Bangladesh financial zone authorities prime minister office all post job circular 2023.the 7 post and vacancy 31.computer operator,cum computer operator, post name vacancy, salary grade,educational qualification, experience included.
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নিম্নোক্ত স্থায়ী পদসমূহে কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন গ্রহণ করবে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী কার্যালয়ে ৭টি পদে ৩১ জন নিয়োগ দিবে।
পদের নাম ও সংখ্যা
১.সাঁটলিপিকার কাম- কম্পিউটার অপারেটর-০২
২.ক্যাশিয়ার-০১
৩.উচ্চমান সহকারী-০৪
৪.কার্য সহকারী-০৩
৫.অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৬
৬.গাড়ি চালক-০৪
৭.হিসাব সহকারী-০১
আবেদন লিংক :
আবেদন শুরুর তারিখ :২৩.১১.২০২৩
আবেদন শেষের তারিখ :১৫.১২.২০২৩
পদের নাম : সাঁটলিপিকার কাম- কম্পিউটার অপারেটর( sat lipikar cum computer operator)
বেতন - স্কেল : (গ্রেড-১৩) : ১১০০০-২৬৫90
পদের সংখ্যা : ০২
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং
(গ) মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা-২০১৯-এর তফশিল-২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও
(১) সাঁটলিপি: প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ; ৩০ বছর
(২) কম্পিউটার মুদ্রাক্ষর: প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ
পদের নাম : ক্যাশিয়ার(casher)
বেতন - স্কেল : (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০
পদের সংখ্যা : ০১
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ২য় বিভাগ/শ্রেণির বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতক ডিগ্রী।
পদের নাম : উচ্চমান সহকারী(highest assistant)
বেতন - স্কেল : (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০
পদের সংখ্যা : ০৪
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
পদের নাম : হিসাব সহকারী(accounts assistance)
বেতন - স্কেল : (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০
পদের সংখ্যা : ০১
কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগে বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ; এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
পদের নাম : কার্য সহকারী(work assistance)
বেতন - স্কেল : (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০
পদের সংখ্যা : ০৩
কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিল ট্রেডে ভোকেশনাল উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ; এবং
MS Word, Power Point, Excel, Internet সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
পদের নাম : অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক(office sohokari cum computer operator)
বেতন - স্কেল : (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০
পদের সংখ্যা : ১৬
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ- তে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং
(গ) মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা-২০১৯-এর তফশিল-২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর-এ প্রতিমিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০শব্দ এবং বাংলায় ২০ শব্দ
পদের নাম : গাড়ি চালক(Driver)
বেতন - স্কেল : (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০
পদের সংখ্যা : ০৪
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স;
(গ) সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফশিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(ঘ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ প্রাধিকার পাবেন।