Advertisement

Ministry of Agriculture MOA Job Circular 2023

Ministry of agriculture (moa) the best job.The circular have different post and different education and qualification, experience. The job time is full.The job types is government job.

কৃষি মন্ত্রণালয়  নিয়োগ  বিজ্ঞপ্তি

তারিখ:০৯ ভাদ্র ১৪৩০/ ২৪ আগস্ট ২০২৩

নিয়োগ বিজ্ঞপ্তি:

কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://moa.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন বার্তীত কোন আবেদন গ্রহণ করা হবে না। 

আবেদন ফরম পূরণ শুরুর তারিখ ও সময় :৩০ আগস্ট ২০২৩ খ্রি: ও সকাল ১০:০০ টা।

আবেদন ফরম পূরণ  করার শেষ তারিখ ও সময় :১০ অক্টোবর ২০২৩ খ্রি: ও বিকাল  ৪:০০ টা।

আবেদন  লিংক :click here

পদের নাম: সরেজমিনে ততদন্তকারী 

গ্রেড: ১২

বেতনস্কেল: ১১৩০০-২৭৩০০/-

পদ সংখা: ০৫ টি

যোগ্যতা:  কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি, কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি।

 সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই:

মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাংগাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর,কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট,পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, মাগুরা,

পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

তবে শুধুমাত্র সরকারি/ বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

গ্রেড: ১৩

বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০/-

পদের সংখ্যা: ০৭ টি

যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের  ডিগ্রি।

(খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত

(গ ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ থাকতে হবে;

 (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষর এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে

 (ঙ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

 সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই:

মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাংগাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর,কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট,পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, মাগুরা,

পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

তবে শুধুমাত্র সরকারি/ বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

পদের নাম: কম্পিউটার অপারেটর 
গ্রেড: ১৩
বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০/-
পদের সংখ্যা: ০৬  টি 
যোগ্যতা:
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই:

মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাংগাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর,কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট,পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, মাগুরা,

পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

তবে শুধুমাত্র সরকারি/ বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

গ্রেড: ১৬

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-

পদের সংখ্যা:  ০২  টি

যোগ্যতা:

(ক) স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত;

(গ) কম্পিউটার মুদ্রাক্ষর এ সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে; এবং

(ঘ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই:

মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাংগাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর,কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট,পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, মাগুরা,

পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

তবে শুধুমাত্র সরকারি/ বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


পদের নাম:  ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

গ্রেড: ১৬

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-

পদের সংখ্যা:   ০১  টি

যোগ্যতা:

(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে (প্রতি মিনিটে) বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই:

মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাংগাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর,কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট,পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, মাগুরা,

পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

তবে শুধুমাত্র সরকারি/ বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


পদের নাম:  অফিস সহায়ক

গ্রেড: ২০

বেতনস্কেল:   ৮২৫০-২০০১০/-

পদের সংখ্যা: ১৪ টি

যোগ্যতা:

কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই:

 মানিকগঞ্জ,মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, কিশোরগঞ্জ, টাংগাইল, শেরপুর, ফেনী, নাটোর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, ঝিনাইদহ, নড়াইল, | বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

তবে শুধুমাত্র সরকারি বেসরকারি স্বীকৃত এতিমখানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


নিয়োগের শর্তাবলী: 

১. আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২. নিয়োগের ক্ষেত্রে জেলা কোটাসহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা বিধি অনুসরণ করা হবে।

৩. আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে।

৪. মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন। কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা বাতিল বলে গণ্য হবে। 



সংগৃহিতঃ দৈনিক সমকাল 

Ministry of agriculture Bangladesh job circular And application 

Agriculture Ministry Job Circular

Date: 09 Bhadra 1430 / August 24, 2023

Job Circular:

The Agriculture Ministry invites applications for direct recruitment to the following vacant posts under the revenue budget of the Ministry. Eligible candidates with the qualifications described below, who are Bangladeshi citizens, are invited to submit their applications online (http://moa.teletalk.com.bd) within the specified time frame. No offline applications will be accepted. 

Start date and time for completing the application form: August 30, 2023, AD: at 10:00 AM.

Deadline for completing the application form: October 10, 2023, AD: at 4:00 PM.

Application link: [click here](http://moa.teletalk.com.bd)

Post Name: Research Investigator

Grade: 12

Salary Scale: 11,300 - 27,300/-

Number of Posts: 05

Qualifications: Bachelor's degree in Agriculture, Agricultural Economics, Mathematics, Economics, Statistics, or Commerce.

Candidates from the following districts do not need to apply: Munshiganj, Faridpur, Madaripur, Shariatpur, Tangail, Mymensingh, Jamalpur, Sherpur, Comilla, Rajshahi, Dinajpur, Lalmonirhat, Panchagarh, Thakurgaon, Jessore, Magura.  Only government-approved orphans' residence and physically challenged candidates from all other districts can apply. 

Post Name: Data Entry/Control Operator

Grade: 13

Salary Scale: 11,000 - 26,590/-

Number of Posts: 07

Qualifications:

Graduation from any recognized university.

Computer training. - Typing speed of a minimum of 45 words per minute in Bengali and 70 words per minute in English.

Minimum typing speed of 25 words per minute in Bengali and 30 words per minute in English in computer printing. 

Proficiency in Word Processing, Email, and Fax operations on a computer. 

Candidates from the same districts as mentioned earlier are not required to apply.

Only government-approved orphans' residence and physically challenged candidates from these districts can apply. 

Post Name: Computer Operator

Grade: 13

Salary Scale: 11,000 - 26,590/-

Number of Posts: 06

Qualifications:

Graduation (Honors) or equivalent degree in a science department.

Typing speed of a minimum of 20 words per minute in Bengali and 20 words per minute in English.

Successful completion of the Standard Aptitude Test in the relevant subject. 

Candidates from the same districts as mentioned earlier are not required to apply.

Only government-approved orphans' residence and physically challenged candidates from these districts can apply. 

Post Name: Office Assistant

Grade: 20

Salary Scale: 8,250 - 20,010/-

Number of Posts: 14

Qualifications:

Passed the Secondary School Certificate examination or equivalent from any recognized board. 

Candidates from the following districts do not need to apply:

Manikganj, Munshiganj, Faridpur, Gopalganj, Madaripur, Rajbari, Shariatpur, Kishoreganj, Tangail, Sherpur, Feni, Natore, Gaibandha, Lalmonirhat, Jhenaidah, Narail, Bagerhat, Satkhira, Kushtia, Bhola, Patuakhali.  Only orphans' residence and physically challenged candidates approved by the government from these districts can apply.

 Job Requirements:

1. Applicants must be permanent citizens of Bangladesh.

2. All other applicable quota rules, as practiced by the government, will be followed in recruitment.

3. Applicants must provide their name, father's name, mother's name, date of birth, and other relevant information as written in the online application form and reproduce it exactly in the same way.

4. No printed/handwritten applications will be accepted or considered through postal services or any other means.

বিসিএস এর বিগত সালের প্রশ্ন পেতে নিচের লিংক প্রবেশ করুন Click here