Advertisement

36 TH BCS MCQ BANGLA QUESTION AND SOLUTION

Bcs is Bangladesh civil service.The 36 th bcs preliminary question and solution is given below

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান বাংলা অংশ। 

36 th bcs preliminary question with solution bangla part. 

১.বন্ধন শব্দের অক্ষর বিন্যাস কোনটি? 

(ক) বন +ধন

(খ) ব+ন+ধ+ন

(গ) বান+ধন

(ঘ) ব+ন্ধ+ন

উত্তর :ক) বন+ধন।

২.বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? 

(ক) অনমনীয় 

(খ) জনশ্রুতি 

(গ) তপোবন 

(ঘ) খাসমহল 

উত্তর :ক) অনমনীয়। 

৩.নিচের কোন শব্দটি প্রত্যয় যোগ গঠিত হয় নি? 

(ক) শুভেচছা 

(খ) সভাসদ 

(গ) তন্বী 

(ঘ) ফলবান 

উত্তর :ক) শুভেচ্ছা। 

৪.বিজ্ঞান যুক্তবর্ণ এর সঠিক রুপ কি? 

(ক) ঞ+গ

(খ) জ +ঞ

(গ) ঞ+ জ

(ঘ) গ +ঞ

উত্তর :খ) জ + ঞ।

৫.বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রায় বর্ণ কয়টি

(ক) ১০ 

(খ) ৭

(গ) ৮

(ঘ) ৯

উত্তর :গ) ৮ টি।

৬.নিচের বিশেষ্য পদ কোনটি 

(ক) গৈরিক 

(খ) উদ্ধত

(গ) গম্ভীর্য

(ঘ) জাত

উত্তর :গ) গাম্ভীর্য। 

৭.null and void এর পরিভাষা কি

(ক) পালাবদল 

(খ) মামুলি 

(গ) নিরপেক্ষ 

(ঘ) বাতিল 

উত্তর : ঘ) বাতিল। 

৮.মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে -নেতিবাচক বাক্য

(ক) মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না

(খ) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না

(গ) মিথ্যা বাদীকে সবাই পছন্দ না করে পারে না

(ঘ) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে 

উত্তর :খ) মিথ্যা বাদীকে কেউ পছন্দ করে না। 

৯.নিচের কোন শব্দে ণ এর ব্যবহার হয়েছে 

(ক) প্রবণ

(খ) কল্যাণ 

(গ) বিপণি

(ঘ) নিক্কণ 

উত্তর :ক) প্রবণ।

১০.মুক্তিবিষয়ক নাটক 

(ক) পায়ের আওয়াজ পাওয়া যায় 

(খ) নূরলদীনের সারাজীবন 

(গ) রক্তাক্ত প্রান্তর

(ঘ) সুবচন নির্বাসনে 

উত্তর :ক) পায়ের আওয়াজ পাওয়া যায়। 

১১.সবুজপত্র প্রকাশিত হয় কত সালে 

(ক) ১৯১০

(খ) ১৯০৯

(গ) ১৯২১

(ঘ) ১৯১৪

উত্তর :ঘ) ১৯১৪।

১২.কাজী নজরুল ইসলাম রচনা নয়

(ক) চক্রবাক

(খ) বালুচর 

(গ) ছায়ানট 

(ঘ) রুদ্রমঙ্গল 

উত্তর :খ) বালুচর। 

১৩.প্রক্রর্ষ শব্দের সমার্থক 

(ক) অপকর্ষ

(খ) উ ৎকর্ষ

(গ) অপকর্ষতা

(ঘ) উৎকর্ষতা

উত্তর :খ) উৎকর্ষ।

১৪.এ যে আমাদের চেনা লোক  বাক্যে চেনা কি পদ

(ক) বিশেষণ

(খ) ক্রিয়া 

(গ) অব্যয়

(ঘ) বিশেষ্য

উত্তর :ক) বিশেষণ।

১৫.রবীন্দ্র এর সন্ধি কি

(ক) রবী +ঈন্দ্র

(খ) রবী+ইন্দ্র 

(গ) রবি+ঈন্দ্র

(ঘ) রবি+ইন্দ্র 

উত্তর :ঘ) রবি +ইন্দ্র। 

১৬.হেড মৌলভী কোন শব্দ যোগে গঠিত হয়েছে 

(ক) ইংরেজি +আরবি

(খ) ইংরেজি +ফার্সি

(গ) ইংরেজি +পর্তুগীজ 

(ঘ) তুর্কি+ আরবি

উত্তর :খ) ইংরেজি + ফার্সি।

১৭.উপন্যাস নয়

(ক) হাসুলী বাকের উপকথা 

(খ) দিবারাত্রির কাব্য

(গ) পথের পাচালি

(ঘ) কবিতার কথা 

উত্তর :ঘ) কবিতার কথা। 

১৮.মুনির চৌধুরীর অনুদিত নাটক 

(ক) চিঠি

(খ) কবর

(গ) মুখরা রমণী বশিকরণ

(ঘ) রক্তাক্ত প্রান্তর 

উত্তর :গ) মুখরা রমণী বশিকরণ।

১৯.মধ্যযুগে কোন ধর্মপ্রচারক প্রভাব বেশি

(ক) শ্রী ক্র

(খ) শ্রীচেত্যনদেব

(গ) মনোহার দাশ

(ঘ) আদিনাথ 

উত্তর :গ) মনোহার দাশ।

২০.কোনটি জসীমউদ্দিন নাটক 

(ক) মাটির কান্না

(খ)রাখালী

(গ) বোবা কাহিনি 

(ঘ) বেদের মেয়ে

উত্তর :ঘ) বেদের মেয়ে। 

২১.এন্টনি  ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা 

(ক) পুথি সাহিত্য 

(খ) কবিগান

(গ) বৈষ্ণব পদ সাহিত্য 

(ঘ) নাথ সাহিত্য 

উত্তর :খ) কবিগান। 

২২.তোহফা কে রচনা করেন 

(ক) দৌলত কাজী

(খ) সাবিরিদ খান

(গ) আলাওল 

(ঘ) মাগন ঠাকুর 

উত্তর :গ) আলাওল। 

২৩.মধ্য যুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মারা যান

(ক) ১৭৫২

(খ) ১৭৬০

(গ) ১৭৫৬

(ঘ) ১৭৬২

উত্তর :খ) ১৭৬০।

২৪.বিষাদসিন্ধু কি

(ক) ধর্মবিষয়ক প্রবন্ধ

(খ) গবেষণা গ্রন্থ

(গ) আআত্মজীবনী 

(ঘ) ইতিহাস আশ্রয়ী উপন্যাস 

উত্তর :ঘ) ইতিহাস আশ্রয়ী উপন্যাস। 

২৫.ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয়

(ক) পালামো

(খ) চার ইয়ারি কথা

(গ) দেশে বিদেশে 

(ঘ) দৃষ্টিপাত

উত্তর :খ) চার ইয়ারি কথা। 

২৬.হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকা 

(ক) বিধিধার্য সংগ্রহ 

(খ) অবকাশ রঞ্জিকা

(গ) গ্রামবার্তা প্রকাশিকা 

(ঘ) কাব্য প্রকাশ 

উত্তর :গ) গ্রামবার্তা প্রকাশিকা। 

২৭.ইয়াং বেঙ্গল মুখপত্ররুপে৷ কোন পত্রিকা প্রকাশিত হয় 

(ক) বঙ্গদত

(খ) জ্ঞানাঙ্গুর

(গ) জ্ঞানান্বেষণ 

(ঘ) সংবাদ প্রভাকর

উত্তর :গ) জ্ঞানান্বেষণ। 

২৮.রাজাপ্রতাপাতিত্য চরিত্র গ্রন্থটি

(ক) উইলিয়াম কেরি

(খ) রামরাম বসু

(গ) গোলকনাথ শর্মা 

(ঘ) হরপ্রসাদ রায়

উত্তর : খ) রামরাম বসু। 

২৯.কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য

(ক) বিলাতের পত্র

(খ) ব্রজাঙ্গনা 

(গ) হিমালয় 

(ঘ) বীরাঙ্গনা 

উত্তর :ঘ) বীরাঙ্গনা। 

৩০.কাজী নজরুল ইসলাম উপন্যাস 

(ক) রিক্তের বেদন

(খ) আলেয়া

(গ) সর্বহারা 

(ঘ) কুহেলিকা 

উত্তর :খ) আলেয়া।

৩১.কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঘরে ও বাইরের উপন্যাসের 

(ক) নিখিলেশ-বিমলা

(খ) বিহারি বিনোদীনি

(গ) মধুসূদন -কুমুদিনী

(ঘ) অমিত -লাবন্য

উত্তর :ক) নিখিলেশ -বিমলা।

৩২.যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবন এর চিত্র প্রাধান্য লাভ করে নি

(ক) পদ্মানদীর মাঝি

(খ) গণদেবতা 

(গ) পথের পাচালি

(ঘ) সীতারাম

উত্তর :ঘ) সীতারাম। 

৩৩.শওকত ওসমানের রচনা নয় 

(ক) চোরসন্ধি

(খ) ভেজাল 

(গ) ক্রীতদাসের হাসি

(ঘ) বনি আদম

উত্তর :খ) ভেজাল। 

৩৪.একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ

(ক) সোনার তরী

(খ) মানসী

(গ) বলাকা

(ঘ) চিত্রা

উত্তর :ক) সোনার তরী। 

৩৫.আমি কিংবদন্তির কথা বলছি  কবিতাটি কার লেখা 

(ক) আল মাহমুদ 

(খ) শামসুর রাহমান 

(গ) আবু জাফর ওবায়দুল্লাহ 

(ঘ) আবুল ফজল

উত্তর :গ) আবু জাফর ওবায়দুল্লাহ। 

36 th bcs preliminary question in solution english part Visit here

36 th bcs preliminary question in solution math part Visit here

36 th bcs preliminary question in solution general knowledge, general science, ict etc part Visit here.

The 36 th bcs preliminary mcq question held in 3016.Bcs is the best opportunity and honorable job.Every person dream bcs,the exam arranged by psc.The bcs exam held in every Year. The bcs circular has every year march april month,exam held in maximum next year.