Advertisement

BANGLADESH ROAD TRANSPORT JOB CIRCULAR-2023

Bangladesh road transport job circular. The 7post and 34 vacancy.computer operator,office sohayok,cum computer operator.

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

Road transport and bridge Department job circular 2023.


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

আবেদন লিংক :http://rthd.teletalk.com.bd

আবেদন শুরুর তারিখ : ২৩.১১.২০২৩

আবেদন শেষের তারিখ : ১৩.১২.২০২৩

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ৭টি পদে ৩৪ জন নিয়োগ দিবে। 

পদের নাম ও সংখ্যা :

১.কম্পিউটার অপারেটর-৫

২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার  অপারেটর-৬

৩.ক্যাশিয়ার-১

৪.অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২

৫.ডাটা এন্ট্রি অপারেটর-১

৬.ডেসপাচ রাইডার-১

৭.অফিস সহায়ক-১৮


পদের নাম : কম্পিউটার অপারেটর(computer operator)

গ্রেড ও বেতনস্কেল : (গ্রেড-১৩, বেতনস্কেল ১১০০০-  ২৬৫৯০/-)

পদের সংখ্যা : ০৫

 ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।


পদের নাম :  সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার  অপারেটর(sat mudrakkhorik cum computer operator) 

গ্রেড ও বেতনস্কেল : (গ্রেড-১৩, বেতনস্কেল ১১০০০-  ২৬৫৯০/-)

পদের সংখ্যা : ০৬

ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি;

(খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত;

গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ;

ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ;

(ঙ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।


পদের নাম : ক্যাশিয়ার(cashier) 

গ্রেড ও বেতনস্কেল : (গ্রেড-১৪, বেতনস্কেল ১০,২০০- ২৪৬৮০/-)

পদের সংখ্যা : ০১

ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে  স্নাতক ডিগ্রী;

খ) কম্পিউটারে Word Processing সহ  কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।


পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক(office assistance cum computer mudrakkhorik) 

গ্রেড ও বেতনস্কেল : (গ্রেড-১৬, বেতনস্কেল ৯৩০০-  ২২৪৯০/-)

পদের সংখ্যা : ০২

ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক  সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত;

গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে  বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ;

ঘ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল  ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।


পদের নাম :  ডাটা এন্ট্রি অপারেটর(Data entry operator) 

গ্রেড ও বেতনস্কেল : (গ্রেড-১৬, বেতনস্কেল ৯৩০০- ২২৪৯০/-) 

পদের সংখ্যা : ০১

ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক  সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ  এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে  Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন 

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, , গোপালগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ,চট্টগ্রাম, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর,

রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ,

মাগুরা, নড়াইল, মেহেরপুর, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার

প্রার্থীগণ আবেদন করতে পারবেন।




পদের নাম : ডেসপাচ রাইডার(daspas raidar)

গ্রেড ও বেতনস্কেল :  (গ্রেড-১৮, বেতনস্কেল ৮৮০০- ২১৩১০/-)

পদের সংখ্যা : ০১

 ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল  সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

খ) মোটর সাইকেল চালনার বৈধ লাইসেন্স।


পদের নাম :  অফিস সহায়ক(office sohayok)

গ্রেড ও বেতনস্কেল : (গ্রেড-২০, বেতনস্কেল ৮২৫০- ২০০১০/-)

পদের সংখ্যা : ১৮

কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


ঢাকা, গাজীপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট,

পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর,  দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।