The 26 th bcs preliminary exam held in 2004.The exam arranged Bangladesh civil service. The bangla part is given below.Bcs cadar is very dedicated. The bcs cadar gained best job in our country.
১. টা,টি,খানা ইত্যাদি?
(ক) বিভক্তি
(খ) প্রকৃতি
(গ) পদাশ্রিত নির্দেশক
(ঘ) উপসর্গ।
উত্তরঃ গ) পদাশ্রিত নির্দেশক।
২. প্র ,পরা, অপ?
(ক) বাংলা উপসর্গ
(খ) বিদেশী উপসর্গ
(গ) সংস্কৃত উপসর্গ
(ঘ) উপসর্গস্থানীয় অব্যয়
উত্তরঃ গ) সংস্কৃত উপসর্গ।
৩. ‘লাঠালাঠি‘- এটি কোন সমাস ?
(ক) ব্যাতিহার বহূব্রীহি সমাস
(খ) প্রাদিসমাস
(গ) তৎপুরুষ সমাস
(ঘ) কর্মধারয় সমাস
উত্তরঃ ক) ব্যাতিহার বহূব্রীহি সমাস।
৪. ‘যে–ই তার দর্শন পেলাম, সে–ই আমরা প্রস্থান করলাম‘ – এটি কোন জাতীয় বাক্য ?
(ক) মিশ্র বাক্য
(খ) মৌলিক বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) সরল বাক্য
উত্তরঃ ক) মিশ্র বাক্য।
৫. ‘বনফুল‘ কার ছদ্মনাম ?
(ক) মোহিতলাল মজুমদার
(খ) যতীন্দ্রমোহন বাগচী
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
উত্তরঃ ঘ) বলাইচাঁদ মুখোপাধ্যায়।
৬. কোনটির অর্থ ‘পক্ক‘ অর্থে প্রকাশ পায় ?
(ক) পাকা রং
(খ) পাকা কাজ
(গ) পাকা আম
(ঘ) পাকাবাড়ি
উত্তরঃ গ) পাকা আম।
৭. ‘পাখি সব করে রব রাতি পোহাইল‘ পঙতির রচয়িতা কে ?
(ক) রামনারায়ণ তর্করত্ন
(খ) বিহারীলাল চক্রবর্তী
(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
(ঘ) মদনমোহন তর্কালংকার
উত্তরঃ ঘ) মদনমোহন তর্কালংকার।
৮. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?
(ক) আলেয়া
(খ) মৃত্যুক্ষুধা
(গ) ঝিলিমিলি
(ঘ) মধুবালা
উত্তরঃ খ) মৃত্যুক্ষুধা।
৯.Ballad ক?
(ক) লোকগাথা
(খ) লোকগীতি
(গ) গাথা
(ঘ) গীতিকা
উত্তর :ঘ) গীতিকা।
১০.ড.মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্য ইতিহাস গ্রন্থের নাম?
(ক) বংগ ভাষা ও সাহিত্য
(খ) বাংলা সাহিত্যের কথা
(গ) বাংলা সাহিত্য ইতিহাস
(ঘ) বাংলা সাহিত্য ইতিবৃত্ত
উত্তর :খ) বাংলা সাহিত্যের কথা।
১১.শাহনামা মৌলিক গ্রন্থটি কার?
(ক) মালিক জয়সী
(খ) সৈয়দ হামজা
(গ) কাজী দৌলত উজির বাহরাম খা
(ঘ) ফেরদৌসী
উত্তর :ঘ) ফেরদৌসী।
১২.রুপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর কার রচনা?
(ক)লোচনদাস
(খ) জ্ঞান দাস
(গ) বিদ্যাপতি
(ঘ)বিদ্যাপতি
উত্তর :খ) জ্ঞান দাস।
১৩.চৌ-হদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
(ক) বাংলা +ফারসি
(খ) ফারসি+আরবি
(গ)সংস্কৃতি +আরবি
(ঘ) সংস্কৃতি +ফারসি
উত্তর :খ) ফারসি + আরবি।
১৪.শাজাহান নাটকের প্রথম রচয়িতা কে?
(ক)জ্ঞীরদপ্রসাদ বিদ্যাবিনোদ
(খ)দ্বিজেন্দ্রলাল রায়
(গ) বলাইচাদ মুখোপাধ্যায়
(ঘ) তুলসী লাহিড়ী
উত্তর :খ) দ্বিজেন্দ্রলাল রায়।
১৫.নেমেসিস নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
(ক) ঊনপঞ্চাশের মনন্তর
(খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
(গ) একাত্তরের মুক্তিযুদ্ধ
(ঘ) বায়ান্নর ভাষা আন্দোলন
উত্তর : সঠিক উত্তর :পঞ্চাশের মনন্তর।
১৬ ,যা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা বেটাই চোর এখানে হারায় কোন ধাতু?
(ক) ভাববাচ্যের ধাতু
(খ) প্রযোজ্য ধাতু
(গ) নাম ধাতু
(ঘ) সংযোগমূলক ধাতু
উত্তর :সঠিক উত্তর :প্রযোজক ধাতু।
১৭.ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি?
(ক) কৃষঞনগর রাজসভা
(খ)লজ্ঞণসেনের রাজসভা
(গ)আরাকান রাজসভা
(ঘ) রাজা গণেশের রাজসভা
উত্তর :কৃষঞনগর রাজসভা।
১৮.মহুয়া পালাটির রচয়িতা?
(ক) মনসুর বয়াতি
(খ) দ্বিজ ঈশান
(গ) দ্বিজ কানাই
(ঘ) নয়নচাঁদ ঘোষ
উত্তর :ক) দ্বিজ কানাই।
১৯.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়?
(ক) ১৮০১
(খ)১৮০৪
(গ) ১৮০০
(ঘ) ১৮০২
উত্তর :ক) ১৮০১।
২০.কে সর্বোপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
(ক) স্যার উইলিয়াম ক্যারি
(খ) ব্রাসি হ্যালভেড
(গ) স্যার উইলিয়াম জোনস
(ঘ) রাজীব লোচন মুখোপাধ্যায়
উত্তর :খ) ব্রাসি হ্যালভেড।
২১.কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
(ক) চক্ষুদান
(খ) ভদ্রাজুন
(গ) কমলে কামিনী
(ঘ) বিধবা বিবাহ
উত্তর :গ) কমলে কামিনী।
২২.তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন?
(ক) প্রমথ চৌধুরী
(খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(গ) অক্ষয়কুমার দত্ত
(ঘ) প্যারিচাদ মিত্র
উত্তর :গ) অক্ষয়কুমার দত্ত।
২৩.কোন গ্রন্থটি মহাকাব্য
(ক) বীরাঙ্গনা কাব্য
(খ) বৃত্রসংহার
(গ) অনকাশ রঞ্জিনী
(ঘ) বিরহ বিলাপ
উত্তর :খ) বৃত্রসংহার।
২৪.ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাস
(ক) বুড়ো শালিকের ঘাড়ে রো
(খ) সধবার একাদশী
(গ) আলালের ঘরে দুলাল
(ঘ) হুতোম প্যাঁচার নক্সা
উত্তর :গ) আলালের ঘরে দুলাল।
২৫.বত্রিশ সিংহাসন কার রচনা?
(ক) রাজীব লোচন মুখোপাধ্যায়
(খ) বিদ্যাসাগর
(গ) রামরাম বসু
(ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙকার
উত্তর :ঘ) মৃত্যঞ্জয় বিদ্যালঙকার।
২৬.উদাসীন পথিকের মনের কথা কোন রচনা?
(ক) কাব্য
(খ) গীতি কবিতার সংকলন
(গ) নাটক
(ঘ) আত্মজৈবনিক উপ্যনাস
উত্তর :ঘ) আত্মজৈবনিক উপন্যাস।
২৭.তাজকেরাতুল আওলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন?
(ক) শেখ আব্দুল জব্বার
(খ) গিরিশচন্দ্র সেন
(গ) মুন্সী আব্দুল লতিফ
(ঘ) কাজী আকরাম হোসেন
উত্তর :খ) গিরিশচন্দ্র সেন।
২৮.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
(ক) ১৯৯৯
(খ) ১৯৯৮
(গ) ২০০১
(ঘ) ২০০০
উত্তর :ক) ১৯৯৯।
২৯.কোন নাটকটি সেলিম আল দীনের?
(ক) বহুব্রীহি
(খ) মুনতাসীর ফ্যান্টাসি
(গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
(ঘ) কবর
উত্তর :খ) মুনতাসীর ফ্যান্টাসি।
৩০.বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়
(ক) ১৯৫৭
(খ) ১৯৫৪
(গ) ১৯৫৫
(ঘ) ১৯৫৬
উত্তর :গ) ১৯৫৫।
৩১.কোন শব্দটি ফারসি
(ক) তকদির
(খ) মুসাফির
(গ) মজলুম
(ঘ) পেরেশান
উত্তর :ঘ) পেরেশান।
৩২.দারিদ্র্য কবিতাটি নজরুল এর কোন কাব্যের অন্তর্ভুক্ত?
(ক) নতুন চাঁদ
(খ) সাম্যবাদী
(গ) বিষের বাশী
(ঘ) সিন্ধু হিন্দোল
উত্তর :ঘ) সিন্ধু হিন্দোল।
৩৩.উপসর্গ কোনটি
(ক) থেকে
(খ) দ্বারা
(গ) অতি
(ঘ) চেয়ে
উত্তর :গ) অতি।
৩৪.নেমেসিস কোন জাতীয় রচনা
(ক) গীতি কবিতা
(খ) উপন্যাস
(গ) কাব্য
(ঘ) নাটক
উত্তর :ঘ) নাটক।
৩৫.দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে
(ক) দাখিল
(খ) মুচলেকা
(গ) আইন
(ঘ) এজেন্ট
উত্তর :ঘ) এজেন্ট।
৩৬.নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত
(ক) সন্ধি
(খ) প্রত্যয়
(গ) উপসর্গ
(ঘ) সমাস
উত্তর :ক) সন্ধি ও ঘ) সমাস।
৩৭.জয়গুন কোন উপন্যাস চরিত্র?
(ক) সারেং বৌ
(খ) জননী
(গ) সূর্য দীঘল বাড়ি
(ঘ) হাজার বছর ধরে
উত্তর :গ) সূর্য দীঘল বাড়ি।
৩৮.তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের কবিতা?
(ক) শেষলেখা
(খ) সেজূতি
(গ) পূরবী
(ঘ) আকাশ প্রদীপ
উত্তর :ক) শেষলেখা।
৩৯.ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচয়িতা
(ক) ভারতচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) চন্ডীদাস
(ঘ) ভানু বন্দ্যোপাধ্যায়
উত্তর :খ) রবীন্দ্রনাথ ঠাকুর।
৪০.কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
(ক) আনন্দময়ীর আগমনে
(খ) নারী
(গ) প্রলয়োল্লাস
(ঘ) বিদ্রোহী
উত্তর :ক) আনন্দময়ীর আগমনে।
২৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের ইংরেজি অংশ click here
২৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা গণিত অংশ click here
২৬ তম বিসিএস প্রিলিমিনারি বাংলা সাধারণ জ্ঞান ও অন্যান্য অংশ click here
২৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০০৪ সালের ডিসেম্বর মাসে।বিসিএস বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হতে প্রায় প্রশ্ন হয়।নিচে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য দেয়া হলো
২৫ শে বৈশাখ ১২৬৮, ৭ ই মে ১৮৬১ ইং তারিখে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যু বরণ করেন ২২ শে শ্রাবণ ১৩৪৮, ৭ই আগস্ট ১৯৪১ ইং
তিনি কলকাতার ঠাকুর জোড়াসাঁকোর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর।মাতার নাম সারদা সুন্দরী দেবী।পিতামহ নাম প্রিন্স দ্বারকোনাথ ঠাকুর। তিনি ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত লিখেছেন। তার কয়েকটি ছদ্মনাম হলো ভানুসিংহ ঠাকুর, বিদ্যাবিনোদ, দেবশর্মা, শ্রীমতী কনিষ্ঠা ইত্যাদি। ১৯১৩ সালে নভেম্বর মাসে ৫২ বছর বয়সে প্রথম ভারতীয় ও প্রথম বাংগালী হিসেবে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরষ্কার পান।১৯১৫ সালে ব্রিটিশ সরকার নাইট বা স্যার উপাধি পান।তিনি নাটক উপন্যাস, কবিতা ও ছোটগল্প শিশুসাহিত্য ইত্যাদি অনেক ক্ষেত্রে অবদান রেখেছেন।