Advertisement

BANGLADESH FINANCIAL ZONE AUTHORITY PRIME MINISTER OFFICE JOB CIRCULAR -2023

Bangladesh financial zone authorities prime minister office all post job circular 2023.the 7 post and vacancy 31.computer operator,cum computer operator, post name vacancy, salary grade,educational qualification, experience included.

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী এর কার্যালয় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Bangladesh financial zone authorities prime minister office job circular all post 2023.


বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নিম্নোক্ত স্থায়ী পদসমূহে কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে  আবেদন গ্রহণ করবে। 

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী কার্যালয়ে ৭টি পদে ৩১ জন নিয়োগ দিবে। 

পদের নাম ও সংখ্যা 

১.সাঁটলিপিকার কাম- কম্পিউটার অপারেটর-০২

২.ক্যাশিয়ার-০১

৩.উচ্চমান সহকারী-০৪

৪.কার্য সহকারী-০৩

৫.অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৬

৬.গাড়ি চালক-০৪

৭.হিসাব সহকারী-০১


আবেদন লিংক :

http://beza.teletalk.com.bd

আবেদন শুরুর তারিখ :২৩.১১.২০২৩

আবেদন শেষের তারিখ :১৫.১২.২০২৩


পদের নাম : সাঁটলিপিকার কাম- কম্পিউটার অপারেটর( sat lipikar cum computer operator) 

বেতন - স্কেল  : (গ্রেড-১৩) : ১১০০০-২৬৫90 

পদের  সংখ্যা : ০২

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি;

(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং

(গ) মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা-২০১৯-এর তফশিল-২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও

(১) সাঁটলিপি: প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ; ৩০ বছর

(২) কম্পিউটার মুদ্রাক্ষর: প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ


 পদের নাম : ক্যাশিয়ার(casher)

বেতন - স্কেল  : (গ্রেড-১৪)  ১০২০০-২৪৬৮০

পদের  সংখ্যা : ০১

 কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ২য় বিভাগ/শ্রেণির বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতক ডিগ্রী।


 পদের নাম : উচ্চমান সহকারী(highest assistant) 

বেতন - স্কেল  :  (গ্রেড-১৪)   ১০২০০-২৪৬৮০

পদের  সংখ্যা : ০৪

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।


 পদের নাম :   হিসাব সহকারী(accounts assistance) 

বেতন - স্কেল  :  (গ্রেড-১৬)   ৯৩০০-২২৪৯০ 

পদের  সংখ্যা : ০১

 কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগে বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ; এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।


 পদের নাম : কার্য সহকারী(work assistance) 

বেতন - স্কেল  :  (গ্রেড-১৬)   ৯৩০০-২২৪৯০ 

পদের  সংখ্যা : ০৩

কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিল ট্রেডে ভোকেশনাল উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ; এবং 

 MS Word, Power Point, Excel, Internet সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।


 পদের নাম :  অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক(office sohokari cum computer operator) 

বেতন - স্কেল  :  (গ্রেড-১৬)   ৯৩০০-২২৪৯০

পদের  সংখ্যা : ১৬

(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ- তে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং 

(গ) মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা-২০১৯-এর তফশিল-২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর-এ প্রতিমিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০শব্দ এবং বাংলায় ২০ শব্দ


 পদের নাম : গাড়ি চালক(Driver)

বেতন - স্কেল  : (গ্রেড-১৬)  ৯৩০০-২২৪৯০ 

পদের  সংখ্যা : ০৪

(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; 

(খ) হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স;

(গ) সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফশিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ; এবং

(ঘ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ প্রাধিকার পাবেন।