Advertisement

CIVIL AIRPLANE AUTHORITIES ASSISTANCE ENGINEER QUESTION WITH SOLUTION -2023

The exam is very important job in Bangladesh. The exam held in 17.11.2023.The civil airplane playing authorities assistance engineer exam question in solution here.

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সহকারী  এরোড্রাম / সহকারী প্রকোশলী এর প্রশ্নের সমাধান ১৭.১১.২০২৩

Civil airplane playing authorities assistance engineer question with solution  17.11.2023

At present job is veey important. Job achieved students heart and soul try to read and write.at present job is very competitive. So all students and employment try heart and soul.they all time read and more.than they achieved job.the civil airplane playing authorities assistance engineer job exam attend huge candidate. But join have same candidate. The exam is preliminary than attend to viva voce.

১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কারাগারে রাজবন্দি অবস্থায় ‘আমার দেখা নয়াচীন' গ্রন্থের পাণ্ডুলিপি রচনা করেন?

ক. ১৯৫২

খ. ১৯৫৩

গ. ১৯৫৪

ঘ. ১৯৫৫

উত্তর : গ

২. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে?

ক. ২৮ ডিসেম্বর, ২০১৯

খ. ৩০ ডিসেম্বর, ২০১৯

গ. ২ মার্চ, ২০২০

ঘ. ১৩ ফেব্রুয়ারি, ২০২০

উত্তর : ক

৩. ‘শেখ হাসিনা সরণি' কত লেন বিশিষ্ট?

ক. ৮

খ. ১০

গ. ১২

ঘ. ১৪

উত্তর : ঘ

৪. মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা কর্তৃক প্রদত্ত তথ্যমতে পৃথিবীর বর্তমান তড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?

ক. ১০

খ. ১২

গ. ১৫

ঘ. ১৯

উত্তর : গ

৫. ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল এ বছরে কত তারিখে শুরু হতে যাচ্ছে?

ক. ২৭ নভেম্বর

খ. ৩০ নভেম্বর

গ. ১ ডিসেম্বর

ঘ. ৪ ডিসেম্বর

উত্তর : গ

৬. নোবেল পুরস্কারের অর্থমূল্য কত?

ক. ৮০ লক্ষ ক্রোনা

খ. ৯০ লক্ষ ক্রোনা

গ. ১ কোটি ক্রোনা

ঘ. ১ কোটি ১০ লক্ষ ক্রোনা

উত্তর : ঘ

৭. ২০২২ সালে বিশ্বের সর্বাধিক বায়ু দূষিত নগরী ছিল কোনটি?

ক. লাহোর

খ. নয়াদিল্লি

গ. ঢাকা

ঘ. লাগোস

উত্তর : ক

৮. অক্টোপাসের রক্তের রঙ কী?

ক. লাল

খ. নীল

গ. সবুজ

ঘ. কালো

উত্তর : খ

৯. ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড কে পেয়েছিলেন?

ক. বিরাট কোহলি

খ. সাকিব আল হাসান

গ. সুনীল নারাইন

ঘ. বাবর আজম

উত্তর : গ

১০. অস্ট্রেলিয়া কত বারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলবে?

ক. ৫

খ. ৬

গ. ৭

ঘ. ৮

উত্তর : ঘ

১১. একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে কোন রঙ বের হবে?

ক. লাল

খ. নীল

গ. সবুজ

ঘ. হলুদ

 উত্তর : ঘ

১২.বাংলাদেশ গত বুধবার কোন আন্তর্জাতিক সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে?

ক. আইসিএও

খ. এফএও

গ. ইউনেস্কো

ঘ. কোনোটিই নয়

উত্তর : গ

১৩.e-TIN চালু করা হয় কত সালে?

ক. ২০১১

খ. ২০১২

গ. ২০১৩

ঘ. ২০১৪

উত্তর : গ

১৪.আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

ক. চীন

খ. জার্মানি

গ. যুক্তরাষ্ট্র

ঘ. জাপান

উত্তর : গ

১৫.ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?

ক. সৈয়দ মোয়াজ্জেম হোসেন

খ. হরপ্রসাদ শাস্ত্রী

গ. মফিজুল্লাহ কবির

ঘ. স্যার এ এফ রহমান

উত্তর : ঘ

১৬. কোনটি বিচার বিভাগের কাজ নয়?

ক. আইনের প্রয়োগ

খ. আইনের ব্যাখ্যা

গ. সংবিধানের ব্যাখ্যা

ঘ. সংবিধান প্রণয়ন

উত্তর : ঘ

১৭. রেলপথের স্লিপার তৈরিতে কোন বনজসম্পদ ব্যবহৃত হয়?

ক. গর্জন

খ. সেগুন

গ. শীল

ঘ. গামারি

উত্তর : ক

১৮.দেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত?

ক. সাভার

খ. মংলা

গ. হালিশহর

ঘ. পাকশি

উত্তর : গ

১৯. আঙ্গুরে কোন এসিড আছে?

ক. ম্যালিক এসিড

খ. টারটারিক এসিড

গ. সাইট্রিক এসিড

ঘ. অক্সালিড এসিড

উত্তর : খ

২০.কোনটি চৌম্বক পদার্থ নয়?

ক. কাঁচা লৌহ

খ. ইস্পাত

গ. অ্যালুমিনিয়াম

ঘ. কোবাল্ট

উত্তর :

২১. ‘অত্যধিক' এর সন্ধি বিচ্ছেদ করুন:

ক. অভি+ধিক

খ. অত্যা+অধিক

গ. অতি+অধিক

ঘ. অ+তাধিক

উত্তর : গ

২২. 'কটাক্ষ' শব্দের সন্ধি বিচ্ছেদ করুন:

ক. কটু+অক্ষ

খ. কটা+অক্ষ

গ. কটা+অক্ষ

ঘ. কট্+অক্ষ

উত্তর : গ

২৩.নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা?

ক. দেয়াল

খ. ক্ষুধিত পাষাণ

গ. পদ্মগোখরা

ঘ. একটি তুলসী গাছের কাহিনী

উত্তর : খ

২৪.‘গীতাঞ্জলি' কী ধরনের রচনা?

ক. নাটক

খ. কাব্যগ্রন্থ

গ. গল্প

ঘ. প্রবন্ধ

উত্তর : খ

২৫.‘জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়’ কবিতাংশটি কার লেখা?

ক. সুকান্ত ভট্টাচার্য

খ. জীবনানন্দ দাশ

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. মোহাম্মদ মনিরুজ্জামান

উত্তর : ক

২৬.‘আমি কিংবদন্তীর কথা বলছি' এটি একটি-

ক. উপন্যাস

খ, নাটক

গ. গল্পগ্রন্থ

ঘ. কাব্যগ্রন্থ

উত্তর : ঘ

২৭.‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি' গানটির গীতিকার কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. গাজী মাজহারুল আনোয়ার

গ. ইমন সাহা

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর : ক

২৮.‘আ মরি বাংলা ভাষা'- এ চরণে 'আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে?

ক. আশাবাদ

খ. আবেগ

গ. আনন্দ

ঘ. আনুগত্য

উত্তর : গ

২৯.‘কড়কড়’ কোন অব্যয়?

ক. অনুকার

খ. অনুসর্গ

গ. সমুচ্চয়ী

ঘ. অনন্বয়ী

উত্তর : ক

৩০.দুই বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে কী চিহ্ন বসে?

ক. কমা

খ. সেমিকোলন

গ. কোলন

ঘ. ড্যাশ

উত্তর : খ

৩১.হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?

ক. দাঁড়ি

খ. হাইফেন

গ. বিস্ময়

ঘ. কমা

উত্তর : গ

৩২.‘রক্ষকই ভক্ষক' বাক্যটি কোন জাতীয় বাক্য ?

ক. সরল বাক্য

খ. জটিল বাক্য

গ. যৌগিক বাক্য

ঘ. মিশ্র বাক্য

উত্তর : ক

৩৩.‘কন্যা' শব্দটির অর্থ-

ক. অঙ্গনা

খ. বনিতা

গ. ললনা

ঘ. দুহিতা

উত্তর : ঘ

৩৪.‘চুল' অর্থে কোন শব্দটি সমার্থক নয়?

ক. অলক

খ. কুন্তল

গ. চিকুর

ঘ. তনু

উত্তর : ঘ

৩৫.‘নিগ্রহ' শব্দের বিপরীত শব্দ-

ক. অনুগ্রহ

খ. দয়া

গ. বিগ্ৰহ

ঘ. প্রতিগ্রহ

উত্তর : ক

৩৬.‘আরোহণ” এর বিপরীতার্থক শব্দ কী?

ক. অবরোহণ

খ. সংশ্লেষণ

গ. বিসর্জন

ঘ. বহির্গমন

উত্তর : ক

৩৭.‘ইতর’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. অভদ্ৰ

খ. মিথ্যা

গ. উত্তম

ঘ. ভদ্র

উত্তর : ঘ

৩৮.‘অকাল কুষ্মাণ্ড' বাগধারাটির অর্থ কোনটি?

ক. অকর্মা

খ. বোকা

গ. মূর্খ

ঘ. কর্মবিমুখ

উত্তর : ক

৩৯.‘বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলো-

ক. পাকা আম

খ. কপটচারী

গ. ভন্ড সাধু

ঘ. কপটহীন ব্যক্তি

উত্তর : খ

৪০. 'মাছের মা' বাগধারাটির অর্থ-

ক. নীতিহীন

খ. নিষ্ঠুর

গ. কঠোর

ঘ. অত্যাচারী

উত্তর : খ

৪১.কোন শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?

ক. ৯০ জন

খ. ১৫ জন

গ. ৬০ জন

ঘ. ৩০ জন

উত্তর : ঘ

৪২.ময়ূর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি । তা হলে কতটি ময়ূর আছে?

ক. ৬০টি

খ. ৫০টি

গ. ৪০টি

ঘ. ৩০টি

উত্তর : ক

৪৩. √৮০ + √ ১২৫ = ?

ক. ৯√৫

খ. ২০√৫

গ. ৪০√৫

ঘ. ৬০√৫

উত্তর : ক

৪৪. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

ক. ৪৯৯৯

খ. ৫৫০১

গ. ৫০৫০

ঘ. ৫০০১

উত্তর : গ

৪৫. a-1/a =3 হলে a^3+1/a^3=এর মান কত?

 ক. 9

খ. 18

গ. 36

ঘ. 27

উত্তর :

৪৬. 4x+1 = 32 হলে x এর মান কত?

ক. 2/3 

খ. 3/2

গ.1/2

ঘ. 1/3

উত্তর : খ

৪৭. a^3 - b^3, a^3 + b^3 এর গ.সা.গু কত?

ক. a -b

খ. 1

গ. a-b

ঘ. a2 + ab + b2

উত্তর : খ

৪৮.পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর। পিতার বর্তমান বয়স কত?

ক. ৩২

খ, ৩৮

গ. ৪৮

ঘ. ৫২

উত্তর : গ

৪৯.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং P% প্রস্থ হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল ১২% হ্রাস পায়। P এর মান কত?

ক. ১২

খ. ১৫

গ. ২০

ঘ. ২২

উত্তর : গ

৫০.3x2- x - 10 এর উৎপাদক কত?

ক.(x+2) (3x - 5) 

খ. (x + 2) (3x + 5)

গ.(x -2)(3x+5)

ঘ. (x - 2 ) ( 3 x - 5)

উত্তর : গ

৫১.a ও b দুটি ধনাত্মক সংখ্যা এবং ab/x = √a হলে x /√b = কত?

ক. √a

খ. √ab

গ. √a/b

ঘ. √b/a

উত্তর : খ

৫২. log2^8= কত?

ক. 1

খ. 2

গ. 3

ঘ. 4

উত্তর : গ

৫৩.একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরলে ১.৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?

ক. ১৮০°

খ. ২৭০°

গ. ৩৬০°

ঘ. ৮১০°

উত্তর : ঘ

৫৪.একটি পাত্রে দুধের ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ পানি পরিমাণ হতে ৮ লিটার বেশি। পানির পরিমাণ কত?

ক. ২ লিটার

খ. ৪ লিটার

গ. ৬ লিটার

ঘ. ৮ লিটার

উত্তর : ক

৫৫.বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক. ৪

খ. ৯

গ. ১২

ঘ. ২৭

উত্তর : খ

৫৬.একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতিত অপর কোণের মান 60° হলে অপর কোণটি কত?

ক. 30°

খ. 45°

গ. 60°

ঘ. 50°

উত্তর : ক

৫৭.১ম ও ২য় সংখ্যার গুণফল ৩৫ এবং ২য় ও ৩য় সংখ্যার গুণফল ৬৩ হলে, ২য় সংখ্যাটি কত?

ক. ৫

খ. ৭

গ. ৬

ঘ. ৮

উত্তর : খ

৫৮.টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?

ক. ১৫%

খ. ২০%

গ. ২৫%

ঘ. ৩০%

উত্তর : খ

৫৯. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা এর উপর লম্ব। AD = 3 হলে AB কত সে.মি.?

ক. 3cm

খ. 4 cm

গ. 5 cm

ঘ. 6 cm

উত্তর : ঘ

৬০.একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি. হলে এর উচ্চতা কত সে.মি.?

ক. 3√3/2

খ. 2√3

গ.4√3

ঘ. 3√3/4

উত্তর : ক

৬১.In English grammar,... formation of sentence.

ক. syntax

খ. Semantics

গ. etymology 

ঘ. morphology

উত্তর : ক

৬২. What would be the right antonym for 'Initiative'?

ক. indolence

খ. enterprise

গ. activity

ঘ. apathy

উত্তর : ক,ঘ

৬৩. Man is a political animal'- Who said this?

ক. Dante

খ. Aristotle

গ. Plato

ঘ. Socrates

উত্তর : খ

৬৪. What is the masculine gender of 'mare'?

ক. Mermaid

খ. Bear

গ. Stallion

ঘ. Dog

উত্তর : গ

৬৫.In many ways, riding a bicycle is similar  to

ক. driving a car

খ. when one drives a car

গ. the driving of a car

ঘ. when we drive a car

উত্তর :ক

৬৬. The  expression 'Take into account' means-

ক.Count numbers

খ. Think seriously

গ. Asses

ঘ. consider 

উত্তর :ঘ

৬৭. Which one is correct spelling?

ক. Liesure

খ. Leasure

গ. Leisure

ঘ. Lesiure

 উত্তর : গ

৬৮.The People who carry a coffin at a funeral are called-

ক. Pallbearers

খ. Supporters

গ. Under takers

ঘ. Mourners

উত্তর : ক

৬৯. Neither Rini nor Simi ... qualified for the job.

ক. are

খ. were

গ. is

ঘ. had

উত্তর : গ

৭০.Fill in the blanks 'One should be ashamed... telling a lie.'

ক. of

খ. on

গ. for

ঘ. by

উত্তর : ক

৭১. He assisted me... answering the question.

ক. by

খ. with

গ. in

ঘ. through

উত্তর :গ

৭২. Mahabub is ... the phone right now.

ক. in

খ. on

গ. at

ঘ. by

উত্তর :খ

৭৩. Choose the correct sentence-

ক. It rained last night

খ. It rains last night

গ. It will rain last night

ঘ. It rain last night

উত্তর :ক

৭৪. Choose the correct sentence-

ক. You came late today

খ. You have come late today

গ. You had come late today

ঘ. You come late today

উত্তর :ক

৭৫. Fill in the blank with correct phrase your shoes before entering the mosque.'

ক. Put out

খ. Put off

গ. Put away

ঘ. Put on

উত্তর : খ

৭৬. The proper function of the press is surely to... the man in the street with facts.

ক. equip

খ. deliver

গ. proffer

ঘ. provide

উত্তর : ঘ

৭৭. As the Sun ..., I decided to go out.

ক. has shone

খ. shine

গ. shines

ঘ. was shining

উত্তর : ঘ

৭৮. There is no reason... absent.

ক. of

খ. for

গ. to be

ঘ. for being

উত্তর : ঘ

৭৯. What are you so angry... ?

ক. about

খ. at

গ. with

ঘ. for

উত্তর :  ক

৮০. He gave up ... football when he got married.

ক. playing

খ. of playing

গ. to play

ঘ. play

উত্তর : ক

Assistance castodian bpsc question in solution 20.11.23Visit here

Insurance development authorities question in solution Visit here

বিসিএস প্রস্তুতি জন্য বা যে কোন চাকরি প্রস্তুতির জন্য বিসিএস বিগত সালের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকা গুরুত্বপূর্ণ। বিসিএস ১০ থেকে বিগত সালের সকল প্রশ্নের সমাধান পেতে নিচের লিংক প্রবেশ করুন click here