The 36 th bcs preliminary exam held in 2016.The exam total marks two hundred. The exam has very competitive exam. The 36 th bcs preliminary question general knowledge and ict question given here.
১. আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
(ক) NOON
(খ) SOS
(গ) OTTO
(ঘ) OPT
উত্তরঃ গ) OTTO।
২. বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
(ক) দ্রাবিড়
(খ) নেগ্রিটো
(গ) ভোটচীন
(ঘ) অস্ট্রিক
উত্তরঃ ঘ) অস্ট্রিক।
৩. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?
(ক) তাম্রলিপ্ত
(খ) পুন্ড্র
(গ) গৌড়
(ঘ) হরিকেল
উত্তরঃ খ) পুন্ড্র।
৪. বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
(ক) আইন-ই-আকবরী
(খ) আলমগীর নামা
(গ) আকবর নামা
(ঘ) তুজুক-ই-আকবরী
উত্তরঃ ক) আইন-ই-আকবরী।
৫. ঢাকার লালবাগের দূর্গ নির্মাণ করেন?
(ক) শাহ সুজা
(খ) মীর জুলমা
(গ) সুবেদার ইসলাম খান
(ঘ) শায়েস্তা খান
উত্তরঃ ঘ) শায়েস্তা খান।
৬. বাংলার “ছিয়াত্তরের মনন্তর” এর সময় কাল–
(ক) ১৭৬৫ খ্রীষ্টাব্দ
(খ) ১৭৬০ খ্রীষ্টাব্দ
(গ) ১৭৭০ খ্রীষ্টাব্দ
(ঘ) ১৭৫৬ খ্রীষ্টাব্দ
উত্তরঃ গ) ১৭৭০ খ্রীষ্টাব্দ।
৭. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
(ক) ২ ফেব্রুয়ারী ১৯৫২
(খ) ৩১ জানুয়ারী ১৯৫২
(গ) ১৮ ফেব্রুয়ারী ১৯৫২
(ঘ) ২০ জানুয়ারী ১৯৬৯
উত্তরঃ খ) ৩১ জানুয়ারী ১৯৫২।
৮. ৬ দফা দাবী পেশ করা হয়ঃ
(ক) ১৯৭০ সালে
(খ) ১৯৬৯ সালে
(গ) ১৯৬৫ সালে
(ঘ) ১৯৬৬ সালে
উত্তরঃ ঘ) ১৯৬৬ সালে।
৯. বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষনের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলঃ
(ক) মার্শাল ‘ল’ পদত্যাগের আন্দোলন
(খ) প্রেসিডেন্ট ইয়াহিয়ার পদত্যাগ আন্দোলন
(গ) পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
(ঘ) ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
উত্তরঃ গ) পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন।
১০. ২৬ মার্চ ১৯৭১–এর স্বাধীনতা ঘোষনা বঙ্গবন্ধু জারী করেন–
(ক) ওয়ারলেসের মাধ্যমে
(খ) বেতার/রেডিওর মাধ্যমে
(গ) টেলিগ্রামের মাধ্যমে
(ঘ) টেলিভিশনের মাধ্যমে
উত্তরঃ ক) ওয়ারলেসের মাধ্যমে।
১১. বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয়–
(ক) অগ্রহায়ণ-পৌষ মাসে
(খ) ভাদ্র-আশ্বিন মাসে
(গ) আষাঢ়-শ্রাবণ মাসে
(ঘ) মাঘ-ফাল্গুন
উত্তরঃ ক) অগ্রহায়ণ-পৌষ মাসে।
১২. সুন্দরবন–এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?
(ক) ৬৬%
(খ) ৬২%
(গ) ৫৮%
(ঘ) ৫০%
উত্তরঃ খ) ৬২%।
১৩. MDG –এর অন্যতম লক্ষ্য কি?
(ক) HIV/AIDS নির্মূল করা
(খ) যক্ষা নির্মুল করা
(গ) ক্ষুধা ও দারিদ্র দূর করা
(ঘ) দেশ থেকে পোলিও
উত্তরঃ গ) ক্ষুধা ও দারিদ্র দূর করা।
১৪. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
(ক) ১৫ তম
(খ) ১৪ তম
(গ) ১৩ তম
(ঘ) ১২ তম
উত্তরঃ ক) ১৫ তম।
১৫. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?
(ক) বহুকক্ষ বিশিষ্ট
(খ) তিন কক্ষ
(গ) দুই বা দ্বিকক্ষ
(ঘ) এক কক্ষ
উত্তরঃ ঘ) এক কক্ষ।
১৬. ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
(ক) ৫১টি
(খ) ১৬২টি
(গ) ১১১টি
(ঘ) ১০১টি
উত্তরঃ গ) ১১১টি।
১৭. বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
(ক) ৩৪০-২৫০ ৩৮’ উত্তর অক্ষাংশে
(খ) ৮৮০ ০১’ ৯২০-৪১’ দক্ষিণ পূর্ব দ্রাঘিমাংশে
(গ) ৮০০-৩১’ ৪০০-৯০’ দ্রাঘিমাংশে
(ঘ) ২২০-৩০’ ২০০-৩৪’ দক্ষিণ অক্ষাংশে
উত্তরঃ খ) ৮৮০ ০১’ ৯২০-৪১’ দক্ষিণ পূর্ব দ্রাঘিমাংশে।
১৮. বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?
(ক) ১৯৭৪ সাল
(খ) ১৯৭৩ সাল
(গ) ১৯৭২ সাল
(ঘ) ১৯৭৭ সাল
উত্তরঃ ক) ১৯৭৪ সাল।
১৯. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর ধর্ম ইসলাম?
(ক) খিয়াং
(খ) পাঙন
(গ) মারামা
(ঘ) রাখাইন
উত্তরঃ খ) পাঙন।
২০. ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?
(ক) ঈশা খান
(খ) শায়েস্তা খান
(গ) ইসলাম খান
(ঘ) পরিবিবি
উত্তরঃ গ) ইসলাম খান।
২১. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?
(ক) ৯ মে ১৯৫৪
(খ) ২২ ফেব্রুয়ারী ১৯৫৩
(গ) ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬
(ঘ) ২১ ফেব্রুয়ারী ১৯৫২
উত্তরঃ গ) ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬।
২২. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?
(ক) ২৫ মার্চ ১৯৭১
(খ) ২৬ মার্চ ১৯৭১
(গ) ১৬ ডিসেম্বর ১৯৭১
(ঘ) ১৪ ডিসেম্বর ১৯৭১
উত্তরঃ ঘ) ১৪ ডিসেম্বর ১৯৭১।
২৩. বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
(ক) গ্রীস
(খ) স্পেন
(গ) যুক্তরাজ্য
(ঘ) পূর্ব জার্মানী
উত্তরঃ ঘ) পূর্ব জার্মানী।
২৪. বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
(ক) ১৭টি
(খ) ২০টি
(গ) ১৯টি
(ঘ) ৬৪টি
উত্তরঃ গ) ১৯টি।
২৫. ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?
(ক) সিলেট
(খ) মৌলভীবাজার
(গ) রাঙামাটি
(ঘ) বান্দরবন
উত্তরঃ গ) রাঙামাটি।
২৬. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?
(ক) ঈশ্বরদী, পাবনা
(খ) লালপুর, নাটোর
(গ) নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
(ঘ) পুটিয়া, রাজশাহী
উত্তরঃ খ) লালপুর, নাটোর।
২৭. বাংলাদেশের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়?
(ক) ২৬ মার্চ ১৯৭১
(খ) ১৭ জানুয়ারী ১৯৭২
(গ) ১৬ ডিসেম্বর ১৯৭১
(ঘ) ২১ ফেব্রুয়ারী ১৯৭২
উত্তরঃ ক) ২৬ মার্চ ১৯৭১।
২৮. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
(ক) প্রথম ৪টি
(খ) প্রথম ১০টি
(গ) প্রথম ৬টি
(ঘ) প্রথম ৫টি
উত্তরঃ ক) প্রথম ৪টি।
২৯. ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
(ক) পরিকল্পনা মন্ত্রী
(খ) অর্থমন্ত্রী
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) স্পীকার
উত্তরঃ গ) প্রধানমন্ত্রী।
৩০. ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নতজাত?
(ক) গম
(খ) পাট
(গ) ধান
(ঘ) কলা
উত্তরঃ ঘ) কলা।
৩১. বর্তমান সময়ে বাংলাদেশে সরকারের বড় অর্জন কোনটি?
(ক) সমুদ্র বিজয়
(খ) যুদ্ধপরাধীদের বিচার
(গ) বৈদেশিক মুদ্রার রিজার্ভ
(ঘ) বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি
উত্তরঃ খ) যুদ্ধপরাধীদের বিচার।
৩২. কোন সঙ্কটকে কেন্দ্র করে ১৯৫০ সালের “শান্তি ঐক্য প্রস্তাব” জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
(ক) কোরিয়া সংকট
(খ) ভিয়েতনাম সংকট
(গ) সাইপ্রাস সংকট
(ঘ) প্যালেষ্টাইন সংকট
উত্তরঃ ক) কোরিয়া সংকট।
৩৩. সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?
(ক) ১৯০৩
(খ) ১৮৮৯
(গ) ১৮৫৪
(ঘ) ১৮৬৯
উত্তরঃ ঘ) ১৮৬৯।
৩৪. নিম্নলিখিত কোনটি International mother Earth day?
(ক) ১৮ এপ্রিল
(খ) ২০ এপ্রিল
(গ) ২২ এপ্রিল
(ঘ) ২৪ এপ্রিল
উত্তরঃ গ) ২২ এপ্রিল।
৩৫. প্রেসিডেন্ট–উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
(ক) ১৪
(খ) ১৩
(গ) ১২
(ঘ) ৯
উত্তরঃ ক) ১৪।
৩৬. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?
(ক) ৪
(খ) ৩
(গ) ২
(ঘ) ৫
উত্তরঃ ক) ৪।
৩৭. লাউসের (Laos) সরকারি নাম কি?
(ক) Democratic Republic of Laos
(খ) Kingdom of Laos
(গ) Republic of Laos
(ঘ) Laos People’s Democratic Republic
উত্তরঃ ঘ) Laos People’s Democratic Republic।
৩৮. নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত?
(ক) ভারত
(খ) চীন
(গ) মায়ানমার
(ঘ) আফগানিস্তান
উত্তরঃ খ) চীন।
৩৯. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষ পদটি কি?
(ক) মহাসচিব
(খ) মহাপরিচালক
(গ) প্রশাসক
(ঘ) প্রেসিডেন্ট
উত্তরঃ গ) প্রশাসক।
৪০. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
(ক) ১০০ বিলিয়ন ডলার
(খ) ৮০ বিলিয়ন ডলার
(গ) ১৫০ বিলিয়ন ডলার
(ঘ) ২০০ বিলিয়ন ডলার
উত্তরঃ ক) ১০০ বিলিয়ন ডলার।
৪১. যুক্তরাষ্ট্রে কবে একক ভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
(ক) জুন ২০০১
(খ) জুন ২০০০
(গ) জুন ২০০২
(ঘ) জুন ২০০৩
উত্তরঃ গ) জুন ২০০২।
৪২. আরবলীগ প্রতিষ্ঠা পায়–
(ক) ১৯৫০
(খ) ১৯৪৯
(গ) ১৯৪০
(ঘ) ১৯৪৫
উত্তরঃ ঘ) ১৯৪৫।
৪৩. “YALTA Conference” এর একটি লক্ষ্য ছিল–
(ক) যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
(খ) জাতিসংঘ প্রতিষ্ঠা
(গ) জিব্রালটার প্রণালীর সুরক্ষা
(ঘ) বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
উত্তরঃ খ) জাতিসংঘ প্রতিষ্ঠা।
৪৪.বৰ্তমানে NAM এর সদস্য সংখ্যা কত–
(ক) 120
(খ) ১৫
(গ) ৭৭
(ঘ) ২১
উত্তরঃ ক) 120।
৪৫. War and Peace উপন্যাসের রচয়িতা–
(ক) লিও টলষ্টয়
(খ) ডেভিড রিকার্ডে
(গ) কার্ল মার্কস
(ঘ) জেন অস্টিন
উত্তরঃ ক) লিও টলষ্টয়।
৪৬. আন্তর্জাতিক রেডক্রস এর সদর দপ্তরঃ
(ক) ভিয়েনা
(খ) জেনেভা
(গ) প্যারিস
(ঘ) লন্ডন
উত্তরঃ খ) জেনেভা।
৪৭. IAEA –এর সদর দপ্তর হচ্ছেঃ
(ক) জেনেভা
(খ) ভিয়েনা
(গ) ওয়াশিংটন
(ঘ) প্যারিস
উত্তরঃ খ) ভিয়েনা।
৪৮. সার্ক প্রতিষ্ঠিত হয়ঃ
(ক) ১৯৮৩
(খ) ১৯৮৪
(গ) ১৯৮২
(ঘ) ১৯৮৫
উত্তরঃ ঘ) ১৯৮৫।
৪৯. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪৫
(খ) ১৯৪১
(গ) ১৯৪৮
(ঘ) ১৯৪৯
উত্তরঃ ক) ১৯৪৫।
৫০. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
(ক) ইরান
(খ) সিরিয়া
(গ) ইরাক
(ঘ) মিশর
উত্তরঃ খ) সিরিয়া।
৫১. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
(ক) ভারত
(খ) আলজেরিয়া
(গ) আলবেনিয়া
(ঘ) মেসিডোনিয়া
উত্তরঃ ঘ) মেসিডোনিয়া।
৫২. বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়?
(ক) ১৯৯৮ সালে
(খ) ১৯৯৯ সালে
(গ) ২০০০ সালে
(ঘ) ১৯৯৭ সালে
উত্তরঃ ঘ) ১৯৯৭ সালে।
৫৩. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
(ক) ৩৯৭৮ কি. মিঃ.
(খ) ৪১৫৬ কি. মি.
(গ) ৪৩৭১ কি. মি.
(ঘ) ৫১৩৮ কি. মি.
উত্তরঃ খ) ৪১৫৬ কি. মি.।
৫৪. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
(ক) ১১.৮ কি. মি.
(খ) ১২.২ কি. মিঃ.
(গ) ১১.২ কি. মি.
(ঘ) ১২.৮ কি. মি.
উত্তরঃ ক) ১১.৮ কি. মি.।
৫৫. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়–
(ক) কোয়ার্ডবেট
(খ) GIS
(গ) ফুটমার্ক
(ঘ) পাগ-মার্ক
উত্তরঃ ঘ) পাগ-মার্ক।
৫৬. ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায়–
(ক) ১০০-২০০ কিঃ মিঃ
(খ) ৩০০-৪০০ কিঃ মিঃ
(গ) ৭০০-৮০০ কিঃ মিঃ
(ঘ) ৯০০-১০০০ কিঃ মিঃ
উত্তরঃ গ) ৭০০-৮০০ কিঃ মিঃ।
৫৭. ফিশারীজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
(ক) ঢাকায়
(খ) চাঁদপুরে
(গ) নারায়ণগঞ্জে
(ঘ) খুলনায়
উত্তরঃ খ) চাঁদপুরে।
৫৮. সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে Climate refugee হবে?
(ক) ৩ কোটি
(খ) ৪ কোটি
(গ) ৪.৫ কোটি
(ঘ) ৩.৫ কোটি
উত্তরঃ ঘ) ৩.৫ কোটি।
৫৯. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
(ক) ৯৪ শতাংশ
(খ) ৯৮ শতাংশ
(গ) ৯৯.৯৭ শতাংশ
(ঘ) ৯০ শতাংশ
উত্তরঃ গ) ৯৯.৯৭ শতাংশ।
৬০. বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তমানের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
(ক) ৩০%
(খ) ৪০%
(গ) ৫০%
(ঘ) ৬০%
উত্তরঃ ক) ৩০%।
৬১. দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
(ক) ১৯ জানুয়ারী
(খ) ১১ জানুয়ারী
(গ) ১ জানুয়ারী
(ঘ) ২১ মার্চ
উত্তরঃ ক) ১৯ জানুয়ারী।
৬২. সুনামীর কারণ হলো–
(ক) আগ্নেয়গিরির অগ্নুৎপাত
(খ) সমুদ্রের তলদেশে ভূমিকম্প
(গ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ
(ঘ) ঘূর্ণীঝড়
উত্তরঃ খ) সমুদ্রের তলদেশে ভূমিকম্প।
৬৩. যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়–
(ক) ইনফেকশন
(খ) টক্সিন
(গ) প্যাথজেনিক
(ঘ) জীবানু
উত্তরঃ গ) প্যাথজেনিক।
৬৪. শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরী?
(ক) স্বীকৃতি
(খ) স্নেহ
(গ) সাফল্য
(ঘ) উল্লেখিত সব কটি
উত্তরঃ ঘ) উল্লেখিত সব কটি।
৬৫. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
(ক) অ্যামাইলেজ
(খ) টয়ালিন
(গ) লাইপেজ
(ঘ) ট্রিপসিন
উত্তরঃ ঘ) ট্রিপসিন।
৬৬. বায়ুমন্ডলে শতকরা কতভাগ আরগন বিদ্যমান?
(ক) ৭৮.০
(খ) ০.৪১
(গ) ০.৮
(ঘ) ০.৩
উত্তরঃ গ) ০.৮।
৬৭. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
(ক) ফুসফুসে
(খ) প্লিহাতে
(গ) বৃক্কে
(ঘ) হৃদযন্ত্রে
উত্তরঃ খ) প্লিহাতে।
৬৮. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
(ক) ডায়নামো
(খ) ট্রান্সফরমার
(গ) বৈদ্যুতিক মটর
(ঘ) হুইল
উত্তরঃ ক) ডায়নামো।
৬৯. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
(ক) রেচন তন্ত্রের
(খ) স্নায়ুতন্ত্রের
(গ) পরিপাক তন্ত্রের
(ঘ) শ্বাস তন্ত্রের
উত্তরঃ খ) স্নায়ুতন্ত্রের।
৭০. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
(ক) জন্ডিস
(খ) এইডস
(গ) নিওমোনিয়া
(ঘ) চোখ ওঠা
উত্তরঃ গ) নিওমোনিয়া।
৭১. প্রাণী জগতের উতপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে–
(ক) জেনেটিক
(খ) ইভোলিওশন
(গ) জুওলজী
(ঘ) বায়োলজী
উত্তরঃ ক) জেনেটিক।
৭২. কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
(ক) সিএনজি
(খ) অকটেন
(গ) পেট্রোল
(ঘ) ডিজেল
উত্তরঃ ঘ) ডিজেল।
৭৩. মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে প্রবাহিত হয়–
(ক) শব্দ শক্তি
(খ) আলোক শক্তি
(গ) চৌম্বক শক্তি
(ঘ) তড়িৎ শক্তি
উত্তরঃ ঘ) তড়িৎ শক্তি।
৭৪. জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
(ক) আলফা রশ্মি
(খ) বিটা রশ্মি
(গ) গালা (গামা) রশ্মি
(ঘ) আলট্রাভায়োলেট রশ্মি
উত্তরঃ গ) গালা (গামা) রশ্মি।
৭৫. কোন রং বেশী দূর থেকে দেখা যায়?
(ক) কালো
(খ) হলুদ
(গ) লাল
(ঘ) সাদা
উত্তরঃ গ) লাল।
৭৬. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো–
(ক) আইসোটোন
(খ) আইসোটোপ
(গ) আইসোবার
(ঘ) রাসায়নিক পদার্থ
উত্তরঃ খ) আইসোটোপ।
৭৭. নিচের কোন মেমোরীটি Non-volatile?
(ক) DRAM
(খ) ROM
(গ) SRAM
(ঘ) উপরের সবগুলোই
উত্তরঃ খ) ROM।
৭৮. নিচের কোনটি 3G Language নয়? –
(ক) Machine Language
(খ) Java
(গ) C
(ঘ) All of the above
উত্তরঃ ক) Machine Language।
৭৯. নিচের কোন উক্তিটি সঠিক?
(ক) ১ কিলোবাইট = ১০০০ বাইট
(খ) ১ মেগাবাইট = ১০২৪ বাইট
(গ) ১ কিলোবাইট = ১০২৪ বাইট
(ঘ) ১ মেগাবাইট = ১০০০ বাইট
উত্তরঃ গ) ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
৮০. wi-fi কোন স্ট্যান্ডার্ড–এর উপর ভিত্তি করে কাজ করে?
(ক) IEEE 804.11
(খ) IEEE 803.11
(গ) IEEE 806.11
(ঘ) IEEE 802.11
উত্তরঃ ঘ) IEEE 802.11।
৮১. নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
(ক) WAN
(খ) TV রিমোট কন্ট্রোল
(গ) Satellite Communication
(ঘ) MAN
উত্তরঃ খ) TV রিমোট কন্ট্রোল।
৮২. (1011)2 + (0101)2 =?
(ক) (1100)2
(খ) (11000)2
(গ) (01100)2
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ঘ) কোনটিই নয়।
৮৩. WiMAX এর পূর্ণরূপ কি?
(ক) Worldwide Interoperability for Microwave Access
(খ) Worldwide Internet for Microwave Access
(গ) worldwide Interconnection for Microwave access
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক) Worldwide Interoperability for Microwave Access।
৮৪. Boolean Algebra- এর নিচের কোনটি সঠিক?
(ক) A + A = 2A
(খ) A.A = 1
(গ) A + Ā = 1
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ গ) A + Ā = 1।
৮৫. 8086 কত বিটের মাইক্রো প্রসেসর–
(ক) 16
(খ) 8
(গ) 32
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ ক) 16।
৮৬. Mobile Phone- এর কোনটি input device- নয়?
(ক) Power Supply
(খ) Touch Screen
(গ) Keypad
(ঘ) Camera
উত্তরঃ ক) Power Supply।
৮৭. নিচের কোনটি ডাটাবেজ Language?
(ক) C
(খ) MS-Word
(গ) Oracle
(ঘ) কোনটি নয়
উত্তরঃ গ) Oracle।
৮৮. LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) এটি একটি বিজনেস অরিয়েন্টেন্ড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
(খ) এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত
(গ) ২০০৬ সালের এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়
(ঘ) উপরের সবগুলোই
উত্তরঃ ঘ) উপরের সবগুলোই।
৮৯. কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
(ক) এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে
(খ) বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
(গ) দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
(ঘ) কোনটি নয়
উত্তরঃ গ) দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে।
৯০. নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?
(ক) RAM
(খ) Hard Disk
(গ) Pen drive
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক) RAM।
৯১. Plotter কোন ধরনের ডিভাইস?
(ক) মেমোরী
(খ) ইনপুট
(গ) আউটপুট
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ গ) আউটপুট।
৯২. Power: A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা?
(ক) ম্যাকিয়াভেলি
(খ) হবস
(গ) লক
(ঘ) রাসেল
উত্তরঃ ঘ) রাসেল।
৯৩. ‘সুবর্ণ মধ্যক’ হলো
(ক) একটি দার্শনিক সম্প্রদায়ের নাম
(খ) সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান
(গ) দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
(ঘ) গানিতিক মধ্যমান
উত্তরঃ গ) দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা।
৯৪. নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায়–
(ক) মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
(খ) বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদন্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি
(গ) দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম মানদন্ড বা আচরণবিধি
(ঘ) উপরের তিনটিই সঠিক
উত্তরঃ ঘ) উপরের তিনটিই সঠিক।
৯৫. ব্যক্তিগত মূল্যবোধ লালন করে–
(ক) সামাজিক মূল্যবোধকে
(খ) স্বাধীনতার মূল্যবোধকে
(গ) ব্যক্তিগত মূল্যবোধকে
(ঘ) গণতান্ত্রিক মূল্যবোধকে
উত্তরঃ খ) স্বাধীনতার মূল্যবোধকে।
৯৬. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে–
(ক) রাজনৈতিক অবক্ষয় রোধ করা
(খ) সামাজিক অবক্ষয় রোধ করা
(গ) সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা
(ঘ) দুর্নীতি রোধ করা
উত্তরঃ খ) সামাজিক অবক্ষয় রোধ করা।
৯৭. সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে–
(ক) আস্থার সম্পর্ক গড়ে তোলে
(খ) সুসম্পর্ক গড়ে তোলে
(গ) শান্তির সম্পর্ক গড়ে তোলে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক) আস্থার সম্পর্ক গড়ে তোলে।
৯৮. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে–
(ক) অর্থনৈতিক উন্নয়ন
(খ) সামাজিক উন্নয়ন
(গ) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
(ঘ) সবগুলোই
উত্তরঃ গ) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।
৯৯. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো–
(ক) স্বাধীনতা
(খ) ক্ষমতা
(গ) কর্মদক্ষতা
(ঘ) জনকল্যাণ
উত্তরঃ ঘ) জনকল্যাণ।
১০০. সুশাসনের পথে অন্তরায়–
(ক) আইনের শাসন
(খ) স্বজনপ্রীতি
(গ) জবাবদিহিতা
(ঘ) ন্যায়পরায়ণতা
উত্তরঃ খ) স্বজনপ্রীতি।
৩৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের বাংলা অংশ পেতে ভিজিট করুন visit here
৩৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের ইংরেজি অংশ পেতে ভিজিট করুন visit here
৩৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান গণিত অংশ পেতে ভিজিট করুন visit here
বিসিএস ক্যাডার সর্বোচ্চ সম্মানজনক পেশা।প্রত্যেক শিক্ষার্থী স্নাতক ও স্নানতকোত্ত্র ডিগ্রি অর্জন করে বিসিএস এর স্বপ্ন দেখে।এজন্য সে প্রচুর অধ্যবসায় করে।যে কোনো বিষয় এ প্রস্তুতি নেওয়ার জন্য ঐ সম্পর্কে ধারণা থাকা দরকার। সেজন্য বিসিএস প্রস্তুতি নেওয়ার জন্য বিসিএস বিগত সালের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকা জরুরি। এখানে ৩৬ তম বিসিএস প্রশ্নের সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, মানসিক,নৈতিকতা ও মূল্যবোধ ইত্যাদি সম্পর্কিত প্রশ্ন গুলো রয়েছে।