Advertisement

BANGLADESH INSURANCE DEVELOPMENT AND CONTROLLED AUTHORITIES CIRCULAR -2023

Insurance development and controlled authorities job circular. The total post is three and vacancy 14.The post is computer operator, assistant chairman and data entry post.educational qualification and experience remarkable.

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার -২০২৩

Insurance development and controlled authorities job circular bd -2023.

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে  বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://idra.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদন গ্রহণ  করবে।আবেদন লিংক নিচে উল্লেখ আছে। 

আবেদন লিংকঃ(http://idra.teletalk.com.bd

আবেদন শুরুর তারিখঃ  ১৯/১১/২০২৩; সকাল ১০.০০

আবেদন শেষের তারিখঃ১২/১২/২০২৩

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ৩ টি পদে ১৪ জন নিয়োগ দিবে। 

পদের নাম ও সংখ্যা :

১. কম্পিউটার অপারেটর -৭

২.চেয়ারম্যান  সদস্যগণের সহকারী -২

৩.ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর -৫

যে সকল লোক উক্তপদে আবেদন করতে পারবে এবং শিক্ষা গত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ আছে। 

পদের নাম : কম্পিউটার অপারেটর(computer operator)

গ্রেড ও বেতন স্কেল : (গ্রেড-১৩ )  ১১,০০০- ২৬,৫৯০/-

পদ  সংখ্যা ঃ ৭

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি;

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।


পদের নাম : চেয়ারম্যান  ও সদস্যগণের সহকারী (chairman assistant) 

গ্রেড ও বেতন স্কেল :  [ গ্রেড-১৪] ১০,২০০- ২৪,৬৮০/-

পদ  সংখ্যা  ঃ ২

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী।


পদের নাম : ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর(Data entry/control operator)

গ্রেড ও বেতন স্কেল :  [গ্রেড-১৬] ৯,৩০০-২২৪৯০ /-

পদ  সংখ্যা  ঃ ৫

(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হবে।

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, বগুড়া, কুড়িগ্রাম, মাগুড়া, পটুয়াখালী, সিলেট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে সরকারি/বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারব।


The 20th bcs preliminary question in solution Click here

Biman airforce job circular bd 2023 Click here