The planning department circular 2023.The post is 5 include. The vacancy is 27. The health Department and Planning department circular.
পরিকল্পনা বিভাগের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন (Online)আবেদন গ্রহণ করবে। বাংলাদেশের স্থায়ী জনগণের নিকট হতে এ আবেদন গ্রহণ করবে।
আবেদন লিংক :
http://plandiv.teletalk.com.bd
আবেদন শুরুর তারিখ : ১৫ নভেম্বর ২০২৩
আবেদন শেষের তারিখ : ৩০ নভেম্বর ২০২৩
পরিকল্পনা বিভাগ মোট ৫ টি পদে২৭ টি শুণ্য পদে নিয়োগ দিবে।পদগুলো হল:
১.সাঁট মুদ্রাক্ষরিক-কাম- কম্পিউটার অপারেটর-৩
২.কম্পিউটার অপারেটর-৪
৩. অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক-১
৪.ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-৩
৫.অফিস সহায়ক-১৬
পদের নাম ; সাঁট মুদ্রাক্ষরিক-কাম- কম্পিউটার অপারেটর(sat mudrakkhorik cum computer operator)
গ্রেড ও বেতন স্কেল ;(গ্রেড -১৩) ১১,০০০-২৬,৫৯০/-
পদের সংখ্যা ;০৩
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক যা সমমানের ডিগ্রি;
খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত;
গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ।
ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ এবং
ঙ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ; কম্পিউটার অপারেটর(computer operator)
গ্রেড ও বেতন স্কেল ; (গ্রেড -১৩) ১১,০০০-২৬,৫৯০/-
পদের সংখ্যা ; ০৪
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;
খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
পদের নাম ; অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক(office assistant cum computer mudrakkhorik)
গ্রেড ও বেতন স্কেল ; (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যা ; ০১
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ০৩ (তিন) B বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত
গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ;
ঘ) কম্পিউটারে word processingসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ; ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর(Data entry/control operator)
গ্রেড ও বেতন স্কেল ; (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যা ; ০৩
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
ঢাকা, গাজীপুর, মুন্সিগ নারায়নগঞ্জ, নরসিংদী, মাদারিপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, নিলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ তবে, এতিম ও শারীি প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
পদের নাম ; অফিস সহায়ক(office sohayok)
গ্রেড ও বেতন স্কেল; (গ্রেড ২০) ৮২৫০-২০০,১০
পদের সংখ্যা ; ১৬
ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, বরগুনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ তবে, এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরিক এ দুটি পদে বিভাগীয় প্রার্থী এর ক্ষেত্রে বয়স ৪০ বছর শিথিল যোগ্য। অন্যান্য পদে ৩০ বছর।
The health,planning Department job is very important job.The students create employment for the job.the sat mudrakkhorik computer operator, computer operator, office soyayok,Data entry,Control operator post the circular include.
The 15th bcs preliminary question in solution Visit here
The Bangladesh airforce job circular Visit here