The 26 th bcs held in December 2004.The exam marks two hundred. The content has 26 th bcs general knowledge in Bangladesh and global,general science, ict etc here.
১. বাংলাদেশের সীমান্তবতী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
(ক) পঞ্চগড়
(খ) চাপাইনবাবগঞ্জ
(গ) বান্দরবন
(ঘ) দিনাজপুর
উত্তরঃ গ) বান্দরবন ।
২. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত
(ক) ২০১৫
(খ) ২০১০
(গ) ২০২০
(ঘ) ২০২৫
উত্তরঃ ক) ২০১৫ ।
৩. বেসরকারি বিল কাকে বলে ?
(ক) স্পীকার যে বিলকে বেসরকারি বিল বলে ঘোষণা দেন
(খ) সংসদ সদস্যদের উথাপিত বিল
(গ) বিরোধী দলের সদস্যদের উথাপিত বিল
(ঘ) রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল
উত্তরঃ খ) সংসদ সদস্যদের উথাপিত বিল ।
৪. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক কে ছিলেন ?
(ক) আকরাম খান
(খ) আমিনুল ইসলাম বুলবুল
(গ) শফিকুল হক হীরা
(ঘ) গাজী আশরাফ হোসেন লিপু
উত্তরঃ গ) শফিকুল হক হীরা ।
৫. ভারতের কোন রাজ্যের রাজধানী ‘ইস্ফল‘ ?
(ক) মনিপুর
(খ) অরনোচল
(গ) মিজোরাম
(ঘ) মেঘালয়
উত্তরঃ ক) মনিপুর ।
৬. লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ?
(ক) স্পেন
(খ) ব্রিটেন
(গ) তুরস্ক
(ঘ) ফ্রান্স
উত্তরঃ ঘ) ফ্রান্স ।
৭. কোনটি ভারতের সেভেন সিস্টারস রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়?
(ক) ত্রিপুরা
(খ) মনিপুর
(গ) কেরালা
(ঘ) মিজোরাম
উত্তরঃ গ) কেরালা ।
৮. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুগল সুবেদার কে ছিল?
(ক) ইব্রাহিম খান
(খ) মীর জুমলা
(গ) ইসলাম খান
(ঘ) শায়েস্তা খাঁ
উত্তর :গ) ইসলাম খান।
৯. উরুগুয়ে রাউণ্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল ?
(ক) ৮ বছর
(খ) ২বছর
(গ) ৫ বছর
(ঘ) ৬ বছর
উত্তরঃ ক) ৮ বছর ।
১০. যুক্তরাষ্ট্র এর কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিলো ?
(ক) উইসকনসিন
(খ) লুইসিয়ানা
(গ) ফ্লোরিডা
(ঘ) নেবরাস্কা
উত্তরঃ খ) লুইসিয়ানা ।
১১. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি ?
(ক) দিয়াগো গার্সিয়া
(খ) মার্শাল দ্বীপপুঞ্জ
(গ) কুড়িল দ্বীপপুঞ্জ
(ঘ) গ্রেট বেরিয়ার রীফ
উত্তরঃ গ) কুড়িল দ্বীপপুঞ্জ ।
১২. যুক্তরাষ্ট্র ইউনিয়ন এ কোন ষ্টেট সর্বশেষ যোগ দেয় ?
(ক) হাওয়াই
(খ) আরিজোনা
(গ) টেক্সাস
(ঘ) ফ্লোরিডা
উত্তরঃ ক) হাওয়াই ।
১৩. যুক্তরাষ্ট্রের কোন ষ্টেট –এ নির্বাচকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি ?
(ক) ফ্লোরিডা
(খ) টেক্সাস
(গ) নিউইয়র্ক
(ঘ) ক্যালিফোর্নিয়া
উত্তরঃ ঘ) ক্যালিফোর্নিয়া ।
১৪. যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন । তিনি হচ্ছেন?
(ক) জেমস মনরো
(খ) হ্যারি এস ট্রুম্যান
(গ) তথ্যটি সঠিক নয়
(ঘ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
উত্তরঃ ঘ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট ।
১৫. আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ?
(ক) ইন্দোনেশিয়া
(খ) ইরাক
(গ) ফিলিপাইন
(ঘ) থাইল্যান্ড
উত্তরঃ গ) ফিলিপাইন ।
১৬. আকাসে বিজলী চমকায়?
(ক) দুই খণ্ড মেঘ পরপর এলে
(খ) মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
(গ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
(ঘ) মেঘের অসংখ্য পানি ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
উত্তরঃ ঘ) মেঘের অসংখ্য পানি ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে।
১৭. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
(ক) টিএসপি
(খ) পটাস
(গ) ইউরিয়া
(ঘ) সবুজ সার
উত্তরঃ গ) ইউরিয়া ।
১৮. জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ু মন্ডলে যে গ্রীন হাউস গ্যাসের পরিমান সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে?
(ক) কার্বন ডাই অক্সাইড
(খ) মিথেন
(গ) ক্লোরোফ্লোরো কার্বন
(ঘ) জলীয় বাষ্প
উত্তরঃ ক) কার্বন ডাই অক্সাইড ।
১৯. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হল?
(ক) জিপসাম
(খ) বালি
(গ) চুনাপাথর
(ঘ) শাজিমাটি
উত্তরঃ খ) বালি ।
২০. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতিবর্গ সেন্টিমিটারে?
(ক) ১০ কি.মি.
(খ) ১০ নিউটন
(গ) ২৭ কি.মি.
(ঘ) ৫ কি.মি .
উত্তরঃ খ) ১০ নিউটন ।
২১. মানুষের ক্রোমোজমের সংখ্যা কত?
(ক) ২০ জোড়া
(খ) ২২ জোড়া
(গ) ২৫ জোড়া
(ঘ) ২৩ জোড়া
উত্তরঃ ঘ) ২৩ জোড়া ।
২২.সাবাশ বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে
(ক) মৃণাল হক
(খ) শামিম শিকদার
(গ) নিতুন কুন্ডু
(ঘ) হামিদুজ্জামান
উত্তর :গ) নিতুন কুন্ডু।
২৩.শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি
(ক) ইউজিসি
(খ) টিটিসি
(গ) নায়েম
(ঘ) বিয়াম
উত্তর :গ) নায়েম।
২৪. ‘ইরাটম‘ কি ?
(ক) উন্নত জাতের ধান
(খ) উন্নত জাতের ইক্ষু
(গ) উন্নত জাতের পাট
(ঘ) উন্নত জাতের চা
উত্তরঃ ক) উন্নত জাতের ধান ।
২৫. গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?
(ক) নিম্নভূমি নিমজ্জিত হবে
(খ) ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
(গ) বৃষ্টিপাত কমে যাবে
(ঘ) উপরের সবগুলো
উত্তরঃ ঘ) উপরের সবগুলো ।
২৬. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?
(ক) এবি ব্যাংক
(খ) চাটার্ড ব্যাংক
(গ) ন্যাশনাল ব্যাংক
(ঘ) গ্রামীণ ব্যাংক
উত্তরঃ ঘ) গ্রামীণ ব্যাংক ।
২৭. কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয় ?
(ক) ডিএমপি এ্যাক্ট, ১৯৭৬
(খ) ডিবি পুলিশ এ্যাক্ট, ১৯৮৩
(গ) আর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট ,১৯৭৯
(ঘ) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান এ্যাক্ট, ২০০৩
উত্তরঃ গ) আর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট ,১৯৭৯ ।
২৮. ‘মনপুরা ৭০‘ কী ?
(ক) একটি নদী বন্দর
(খ) একটি উপন্যাস
(গ) একটি চিত্রশিল্প
(ঘ) একটি উপজেলা
উত্তরঃ গ) একটি চিত্রশিল্প ।
২৯. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
(ক) তিস্তা সেচ প্রকল্প
(খ) গঙ্গা-কপোতাক্ষপ্রকল্প
(গ) কাপ্তাই সেচ প্রকল্প
(ঘ) ফেনী সেচ প্রকল্প
উত্তরঃ গ) কাপ্তাই সেচ প্রকল্প ।
৩০. সালোকসংশ্লেষনে সবচেয়ে বেশি হয়?
(ক) নীল আলোতে
(খ) লাল আলোতে
(গ) সবুজ আলোতে
(ঘ) বেগুনি আলোতে
উত্তরঃ খ) লাল আলোতে ।
৩১. কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি ?
(ক) খনির ভেতর
(খ) পাহাড়ের উপর
(গ) মেরু অঞ্চলে
(ঘ) বিষুব অঞ্চলে
উত্তরঃ গ) মেরু অঞ্চলে ।
৩২. কোন তারিখে ‘আন্তর্জাতিক পরিবেস দিবস‘ পালিত হয় ?
(ক) ৫ জুন
(খ) ২১ মার্চ
(গ) ৫ জুলাই
(ঘ) ২১ জুন
উত্তরঃ ক) ৫ জুন ।
৩৩. বিদ্যুৎবাহী তারে পাখী বসলে সাধারণত বিদ্যুৎস্পৃষ্ট হয় না, কারণ?
(ক) পাখীর দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
(খ) বিদ্যুৎস্পৃষ্ট হলেও পাখী মরে না
(গ) মাটির সঙ্গে সংযোগ হয় না
(ঘ) পাখীর গায়ে বিদ্যুৎরোধী আবরন থাকে
উত্তরঃ গ) মাটির সঙ্গে সংযোগ হয় না ।
৩৪. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?
(ক) ভিটামিন কে
(খ) ভিটামিন বি-২
(গ) ভিটামিন বি
(ঘ) ভিটামিন সি
উত্তরঃ ক) ভিটামিন কে ।
৩৫. IAEA-এর নির্বাহী প্রধান হলেন?
(ক) ইউকিয়ো আমানো
(খ) আয়াদআলওয়ি
(গ) আমর মুসা
(ঘ) মোহাম্মদআলবারাদি
উত্তরঃ ক) ইউকিয়ো আমানো ।
৩৬.বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW হল?
(ক) IBRD
(খ) IDA
(গ) MIGA
(ঘ) IFC
উত্তরঃ খ) IDA ।
৩৭. Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে?
(ক) শেলী
(খ) ডলি
(গ) মলি
(ঘ) নেলী
উত্তরঃ খ) ডলি ।
৩৮. দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্প কাজ চলছে ?
(ক) চুনাপাথর
(খ) কঠিনশিলা
(গ) কয়লা
(ঘ) কাদামাটি
উত্তরঃ গ) কয়লা ।
৩৯. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
(ক) এল ই ডি
(খ) আইসি
(গ) এল সি ডি
(ঘ) সিলিকন চিপ
উত্তরঃ ঘ) সিলিকন চিপ ।
৪০. শব্দের তীব্রতা নির্নায়ক যন্ত্র?
(ক) অ্যামিটার
(খ) অডিওমিটার
(গ) অডিওফোন
(ঘ) অলটিমিটার
উত্তরঃ খ) অডিওমিটার ।
৪১. বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে ব্যবহৃত হয?
(ক) নাইক্রোম তার
(খ) টাংস্টেন তার
(গ) এন্টিমনি তার
(ঘ) কপার তার
উত্তরঃ ক) নাইক্রোম তার ।
৪২. শুষ্ক বরফ বলা হয়?
(ক) ক্যালসিয়াম অক্সাইডকে
(খ) হিমায়িত অক্সিজেনকে
(গ) হিমায়িত কার্বন মনোক্সাইডকে
(ঘ) হিমায়িত CO2 কে
উত্তরঃ ঘ) হিমায়িত CO2 কে ।
৪৩. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের?
(ক) কিডনি
(খ) যকৃত
(গ) ফুসফুস
(ঘ) প্লীহা
উত্তরঃ গ) ফুসফুস ।
৪৪. হাড় ও দাঁত কে মজবুত করে?
(ক) ম্যাগনেসিয়াম
(খ) ফসফরাস
(গ) আয়রন
(ঘ) আয়োডিন
উত্তরঃ খ) ফসফরাস ।
৪৫. স্যালিক এসিড?
(ক) আমলকীতে পাওয়া যায়
(খ) কমলালেবুতে পাওয়া যায়
(গ) আঙ্গুরে পাওয়া যায়
(ঘ) টমেটোতে পাওয়া যায়
উত্তর :ঘ) টমেটোতে পাওয়া যায়।
৪৬. অভিন্ন ইউরোপ গঠনের লক্ষে মাসট্রিচট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল ?
(ক) আয়ারল্যান্ড
(খ) গ্রীস
(গ) ডেনমার্ক
(ঘ) লুক্সেমবার্গ
উত্তরঃ গ) ডেনমার্ক ।
৪৭. শেভেন চুক্তি হচ্ছে?
(ক) কর হ্রাস করা চুক্তি
(খ) বাণিজ্যচুক্তি
(গ) অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
(ঘ) এর কোনটি নয়
উত্তরঃ ক) কর হ্রাস করা চুক্তি ।
৪৮. নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন সাক্ষরিত হয়?
(ক) ১৯৭৫সালে
(খ) ১৯৭৬ সালে
(গ) ১৯৮৯ সালে
(ঘ) ১৯৭৯ সালে
উত্তরঃ ঘ) ১৯৭৯ সালে ।
৪৯. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
(ক) উ থান্ট
(খ) কুর্টওয়ান্ডহইম
(গ) ট্রাইগভে লাই
(ঘ) পেরেজ দ্য কুয়েলার
উত্তরঃ গ) ট্রাইগভে লাই ।
৫০. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহন করেন ?
(ক) আলবেনিয়া
(খ) মেসেডোনিয়া
(গ) সার্বিয়া
(ঘ) সার্বিয়া
উত্তরঃ খ) মেসেডোনিয়া ।
৫১. ইউরো মুদ্রা কখন চালু হয় ?
(ক) ১৯৯৯ সালের ১ জানুয়ারী
(খ) ২০০০ সালের ১মার্চ
(গ) ২০০১সালের১জানুয়ারি
(ঘ) ১৯৯৭ সালের ১ জানুয়ারি
উত্তরঃ ক) ১৯৯৯ সালের ১ জানুয়ারী ।
৫২. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে ?
(ক) চাঁদপুর
(খ) ভৈরব
(গ) দেওয়ানগঞ্জ
(ঘ) আজমিরীগঞ্জ
উত্তরঃ খ) ভৈরব ।
৫৩. গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ?
(ক) ৮ ঘণ্টা
(খ) ৬ ঘণ্টা
(গ) ১০ ঘণ্টা
(ঘ) ৫ ঘণ্টা
উত্তরঃ খ) ৬ ঘণ্টা ।
৫৪. বাংলাদেশে কৃষিক্ষেত্রে ‘বলাকা‘ ও ‘দোয়েল‘ নাম দুটি কিসের ?
(ক) দুটি কৃষি যন্ত্রপাতির নাম
(খ) দুটি কৃষি সংস্থার নাম
(গ) কৃষি খামারের নাম
(ঘ) উন্নতজাতের গম শস্য
উত্তর :ঘ) উন্নতজাতের গম শস্য।
৫৫.স্টক শেয়ারের প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি
(ক) ডিভ্যালু
(খ) ডিম্যাট
(গ) ডিসকাউন্ট
(ঘ) ডিভিডেন্ড
উত্তর :খ) ডিম্যাট।
৫৬.সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্র পরিচালক কে
(ক) খান আতা
(খ) সুভাষ দত্ত
(গ) জহির রায়হান
(ঘ) শেখ নিয়ামত শাকের
উত্তর :ঘ) শেখ নিয়ামত শাকের।
৫৭.বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে
(ক) জাতীয় ঈদগাহ - ঢাকা
(খ) বায়তুল মোকাররম -ঢাকা
(গ) শোলাকিয়া -কিশোরগঞ্জ
(ঘ) শাখ মখদুম মসজিদ -রাজশাহী
উত্তর :গ) শোলাকিয়া -কিশোরগঞ্জ।
৫৮.শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত
(ক) চট্টগ্রাম
(খ) রাজশাহী
(গ) বগুড়া
(ঘ) কুমিল্লা
উত্তর :গ) বগুড়া।
৫৯.বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে
(ক) ড.এনামুল হক
(খ) ড.মুহাম্মাদ শহীদুল্লাহ্
(গ) প্রফেসর আব্দুল হাই
(ঘ) কাজী মোতাহার হোসেন
উত্তর :ক) ড. মুহাম্মদ এনামুল হক।
৬০.মানবাধিকার দিবস পালিত হয়
(ক) ১ আগস্ট
(খ) ২৬ জুন
(গ) ১০ ডিসেম্বর
(ঘ) ১ মে
উত্তর :গ) ১০ ডিসেম্বর।
৬১.বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত
(ক) রংপুর
(খ) যশোর
(গ) দিনাজপুর
(ঘ) ঈশ্বরদী
উত্তর :গ) ঈশ্বরদী।
৬২.মহাখালী ফ্লাইওভার কয়টি স্প্যান আছে
(ক) ২১ টি
(খ) ১৮ টি
(গ) ১৭ টি
(ঘ) ১৯ টি
উত্তর :ঘ) ১৯ টি।
৬৩.কান্তজীউ মন্দির কোন জেলায় অবস্থিত
(ক) কুমিল্লা
(খ) দিনাজপুর
(গ) জয়পুরহাট
(ঘ) রাঙামাটি
উত্তর :খ) দিনাজপুর।
৬৪.বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছ
(ক) ইলিয়াস শাহ
(খ) ফখরুদ্দিন মোবারক শাহ
(গ) সম্রাট বাবর
(ঘ) সম্রাট আকবর
উত্তর :গ) সম্রাট আকবর।
৬৫.বাংলাদেশের মোট আবাযোগ্য জমির পরিমাণ কত
(ক) ২ কোটি একর
(খ) ২ কোটি ৪০ লক্ষ একর
(গ) ২ কোটি ৫০ লক্ষ একর
(ঘ) ২ কোটি ২৫ লক্ষ একর
উত্তর :সঠিক উত্তর এখানে নেই।
৬৬.বাংলাদেশের GDP তে কৃষি খাতের অবদান কত?
(ক) ৭৩ শতাংশ
(খ) ৭৭ শতাংশ
(গ) ৭০ শতাংশ
(ঘ) ৭৫ শতাংশ
উত্তর :২০২০-২১ অর্থ বছরে জিডিপির অবদান ১১.৫০ শতাংশ।
৬৭.দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন ন্দীর মোহনায় অবস্থিত
(ক) ভৈরব
(খ) হাড়িয়াভাঙা
(গ) রুপসা
(ঘ) বালেশ্বর
উত্তর :হাড়িয়াভাঙা।
৬৮.ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি
(ক) ৩৫
(খ) ৩১
(গ) ৩০
(ঘ) ২৮
উত্তর :গ) ৩০।
৬৯.বাংলাদেশ OIC এর সদস্য হয় কত সালে
(ক) ১৯৭৪
(খ) ১৯৭৬
(গ) ১৯৭৩
(ঘ) ১৯৭৫
উত্তর :ক) ১৯৭৪।
৭০.মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়
(ক) ২০০১ সালে
(খ) ২০০২ সালে
(গ) ২০০০ সালে
(ঘ) ১৯৯২ সালে
উত্তর :ক) ২০০১ সালে।
৭১.কতজন লোক নিয়ে গ্রাম সরকার গঠিত হয়
(ক) ১১ জন
(খ) ১৩ জন
(গ) ১৫ জন
(ঘ) ৯ জন
উত্তর :গ) ১৫ জন।
৭২.সংবিধানের কোন অনুচ্ছেদে অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশি বলে পরিচিতি লাভ করে
(ক) ৮
(খ) ৭
(গ) ৬(২)
(ঘ) ৬(১)
উত্তর :৬ (২)।
৭৩.বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি
(ক) মহেশখালি
(খ) ছেড়া দ্বীপ
(গ) নিঝুম দ্বীপ
(ঘ) সেন্টমার্টিন
উত্তর :খ) মহেশ খালি।
৭৪.বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়
(ক) ৪ জানুয়ারি ১৯৯১
(খ) ৩ মার্চ ১৯৯০
(গ) ৩ ফেব্রুয়ারিব১৯৯০
(ঘ) ৪ জানুয়ারি ১৯৯০
উত্তর :ঘ) ৪ জানুয়ারি ১৯৯০।
৭৫.বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত
(ক) চট্টগ্রাম
(খ) ঢাকা
(গ) চাঁদপুর
(ঘ) রাজশাহী
উত্তর :সঠিক উত্তর ময়মনসিংহ।
৭৬.বাংলাদেশের রঙিন টিভি সম্প্রচার কোন সালে শুরু হয়
(ক) ১৯৮০
(খ) ১৯৮২
(গ) ১৯৭৯
(ঘ) ১৯৮১
উত্তর :ক) ১৯৮০।
৭৭.বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক নাম
(ক) দি সিটি ব্যাংক
(খ) আইএফু আইসি ব্যাংক
(গ) ন্যাশনাল ব্যাংক
(ঘ) আরব বাংলাদেশ ব্যাংক
উত্তর :ঘ) আরব বাংলাদেশ ব্যাংক।
৭৮.বাংলাদেশের বিশ্ব বানিজ্য সংস্থার সদস্য হয় কবে
(ক) ১৯৯৫
(খ) ১৯৯২
(গ) ১৯৯৪
(ঘ) ১৯৯১
উত্তর :ক) ১৯৯৫।
৭৯.SPARRSO কোন মন্ত্রণালয়ের অধিনে
(ক) প্রতিরক্ষা
(খ) পরিবেশ
(গ) শিক্ষা
(ঘ) শিল্প
উত্তর :ক) প্রতিরক্ষা।
৮০.নাসাউ কোন দেশের রাজধানী
(ক) মাদাগাস্কার দ্বীপ পুঞ্জ
(খ) নিকোবর দ্বীপ পুঞ্জ
(গ) ফিজি দ্বীপ পুঞ্জ
(ঘ) বাহামা দ্বীপ পুঞ্জ
উত্তর :ঘ) বাহামা দ্বীপ পুঞ্জ।
৮১.শান্তির জন্য কোন মহিলা প্রথম নোবেল পুরষ্কার পান
(ক) অংসান সুকী
(খ) মাদার তেরেসা
(গ) আলভা মায়ারডাল
(ঘ) শিরিন এবাদি
উত্তর :খ) মাদার তেরেসা।
৮২.জাপানের পার্লামেন্ট নাম
(ক) রিকসড্যাগ
(খ) রাইখস্ট্যাগ
(গ) ডায়েট
(ঘ) ফোকেটিং
উত্তর :গ) ডায়েট।
৮৩.গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা
(ক) প্যোল্যান্ড
(খ) হল্যান্ড
(গ) নিউজিল্যান্ড
(ঘ) ফিনল্যান্ড
উত্তর :খ) হল্যান্ড।
৮৪.আটলান্টিক সনদে যুক্তরাস্ট্র এবং ব্রিটিশরা স্বাক্ষর করে কে কে
(ক) রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থেচার
(খ) জিমি কার্টার ও রানী ২য় এলিজাবেথ
(গ) ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও উইন্সটোন চার্চিল
(ঘ) জর্জ ডব্লিউ বৃশ ও টনি ব্লেয়ার
উত্তর : গ) ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও উইন্সটোন চার্চিল।
৮৫.ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়ন জীবনবসান কোথায়
(ক) দ্বীপ এনাবার্তে
(খ) ওয়াটার লু নামক স্থানে
(গ) সেন্ট হেলেনা দ্বীপে
(ঘ) ভার্সাই নগরীতে
উত্তর :গ) সেন্ট হেলেনা দ্বীপে।
৮৬.ব্রিটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্র প্রধান নন
(ক) অস্ট্রিয়া
(খ) কানাডা
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) ফিজি
উত্তর :ক) অস্ট্রিয়া ও ঘ) ফিজি।
৮৭.গারুদা কোন দেশের বিমান সংস্থা
(ক) নেদারল্যান্ড
(খ) গ্রিস
(গ) জার্মানি
(ঘ) ইন্দোনেশিয়া
উত্তর :ঘ) ইন্দোনেশিয়া।
৮৮.যুক্তরাস্ট্র এর প্রেসিডেন্ট নির্বাচিত হলে ন্যূনতম কত ইলেক্টোরাল ভোটের প্রয়োজন
(ক) ২৭১
(খ) ২৭০
(গ) ২৬৮
(ঘ) ২৭২
উত্তর :খ) ২৭০।
৮৯.UNCTAD এর সদর দপ্তর কোথায়
(ক) ক্যানবেরায়
(খ) নিউইয়র্ক
(গ) জেনেভায়
(ঘ) হেগে
উত্তর :গ) জেনেভায়।
৯০.ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এর আনুষ্ঠানিক যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান গন মিলিত হন কোথায়
(ক) প্যারিস
(খ) জেরুজালেম
(গ) রামাল্লা
(ঘ) কায়রো
উত্তর :ঘ) কায়রো।
৯১.পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কি
(ক) একটি স্বাধীন দেশ
(খ) ইন্দোনেশিয়া একটি অঙ্গরাজ্য
(গ) কোনটি ঠিক নয়
(ঘ) অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
উত্তর :খ) ইন্দোনেশিয়া একটি অঙ্গরাজ্য।
৯২.ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত
(ক) লিও
(খ) প্যারিস
(গ) রোম
(ঘ) লন্ডন
উত্তর :ক) লিও।
৯৩.ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরাইল রাস্ট্র প্রতিষ্ঠিত হয়
(ক) ১৯৭০
(খ) ১৯৪৮
(গ) ১৯৫০
(ঘ) ১৯৬৭
উত্তর :খ) ১৯৪৮।
৯৪.TI এর সদর দপ্তর কোথায়
(ক) সিঙ্গাপুর
(খ) ব্যাংকক
(গ) ম্যানিলা
(ঘ) বার্লিন
উত্তর :ঘ) বার্লিন।
৯৫.ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত
(ক) ৪১৫
(খ) ৬১০
(গ) ৫৪৫
(ঘ) ৫৪৩
উত্তর :ঘ) ৫৪৩।
৯৬.২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরষ্কার লাভ করেন কোন দেশের নাগরিক
(ক) ইরান
(খ) কেনিয়া
(গ) ব্রাজিল
(ঘ) সুইডেন
উত্তর :খ) কেনিয়া।
৯৭.সুয়েজ খাল কোন দুটি সাগর কে সংযোজিত করে
(ক) ভূমধ্যসাগর ও আরব সাগর
(খ) লোহিত সাগর ও ভূমধ্যসাগর
(গ) ভূমধ্যসাগর ও কাম্পিয়ান সাগর
(ঘ) লোহিত সাগর ও আরব সাগর
উত্তর :খ) লোহিত সাগর ও ভূমধ্যসাগর।
৯৮.কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব
(ক) ৩য়
(খ) ৪র্থ
(গ) ১ম
(ঘ) ২য়
উত্তর :ঘ) ২য়।
The 26 th bcs preliminary exam arranged in Bangladesh public service Commission held in 2004.The exam is very competitive exam.Every year published the circular. The exam is very competitive, so students try heart and soul.students gained honourable and demandable,excellent, best job in the exam,Every students dream bcs cadar.Bcs cadar is 1st class gazated officer. The 26 th bcs General knowledge and others part a included general knowledge in Bangladesh and Global, general science, ict and others related subject here,
The 26 th bcs bangla part question and solution here visit here
The 26 th bcs english part question and solution here Visit here
The 26 th bcs math part question and Solution here Visit here