Advertisement

BANGLADESH TELECOMMUNICATION COMMISSION JOB CIRCULAR AII POST -2023

The telecommunication control Commission job circular 2023.the post have 20 and total vacancy 39.The post have post name, vacancy,salary scale, educational qualification.

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন  নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৩

Bangladesh telecommunication control Commission job circular -2023

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যে সকল পদে সকল জেলার লোক আবেদন করতে পারবে না। শুধুমাত্র যে সকল জেলার লোক আবেদন করতে পারবে তা উল্লেখ করা আছে পদের নিচে। 

Bangladesh telecommunication control Commission the 5 post cum- computer operator,cleaner,driver,electrition all district not apply in this post.

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ২০ টি পদে ৩৯ জন লোক নিয়োগ দিবে। ৫টি পদ ছাড়া সকল পদে সকল জেলার লোক আবেদন করতে পারবে। 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন গ্রহণ করবে এবং নিয়োগ দিবে। 

 আবেদন লিংক :

http://btrc.teletalk.com.bd/

আবেদন শুরুর তারিখ : ০২ নভেম্বর ২০২৩

আবেদন শেষের তারিখ : ৩০ নভেম্বর ২০২৩

পদের নাম ও পদসংখ্যা
১। সহকারী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন)-০১
২। সহকারী পরিচালক (তরঙ্গ ব্যবস্থাপনা)- ০৪
৩। সহকারী পরিচালক (লিগ্যাল)-০২
৪। সহকারী পরিচালক (প্রকৌশল ও পরিচালন)-০৩
৫। সহকারী পরিচালক (এনফোর্সমেন্ট)-০১
৬। উপ-সহকারী পরিচালক (আইটি)-০১
৭। উপ-সহকারী পরিচালক (অর্থ,হিসাব ও রাজস্ব)-০১
৮। উপ-সহকারী পরিচালক (তরঙ্গ ব্যবস্থাপনা)-০১
৯। উপ-সহকারী পরিচালক (লিগ্যাল)-০২
১০। উপ-সহকারী পরিচালক (লাইসেন্স)-০৩
১১। উপ-সহকারী পরিচালক (পরিদর্শন)-০১
১২। ব্যক্তিগত কর্মকর্তা-০১
১৩। কম্পিউটার অপারেটর-০২
১৪। হিসাবরক্ষক-০১
১৫। ক্যাশিয়ার-০১
১৬। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর  -০১
১৭।গাড়িচালক-০৯
১৮।ইলেক্ট্রিশিয়ান ও টেকনিশিয়ন -০১
১৯। পরিচ্ছন্নতা কর্মী -০১
২০। অফিস সহায়ক-০২


পদের নাম ; . অফিস-সহকারী-কাম কম্পিউটার অপারেটর(office sohokari cum computer operator) 

গ্রেড ও বেতন স্কেল ; গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০

পদ সংখ্যা ; ০১

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের | সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি লক্ষীপুর, নোয়াখালী, মিনিটে (অ) বাংলায় ২০(বিশ) শব্দ; এবং (আ) ইংরেজিতে ২০(বিশ) শব্দ

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন  ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া,  গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, বাগেরহাট, ভোলা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


পদের নাম ; গাড়িচালক(driver)

গ্রেড ও বেতন স্কেল ; গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০

পদ সংখ্যা ; ০৯

(ক) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে; এবং

(গ) যানবাহন চালনায় ৫(পাঁচ) বৎসরের  অভিজ্ঞতা

(গ) যানবাহন চালনায় ৫(পাঁচ) বৎসরের  অভিজ্ঞতা

ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, বাগেরহাট, ভোলা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ ।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


পদের নাম ;  ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান(electrition and technition)

গ্রেড ও বেতন স্কেল ; গ্রেড-১৮ ৮৮০০-২১৩১0

পদ সংখ্যা ; ০১

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) কেনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ ; এবং

(গ) প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর হইতে লাইসেন্সপ্রাপ্ত।

 যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন  ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাক্ষ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, পাবনা, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা, যশোর, বরিশাল, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


পদের নাম ; পরিচ্ছন্নতাকর্মী(cleaner)

গ্রেড ও বেতন স্কেল ; গ্রেড-২০ ৮২৫০-২০০১০

পদ সংখ্যা ; ০১

কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; | তবে শর্ত থাকে যে, মোট পদের | শতকরা ৮০(আশি) ভাগ পদ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীর জন্য সংরক্ষিত থাকিবে; আরও শর্ত থাকে যে, জাত হরিজন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদ সাধারণ প্রার্থী হইতে পূরণ করা যাইবে ।


পদের নাম ; অফিস সহায়ক(office sohayok)

গ্রেড ও বেতন স্কেল ; গ্রেড-২০ ৮২৫০-২০০১০

পদ সংখ্যা ; ০২

কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, ব্ৰাহ্মনবাড়িয়া, ফেনী, রাজশাহী, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বরিশাল, পটুয়াখালি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যে সকল পদে সকল জেলার লোক আবেদন করতে পারবে সে সকল পদ পেতে নিচের লিংক প্রবেশ করুন visit here
 The airforce job circular and apply link Visit here
15 th bcs preliminary question in solution Click here
16 th bcs preliminary mcq question in solution Click here