Advertisement

HEALTH DIRECTORATE JOB CIRCULAR -2023

The job is health directorate health and family planning.the total post is six and vacancy 155. The health directorate job circular 2023.

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের  বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩.

Health and family trust under health directorate job circular 2023.

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) অপারেশনাল প্লানের অধীনে National Malaria Elimination Program (NMEP) and Aedes Transmitted Disease Control Program, এর মাধ্যমে Global Fund to Fight AIDS Tuberculosis and Malaria (GFATM) Grant, COVID- 19 Response (C19RM) এর অর্থায়নে সারাদেশে ২৯টি Pressure Swing Adsorption (PSA) Oxygen Plant স্থাপন করছে।

উক্ত ২৯টি PSA Oxygen Plant এর জন্য GFATM Grant এর আওতায় ৪টি ক্যাটাগরিতে ১৫৩টি পদ এবং সম্প্রতি শূন্য হওয়া NMEP এর দুইটি (০২) পদ (অ্যাকাউন্টস অফিসার-১, মেডিকেল টেকনোলোজিষ্ট - ল্যাব-১) সহ, নিম্নোক্ত তালিকা অনুযায়ী ১৫৫টি পদে জনবল নিয়োগ দেয়া হবে।

পদের নাম ও সংখ্যা :

১.সাইট ইঞ্জিনিয়ার-৬

২.বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার-২

৩.টেকনিশিয়ান-২৯

৪.অপারেটর-১১৬

৫.অ্যাকাউন্টস অফিসার-১

৬.মেডিকেল টেকনোলোজিষ্ট- ল্যাব-১

আবেদন লিংক :

http://cdc.teletalk.com.bd

আবেদনপত্র শুরুর তারিখ : ২১ নভেম্বর ২০২৩ সকাল-১০.০০টা ।

আবেদনপত্র শেষ তারিখ  : ০২ ডিসেম্বর ২০২৩ রাত ১২.০০ টা।

পদের নাম : সাইট ইঞ্জিনিয়ার (sight engineer) 

বেতন : ৬০০০০

পদের সংখ্যা   : ০৬

(ক) ইউজিসি অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ইলেকট্রিকাল এবং ইলেকট্রনিকস অথবা মেকানিকাল এ ন্যূনতম বি.এসসি. ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

(খ) ইলেকট্রোমেডিকেল যন্ত্রপাতি পরিচালনায় ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

(গ) বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর ।


 পদের নাম :  বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার(bio medical engineer) 

 বেতন :  ৬০০০০

পদের সংখ্যা   : ০২

(ক) ইউজিসি অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক ন্যূনতম বি.এসসি. ইন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

(খ) সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

(গ) বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।


 পদের নাম : টেকনিশিয়ান(Technician) 

 বেতন :  ২৫,০০০

পদের সংখ্যা  : ২৯

 (ক) *সরকার অনুমোদিত পলিটেকনিক ইনিষ্টিটিউট হতে ন্যূনতম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

* সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী ধারীদের প্রাধান্য দেওয়া হবে।

(খ) সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

(গ) বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।


 পদের নাম :  অপারেটর(operator)

 বেতন :  ২০,০০০

পদের সংখ্যা  :  ১১৬

(ক) এস.এস.সি (বিজ্ঞান বিভাগ) এবং ৬ মাসের কারিগরি কোর্স অগ্রাধিকার যোগ্য।

(খ) সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

(গ) বয়সঃ ১৮-৩০ বছর।


 পদের নাম : অ্যাকাউন্টস অফিসার(accounts officer)

 বেতন : ১০০০০০

পদের সংখ্যা  : ০১

(ক)* ইউজিসি অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ন্যূনতম মাস্টার্স ইন-অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্স ডিগ্রিধারী

* অথবা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ(ICAB)কর্তৃক প্রদত্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

(খ) সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

* GFATM Grant এর অধীনে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার বছর সীমা শিথিলযোগ্য।

* সরকারী চাকুরীতে পূর্বের বাস্তব অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।

* ইলেকট্রনিক যোগাযোগে পারদর্শিতা আবশ্যিক।

**ইন্টিগ্রেটেড সফটওয়্যার বেইজড অ্যাকাউন্টিং সিস্টেম' বিষয়ে পারদর্শিতা আবশ্যিক।

* MS Excel, MS Power Point, MS Word ব্যবহারে দক্ষতা আবশ্যিক।

(গ) বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।


 পদের নাম : মেডিকেল টেকনোলোজিষ্ট- ল্যাব(medical technologists lab)

 বেতন : ৫৫০০০

পদের সংখ্যা  : ০১

(ক) সরকার অনুমোদিত যে কোন মেডিকেল ইন্সটিটিউট হতে ন্যূনতম ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ডিগ্রিধারী

(খ) মাঠ পর্যায়ে কাজের ২বছরের বাস্তব অভিজ্ঞতা ।

* কম্পিউটার রিপোর্ট লেখা Microsoft Office এ পারদর্শিতা আবশ্যিক।

* স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধিনে যে কোন প্রতিষ্ঠানে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে ।

(গ) বয়সঃ সর্বোচ্চ ৪০