The current development Foundation board arranged current development board exam.The post have current development board question in solution.The exam date is November 11,2023.
The job is very important for our country.job is very difficult to acchivement.job dreams try heart and soul to achieved job.current development Foundation arrangement the examination. The current development Foundation board question in solution given here.The question is included bangla English math ict General knowledge global knowledge, ethics.
১. বিজ্ঞান শব্দের 'জ্ঞ' কোন শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত?
ক. ঞ+জ
খ. জ্+ঞ
গ. ল+শ
ঘ. খ+ঞ
উত্তর : খ. জ্+ঞ
২. কোনটি বিশেষণ বাচক শব্দ?
ক. জীবন
খ. জীবনী
গ. জীবিকা
ঘ. জীবাণু
উত্তর : খ. জীবনী
৩. Dialect শব্দের বাংলা পরিভাষা কোনটি?
ক. মাতৃভাষা
খ. রাষ্ট্রভাষা
গ. উপভাষা
ঘ. মালভাষা
উত্তর : গ. উপভাষা
৪. পা দিয়ে পান করে যে-
ক. নগ
খ. পাদপ
গ. পন্নগ
ঘ. পানিপান
উত্তর : খ. পাদপ
৫. 'ঋজু' শব্দের বিপরীত শব্দ-
ক. শক্ত
খ. কঠিন
গ. জঙ্গম
ঘ. বঙ্কিম
উত্তর : ঘ. বঙ্কিম
৬. ফল্লু' কি?
ক. ফাল্গুন
খ. একটি নদীর নাম
গ. নদীর প্রবল স্রোত
ঘ. জমজ নক্ষত্র বিশেষ
উত্তর : খ. একটি নদীর নাম
৭. 'নগদ' কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. গুলরাজ
গ. হিন্দি
ঘ. ফরাসি
উত্তর : ক. আরবি
৮. নীচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
ক. আদায় কাঁচকলা
খ. দা-কুমড়া
গ. রুই-কাতলা
ঘ. অহি-নকুল
উত্তর : ক. আদায় কাঁচকলা
৯. 'সংশয়' এর বিপরীত শব্দ কোনটি?
ক. বিস্ময়
খ. নিৰ্ভয়
গ. দ্বিধা
ঘ. প্রত্যয়
উত্তর : ঘ. প্রত্যয়
১০. 'কবি কবি ভাব, ছন্দের অভাব'- কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ভাল অর্থে
খ. ভাব অর্থে
গ. পুনরাবৃত্তি অর্থে
ঘ. উপহাস অর্থে
উত্তর : ঘ. উপহাস অর্থে
১১. আধুনিক অর্থনীতির জনক কে?
ক. অ্যাডাম স্মিথ
খ. পল স্যামুয়েলসন
গ. র্যাগনার ফ্রেশ
ঘ. জন কেইনস
উত্তর : খ. পল স্যামুয়েলসন
১২. অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান- এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. ডেভিড রিকার্ডো
খ. কার্ল মার্কস
গ. অ্যাডাম স্মিথ
ঘ. এল রবিনসন
উত্তর :গ. অ্যাডাম স্মিথ
১৩. পাবলিক লি. কোম্পানির নূন্যতম সদস্য সংখ্যা কত?
ক. ২ জন
খ. ৩ জন
গ. ৫ জন
ঘ. ৭ জন .
১৪. কোনটি Multinational Company?
ক. ইউনিলিভার
খ. Walton
গ. এমজিআই
ঘ. এসিআই
উত্তর :ক. ইউনিলিভার
১৫. কত সালের আইন অনুযায়ী বাংলাদেশে অংশীদারী কারবার পরিচালিত হয়?
ক. ১৯৯৫ সাল
খ. ১৯০২ সাল
গ. ১৯৩২ সাল
ঘ. ১৮৮২ সাল
উত্তর : গ. ১৯৩২ সাল
১৬.নিচের কোনটি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ?
ক. পরিকল্পনা কমিশন
খ. পরিকল্পনা মন্ত্রণালয়
গ. জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি
ঘ. অর্থ মন্ত্রণালয়
উত্তর : গ. জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি
১৭. একটি চেকের মেয়াদ কতদিন থাকে?
ক. ৩০ দিন
খ. ৬০ দিন
গ. ২০ দিন
ঘ. ১৮০ দিন
উত্তর : ঘ. ১৮০ দিন
১৮. আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়?
ক. বিল অব ল্যাডিং
খ. বিল অব এন্ট্রি
গ. প্রত্যায়ন পত্র
ঘ. এলসি
উত্তর : ক. বিল অব ল্যাডিং
১৯. রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানি?
ক. বিধিবদ্ধ
খ. নিবন্ধিত
গ. সনদপ্রাপ্ত
ঘ. সংরক্ষিত
উত্তর : ক. বিধিবদ্ধ
২০. বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশে?
ক. শ্রীলংকায়
গ. জাপানে
খ. যুক্তরাজ্য
ঘ. মিয়ানমারে
উত্তর :ঘ. মিয়ানমারে
২১. ১ টাকা ও ২ টাকার নোটকে বলা হয়?
ক. ব্যাংক নোট
খ. গভর্নর নোট
গ. সরকারি নোট
ঘ. সাচিবিক নোট
উত্তর : গ. সরকারি নোট
২২. বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমান চেয়ারম্যানের নাম-
ক. মাহবুবুর রহমান
খ. শেখ ওয়াহিদুজ্জামান
গ. মো. আবদুল সাত্তার মিয়া
ঘ. শেখ আখতার হোসেন
উত্তর : ক. মাহবুবুর রহমান
Ntrca circular and apply link Visit here
২৩.TIN এর পূর্ণরূপ
ক. Tax Index Number
খ. Taxpayers Indentification Number
গ. Tax Information Number
ঘ. Taxpayers Information Number
উত্তর : খ. Taxpayers Indentification Number
২৪. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গর্ভনরের নাম কী?
ক. আতিয়ার রহমান
খ. সালেহ উদ্দীন
গ. ফয়সাল কবির
ঘ. আব্দুর রউফ তালুকদার
উত্তর : ঘ. আব্দুর রউফ তালুকদার
২৫. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়?
ক. ঋণ নিয়ন্ত্রণ
খ. মুদ্রা প্রচলন
গ. সরকারের আর্থিক পরামর্শদাতা
ঘ. আমানত সংগ্ৰহ
উত্তর : ঘ. আমানত সংগ্ৰহ
২৬. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়?
ক. HSBC
খ. বাংলাদেশ শিল্প ব্যাংক
গ. ইসলামী ব্যাংক
ঘ. আরব বাংলাদেশ ব্যাংক
উত্তর :খ. বাংলাদেশ শিল্প ব্যাংক
২৭. E-banking এর সমার্থক কোনটি?
ক. Tele Banking
খ. Easy Banking
গ. Automated Banking
ঘ. Internet Banking
উত্তর :ক. Tele Banking
২৮. বাংলাদেশে বর্তমানে মোট কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে?
ক. ৩টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
উত্তর : গ. ৭টি
২৯. বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম-
ক. বাংলাদেশ ব্যাংক
খ. ডিএসই
গ. বিএসইসি
ঘ. এসবিসি
উত্তর : গ. বিএসইসি
৩০. 'বিদ্যুৎ শক্তি'র বাণিজ্যিক একক কী?
ক. ওয়াট
খ. ওয়াট ঘণ্টা
গ. কিলোওয়াট ঘন্টা
ঘ. মিটার
উত্তর : গ. কিলোওয়াট ঘন্টা
৩১.বাংলাদেশে কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়?
ক. তেল
খ. জল
গ. বায়ু
ঘ. গ্যাস
উত্তর : ঘ. গ্যাস
৩২.কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচাইতে বেশি?
ক. ভারত
খ. জাপান
গ. যুক্তরাজ্য
ঘ. চীন
উত্তর : ঘ. চীন
৩৩. বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের?
ক. ইসরাইল
খ. তাইওয়ান
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. হাইতি
উত্তর : খ. তাইওয়ান
৩৪. নিচের কোনটি পরোক্ষ কর নয়?
ক. ভ্যাট
খ. আবগারি শুল্ক
গ. সম্পূরক কর
ঘ. আয়কর
উত্তর : ঘ. আয়কর
৩৫.ডং কোন দেশের মুদ্রা?
ক. দ. কোরিয়া
খ. ভিয়েতনাম
গ. লাওস
ঘ. ম্যাকাও
উত্তর :খ. ভিয়েতনাম
৩৬. পণ্যের দাম বাড়লে সরবরাহ-
ক. কমে
খ. সমান থাকে
গ. বাড়ে
ঘ. খুব কমে
উত্তর : গ. বাড়ে
৩৭.কোন দেশের সহায়তায় 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' উৎক্ষেপণ করা হবে?
ক. যুক্তরাজ্য
খ. ফ্রান্স
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তর : রাশিয়া
৩৮. সম্প্রতি মুক্তি পাওয়া 'মুজিব একটি জাতির রুপকার চলচ্চিত্রের পরিচালকের নাম কি?
ক. শ্যাম বেনেগাল
খ. শ্যামচরণ
গ. গৌতম ঘোষ
ঘ. আমির খান
উত্তর : ক. শ্যাম বেনেগাল
৩৯. শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নকশাকার কে?
ক. নাথানিয়েল ডানহাম
খ. রবার্ট বাউপি
গ. রোহানি বাহারিন
ঘ. বোরহান রাব্বানী
উত্তর : গ. রোহানি বাহারিন
৪০. দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. টেকনাফ, কক্সবাজার
খ. মংলা, বাগেরহাট
গ. সুন্দরগঞ্জ, গাইবান্ধা
ঘ. কাপ্তাই, রাঙ্গামাটি
উত্তর : গ. সুন্দরগঞ্জ, গাইবান্ধা
৪১. রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
ক. ২০২০ মেগাওয়াট
খ. ১৩২০ মেগাওয়াট
গ. ১১১০ মেগাওয়াট
ঘ. ১০২০ মেগাওয়াট
উত্তর : খ. ১৩২০ মেগাওয়াট
৪২. বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক?
ক. সুইডেন
খ. নিউজিল্যান্ড
গ. অস্ট্রেলিয়া
ঘ. ইংল্যান্ড
উত্তর : গ. অস্ট্রেলিয়া
৪৩.বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ?
ক. ইংল্যান্ড
গ. সৌদি আরব
খ. ইরাক
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর : ঘ. যুক্তরাষ্ট্র
৪৪. ২০২৩ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম?
ক. আহাম্মদ মোহাম্মদী
খ. নার্গিস মোহাম্মদী
গ. নার্গিস আরশাদ
ঘ. নার্গিস আল ইরানী
উত্তর : খ. নার্গিস মোহাম্মদী
৪৫.It is high time we ... home. শূন্যস্থানে কী বসবে?
ক. return
খ. had returned
গ. had been returned.
ঘ. returned
উত্তর : ঘ. returned
৪৬. He was angry... me for no reason.
ক. to
খ. over .
গ. with
ঘ. upon
উত্তর : গ. with
৪৭.‘A fair little girl set under a tree'- এই বাক্যটির preposition কোনটি?
ক. fair
খ. little girl
গ. under
ঘ. tree
উত্তর :
৪৮.The sum is ... easier. শূন্যস্থানে কী বসবে?
ক. very
খ. more:
গ. much
ঘ. So
উত্তর :গ. much
৪৯.It is you who to blame. শূন্যস্থানে কী বসবে?
ক. was
খ. is
গ. are .
ঘ. has
উত্তর : গ. are .
৫০.The news shocked him. এর passive form হবে-
ক. He was shocked by the news.
খ. He was shocked to the news.
গ. He is shocked to hear the news.
ঘ. He was shocked at the news.
উত্তর : গ. He is shocked to hear the news.
৫১.‘Call it a day” বাক্যটির সঠিক অনুবাদ কোনটি নয়?
ক. পুনরায় শুরু করা
খ. কাউকে থেকে জানা
গ. একটি স্মরনীয় দিন
ঘ. একটি থেকে জানা
উত্তর : ঘ. একটি থেকে জানা
৫২. Which of the following words is a antonym for 'Ingenious"?
ক. Crafty
খ. Incompetent
গ. Inane
ঘ. Skilful
উত্তর : গ. Inane
৫৩.নিচের কোনটি singular number নয়?
ক. agenda
খ. datum
গ. ovary
ঘ. each
উত্তর :ক. agenda
৫৪.The new king did not take after his father. এই বাক্যটির underline করা phrase টির সঠিক meaning কোনটি?
ক. follow
খ. run after .
গ. contradict
ঘ. resemble
উত্তর : ঘ. resemble
৫৫.কত মেগা বাইটে ১ গিগাবাইট?
ক. 210
খ. 218
গ.215
ঘ. 2100
উত্তর: ক. 210
৫৬.CPU এর পূর্ণরূপ কী ?
ক. Control Power Unit.
খ. Central Processing Unit.
গ. Computer Processing Unit..
ঘ. Computer Power Unit.
উত্তর :খ. Central Processing Unit.
৫৭.নিচের কোনটি Operating system নয়?
ক. MS Word
খ. Windows 98 .
গ. DOS .
ঘ. LINUX
উত্তর :ক. MS Word
৫৮. মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+home কী বোর্ড কমান্ড দিলে কার্সর কোথায় যাবে?
ক. বর্তমান পৃষ্ঠার শুরুতে
খ. পূর্ববর্তী পৃষ্ঠার শুরুতে
গ. পূর্ববর্তী লাইনে
ঘ. ডকুমেন্টের শুরুতে
উত্তর : ঘ. ডকুমেন্টের শুরুতে
৫৯. কোনটি ডাটাবেজ প্রোগ্রাম নয়?
ক. Oracle
খ. Power Point
গ.. Fox Pro .
ঘ. MS Access
উত্তর : খ. Power Point
৬০. নিচের কোনটি পূর্ণাঙ্গ ই-মেইল এড্রেস?
ক. raselyahoo.com
খ. rasel.hahoo.com
গ. rasel@com
ঘ. rasel@yahoo.com
উত্তর : ঘ. rasel@yahoo.com
৬১. Wi-Fi এর পূর্ণরূপ কী?
ক. Wireless Internet.
খ. Wireless Field
গ. Wireless Fibre
ঘ. Wireless Fidelity
উত্তর : ঘ. Wireless Fidelity
৬২. স্ক্যানার এক ধরনের-
ক. ইনপুট ডিভাইস
খ. আউটপুট ডিভাইস
গ. স্মৃতি
ঘ. মাইক্রোপ্রসেসর
উত্তর : ক. ইনপুট ডিভাইস
৬৩.বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন হলো-
ক. ১
খ. ২
গ. ০ এবং ১
ঘ. ০ এবং ২
উত্তর : গ. ০ এবং ১
৬৪.ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
ক. জন কাটম
খ. মার্ক জুকারবার্গ
গ. জ্যাক ডরসি।
ঘ. স্টিভ জবস।
উত্তর : খ. মার্ক জুকারবার্গ
৬৫. কী বোর্ডের কতগুলো ফাংশন কী আছে?
ক. ৪টি
খ. ৫টি
গ. ১০টি
ঘ. ১২টি
উত্তর : ঘ. ১২টি
৬৬. ডেটাবেজের গুরুত্বপূর্ণ বিষয় হলো-
ক. ফর্মুলা
খ. মেনু
গ. ওয়ার্কশীট
ঘ. ফিল্ড
উত্তর : ঘ. ফিল্ড