Bcs is the best job in our country.Every students try heart and soul.The exam is very competitive exam.The 3 steps in the exam ; preliminary, written and viva-voce.
১. ‘পুরুষ্কার–বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার’! বাক্যটির নিন্মরেখ পদে ষ/স ব্যবহারে
(ক) প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
(খ) দুটোই অশুদ্ধ
(গ) প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
(ঘ) দুটোই শুদ্ধ
উত্তরঃ খ) দুটোই অশুদ্ধ ।
২. নিচের কোন বানানটি শুদ্ধ?
(ক) মনিষি
(খ) মনীষি
(গ) মনীষী
(ঘ) মনিষী
উত্তরঃ গ) মনীষী।
৩. কোন বাক্যটি শুদ্ধ?
(ক) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
(খ) দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
(গ) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
(ঘ) দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
উত্তরঃ ক) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
৪. ‘Consumer goods’ এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
(ক) ক্রেতার গুনাগুন
(খ) ভোক্তার কল্যান
(গ) ক্রয়কৃত পণ্য
(ঘ) ভোগ্যপণ্য
উত্তরঃ ঘ) ভোগ্যপণ্য।
৫. ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি?
(ক) নীর
(খ) সলিল
(গ) জলধি
(ঘ) উদক
উত্তরঃ গ) জলধি।
৬. কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
(ক) নশ্বর-শাশ্বত
(খ) হৃষ্ট-পুষ্ট
(গ) গরিষ্ঠ-লগিষ্ঠ
(ঘ) অনুলোম-প্রতিলোম
উত্তরঃ খ) হৃষ্ট-পুষ্ট।
৭. ‘পরশ্ব’ শব্দটির অর্থ কী?
(ক) পরশু
(খ) কোকিল
(গ) পরের ধন
(ঘ) পার্শ্ববর্তী
উত্তরঃ ক) পরশু।
৮. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
(ক) ১১ টি
(খ) ৭ টি
(গ) ৯ টি
(ঘ) ১৩ টি
উত্তরঃ খ) ৭ টি।
৯. বাংলা ভাষার শব্দ সাধন হয় না নিন্মোক্ত কোন উপায়ে?
(ক) উপসর্গ যোগে
(খ) সমাস দ্বারা
(গ) লিঙ্গ পরিবর্তন দ্বারা
(ঘ) ক, খ ও গ তিন উপায়েই হয়
উত্তরঃ গ) লিঙ্গ পরিবর্তন দ্বারা।
১০. ‘লবন’ শব্দের বিশেষণ কোনোটি?
(ক) নোনতা
(খ) লাবন্য
(গ) লবনাক্ত
(ঘ) ললিত
উত্তরঃ গ) লবনাক্ত।
১১. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
(ক) আসত্তি
(খ) আকাঙ্ক্ষা
(গ) যোগ্যতা
(ঘ) আসক্তি
উত্তরঃ ঘ) আসক্তি।
১২. নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?
(ক) অনুপম
(খ) প্রলয়
(গ) নিঃশ্বাস
(ঘ) খন্ডিত
উত্তরঃ ঘ) খন্ডিত।
১৩. ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) দ্বীপ+আয়ন
(খ) দ্বিপ+অনট
(গ) দ্বীপ+অয়ন
(ঘ) দবীপ+অনট
উত্তরঃ গ) দ্বীপ+অয়ন।
১৪. ‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরন?
(ক) দিগু
(খ) দ্বন্দ্ব
(গ) কর্মধারয়
(ঘ) বহুব্রীহি
উত্তরঃ গ) কর্মধারয়।
১৫. নিচের কোনটি ধ্বনি–পরিবর্তনের উদাহরন নয়?
(ক) অভিশ্রিত
(খ) প্রাতিপদিক
(গ) অপিনিহিত
(ঘ) ধ্বনি-বিপর্যয়
উত্তরঃ খ) প্রাতিপদিক।
১৬. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
ক) শবরপা
(খ) কাহ্নপা
(গ) ভুসকুপা
(ঘ) লুইপা
উত্তরঃ খ) কাহ্নপা।
১৭. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
(ক) দোহাকোষ
(খ) ময়নামতির গান
(গ) গুপিচন্দ্রের সন্ন্যাস
(ঘ) নিরঞ্জনের রুস্মা
উত্তরঃ ক) দোহাকোষ।
১৮. “তাম্বুল রাতুল অধর পরশে।” – অর্থ কি?
(ক) অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল
(খ) অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল
(গ) ঠোঁটের পরশে পান লাল হল
(ঘ) পানের পরশে ঠোঁট লাল হল
উত্তরঃ গ) ঠোঁটের পরশে পান লাল হল।
১৯. ‘হপ্ত পয়কর’ কার রচনা?
(ক) অমিয় দেব
(খ) জৈনুদ্দিন
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) সৈয়দ আলাওল
উত্তরঃ ঘ) সৈয়দ আলাওল।
২০. মঙ্গলকাব্যের কবি নন কে?
(ক) মানিক দত্ত
(খ) দাশু রায়
(গ) ভারতচন্দ্র
(ঘ) কানাহরি দত্ত
উত্তরঃ খ) দাশু রায়।
২১. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন
(ক) জন ক্লাক মার্সম্যান
(খ) উইলিয়াম কেরি
(গ) জর্জ আব্রাহাম গ্রিযাসন
(ঘ) ডেভিড হেয়ার
উত্তরঃ ক) জন ক্লাক মার্সম্যান।
২২. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
(ক) আমার কথা
(খ) স্মৃতি কথামালা
(গ) আত্মকথা
(ঘ) আত্মচরিত
উত্তরঃ ঘ) আত্মচরিত।
২৩. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
(ক) যশোরের কেশবপুর
(খ) খুলনার পিঠাভোগ
(গ) খুলনার দক্ষিন ডিহি
(ঘ) কুষ্টিয়ার শিলাইদহ
উত্তরঃ খ) খুলনার পিঠাভোগ।
২৪. ‘তেল নুন লকড়ি’ কার রচিত গ্রন্থ?
(ক) প্রমথ চৌধুরী
(খ) প্রবোধ চন্দ্র সেন
(গ) প্রমথনাথ বিশি
(ঘ) প্রদ্যুম্ন মিত্র
উত্তরঃ ক) প্রমথ চৌধুরী।
২৫. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?
(ক) কৃষ্ণকুমারী
(খ) সধবার একাদশী
(গ) শর্মিষ্ঠা
(ঘ) নীলদর্পণ
উত্তরঃ ক) কৃষ্ণকুমারী।
২৬. ‘কপাল কুন্ডলা’ কোন প্রকৃতির রচনা?
(ক) সামাজিক উপন্যাস
(খ) বিয়োগান্তক নাটক
(গ) ঐতিহাসিক উপন্যাস
(ঘ) রোমান্সমূলক উপন্যাস
উত্তরঃ ঘ) রোমান্সমূলক উপন্যাস।
২৭. কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?
(ক) “কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও”?
(খ) “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান”।
(গ) “প্রানের মানুষ আছে প্রানে তাই হেরি তায় সকল খানে”?
(ঘ) কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে”
উত্তরঃ খ) “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান”।
২৮. দ্রোপদী কে?
(ক) মহাভারতে দুর্যোধনের স্ত্রী
(খ) রামায়ণে লক্ষনের প্রণয়প্রার্থী নারী
(গ) মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
(ঘ) রামায়নে সীতার সহচরী
উত্তরঃ গ) মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী।
২৯. ‘মিলির হাতে স্টেনগান’ – গল্পটি কার লেখা?
(ক) আখতারুজ্জামান ইলিয়াস
(খ) শওকত ওসমান
(গ) শহীদুল জহির
(ঘ) শওকত আলী
উত্তরঃ ক) আখতারুজ্জামান ইলিয়াস।
৩০. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?
(ক) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
(খ) শেখ হাসিনা
(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(ঘ) এ, কে, ফজলুল হক
উত্তরঃ গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩১. “প্রানের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।”— গানটির গীতিকার কে?
(ক) কুদ্দুস বয়াতি
(খ) রাধারমন
(গ) শাহ আবদুল করিম
(ঘ) শেখ ওয়াহিদ
উত্তরঃ ঘ) শেখ ওয়াহিদ।
৩২. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
(ক) আলমগীর কবির
(খ) তারেক মাসুদ
(গ) হুমায়ুন আহমেদ
(ঘ) শেখ নিয়ামত আলী
উত্তরঃ খ) তারেক মাসুদ।
৩৩. ‘হুলিয়া’ কবিতা কার রচনা?
(ক) মহাদেব সাহা
(খ) আবুল হোসেন
(গ) নির্মলেন্দু গুন
(ঘ) আবুল হাসান
উত্তরঃ গ) নির্মলেন্দু গুন।
৩৪. নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরন করেন?
(ক) সোমেন চন্দ
(খ) আবুল হাসান
(গ) হুমায়ুন কবির
(ঘ) কল্যাণ মিত্র
উত্তরঃ ক) সোমেন চন্দ।
৩৫. নিন্মোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
(ক) দেবেশ রায়ের ‘তিস্তাপাড়ের বৃত্তান্ত’
(খ) সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’
(গ) শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘যাও পাখি’
(ঘ) অভিজিৎ সেনের ‘রহুচন্ডালের হাড়’
উত্তরঃ খ) সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’ ।
৩৬. শব্দ : কর্ণ :: আলো : ?
(ক) বুদ্ধি
(খ) চক্ষু
(গ) শোনা
(ঘ) অন্ধকার
উত্তরঃ খ) চক্ষু।
৩৭. কোন বানানটি শুদ্ধ?
(ক) প্রতিযোগীতা
(খ) শ্রদ্ধাঞ্জলি
(গ) সহযোগীতা
(ঘ) প্রতিযোগিতা
উত্তরঃ ঘ) প্রতিযোগিতা।
৩৮. কোনটি শুদ্ধ বানান?
(ক) শশুর
(খ) শ্বশুর
(গ) শ্বসুর
(ঘ) স্বশুর
উত্তরঃ খ) শ্বশুর।
৩৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের ইংরেজি অংশ click here
৩৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান গণিত অংশ click here
৩৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সাধারণ জ্ঞান ও অন্যান্য অংশ click here
বিসিএস বা যে কোন চাকরি পরীক্ষায় বাংলা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য গুরুত্ব সহকারে প্রস্তুতি নিতে হয়।বাংলা ব্যাকরণ এর পাশাপাশি সাহিত্য ইতিহাস খুবই ভালো জানা থাকা দরকার। সাহিত্য পাঠ গুরুত্ব এর সাথে পড়া প্রয়োজন।বাংলা সাহিত্যের যুগ কে ৩ ভাগে ভাগ করা হয়েছে
প্রাচীন যুগ (৬৫০-১২০০)
মধ্যযুগ (১২০১-১৮০০)
আধুনিক যুগ (১৮০১ - বর্তমান)
প্রাচীন যুগ
বাংলা সাহিত্য এর প্রাচীন যুগের নিদর্শন ----চর্যাপদ
চর্যাপদ কে বলা হয় ---প্রথম বা আদি গ্রন্থ/ আদি নিদর্শন। চর্যাপদ একটি গানের সংকলন।চর্যাপদের রচনা শুরু হয় পাল রাজবংশের।চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যা শব্দের অর্থ আচরণ