The 35 th bcs preliminary exam held in 2015.The 35 th bcs general knowledge and others part here.Than included general science, computer,ict,globalisation, etc.
১. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
(ক) বঙ্গোপসাগরে
(খ) মেঘনার মোহনায়
(গ) যমুনা নদীতে
(ঘ) সন্দীপ চেনেল
উত্তরঃ ক) বঙ্গোপসাগরে।
২. বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানী পণ্য হিসেবে স্থান করে নেয়?
(ক) পঞ্চাশ দশক
(খ) ষাট দশক
(গ) সত্তর দশক
(ঘ) আশির দশক
উত্তরঃ ঘ) আশির দশক।
৩. বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
(ক) ১১৫
(খ) ১১০
(গ) ১১৭
(ঘ) ১২০
উত্তরঃ গ) ১১৭।
৪. বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা–
(ক) ২৭
(খ) ২৫
(গ) ৪১
(ঘ) ২৮
উত্তরঃ গ) ৪১।
৫. ‘অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
(ক) সেন্টমার্টিন
(খ) চর আলেকজান্ডার
(গ) রাঙ্গাবালি
(ঘ) ছেড়াদ্বীপ
উত্তরঃ ক) সেন্টমার্টিন।
৬. চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ– এর দীক্ষাগুরু কে ছিলেন?
(ক) মেগাস্থিনিস
(খ) মাহুয়ান
(গ) অতীশ দিপঙ্কর
(ঘ) শিলভদ্র
উত্তরঃ ঘ) শিলভদ্র।
৭. প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত?
(ক) রাঙ্গামাটি
(খ) বান্দরবান
(গ) খাগড়াছড়ি
(ঘ) সিলেট
উত্তরঃ গ) খাগড়াছড়ি।
৮. বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
(ক) ৪৫০০
(খ) ৫৬০০
(গ) ৪৫৫০
(ঘ) ৪৬০০
উত্তরঃ গ) ৪৫৫০ ।
৯. মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
(ক) নালন্দা বিহার
(খ) গোসিপো বিহার
(গ) আনন্দ বিহার
(ঘ) সোমপুর বিহার
উত্তরঃ ক) নালন্দা বিহার।
১০. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
(ক) পাড়া
(খ) বারাং
(গ) পুঞ্জি
(ঘ) মৌজা
উত্তরঃ গ) পুঞ্জি।
১১. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
(ক) চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
(খ) দ্বৈত শাসন ব্যবস্থা
(গ) সতীদাহ নিবারন ব্যবস্থা
(ঘ) পুলিশ ব্যবস্থা
উত্তরঃ ঘ) পুলিশ ব্যবস্থা।
১২. ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
(ক) মুসা ইব্রাহিম
(খ) নিশাত মজুমদার
(গ) এম.এ.মুহিম
(ঘ) ওয়াসফিয়া নাজনীন
উত্তরঃ খ) নিশাত মজুমদার।
১৩. পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবী কে উত্থাপন করেন?
(ক) শেরে বাংলা এ.কে ফজলুল হক
(খ) আব্দুল মতিন
(গ) ধীরেন্দ্রনাথ দত্ত
(ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ গ) ধীরেন্দ্রনাথ দত্ত।
১৪. বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’ এর চিত্রকর কে?
(ক) কামরুল হাসান
(খ) এস এম সুলতান
(গ) জয়নুল আবেদীন
(ঘ) রফুকুন্নবী
উত্তরঃ ক) কামরুল হাসান।
১৫. যশোর জেলায় অবস্থিত বিল—
(ক) হাইল
(খ) ভবদহ
(গ) পাথরচাওলি
(ঘ) আড়িয়াল
উত্তরঃ খ) ভবদহ।
১৬. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
(ক) ৯ম
(খ) ৭ম
(গ) ৮ম
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ খ) ৭ম।
১৭. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় সাক্ষরতার হার—
(ক) ৬৫.৫%
(খ) ৬১.১%
(গ) ৫৬.৮%
(ঘ) ৫৭.৯%
উত্তরঃ ঘ) ৫৭.৯%।
১৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) জেনারেল এম.এ জি ওসমানী
(গ) কর্নেল শফিউল্লাহ
(ঘ) মেজর জিয়াউর রহমান
উত্তরঃ ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯. ‘বর্নালী’ এবং ‘শুভ্র’ কী?
(ক) উন্নত জাতের গম
(খ) উন্নত জাতের ভুট্টা
(গ) উন্নত জাতের আম
(ঘ) উন্নত জাতের চাল
উত্তরঃ খ) উন্নত জাতের ভুট্টা।
২০. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
(ক) ৯১ বর্গ কিলোমিটার
(খ) ৭ বর্গ কিলোমিটার
(গ) ৯ বর্গ কিলোমিটার
(ঘ) ৮ বর্গ কিলোমিটার
উত্তরঃ গ) ৯ বর্গ কিলোমিটার।
২১. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) আনিসুর রহমান
(খ) এস.এ করিম
(গ) কামাল হোসেন
(ঘ) নুরুল ইসলাম
উত্তরঃ ঘ) নুরুল ইসলাম।
২২. জীবন ঢুলী কি ?
(ক) একটি উপন্যাস
(খ) একটি চলচ্চিত্রের নাম
(গ) কাব্যগ্রন্থ
(ঘ) আত্মজীবনী
উত্তরঃ খ) একটি চলচ্চিত্রের নাম।
২৩. বাংলাদেশের পক্ষে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছে ?
(ক) তাসকিন আহমেদ
(খ) রুবেল হসেন
(গ) তাইজুল ইসলাম
(ঘ) সোহাগ গাজী
উত্তরঃ ক) তাসকিন আহমেদ।
২৪. পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুসারে সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
(ক) ২০১৮-২০২২
(খ) ২০১৫-২০১৯
(গ) ২০১৭-২০২১
(ঘ) ২০১৬-২০২০
উত্তরঃ ঘ) ২০১৬-২০২০।
২৫. দ্যা ব্লাড টেলিগ্রাম কার লেখা –
(ক) মারকাস ফ্রান্ডা
(খ) রিচারড সেশন
(গ) গ্যারি জে ব্যাস
(ঘ) পল ওয়ালেচ
উত্তরঃ গ) গ্যারি জে ব্যাস।
২৬. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?
(ক) চুয়াডাঙ্গা গ্রেড
(খ) কুষ্টিয়া গ্রেড
(গ) ঝিনাইদহ গ্রেড
(ঘ) মেহেরপুর গ্রেড
উত্তরঃ খ) কুষ্টিয়া গ্রেড।
২৭. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিব কে রাজিনীতির কবি (Poet of Politics)আখ্যা দেন?
(ক) টাইম
(খ) ই নমিস্ট
(গ) ইকো মিক্স অ্যান্ড পলিটিকাল উইকলি
(ঘ) নিউজ উইকস
উত্তরঃ ঘ) নিউজ উইকস।
২৮. কোন অঞ্চল কে ৩৬০ আউলিয়ার দেশ বলে?
(ক) চট্টগ্রাম
(খ) ঢাকা
(গ) সিলেট
(ঘ) রাজশাহী
উত্তরঃ গ) সিলেট।
২৯. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্তরি এর উৎপাদিত সার এর নাম কি?
(ক) ইউরিয়া অ্যান্ড এ এস পি
(খ) টি এস পি
(গ) ইউরিয়া
(ঘ) ডি এ পি
উত্তরঃ ক) ইউরিয়া অ্যান্ড এ এস পি।
৩০. ম্যান গ্রোভ কি?
(ক) উপকূলীয় বন
(খ) কেউরা বন
(গ) শালবন
(ঘ) চিরহরিৎ বন
উত্তরঃ ক) উপকূলীয় বন।
৩১. নেপালের সর্ব শেষ রাজা ছিলেন
(ক) রাজা বিরেন্দ্র
(খ) রাজা জ্ঞানেন্দ্র
(গ) রাজা মহেন্দ্র
(ঘ) রাজা ধীরেন্দ্র
উত্তরঃ গ) রাজা মহেন্দ্র।
৩২. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল —
(ক) জাতিপুঞ্জ সৃষ্টি করা
(খ) অটো মানদের জায়গা দখল
(গ) ইহুদিদের জন্য জাতি রাষ্ট্র গঠন
(ঘ) জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
উত্তরঃ গ) ইহুদিদের জন্য জাতি রাষ্ট্র গঠন।
৩৩. প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌ বহরের সদর দপ্তর হচ্ছে—
(ক) ইউকোসুক
(খ) গয়াম
(গ) হাওয়াই
(ঘ) সুবিক বে
উত্তরঃ ক) ইউকোসুক।
৩৪. ডমিনো তত্ত্ব কোন অঞ্চলের জন্য প্রযোজ্য?
(ক) পূর্ব ইউরোপ
(খ) পূর্ব আফ্রিকা
(গ) নিকট প্রাচ্য
(ঘ) দক্ষিন পূর্ব এশিয়া
উত্তরঃ ঘ) দক্ষিন পূর্ব এশিয়া।
৩৫. গ্লাসনস্তনীতি কোন দেশে চালু হয়েছিল?
(ক) হাঙ্গেরি
(খ) চীন
(গ) সাবেক সোভিয়েত ইউনিয়ন
(ঘ) পোল্যান্ড
উত্তরঃ গ) সাবেক সোভিয়েত ইউনিয়ন।
৩৬. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্র সংখ্যা –
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৮
উত্তরঃ ক) ১।
৩৭. বর্তমান বিশ্বে কোন দেশটির সংবিধানকে “শান্তি সংবিধান” বলা হয়?
(ক) জাপান
(খ) কোস্টারিকা
(গ) পেরু
(ঘ) সুইজারল্যান্ড
উত্তর: ক) জাপান।
৩৮. Global Terrorism Index ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র –
(ক) সিরিয়া
(খ) ইরাক
(গ) সুদান
(ঘ) সোমালিয়া
উত্তরঃ খ) ইরাক।
৩৯. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোণ দেশটি সমুদ্রের গভীরে বৈঠক করেন?
(ক) ফিজি
(খ) পাপুয়া নিউগিনি
(গ) মালদ্বীপ
(ঘ) গোয়াম
উত্তরঃ গ) মালদ্বীপ।
৪০. দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর পূর্ব পশ্চিমে দ্বন্দ্বের ফলে সৃষ্ট অর্থনৈতিক জোটের নাম কি ছিল
(ক) কমেকন
(খ) কমিনফর্ম
(গ) কমিন্টারন
(ঘ) কোনটি নয়
উত্তরঃ ক) কমেকন।
৪১. ব্রিকসের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়
(ক) দক্ষিন আফ্রিকা
(খ) রাশিয়া
(গ) ভারত
(ঘ) ব্রাজিল
উত্তরঃ ঘ) ব্রাজিল।
৪২. উইঘুর হল
(ক) চীনের খাবারের নাম
(খ) চীনের ধর্মীয় স্থান
(গ) চীনের শহরের নাম
(ঘ) চীনের একটি সম্প্রদায়ের নাম
উত্তরঃ ঘ) চীনের একটি সম্প্রদায়ের নাম।
৪৩. ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে
(ক) ৪৫০নটিক্যাল মাইল
(খ) ৩০০নটিক্যাল মাইল
(গ) ৩৫০নটিক্যাল মাইল
(ঘ) ২০০ নটিক্যাল মাইল
উত্তরঃ গ) ৩৫০নটিক্যাল মাইল।
৪৪. মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
(ক) ভারত-মায়ানমার
(খ) মায়ানমার-চীন
(গ) বাংলাদেশ-মায়ানমার
(ঘ) বাংলাদেশ – ভারত
উত্তরঃ গ) বাংলাদেশ-মায়ানমার।
৪৫. কার্টাগেনা প্রটোকল হল–
(ক) জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি
(খ) জাতিসংঘের জৈব নিরাপত্তা সংক্রান্ত চুক্তি
(গ) জাতিসংঘের নারী অধিকার সংক্রান্ত চুক্তি
(ঘ) জাতিসংঘের শিশু অধিকার সংক্রান্ত চুক্তি
উত্তরঃ খ) জাতিসংঘের জৈব নিরাপত্তা সংক্রান্ত চুক্তি।
৪৬. ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
(ক) ৪
(খ) ৫
(গ) ৭
(ঘ) ৮
উত্তরঃ ক) ৪।
৪৭. “The Art Of War” গ্রন্থের রচয়িতা–
(ক) সুন জু
(খ) ক্লজউইড
(গ) আলফ্রেড মাহান
(ঘ) কৌটিল্য
উত্তরঃ ক) সুন জু।
৪৮. বর্তমান বিশ্বে “নিউ সিল্ক রোডের ”প্রবক্তা –
(ক) জাপান
(খ) আফগানিস্তান
(গ) চীন
(ঘ) ভারত
উত্তরঃ গ) চীন।
৪৯. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে –
(ক) ১১ ফেব্রুয়ারি
(খ) ২৩ অক্টোবর
(গ) ২৯ জুন
(ঘ) ৪ অক্টোবর
উত্তরঃ ঘ) ৪ অক্টোবর।
৫০. ‘WIPO’ এর সদর দপ্তর –
(ক) ব্রাসেলস
(খ) জেনেভা
(গ) লন্ডন
(ঘ) প্যারিস
উত্তরঃ খ) জেনেভা।
৫১. বাংলাদেশে কাল বৈশাখী ঝড় কখন হয়?
(ক) প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে
(খ) মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
(গ) শীত কালে
(ঘ) মৌসুমী বায়ু ঋতুতে
উত্তরঃ ক) প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে।
৫২. পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
(ক) ঘূর্ণিঝড়
(খ) খরা
(গ) বন্যা
(ঘ) ভূমিকম্প
উত্তরঃ ঘ) ভূমিকম্প।
৫৩. ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নাই?
(ক) ত্রিপুরা
(খ) মিজোরাম
(গ) নাগাল্যান্ড
(ঘ) আসাম
উত্তরঃ গ) নাগাল্যান্ড।
৫৪. ‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
(ক) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলা সমূহ
(খ) বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
(গ) নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
(ঘ) সাতক্ষিরা, যশোহর, কুষ্টিয়া
উত্তরঃ ক) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলা সমূহ।
৫৫. বায়ু মন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?
(ক) ৭৮.১%
(খ) ৭৫.৮%
(গ) ৭৯.২%
(ঘ) প্রায় ৮০%
উত্তরঃ ক) ৭৮.১%।
৫৬. নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?
(ক) পার্শ্ব গ্রাবরেখা
(খ) ভি-আকৃতির উপত্যকা
(গ) শৈলশিরা
(ঘ) ইউ আকৃতির উপত্যকা
উত্তরঃ ঘ) ইউ আকৃতির উপত্যকা।
৫৭. বাংলাদেশের কৃষি কোন প্রকার?
(ক) ধান-প্রধান বাণিজ্যিক
(খ) ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
(গ) স্বয়ংভোগী মিশ্র
(ঘ) স্বয়ংভোগী শষ্য চাষ ও পশুপালন
উত্তরঃ গ) স্বয়ংভোগী মিশ্র।
৫৮. নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব?
(ক) অবকাঠামোগত
(খ) সামাজিক
(গ) পরিবেশগত
(ঘ) অর্থনৈতিক
উত্তরঃ গ) পরিবেশগত।
৫৯. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনু্যায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?
(ক) ঝুকি চিহ্নিত করণ
(খ) পুনর্বাসন
(গ) দুর্যোগ প্রস্তুতি
(ঘ) দুর্যোগ প্রশমন কর্মকান্ড
উত্তরঃ ক) ঝুকি চিহ্নিত করণ।
৬০. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
(ক) জাতীয় পর্যায়ে
(খ) উপজেলা পর্যায়ে
(গ) কমিউনিটি পর্যায়ে
(ঘ) আঞ্চলিক পর্যায়ে
উত্তরঃ গ) কমিউনিটি পর্যায়ে।
৬১. ডি.এন.এ অণুর দ্বি–হেলিক্স কাঠামোর জনক কে?
(ক) পলিং ও ক্রিক
(খ) স্যাংগার ও পলিং
(গ) লুই পাস্তুর ও ওয়াটসন
(ঘ) ওয়াটসন ও ক্রিক
উত্তরঃ ঘ) ওয়াটসন ও ক্রিক।
৬২. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
(ক) আয়োডিন
(খ) আমিষ
(গ) স্নেহ
(ঘ) লৌহ
উত্তরঃ খ) আমিষ।
৬৩. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
(ক) বলগা হরিণ
(খ) ঘোড়া
(গ) উট
(ঘ) খেচর
উত্তরঃ গ) উট।
৬৪. PH হলো –
(ক) এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নিদের্শক
(খ) ক্ষার নিদের্শক
(গ) এসিড ও ক্ষার নিদের্শক
(ঘ) এসিড নিদের্শক
উত্তরঃ ক) এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নিদের্শক।
৬৫. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
(ক) বেকেরেল রশ্মি
(খ) X-রশ্মি
(গ) গামা রশ্মি
(ঘ) বিটা-রশ্মি
উত্তরঃ খ) X-রশ্মি।
৬৬. বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি –
(ক) যুক্ত অবস্থার চাইতে কম
(খ) যুক্ত অবস্থার চাইতে অধিক
(গ) যুক্ত অবস্থার সমান
(ঘ) কোনোটিই সঠিক নয়
উত্তরঃ খ) যুক্ত অবস্থার চাইতে অধিক।
৬৭. ঘমার্ক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
(ক) পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়
(খ) পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে
(গ) গায়ের ঘাম বের হতে দেয় না
(ঘ) বাষ্পায়ন শীতলার সৃষ্টি করে
উত্তরঃ ঘ) বাষ্পায়ন শীতলার সৃষ্টি করে।
৬৮. নিম্নের কোন বাক্যটি সত্য নয়?
(ক) ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে
(খ) ইলেক্ট্রন ঋণাত্মক আধানযুক্ত
(গ) প্রোটন ধনাত্মক আধানযুক্ত
(ঘ) পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
উত্তরঃ ক) ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে।
৬৯. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো –
(ক) ভোল্টামিটার
(খ) তড়িৎবীক্ষণ যন্ত্র
(গ) অণুবীক্ষণ যন্ত্র
(ঘ) এ্যামিটার
উত্তরঃ খ) তড়িৎবীক্ষণ যন্ত্র।
৭০. নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?
(ক) CaCO3
(খ) NH4HCO3
(গ) NaHCO3
(ঘ) (NH4)2CO3
উত্তরঃ গ) NaHCO3।
৭১. আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তরঃ খ) ৩।
৭২. হৃৎপিন্ড কোন ধরণের পেশি দ্বারা গঠিত?
(ক) বিশেষ ধরণের ঐচ্ছিক
(খ) বিশেষ ধরণের অনৈচ্ছিক
(গ) অনৈচ্ছিক
(ঘ) ঐচ্ছিক
উত্তরঃ খ) বিশেষ ধরণের অনৈচ্ছিক।
৭৩. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
(ক) বুধ
(খ) মঙ্গল
(গ) পৃথিবী
(ঘ) শুক্র
উত্তরঃ ক) বুধ।
৭৪. কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
(ক) সমুদ্রস্রোত
(খ) বানের স্রোত
(গ) নদীস্রোত
(ঘ) জোয়ার-ভাটার স্রোত
উত্তরঃ ঘ) জোয়ার-ভাটার স্রোত।
৭৫. বাংলাদেশের সুন্দরবনে কতো প্রজাতির হরিণ দেখা যায়?
(ক) ৪
(খ) ৩
(গ) ২
(ঘ) ১
উত্তরঃ গ) ২।
৭৬. কম্পিউটার সিস্টেমে এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
(ক) Output
(খ) Input
(গ) উভয়েই
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ খ) Input।
৭৭. কম্পিউটারের মূল মেমরী তৈরি হয় কি দিয়ে?
(ক) সিলিকন
(খ) প্লাস্টিক
(গ) এ্যালুমিনিয়াম
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ক) সিলিকন।
৭৮. Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?
(ক) সর্বশেষ পরিবর্তন undo করা
(খ) আগের প্রোগ্রামে ফিরে যাওয়া
(গ) নির্ধারিত ফাইল কপি করা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ গ) নির্ধারিত ফাইল কপি করা।
৭৯. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো
(ক) অর্থ সাশ্রয়
(খ) স্থানের সাশ্রয়
(গ) সময় সাশ্রয়
(ঘ) উপরের সবকটি
উত্তরঃ ঘ) উপরের সবকটি।
৮০. নীচের কোন সাইটটি কেনা–বেচার জন্য নয়?
(ক) google.com
(খ) ekhanei.com
(গ) Olx.com
(ঘ) amazon.com
উত্তরঃ ক) google.com।
৮১. নীচের কোনটি ছাড়া Internet এ প্রবেশ করা সহজ না?
(ক) Notification Area
(খ) Web Browser
(গ) Menu Bar
(ঘ) Task Bar
উত্তরঃ খ) Web Browser।
৮২. কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
(ক) Read-out
(খ) Read
(গ) Read From
(ঘ) উপরের সবগুলোই
উত্তরঃ খ) Read।
৮৩. MICR পূর্ণরূপ কি?
(ক) Magnetic Ink Character Reader
(খ) Magnetic Ink Code Reader
(গ) Magnetic Ink Case Reader
(ঘ) উপরের সবগুলোই
উত্তরঃ ক) Magnetic Ink Character Reader।
৮৪. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
(ক) Data Definition Language
(খ) Data Manipulation Language
(গ) Query Language
(ঘ) উপরের সবগুলোই
উত্তরঃ ঘ) উপরের সবগুলোই।
৮৫. সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
(ক) ২০০৪
(খ) ২০০৩
(গ) ২০০৬
(ঘ) ২০০৮
উত্তরঃ গ) ২০০৬।
৮৬. নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?
(ক) IOS
(খ) Android
(গ) Windows Phone
(ঘ) Symbian
উত্তরঃ খ) Android।
৮৭. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
(ক) ব্রডবেন্ড ইন্টারনেট সেবা
(খ) ভিডিও কল
(গ) মোবাইল টিভি
(ঘ) ভয়েস টেলিফোনি
উত্তরঃ ক) ব্রডবেন্ড ইন্টারনেট সেবা।
৮৮. Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?
(ক) Andrew S. Grove
(খ) Lawrence J. Ellison
(গ) Tim Cook
(ঘ) Bill Gates
উত্তরঃ খ) Lawrence J. Ellison।
৮৯. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
(ক) Hard Disk
(খ) Terminal
(গ) RAM
(ঘ) ClipBoard
উত্তরঃ গ) RAM।
৯০. পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
(ক) Network
(খ) Server
(গ) Super Computer
(ঘ) Enterprise
উত্তরঃ ক) Network ।
৯১. সঠিক উত্তর কোনটি? _______ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
(ক) অর্থ
(খ) পুষ্টিকর খাদ্য
(গ) টীকাদান কর্মসূচি
(ঘ) সচেতনতা
উত্তরঃ ঘ) সচেতনতা।
৯২. কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
(ক) ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
(খ) বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
(গ) আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
(ঘ) পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
উত্তরঃ গ) আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন ।
৯৩. নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন?
(ক) RELATIVE
(খ) NATIONAL
(গ) RELATION
(ঘ) TENSION
উত্তরঃ গ) RELATION।
৯৪. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
(ক) মানুষের আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান
(খ) মানুষের জীবনের সফলতার দিকগুলো আলোচনা
(গ) সমাজে বসবাসকারী মানুষের আচরণ ব্যাখ্যা
(ঘ) সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
উত্তরঃ ঘ) সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন।
৯৫. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
(ক) ঐচ্ছিক ক্রিয়া
(খ) অনৈচ্ছিক ক্রিয়া
(গ) ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া
(ঘ) ক ও গ নামক ক্রিয়া
উত্তরঃ ক) ঐচ্ছিক ক্রিয়া।
৯৬. মূল্যবোধ (Values) কী?
(ক) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
(খ) সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
(গ) শুধুমাত্র মানুষের প্রতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা
(ঘ) মানুষের আচরণের পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
উত্তরঃ ঘ) মানুষের আচরণের পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
৯৭. সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?
(ক) আইনের শাসন
(খ) নৈতিকতা
(গ) সাম্য
(ঘ) উপরের সবগুলো
উত্তরঃ ঘ) উপরের সবগুলো।
৯৮. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে
(ক) প্রশাসনের নিরপেক্ষতা
(খ) নিরপেক্ষ বিচার ব্যবস্থা
(গ) মত প্রকাশের স্বাধীনতা
(ঘ) নিরাপেক্ষ আইন ব্যবস্থা
উত্তরঃ গ) মত প্রকাশের স্বাধীনতা।
৯৯ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনের সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?
(ক) সুশাসনের সামাজিক দিক
(খ) সুশাসনের অর্থনৈতিক দিক
(গ) সুশাসনের মূল্যবোধের দিক
(ঘ) সুশাসনের গণতান্ত্রিক দিক
উত্তরঃ খ) সুশাসনের অর্থনৈতিক দিক।
১০০. “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
(ক) ধারা ৪৭
(খ) ধারা ৩৭
(গ) ধারা ০৭
(ঘ) ধারা ২৭
উত্তরঃ ঘ) ধারা ২৭।
১০১. Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
(ক) ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন
(খ) সাংস্কৃতিক উন্নয়ন
(গ) টেকসই উন্নয়ন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ গ) টেকসই উন্নয়ন।
১০২. ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পটভাবে ব্যাখ্যা করে?
(ক) বিশ্বব্যাংক
(খ) ইউ. এন. ডি.পি.
(গ) জাতিসংঘ
(ঘ) আই.এম.এফ.
উত্তরঃ ক) বিশ্বব্যাংক।
১০৩. নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
(ক) সুশাসনের
(খ) মূল্যবোধ অবক্ষয়ের
(গ) সামাজিক অবক্ষয়
(ঘ) শিক্ষার গুণগতমানের
উত্তরঃ ক) সুশাসনের।
৩৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের বাংলা অংশ visit here
৩৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের ইংরেজি অংশ visit here
৩৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের গণিত অংশ visit here
৩৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একটি প্রতিযোগিতা মূলক পরীক্ষা। এখানে প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।এখানে ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি, বাংলা, গনিত ব্যতীত অন্য সকল প্রশ্ন আছে।এখানে সাধারণ জ্ঞান এর মধ্যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় গুলো আছে। তাছাড়া আছে প্রাথমিক বিজ্ঞান, নৈতিকতা এবং অনুশাসন সম্পর্ক প্রশ্ন। এছাড়া আছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কে।