Bangladesh police Metropolitan Sylhet headquarters job circular. The post is 8 and vacancy is 21.the post name, vacancy, educational qualification and experience included.
সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট এর বর্ণিত শূন্য পদ সমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণের নিয়োগ দিবে।
আবেদন লিংক :
আবেদন শুরুর তারিখ : ০৬.১২.২০২৩ সকাল ১০.০০
আবেদন শেষের তারিখ : ০৩.০১.২০২৪ বিকাল ৪.০০
1.sat lipikar cum computer operator -3
2. Computer operator -2
3.sat mudrakkhorik cum computer operator -7
4.nursing assistance -1
5.draftsman -1
6.office sohokari cum computer mudrakkhorik -5
7.wordboy-1
8.office sohayok-1
বেতন স্কেল : গ্রেড-১ ৩( ১১০০০-২৬৫৯০)
পদের সংখ্যা : ৩
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমান ডিগ্রি;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং
(গ) জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-১ শাখা কর্তৃক সেপ্টেম্বর ২৪, ২০১৯খ্রিঃ তারিখ প্রকাশিত প্রজ্ঞাপন বা বাংলাদেশ গেজেট এর তপশিল ২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
(ঘ) সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে।
(ঙ) কম্পিউটার মুদ্রাক্ষরিক এ প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।
বেতন স্কেল : গ্রেড-১ ৩( ১১০০০-২৬৫৯০)
পদের সংখ্যা : ২
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;-
(খ) জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-১ শাখা কর্তৃক ফেব্রুয়ারি ১৪, ২০১৯ তারিখ প্রকাশিত প্রজ্ঞাপন বা বাংলাদেশ গেজেট এর তপশিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।
বেতন স্কেল : গ্রেড- ১৪( ১০২০০-২৪৬৮০)
পদের সংখ্যা : ৭
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমান ডিগ্রি;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা: এবং
(গ) জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-১ শাখা কর্তৃক সেপ্টেম্বর ২৪, ২০১৯ তারিখ প্রকাশিত প্রজ্ঞাপন বা বাংলাদেশ গেজেট এর তপশিল ২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) সাটলিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে।
(ঙ) কম্পিউটার মুদ্রাক্ষরিক এ প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।
পদের নাম : নার্সিং সহকারী (Nursing sohokari)
বেতন স্কেল : গ্রেড- ১৫( ৯৭০০-২৩৪৯০)
পদের সংখ্যা : ১
(ক) স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) নার্সিং-এ ডিপ্লোমা কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে
বেতন স্কেল : গ্রেড- ১৫( ৯৭০০-২৩৪৯০)
পদের সংখ্যা : ১
(ক) স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশীপ ট্রেড কোর্সে উত্তীর্ণ বা ড্রাফটম্যানশীপে ডিপ্লোমা ডিগ্রি;
বেতন স্কেল : গ্রেড-১৬( ৯৩০০-২২৪৯০ )
পদের সংখ্যা : ৫
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা: এবং
(গ) জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-১ শাখা কর্তৃক সেপ্টেম্বর ২৪, ২০১১ তারিখ প্রকাশিত প্রজ্ঞাপন বা বাংলাদেশ গেজেট এর তপশিল-২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষর এ প্রতি মিনিটে গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
বেতন স্কেল : গ্রেড-২০ ( ৮২৫০-২০০১০ )
পদের সংখ্যা : ১
স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল : গ্রেড-২০ ( ৮২৫০-২০০১০ )
পদের সংখ্যা : ১
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
(খ) জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-১ শাখা কর্তৃক সেপ্টেম্বর ২৪, ২০১১ তারিখ প্রকাশিত প্রজ্ঞাপন বা বাংলাদেশ গেজেট এর তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।