(গ) ২০০৯
(ঘ) ২০১১
উত্তরঃ গ) ২০০৯।
১৪. মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
(ক) তাজউদ্দিন আহমদ
(খ) সৈয়দ নজরুল ইসলাম
(গ) এম. মনসুর আলী
(ঘ) এ.এইচ.এম. কামরুজ্জামান
উত্তরঃ গ) এম. মনসুর আলী।
১৫. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘বাষিক আর্থিক বিবৃতি’ –এর কথা উল্লেখ করা হয়েছে?
(ক) ৮১
(খ) ৮৫
(গ) ৮৭
(ঘ) ৮৮
উত্তরঃ গ) ৮৭।
১৬. নিপাের্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?
(ক) জনসংখ্যা গবেষণা
(খ) নদী গবেষণা
(গ) মিঠাপানি গবেষণা
(ঘ) বন্দর গবেষণা
উত্তরঃ ক) জনসংখ্যা গবেষণা।
১৭. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
(ক) মহাভারত
(খ) রামায়ণ
(গ) গীতা
(ঘ) বেদ
উত্তরঃ ঘ) বেদ।
১৮. প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
(ক) ঢাকা ও কুমিল্লা
(খ) ময়মনসিংহ ও নেত্রকোণা
(গ) কুমিল্লা ও নোয়াখালী
(ঘ) ময়মনসিংহ ও জামালপুর
উত্তরঃ গ) কুমিল্লা ও নোয়াখালী।
১৯. কোনটি সাংবিধানিক পদ নয়?
(ক) প্রধান নির্বাচন কমিশনার
(খ) চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
(গ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
(ঘ) কনট্রোলার ও অডিটর জেনারেল
উত্তরঃ গ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন।
২০. বাংলাদেশে কোনটি ব্যাংক নাটো নয়?
(ক) ২ টাকা
(খ) ১০ টাকা
(গ) ৫০ টাকা
(ঘ) ১০০ টাকা
উত্তরঃ খ) ১০ টাকা।
২১. বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
(ক) ১৯৯৫
(খ) ১৯৯৬
(গ) ১৯৯৭
(ঘ) ১৯৯৮
উত্তরঃ ঘ) ১৯৯৮।
২২. ‘Untranquil Recollection: The Years of Fulfilment’ শীর্ষ গ্রন্থটির লেখক কে?
(ক) আনিসুর রহমান
(খ) রেহমান সোবহান
(গ) নুরুল ইসলাম
(ঘ) রওনক জাহান
উত্তরঃ খ) রেহমান সোবহান।
২৩. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন?
(ক) ৬ নম্বর
(খ) ৭ নম্বর
(গ) ৮ নম্বর
(ঘ) ৯ নম্বর
উত্তরঃ গ) ৮ নম্বর।
২৪. নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?
(ক) ১৯৭৭
(খ) ২০০৮
(গ) ২০১৫
(ঘ) ২০১৯
উত্তরঃ গ) ২০১৫।
২৫. ‘ম্যানিলা’ কোন ফসলের উন্নত জাত?
(ক) তুলা
(খ) তামাক
(গ) পেয়ারা
(ঘ) তরমুজ
উত্তরঃ খ) তামাক।
২৬. সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট?
(ক) শ্রম বাজার
(খ) চাকুরি বাজার
(গ) স্টক মার্কেট
(ঘ) কৃষি বাজার
উত্তরঃ গ) স্টক মার্কেট।
২৭. ওরাওঁ জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
(ক) রাজশাহী-দিনাজপুর
(খ) বরগুনা-পটুয়াখালী
(গ) রাঙামাটি-বান্দরবান
(ঘ) সিলেট-হবিগঞ্জ
উত্তরঃ ক) রাজশাহী-দিনাজপুর।
২৮. ১৯৬৬ সালের ৬ দফায় ক’টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
উত্তরঃ ক) ৩টি।
২৯. বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
(ক) আয়কর
(খ) ভূমিকর
(গ) আমদানি-রপ্তানি শুল্ক
(ঘ) মূল্য সংযোজন কর
উত্তরঃ ঘ) মূল্য সংযোজন কর।
৩০. জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
(ক) এডেন উপসাগরের পাশে
(খ) প্রশান্ত মহাসাগরে
(গ) দক্ষিণ আমেরিকায়
(ঘ) দক্ষিণ চীন সাগরে
উত্তরঃ ক) এডেন উপসাগরের পাশে।
৩১. নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
(ক) আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
(খ) আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
(গ) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
(ঘ) খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
উত্তরঃ ক) আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)।
৩২. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
(ক) ১৫ সেপ্টেম্বর
(খ) ১৫ অক্টোবর
(গ) ১৫ নভেম্বর
(ঘ) ১৫ ডিসেম্বর
উত্তরঃ ক) ১৫ সেপ্টেম্বর।
৩৩. ইরান–ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
(ক) UNIMOG
(খ) UNIIMOG
(গ) UNGOMAP
(ঘ) UNICEF
উত্তরঃ খ) UNIIMOG
৩৪. ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল–এর প্রধান কার্যালয় কোথায়?
(ক) ফ্রান্স
(খ) জার্মানি
(গ) নেদারল্যান্ড
(ঘ) হাঙ্গেরি
উত্তরঃ খ) জার্মানি।
৩৫. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
(ক) কিলো-ক্লাস
(খ) মিং-ক্লাস
(গ) ডলফিন-ক্লাস
(ঘ) শ্যাং-ক্লাস
উত্তরঃ খ) মিং-ক্লাস।
৩৬. United Nations Framework Convention on Climate Change-47 মূল আলেচ্য বিষয়
(ক) জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
(খ) গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
(গ) সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
(ঘ) বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন
উত্তরঃ খ) গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন।
৩৭. কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
(ক) মালয়েশিয়া
(খ) ফিলিপাইন
(গ) ভিয়েতনাম
(ঘ) কম্বোডিয়া
উত্তরঃ ঘ) কম্বোডিয়া।
৩৮. নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
(ক) ভারত-নেপাল
(খ) ভারত-পাকিস্তান
(গ) ভারত-চীন
(ঘ) ভারত-ভুটান
উত্তরঃ গ) ভারত-চীন।
৩৯. বাংলাদেশ কোনটির সদস্য নয়?
(ক) BCIM-EC
(খ) OAS
(গ) OIC
(ঘ) BIMSTEC
উত্তরঃ খ) OAS
৪০. চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম
(ক) তুর্কমেন
(খ) উইঘুর
(গ) তাজিক
(ঘ) কাজাখ
উত্তরঃ খ) উইঘুর।
৪১. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ কয়টি?
(ক) ১১
(খ) ১৫
(গ) ১৭
(ঘ) ২১
উত্তরঃ গ) ১৭।
৪২. বিশ্ব মানবাধিকার দিবস–
(ক) ৮ ডিসেম্বর
(খ) ১০ ডিসেম্বর
(গ) ১১ ডিসেম্বর
(ঘ) ১৩ ডিসেম্বর
উত্তরঃ খ) ১০ ডিসেম্বর।
৪৩. World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
(ক) UNDP
(খ) World Bank
(গ) IMF
(ঘ) BRICS
উত্তরঃ খ) World Bank
৪৪. ব্যাডমিন্টন কোন দেশেরে জাতীয় খেলা?
(ক) মালয়েশিয়া
(খ) ইন্দোনেশিয়া
(গ) চীন
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ ক) মালয়েশিয়া।
৪৫. ‘The lady with the Lamp’ নামে পরিচিত
(ক) হেলেন কেলার
(খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
(গ) মাদার তেরেসা
(ঘ) সরোজিনী নাইডু
উত্তরঃ খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
৪৬. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম–
(ক) এনএলডি সরকার
(খ) ন্যাশনাল ইউনিট সরকার
(গ) বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
(ঘ) অং সান সুচি সরকার
উত্তরঃ খ) ন্যাশনাল ইউনিট সরকার।
৪৭. আকাবা একটি–
(ক) সমুদ্র বন্দর
(খ) বিমান বন্দর
(গ) স্থল বন্দর
(ঘ) নদী বন্দর
উত্তরঃ ক) সমুদ্র বন্দর।
৪৮. Trafalgar Square-এর অবস্থান–
(ক) রাশিয়ায়
(খ) ইংল্যান্ডে
(গ) ফ্রান্সে
(ঘ) চীনে
উত্তরঃ খ) ইংল্যান্ডে।
৪৯. মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়–
(ক) উত্তর আমেরিকায়
(খ) দক্ষিণ আমেরিকায়
(গ) মধ্য আফ্রিকায়
(ঘ) মধ্য আমেরিকায়
উত্তরঃ ঘ) মধ্য আমেরিকায়।
৫০. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ–
(ক) সিলেট
(খ) কুমিল্লা
(গ) রাজশাহী
(ঘ) দিনাজপুর
উত্তরঃ ঘ) দিনাজপুর।
৫১. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
(ক) ভূমিকম্প
(খ) ভূমিধস
(গ) টর্নেডো
(ঘ) খরা
উত্তরঃ ক) ভূমিকম্প।
৫২. নিম্নের কোন দুর্যোগ Hydro-meteorological দুর্যোগ হিসেবে পরিচিত?
(ক) বন্যা
(খ) খরা
(গ) ঘূর্ণিঝড়
(ঘ) ভূমিধস
উত্তরঃ ক) বন্যা।
৫৩. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
(ক) পার্বত্য বন
(খ) শালবন
(গ) মধুপুর বন
(ঘ) ম্যানগ্রোভ বন
উত্তরঃ ঘ) ম্যানগ্রোভ বন।
৫৪. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?
(ক) নিঝুমদ্বীপ
(খ) সেন্ট মার্টিনস
(গ) হাতিয়া
(ঘ) কুতুবদিয়া
উত্তরঃ খ) সেন্ট মার্টিনস।
৫৫. বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়?
(ক) বান্দরবান
(খ) কুষ্টিয়া
(গ) কুমিল্লা
(ঘ) বরিশাল
উত্তরঃ গ) কুমিল্লা।
৫৬. নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
(ক) চীন
(খ) পাকিস্তান
(গ) থাইল্যান্ড
(ঘ) মায়ানমার
উত্তরঃ ঘ) মায়ানমার।
৫৭. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
(ক) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
(খ) পশ্চিমাঞ্চল
(গ) উত্তর-পশ্চিমাঞ্চল
(ঘ) উত্তর-পূর্বাঞ্চল
উত্তরঃ ঘ) উত্তর-পূর্বাঞ্চল।
৫৮. সোয়াচ অব নো গ্রাউন্ড কী?
(ক) একটি দেশের নাম
(খ) ম্যানগ্রোভ বন
(গ) একটি দ্বীপ
(ঘ) সাবমেরিন ক্যানিয়েন
উত্তরঃ ঘ) সাবমেরিন ক্যানিয়েন।
৫৯. নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন–প্রবণ?
(ক) বোয়ালমারী
(খ) নড়িয়া
(গ) আলমডাঙ্গা
(ঘ) নিকলি
উত্তরঃ ঘ) নিকলি।
৬০. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
(ক) শূন্য
(খ) অসীম
(গ) অতিক্ষুদ্র
(ঘ) যে কোনো মান
উত্তরঃ খ) অসীম।
৬১. RFID বলতে বোঝায়
(ক) Random Frequency Identification
(খ) Random Frequency Information
(গ) Radio Frequency Information
(ঘ) Radio Frequency Identification
উত্তরঃ ঘ) Radio Frequency Identification
৬২. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
(ক) তামার তার
(খ) কো-অক্সিয়াল ক্যাবল
(গ) অপটিক্যাল ফাইবার
(ঘ) ওয়্যারলেস মিডিয়া
উত্তরঃ গ) অপটিক্যাল ফাইবার।
৬৩. কোন চিহ্নটি ই–মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
(ক) $
(খ) #
(গ) &
(ঘ) @
উত্তরঃ ঘ) @
৬৪. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো–
(ক) হাইড্রোজেন
(খ) নাইট্রোজেন
(গ) মিথেন
(ঘ) ইথেন
উত্তরঃ গ) মিথেন।
৬৫. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
(ক) ২৬.৫° সে.
(খ) ৩৫° সে.
(গ) ৩৭.৫° সে.
(ঘ) ৪০.৫° সে.
উত্তরঃ ক) ২৬.৫° সে.।
৬৬. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
(ক) Oracle
(খ) McAfee
(গ) Norton
(ঘ) Kaspersky
উত্তরঃ ক) Oracle
৬৭. সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো–
(ক) ০%
(খ) ১০-১৫%
(গ) ৩-৬%
(ঘ) ১০০%
উত্তরঃ গ) ৩-৬%।
৬৮. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়–
(ক) অ্যানোডে
(খ) ক্যাথোড়ে
(গ) অ্যানোড এবং ক্যাথোড উভয়টিতে
(ঘ) বর্ণিত কোনটিতেই নয়
উত্তরঃ ক) অ্যানোডে।
৬৯. পানির অণু একটি–
(ক) প্যারাচুম্বক
(খ) ডায়াচুম্বক
(গ) ফেরোচুম্বক
(ঘ) অ্যান্টিফেরোচুম্বক
উত্তরঃ খ) ডায়াচুম্বক।
৭০. ১৭৮o আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?
(ক) ৮
(খ) ১৭
(গ) ৯
(ঘ) ২৫
উত্তরঃ গ) ৯।
৭১. নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
(ক) ডেঙ্গুজর
(খ) স্মলপক্স
(গ) কোভিড-১৯
(ঘ) পোলিও
উত্তরঃ খ) স্মলপক্স।
৭২. প্রোটিন তৈরি হয়?
(ক) ফ্যাটি এসিড দিয়ে
(খ) সাইট্রিক এসিড দিয়ে
(গ) অ্যামিনো এসিড দিয়ে
(ঘ) অক্সালিক এসিড দিয়ে
উত্তরঃ গ) অ্যামিনো এসিড দিয়ে।
৭৩. কোভিড–১৯ যে ধরনের ভাইরাস
(ক) DNA
(খ) DNA+RNA
(গ) mRNA
(ঘ) RNA
উত্তরঃ গ) mRNA
৭৪. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়–
(ক) ডায়াস্টল
(খ) সিস্টোল
(গ) ডায়াসিস্টল
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ খ) সিস্টোল।
৭৫. নিচের কোনটি output device নয়?
(ক) monitor
(খ) microphone
(গ) printer
(ঘ) speaker
উত্তরঃ খ) microphone।
৭৬. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
(ক) http
(খ) WWW
(গ) URL
(ঘ) HTML
উত্তরঃ গ) URL
৭৭. নিচের কোন প্রযুক্তি ‘Pay as You Go’ সার্ভিস মডেল অনুসরণ করে?
(ক) Internet of Things (loT)
(খ) Cloud Computing
(গ) Client-Server Systems
(ঘ) Big Data Analytics
উত্তরঃ খ) Cloud Computing
৭৮. Keyboard এবং CPU –এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?
(ক) Simplex
(খ) Duplex
(গ) Half duplex
(ঘ) Triplex
উত্তরঃ ক) Simplex
৭৯. Blockchain –এর প্রতিটি block কী তথ্য বহনকরে?
(ক) A hash pointer to the previews block
(খ) Timestamp
(গ) List of transactions
(ঘ) উপরের সবগুলো
উত্তরঃ ঘ) উপরের সবগুলো।
৮০. নিচের কোনটি Oper Source DBMS?
(ক) MySQL
(খ) Microsoft SQL Server
(গ) Microsoft Access
(ঘ) Oracle
উত্তরঃ ক) MySQL
৮১. নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত?
(ক) Priority Scheduling
(খ) Shortest Job First
(গ) Youngest Job First
(ঘ) Round-robin
উত্তরঃ ঘ) Round-robin
৮২. নিচের কোন প্রযুক্তি Face Recognition System-এর সহায়ক ভূমিকা পালন করে?
(ক) Applied Artificial Intelligence (AI)
(খ) Applied Internet of Things
(গ) Virtual Reality
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ ক) Applied Artificial Intelligence (AI)
৮৩. যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় টি কী নামে পরিচিত?
(ক) Phishing
(খ) Man-in-the-Middle
(গ) Denial of Service
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ গ) Denial of Service
৮৪. নিচের কোন মেমোরিটিতে Access Time সবচেয়ে কম?
(ক) Registers
(খ) SSD
(গ) RAM
(ঘ) Cache memory
উত্তরঃ ঘ) Cache memory
৮৫. নিচের কোনটি Bluetooth-এর IEEE standard?
(ক) IEEE 802.15
(খ) IEEE 802.1
(গ) IEEE 802.3
(ঘ) IEEE 802.11
উত্তরঃ ক) IEEE 802.15
৮৬. ১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?
(ক) ৪৬
(খ) ১৬
(গ) ২৪
(ঘ) ৫৪
উত্তরঃ ক) ৪৬
৮৭. DNS সার্ভারের কাজ হচ্ছে — কে address-এ পরিবর্তন করা
(ক) Email, DNS
(খ) MAC Address, IP
(গ) Domain name, IP
(ঘ) Email, IP
উত্তরঃ গ) Domain name, IP
৮৮. নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?
(ক) Router
(খ) Switch
(গ) Modem
(ঘ) HUB
উত্তরঃ গ) Modem
৮৯. নিচের কোনটি multi-tacking operating system নয়?
(ক) Windows
(খ) Linux
(গ) Windows NT
(ঘ) DOS
উত্তরঃ ঘ) DOS
৯০. ‘DRIVE is to LICENCE as BREATHE is to ______ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?
(ক) OXYGEN
(খ) ATMOSPHERE
(গ) WINDPIPE
(ঘ) INHALE
উত্তরঃ ক) OXYGEN
৯১. প্রতিযোগিতায় সবসময় কী থাকে?
(ক) topic
(খ) examination
(গ) party
(ঘ) participant
উত্তরঃ ঘ) participant
৯২. নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
(ক) চাঁদ
(খ) প্লুটো
(গ) মঙ্গল
(ঘ) পৃথিবী
উত্তরঃ ক) চাঁদ।
৯৩. নিচের শব্দগুলোর মধ্যে ৩টি সমগোত্রীয়। কোন শব্দটি আলাদা?
(ক) Conventional
(খ) Peculiar
(গ) Conservative
(ঘ) Traditional
উত্তরঃ খ) Peculiar
৯৪. একটি ছবি দেখিয়ে তিন্নী বললো, ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’ ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?
(ক) ভাই
(খ) চাচা
(গ) ছেলে
(ঘ) কোন সম্পর্ক নেই
উত্তরঃ ক) ভাই।
৯৫. ‘কর্তব্যের জন্য কর্তব্য’–ধারণাটির প্রবর্তক কে?
(ক) ইমানুয়েল কান্ট
(খ) হার্বাট স্পেন্সার
(গ) বার্ট্রান্ড রাসেল
(ঘ) অ্যারিস্টটল
উত্তরঃ ক) ইমানুয়েল কান্ট।
৯৬. ‘Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?
(ক) প্লেটো
(খ) রুসো
(গ) বাট্রান্ড রাসেল
(ঘ) জন স্টুয়ার্ট মিল
উত্তরঃ গ) বাট্রান্ড রাসেল।
৯৭. ‘শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণসম্পুন্ন না হয়। তাহলে আইন অকার্যকার’–এটি কে বলেছেন?
(ক) সক্রেটিস
(খ) প্লেটো
(গ) অ্যারিস্টটল
(ঘ) বেনথাম
উত্তরঃ খ) প্লেটো।
৯৮. নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?
(ক) সমাজ
(খ) নৈতিক চেতনা
(গ) রাষ্ট্র
(ঘ) ধর্ম
উত্তরঃ খ) নৈতিক চেতনা।
৯৯. ‘On Liberty’ গ্রন্থের লেখক কে?
(ক) ইমানুয়েল কান্ট
(খ) টমাস হবস্
(গ) জন স্টুয়ার্ট মিল
উত্তরঃ গ) জন স্টুয়ার্ট মিল।
১০০. উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) ল্যাটিন
(খ) গ্রিক
(গ) হিব্রু
(ঘ) ফারসি
উত্তরঃ খ) গ্রিক।
১০১. সুশাসনের মূল ভিত্তি কী?
(ক) মূল্যবোধ
(খ) আইনের শাসন
(গ) গণতন্ত্র
(ঘ) আমলাতন্ত্র
উত্তরঃ খ) আইনের শাসন।
১০২. কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?
(ক) আত্মস্বার্থবাদ
(খ) পারার্থবাদ
(গ) পূর্ণতাবাদ
(ঘ) উপযোগবাদ
উত্তরঃ ঘ) উপযোগবাদ।
১০৩. বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধচার কৌশল প্রণয়ন করা হয়?
(ক) ২০১০
(খ) ২০১১
(গ) ২০১২
(ঘ) ২০১৩
উত্তরঃ গ) ২০১২।
১০৪. বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?
(ক) ৩টি
(খ) ৫টি
(গ) ৪টি
(ঘ) ৬টি
উত্তরঃ ঘ) ৬টি।
১০৫. কেমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
(ক) হিত্তিক ও তুখারিক
(খ) তামিল ও দ্রাবিড়
(গ) আর্য ও অনার্য
(ঘ) মাগধী ও গৌড়ী
উত্তরঃ ক) হিত্তিক ও তুখারিক।
43th bcs preliminary question in solution bangla part Visit here
43th bcs preliminary question in solution english part Visit here
43th bcs preliminary question in solution math part Visit here