Advertisement

CAPITAL DEVELOPMENT AUTHORITIES RAJUK JOB CIRCULAR -2023

Capital development authorities rajuk job circular, law adviser, total post is 3 and vacancy 95.The job is contact and bond job circular.

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর প্যানেল এবং চুক্তিভিত্তিক নিয়োগ  ২০২৩.

Capital development authority rajuk bond/panel job circular -2023.


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক  প্যানেল প্রস্তুতের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক বিজ্ঞ আইন উপদেষ্টা/আইন পরামর্শক/প্যানেল আইনজীবী পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিয়োগ দিবে। 

আবেদন লিংক :

www.rajuk.gov.bd

উক্ত লিংক থেকে  নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে আবেদনকারীকে উল্লেখিত তথ্যাদিসহ আবেদন করতে হবে। তথ্যসমূহঃ (ক) আবেদনকারীর নাম (স্পষ্টাক্ষরে বাংলায় ও ইংরেজিতে) (খ) পিতার/স্বামীর নাম (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ও বর্তমান ঠিকানা (3) চেম্বারের পূর্ণাঙ্গ ঠিকানা (ই-মেইল ও ফোন নম্বরসহ), (চ) জন্ম তারিখ, (ছ) শিক্ষাগত যোগ্যতার পূর্ণ বিবরণ (জ) মহামান্য আপীল / হাইকোর্ট বিভাগ ও অধস্তন বিজ্ঞ আদালতে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির সন ও সনদ নম্বর ও সংশ্লিষ্ট আইনজীবী সমিতির সদস্যভুক্তির সার্টিফিকেট, (ঝ) অভিজ্ঞতার সনদপত্র, (ঞ) নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। আবেদনকারী বিজ্ঞ আইনজীবীদের চেয়ারম্যান, রাজউক বরাবর ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন পরিচালক (আইন), আইন শাখা, ৮ম তলা, এনেক্স ভবন, রাজউক, মতিঝিল, ঢাকা-১০০০ এর দপ্তরে আবেদনপত্র পৌঁছাতে হবে।

আবেদন শেষের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৩।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক মোট ৩ টি পদে ৯৫ জন নিয়োগ দিবে চুক্তিভিত্তিক। 
পদের নাম ও সংখ্যা :
১.আইন  উপদেষ্টা (চুক্তিভিত্তিক)-১০
২.আইন পরামর্শক (চুক্তিভিত্তিক) -১০
৩.প্যানেল আইনজীবী (চুক্তিভিত্তিক) -৭৫

 পদের নাম : আইন  উপদেষ্টা (চুক্তিভিত্তিক) ( law)

পদের  সংখ্যা : ১০

আবেদনকারীকে অবশ্যই মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ১০ (দশ) বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১৫ (পনের) বছরের অভিজ্ঞতা অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১৫ (পনের) বছরের আইন পেশায় বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।


 পদের নাম : আইন পরামর্শক (চুক্তিভিত্তিক)(law adviser) 

পদের  সংখ্যা : ১০

আবেদনকারীকে অবশ্যই মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ১০ (দশ) বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১৫ (পনের) বছরের অভিজ্ঞতা অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১৫ (পনের) বছরের আইন পেশয়/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।


বিগত সালের বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান পেতে নিচের লিংক প্রবেশ করুন click here



 পদের নাম :  প্যানেল আইনজীবী (চুক্তিভিত্তিক)

পদের  সংখ্যা : ৭৫

আবেদনকারীকে অবশ্যই মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ০৭ (সাত) বছরের অভিজ্ঞতা অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১০ (দশ) বছরের আইন পেশায়/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার যে কোন আইনজীবী সমিতির সদস্যপদ থাকতে হবে।