Ashuganj power station company ltd job circular 2023,the post is computer exhibit and vacancy one.the post name, educational qualification and experience included
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় এর এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালন প্রকল্পের পরিবর্ধিত মেয়াদে (৩০ জুন, ২০২৪ পর্যন্ত) পাঠদান/প্রদর্শনের (কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে) জন্য নিম্নোক্ত পদে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে যোগ্য, অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল বাংলাদেশী নাগরিকদের নিয়োগ দিবে।
ওয়েবসাইট লিংক :
Ashuganj power station ltd job apply 2023
আবেদন শেষের তারিখ : ৫/১২/২০২৩
উপরোক্ত ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে ফরম পূরণ করে ৫/১২/২০২৩ তারিখ এর মধ্যে ব্যবস্থাপক, এপিএসসিএল,আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া -৩৪০২ পৌছাবে।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র কম্পিউটার প্রদর্শক পদে ১জন নিয়োগ দিবে।
Ashugonj power station company ltd computer exhibit 1post is vacancy 1.
পদের নাম : কম্পিউটার প্রদর্শক (computer exhibit)
বেতন : ৫০,১৩৩.০০ টাকা
পদের সংখ্যা : ০১
কোন স্বীকৃত বোর্ড/ ইনস্টিটিউট হতে কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
অভিজ্ঞতা : মাধ্যমিক পর্যায়ের কোনো স্কুল/ সংযুক্ত প্রতিষ্ঠান হিসাবে স্কুলের ভোকেশনাল শাখা/টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ/স্বতন্ত্র ভোকেশনাল মাধ্যমিক শাখায় পাঠদান/কম্পিউটার প্রদর্শক হিসেবে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।