Administration section job circular. Bangladesh people administration training centre 2023 job circular. The circular is 4 post and total vacancy 10.
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা-এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ পূরণের নিমিত্ত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত গ্রহণ করবে।
আবেদন লিংক :
আবেদন শুরুর তারিখ : ২৩/১১/২০২৩
আবেদন শেষের তারিখ : ২১/১২/২০২৩
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার এ ৪টি পদে ১০ জন নিয়োগ দিবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে।
পদের নাম ও সংখ্যা
১. সহকারী পরিচালক (প্রশিক্ষণ) -৫
২.সহকারী পরিচালক (খেলাধুলা) -২
৩.এস্টেট অফিসার-১
৪.কারিগরি তদারককারী -২
পদের নাম : সহকারী পরিচালক (প্রশিক্ষণ)-(assistance director training)
বেতন স্কেল : (গ্রেড-৯ম) ২২০০০-৫৩০৬০/-
পদের সংখ্যা : ০৫
লোক-প্রশাসন/রাষ্ট্রবিজ্ঞান/অর্থনীতি/সমাজবিজ্ঞান/নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত অন্য কোন সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্সসহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি।
পদের নাম : সহকারী পরিচালক (খেলাধুলা)-(assistance director playing)
বেতন স্কেল : (গ্রেড-৯ম) ২২০০০-৫৩০৬০/-
পদের সংখ্যা : ০২
কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে শরীরচর্চা শিক্ষা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হইবে।
পদের নাম : এস্টেট অফিসার(astet officer)
বেতন স্কেল : (গ্রেড-১০ম) ১৬০০০-৩৮৬৪০/-
পদের সংখ্যা : ০১
সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বৎসরের অভিজ্ঞতাসহ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি
পদের নাম : কারিগরি তদারককারী(supervisor)
বেতন স্কেল : (গ্রেড- (১০ম) ১৬০০০-৩৮৬৪০/-
পদের সংখ্যা : ০২
সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের অভিজ্ঞতাসহ কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উহার সমমানের এবং তৎসহ পলিটেকনিক/ভকেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল/তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বৎসরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তৎসহ কোন স্বীকৃতিপ্রাপ্ত পলিটেকনিক/ভকেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল/তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা।